নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

আমার সেই কুকড়া চুলওয়ালা বন্ধুটি একটু বেশি ভিজেছিল

২৮ শে মে, ২০১৩ রাত ১২:০৬



প্রায়ই আমরা চার বন্ধু মিলে খোলা আসমানের নিচে গল্পগুজব করতাম। পাশে দাঁড়িয়ে থাকত একটা সাদা তিনতলা বাড়ি। মাঝেমাঝে বাড়ির রং আর আসমানের রঙ মিলেমিশে একাকার করে বৃষ্টি নিচে নেমে আসত। আমরা খোলা আসমানের নিচে ঠায় দাঁড়িয়ে থাকতাম অথচ কেউই ভিজতাম না। কারণ বৃষ্টি ছিল সাদা রঙ তিনতলা বাড়ির তিনতলার মেয়েটির নাম। একদিন দেখলাম বাড়িটা লাল করে সাজানো হয়েছে। লাল রং বাতিরা চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে অনবরত চোখ টিপছে। সেদিনও বৃষ্টি নিচে নেমে এলো, আমরা ঠিক আগের মত করে খোলা আসমানে নিচে দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমরা চারজন সেদিন ভিজে গেলাম। একটু বেশি ভিজলো আমার সেই খাটো করে কুকড়া চুলওয়ালা বন্ধুটি, যে তিনতলা বাড়ির দিকে মুখ করে সবসময় দাঁড়াত।





ছোটবেলায় এক বাতাসা বিক্রেতার কাছ থেকে পুরানো কাঁচের বোতল দিয়ে একটা মন্ত্র কিনেছিলাম । মানুষকে ধরে রাখার মন্ত্র। জীবনে কতবার যে সে মন্ত্র পাঠ করেছি তার কোন হিসেব রাখেনি। তবে সে হিসাব আছে – কে আমায় ছেড়ে চলে গল, কে বিদায়বেলায় কাঁদুকাঁদু হয়ে বলে গেল মনে রেখ,মাঝেমাঝে চিটি দিও। সবাই চলে যায়,কাউকে কাউকে আবার চলে যেতে হয়। আসলে আমাদের কারোরেই কাউকে ধরে রাখার ক্ষমতা নেই। সেটা জাপটে ধরে হউক আর মন্ত্র পড়ে হউক ।





অস্ত যাবার আগে একবার সোনালী রোদ হয়ে আড্ডা দিব মেঘলা বিকালের সাথে। তুমি প্রস্তুত থেক, তোমাকেও নিয়ে যাব। এরকম প্রতিশ্রুতি দিয়েছিলে বলে আমি অপেক্ষায় ছিলাম।

মন্তব্য ৩৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৩

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: বাহ , বেশ চমৎকার উপস্থাপনা ! প্লাস

২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টেও প্লাস :)

২| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২৬

আদার ব্যাপারি বলেছেন: একটু বেশি ভিজলো আমার সেই খাটো করে কুকড়া চুলওয়ালা বন্ধুটি, যে তিনতলা বাড়ির দিকে মুখ করে সবসময় দাঁড়াত।

২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমম -

৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১:১৮

আরজু পনি বলেছেন:

কষ্টগুলো বড্ড অদ্ভুত! ;(

২৮ শে মে, ২০১৩ রাত ১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কষ্টের পিছনের মানুষগুলাও :(

৪| ২৮ শে মে, ২০১৩ রাত ২:৩১

বাংলাদেশী দালাল বলেছেন:
ভালো লাগছে অ আ ই

২৮ শে মে, ২০১৩ রাত ৩:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২৮ শে মে, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: বাহ , বেশ চমৎকার উপস্থাপনা ! প্লাস

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৫২

খেয়া ঘাট বলেছেন: মোহনীয় বিশুদ্ধ সুন্দর। কল্পনাকে সুতোহীন ফানুস বানিয়ে উড়িয়ে দিয়েছেন। +

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অপেক্ষায় থাকেন :)

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে :)

৮| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৫৭

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই

লিখাটি পড়ে খুবই তৃপ্তি পেলাম... খুবই সুন্দর হয়েছে লিখাটি...তিনটি অংশেই মুগ্ধতা...


শুভকামনা...

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

৯| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:২৭

মামুন রশিদ বলেছেন: কথামালায় মুগ্ধ হয়ে গেলাম । কিছুটা বিষাদও ভর করলো মনের কোনে ।


ব্যক্তিগত ডায়েরীর এক চমৎকার উদাহরন এই লেখাটি ++

২৯ শে মে, ২০১৩ রাত ১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার ||

২৯ শে মে, ২০১৩ রাত ১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অস্ত যাবার আগে একবার সোনালী রোদ হয়ে আড্ডা দিব মেঘলা বিকালের সাথে। তুমি প্রস্তুত থেক, তোমাকেও নিয়ে যাব। এরকম প্রতিশ্রুতি দিয়েছিলে বলে আমি অপেক্ষায় ছিলাম। '',,,,,,,,,,,,,,,,,,,,,,অসম্ভব সুন্দর,,,,,,,,,,,,শুভকামনা

২৯ শে মে, ২০১৩ রাত ১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:০০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। কুকড়া নাকি কোকড়া হবে?

২৯ শে মে, ২০১৩ রাত ১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: কুকড়া নাকি কোকড়া সেটা বুঝতে পারছিনা - হয়ত শেষেরটা কারেক্ট । চেক করে ঠিক করে নিব!

ধন্যবাদ আপনাকে

১৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আ বেশি সুন্দর ।

২৯ শে মে, ২০১৩ রাত ১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪২

আশিক মাসুম বলেছেন: বাহ , মিতা !! কলিজা গুরদা সব একাকার। কবিতা পড়ে বুকের ঠিক বা দিকে কেমন আগুনিক একটা শিহরণ হল।


২৯ শে মে, ২০১৩ রাত ৮:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: মিতা, প্রিয় মিতা :)

১৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৫৯

জুন বলেছেন: লিখেন না কেন নিয়মিত মাসুম ১৪ ??
কি সুন্দর অনূভূতির কথা অনেক ভালোলাগলো।
বিশেষ করে সাদা সাদা সেই বাতাসার স্বাদ মুখে এসে লাগোলো মনে হলো।
+

আপনাকে একটা গান উপহার দিলাম পরের পোষ্টে কেমন হলো জানাবেন।
মাতাল কথাটা শুনেই গানটা মনে পড়লো :)

৩০ শে মে, ২০১৩ সকাল ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা গান নাকি!!!আমি আবার ভাবলাম আপনি এখন লিখছেন মনে হয় - পুরা কম্পু খাইছি :D

নিয়মিত লেখালেখি করার সময় বের করতে পারিনা-তবে ইচ্ছে করে নিয়মিত লিখি

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

আমিনুর রহমান বলেছেন:


ডায়েরী তো বেশ ভালো লিখেন :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহা :)

১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

ডাঃ নাসির বলেছেন: আগামী দিনগুলি আর সুন্দর হউক। এই কামনা রইল।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভকামনা'র জন্য

১৮| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মোহনীয় !

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.