নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

আমরা একবার মাতাল হতে বেরিয়ে পড়েছিলাম

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৯



একবার সদ্য বন্ধু বিয়োগের ব্যথা ভুলতে আমরা কয়েকজন বেরিয়ে পড়েছিলাম। জীবন গোছানোর জন্য কোন ধরণের সরঞ্জাম পাওয়া গেলে সেটা সংগ্রহ করে নিয়ে আসব, এই ধরনে একটা গোপন ইচ্ছাও লুকানো মনে মধ্যে ছিল। অনেকদূর গিয়েছিলাম যেখানে পরিচিত মুখ বলতে আমরা কয়েকজন আহত যুবক। ভাঙ্গাচোরা ডাকবাংলায় রাত্রিযাপনের সিদ্ধান্ত হল। জায়গাটা অনেকটা দ্বীপের মত। চারদিক জলময়, ছোটছোট টেউয়ের মৃদু মায়াবী ছন্দ। রাতের রং ধবধবে ফর্সা, সুগন্ধি বাতাসে ঘুমপাড়ানি পরশ। এরকম পরিবেশে একজন বলল – চল আমরা আজ উচ্চাভিলাষী হই। আরেকজন বলল – চল আমরা আমাদের ভুলে গিয়ে আদিম মানুষ হয়ে যাই। পিছন থেকে একজন ব্যাগ থেকে আরজেলেনিকের বোতল বের কর বলল – এটা আমার এক স্কটিশ বন্ধু আমার জন্মদিনে উপহার দিয়েছে। চল সবাই আরজেলেনিকে আঘাতে আমরা আমাদের আরও আহত করি।





আমরা প্রথমে আরজেলেনিকে আঘাতে নিজেদের আরও আহত করলাম। তারপর নিজেদের ভুলে গিয়ে আদিম মানুষ হয়ে জলাশয়ের দিকে হাঁটা ধরলাম। আমাদের উচ্চাভিলাষ দেখে জলাশয় থেকে উঠে আসতে লাগল মৎসকন্যা আর মৎসবালকরা।





ওরা আমাদের জিজ্ঞেস করল – তোমরা এমন করছ কেন? এখানে কেউ মাতাল হয় না, এখানে সবাই সুখী হতে আসে। আমরা সমস্বরে বলে উঠি, বন্ধু হারানোর ব্যথা বুকে নিয়ে কেউ সুখী হতে পারে না। আমারা এখানে সুখী হতে আসি নাই, আমরা মাতাল হতেই এসেছি।

জীবন গোছানোর জন্য সরঞ্জাম সংগ্রহ করতে গিয়ে আমাদের মাঝেমাঝে মাতাল হতে হয়।



অ-আ-ই

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: অ, আ, ই -এর মতো ভালো হয়নি।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্যক্তিগত কথাকাব্য তো - ভাল হওয়ার সুযোগ কম

২| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৬

মামুন রশিদ বলেছেন: এই পর্বে একটু তাড়াহুরা বিদ্যমান । আশা রাখি পরের পর্ব থেকেই আগের ভঙ্গি ফিরে আসবে ।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: যা বলার বলে ফেলেছি তো :)

৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: পরের পর্বের অপেক্ষায় ! ভালো প্রচেষ্টা !

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে

৪| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:১১

বাংলার হাসান বলেছেন: খেয়া ঘাট বলেছেন: অ, আ, ই -এর মতো ভালো হয়নি।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে অ, আ, ই পড়ছেন নাকি? পড়লে আপনাকে ধন্যবাদ

৫| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪২

জুন বলেছেন: অ আ ই কি মাসুম ?? ওটা জানি না বোলে এটার অর্থ বুঝলামনা :(
যাক তবুও প্লাস দিয়ে গেলাম :)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অ আ ই হৈলো এই লেখার আগের পর্ব আপু!! নিচে দেখেন লিংক দেয়া আছে

৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৪

রৌহান খাঁন বলেছেন: জীবন গোছানোর জন্য সরঞ্জাম সংগ্রহ করতে গিয়ে আমাদের মাঝেমাঝে মাতাল হতে হয়।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমমমম

৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: চালিয়ে যান।
+ দিলাম।

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে চালিয়ে যাব - ধন্যবাদ

৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাইয়া

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:০২

ইনকগনিটো বলেছেন: পড়ে গেলাম ঈ, উ ,ঊ। পরের গুলোর জন্য অপেক্ষা থাকলো। :)

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরের গুলো পড়ার দাওয়াত :)

১০| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৫১

আহসান জামান বলেছেন:
লেখাগুলো ভালো লাগছে, চমৎকার।

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই

১১| ৩০ শে মে, ২০১৩ ভোর ৪:১২

বাংলাদেশী দালাল বলেছেন:
বর্ণমালা শেষ হলে কি করবেন?

আপনার কাছথেকে আগে যা পেয়েছি সেই তৃষ্ণা মেটেনি।

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছু করব না - এই সিরিজ লেখা শেষ করে ফেলবো :)

১২| ৩০ শে মে, ২০১৩ সকাল ৭:৫৯

সোহাগ সকাল বলেছেন: এইটা কি আসলে কবিতা নাকি গল্প ঠিক বুঝলাম নাহ! তারপরেও ভালো লাগলো।

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা গল্প বা কবিতা কিছুনা, এটাকে আমি ব্যক্তিগত কথাকাব্য বলে জানি

১৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৪৩

জুন বলেছেন: অনেকবার ক্লিক করলাম কিন্ত কিছুই দেখলাম না :(

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন ক্লিক করে দেখেন প্লিজ

১৪| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪

জুন বলেছেন:
রাতের বেলা মাতাল হয়ে এলাম বাড়ী ফিরে
মাতাল আমি মাতাল যেমন হয়
হঠাৎ দেখি বালিশে কার মাথা
যেখানটাতে আমার মাথা রয়।

কাছে এসো এলেন প্রিয়তমা
বিবাহিত আমরা আইনমতে,
কেমন করে বালিশেতে এলো আরেকমাথা
আমার মাথা থাকবে যেখানটাতে!

অন্ধ তুমি মূর্খ মাতাল এক,
চোখে বুঝি দেখতে পাওনা ওরে,
বাঁধা কপি, নয়তো সে আর কিছু,
তোমার নানী পাঠিয়েছিল মোরে!

জগৎজুড়ে ঘুরেছি হায় কত
কত হাজার মাইল যোজন পারে,
কোনখানেই দেখিনিতো এমন,
বাঁধাকপির গোঁপও থাকতে পারে ! :P

৩০ শে মে, ২০১৩ সকাল ৯:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়াও! এখন লিখলেন নাকি?

৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরা কম্পু খাইছি :D
ধন্যবাদ আপু গানটা শেয়ার করার জন্য

১৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

সোহাগ সকাল বলেছেন: আচ্ছা! :)

১৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার লাগলো,,,,,,,,,

চালিয়ে যান,,,,,,,অপেক্ষায় থাকলাম ঋ - ঔ।

শুভকামনা

৩০ শে মে, ২০১৩ রাত ৮:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: চালিয়ে যাব .... ধন্যবাদ আপনাকে

১৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১০

সায়েম মুন বলেছেন:
অন্যরকম। ছুঁয়ে গেল।

৩১ শে মে, ২০১৩ রাত ১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৮| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট, কিন্তু কমপ্যাক্ট। আমার বেশ ভালো লেগেছে,

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ব্রাদার

১৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৪০

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই

আপনার এই টাইপের লিখাগুলোর ভক্ত হয়ে যাচ্ছি... অত্যন্ত সুন্দর হয়েছে লিখাটি... আপনার পার্ট বাই পার্ট ফিনিশিংটা দূর্দান্ত...


শুভকামনা...

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে খুশি হইছি অদৃশ্য ভাই :)

২০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০০

বৃষ্টিধারা বলেছেন: বেশ ভালো লাগল ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

আমিনুর রহমান বলেছেন:


বেশ ভালো লেগেছে +++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.