নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

মৃত লোকগুলোর জীবিত ভাব নেয়ার দৃশ্যটি ছিল করুণ

০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৫



উড়ন্ত পাখি লাফ দিয়ে ধরার শখ কয়জনের থাকে? এই প্রশ্নটা আমার মনে যখন প্রথম এসেছিল, তখন আমি দেখছিলাম – একটা মেয়ে শিশু লাফ দিয়ে পায়রা ধরার চেষ্টা করছে। পায়রাটি একবার কার্নিশে বসে তো তিনবার মেয়েটির মাথার কাছাকাছি উড়াউড়ি করে। তাই পায়রাটি যে দুষ্ট ছিল সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। আর বুঝতে পেরেছিলাম মেয়েটির চোখ কেন বারবার ছোট হয়ে আসছিল।





মইরা গেলাম গো, আমি একেবারে মইরা গেলাম। বৃদ্ধা মহিলার এইরকম চিৎকার রাস্তার ওপাশ থেকে একদল মৃত লোক উপভোগ করছিল। মৃত লোকগুলো এমনভাবে তাকিয়ে তাকিয়ে বৃদ্ধা মহিলাকে দেখছিল যে, যেন তারা জীবিত, কোন কালেই তারা মারা যায়নি।

বৃদ্ধা মহিলার মৃত্যু'র পৃর্ব-দৃশ্যের চেয়ে মৃত লোকগুলোর জীবিত ভাব নেয়ার দৃশ্যটি ছিল করুণ।





টুনাটুনি সংসারকে আলোকিত করে এক টুনটুনি এসে উপস্থিত। টুনা অনেক গবেষণা করে বের করলো টুনটুনি আগের জনমে রূপকথার রাজকন্যা ছিল। টুনি’র গবেষণায় বেরিয়ে আসলো টুনটুনি হল এনজেলের বাচ্চা। তাই টুনা টুনটুনিকে ডাকে রাজকন্যা, টুনি টুনটুনিকে ডাকে এনজেল। এভাবেই আস্তে আস্তে করে একটি সুখী পরিবারের জন্ম হল এবং তা বেড়ে উঠতে লাগলো...........।



----

অ-আ-ই



ই, ঈ, উ

মন্তব্য ৬২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৪

রৌহান খাঁন বলেছেন: এইগুলা কবিতা না গল্প?

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপ বা কবিতা কিছু না, এটাকে আমি ব্যক্তিগত কথাকাব্য বলে জানি!

২| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৫

সায়েম মুন বলেছেন: ১ টা বেশী ভাল লেগেছে।

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার ২টা বেশিভাল লাগে :)

ধন্যবাদ আপনাকে

৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনামেই মোহাচ্ছন্ন !

০২ রা জুন, ২০১৩ রাত ১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাই :)

৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১:৪৯

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

০২ রা জুন, ২০১৩ রাত ১:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা জুন, ২০১৩ ভোর ৪:৪৪

রোজেল০০৭ বলেছেন: কথা কাব্য ভালো লাগলো।

০২ রা জুন, ২০১৩ ভোর ৪:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৬| ০২ রা জুন, ২০১৩ ভোর ৫:০৬

খেয়া ঘাট বলেছেন: "এ" এর শেষ লাইনটা নিয়ে অনেকক্ষণ চিন্তার গভীরে ডুবে থাকা যায়।"

০২ রা জুন, ২০১৩ ভোর ৫:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই লাইনটা আমাকেও মাঝেমাঝে অনেক ভাবায় !

ধন্যবাদ আপনাকে

৭| ০২ রা জুন, ২০১৩ সকাল ১০:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: ব্যক্তিগত কথাকাব্য না হলে বলতাম ' একটা মেয়ে শিশু ' না লিখে ' একটা ছোট্ট মেয়ে ' লিখতে বলতাম।

শুভেচ্ছা মাসুম ভাই

০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে চেন্জ করে নিব নে -

আপনারেও শুভেচ্ছা

৮| ০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৫৫

আহসান জামান বলেছেন:
পাঠ্যসুখ! চলুক।

০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: চলবে জামান ভাই :)

৯| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: এ ভাল লাগছে বেশি। সুন্দর।

০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:২১

শিপু ভাই বলেছেন:
চমৎকার কথাকাব্য!!!

