নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

এক + এক = দুই

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:০০

আমি যেভাবে প্রতিদিন জেগে উঠি

আমি দুই চোখ ভরে দেখি

ঘাসের ঠোঁট ঘুরেঘুরে

ঝরছে সকালের শিশির।

প্রেয়সীর সিথি ধরে এগিয়ে যাই

মহুয়া বনের দিকে,

যেখানে পদ্মপাতা এবং হরিণের প্রণয় দেখেদেখে

উন্মুক্ত হয় পাহাড়ের রোদ।

আমি এভাবেই প্রতিদিন জেগে উঠি,

আমি আমার খুলে রাখা দরজা দিয়ে

দেখি নরম পায়ের হাঁটা ।



কাঠুরিয়া মন

বুকের দেয়াল ঘেঁষে যে নদী চলে গেছে

মদ্যপ মহাসাগরের দিকে

সে বলে গেছে -

আগামী বর্ষায় জল নোনতা হলেই

পরিচিত সবাই যাবে নৌকাবিহারে।

এরপর থেকে

ল্যাম্পপোস্টের হলুদাভ চোখে জড়ো হয়

উচ্ছৃঙ্খল পোকাদের নীল নীল শরীর।

জ্যোৎস্না রাতের কাকতন্দ্রা চুপচাপ ভাঙে

কাঠুরিয়া মন জঙ্গলের দিকে হাঁটা ধরে,

উড়ুউড়ু দাবানলে ফোঁটে

রিমঝিম বৃষ্টির জলজ ফুল।

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২০

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই

আমি ঠিক জানিনা যে আপনি নিয়মিত কবিতা লিখেন কিনা...

তবে
আপনার এই দু'টি লিখা আমার অত্যন্ত ভালো লেগেছে... সুন্দর ভাবনা থেকেই এমন লিখা আসতে পারে...


শুভকামনা...

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অদৃশ্য ভাই এই পোস্ট দেয়ার সময় বারবার আপনার কথা মাথায় আসছিল, একবার ভাবছিলাম পোস্ট টা আপনাকে উৎসর্গ করব কিন্তু সাত পাঁচ ভেবে করা হল না :)

মাঝেমাঝে কবিতা লেখা হয় কিন্তু ব্লগে তেমন পোস্ট দেয়া হয়না।

অনেক ধন্যবাদ আপনাকে

২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: কাঠুরিয়া মন টা ভালো লাগলো ।
ব্লগিং কি কম করেন নাকি এখন ?
শুভকামনা রইল। :)

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেইসবুক ব্লগিংটারে খাইয়া ফেলছে :)

আপনে কি এখন এখানে(সামুতে) রেগুলার?

৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: এক + এক = দুই ।সুখপাঠ্য কবিতা ।

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে! আপনেও ভাল কবিতা লিখেন। আপনার কবিতা পড়ি কিন্তু অনেক সময় জানান দেয়া হয়ে উঠেনা!

৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

মাক্স বলেছেন: সুন্দর!

২২ শে মে, ২০১৩ রাত ৯:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:০৪

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই

আপনার প্রাণখোলা কথাতে খুবই আনন্দ পেয়েছি... লিখাটির পর আমাকে যে একটু ভাবলেন এটাই আমার সৌভাগ্য...


মাঝে মাঝে কবিতা দিয়েন ব্লগে... জানান দিয়েন...

শুভকামনা...

২২ শে মে, ২০১৩ রাত ৯:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবশ্য কবিতা পোস্ট দিব

৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ফেসবুক , ব্লগ সবই ব্যক্তিগত লাইফ খাইয়া ফেলছে। সামুতে ইদানিং ব্লগাইতাছি তবে চতুর ছাড়ি নাই। আর সবাই তো সবার লেখা লাইকাই না এটা বুঝতে পারছি। :|

ভালো থাকেন, সুস্থ থাকেন। :)

২২ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম - আপনেও ভালো থাকেন, সুস্থ থাকেন

৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ ! দুটা পড়ার পর মনে হলো ঘুম থেকে উঠে জঙ্গলে হাটা শুরু করে দিয়েছি !
মুগ্ধপাঠ ! ৪র্থ ভালোলাগা দিয়ে গেলাম !

২২ শে মে, ২০১৩ রাত ১০:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৯| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:০৮

ভিয়েনাস বলেছেন: ল্যাম্পপোস্টের হলুদাভ চোখে জড়ো হয়
উচ্ছৃঙ্খল পোকাদের নীল নীল শরীর


সুন্দর কবিতা।
প্লাস রইলো

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:২০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ২৩ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭

আহসান জামান বলেছেন:
মাসুম ভাই, অদ্ভূত দু'টো কবিতা! ভীষণ ভালো লাগছে আমার।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই

১২| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০০

মামুন রশিদ বলেছেন: দুটো কবিতাই ভালো লেগেছে । :)

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৯

শোশমিতা বলেছেন: দুটো কবিতাই সুন্দর।
ভালো লাগলো +

২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: ২য়টা খুব সুইট। প্রথমটাও ভাল লাগলো।

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুটো কবিতাই বেশ লাগলো।

২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৩

কালোপরী বলেছেন: :)

২৫ শে মে, ২০১৩ রাত ১১:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইমু দেয়ার মর্ম উদ্ধার করতে ব্যর্থ হলাম

১৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:১৯

কালোপরী বলেছেন: :) :) ;)

২৫ শে মে, ২০১৩ রাত ১১:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আবারও ব্যর্থ :(

১৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

কালোপরী বলেছেন: :| :|


কবিতা ভাল হইছে :(

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে আপনে জিতছেন :)

ধইন্যা লন

১৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪২

জিয়া চৌধুরী বলেছেন: দারুন লিখেছেন। চালিয়ে যান।

২৬ শে মে, ২০১৩ রাত ১:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: চলবে .............. ধন্যবাদ

২০| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
১০ম ভাললাগা জানবেন।

২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর +++

২৯ শে মে, ২০১৩ রাত ৮:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.