++++++++++++

০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ শিপু ভাই

১১| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: এভাবেই আস্তে আস্তে করে একটি সুখী পরিবারের জন্ম হল- অল্প কথায় ভালো লিখেছেন।

০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৬

হাসান মাহবুব বলেছেন: প্রথম দুইটা খুব সুন্দর। আপনার এই সিরিজটা পড়ে আরাম পাচ্ছি।

০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনুপ্রানিত হলাম ব্রাদার

১৩| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৬

জ্যোস্নার ফুল বলেছেন: গভীর বোধ জাগানিয়া।

হাঁটু ভাঙ্গা দ এর অপেক্ষায় রইলাম।

লেখককেই প্রিয়তে নিয়ে নিলাম।

০২ রা জুন, ২০১৩ রাত ১০:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ !

হাঁটু ভাঙ্গা দ পড়ার অগ্রিম দাওয়াত :)

১৪| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৫৭

এরিস বলেছেন: গল্পও না, কবিতাও না, তবু মুগ্ধ করে। মৃত লোকগুলো এমনভাবে তাকিয়ে তাকিয়ে বৃদ্ধা মহিলাকে দেখছিল যে, যেন তারা জীবিত, কোন কালেই তারা মারা যায়নি। কথাটা এরকম করে কেন বললেন?? মাথার ভেতর ঘুরছে। ভালো থাকুন, সবসময়।

০২ রা জুন, ২০১৩ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাঝেমাঝে এরকম মৃত লোকদের সাথে দেখা হয়, তাদের দৃষ্টিতে দেখি এরকম একটা ভাব থাকে যে তারা কোনকালেই মারা যায় নাই!

আপনেও সব সময় ভাল থাকুন

১৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক অনেক সুন্দর

০২ রা জুন, ২০১৩ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্যক্তিগত কথাকাব্য ভালো লাগছে। সবগুলো পড়ার উদ্যোগ নিলাম।

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু -

১৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ৩:১০

বাংলাদেশী দালাল বলেছেন:
চমৎকার লাগে আপনার কথাকাব্য গুলা পড়তে। ভাবনার খোরাক যোগায়।

++++++++

০৩ রা জুন, ২০১৩ সকাল ৯:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই

১৮| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:০৮

জুন বলেছেন: ৯ নং ভাললাগা অনু ঘটনায় :)

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যাবাদ আপু

১৯| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:২১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এ !

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি জানিনা কেন "এ" যতবার পড়ি, ততবার আপনার লেখা'র স্টাইল আমার চোখে ভাসে :)

এটা কিন্তু সত্য ঘটনা

২০| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এ টা ক্লাসিক হইছে ।

শ্বাপদ পৃথিবীতে ক্রমশ মুছে যাচ্ছে মানুষ!

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: শ্বাপদ পৃথিবীতে ক্রমশ মুছে যাচ্ছে মানুষ! - জটিল একটা লাইন!

ধন্যবাদ আপনাকে

২১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' বৃদ্ধা মহিলার মৃত্যু'র পৃর্ব-দৃশ্যের চেয়ে মৃত লোকগুলোর জীবিত ভাব নেয়ার দৃশ্যটি ছিল করুণ।''

এ আপনি কি লিখলেন ভাই !!! অসাধারন ! অসাধারন !!!

ডিগ্রি পাঠ্য বইয়ের কোন লিখক এই লাইন লিখলে , পরিক্ষায় নির্ঘাত
প্রশ্ন আসতো --
ব্যাখ্যা কর ,'' বৃদ্ধা মহিলার মৃত্যু'র পৃর্ব-দৃশ্যের চেয়ে মৃত লোকগুলোর জীবিত ভাব নেয়ার দৃশ্যটি ছিল করুণ।''
+++++++++++++++++

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৯

মামুন রশিদ বলেছেন: এইবার কথাকাব্যে বিচিত্রতার স্বাদ পেলাম ।



ভালোলাগা++

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৩| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:২৩

ভিয়েনাস বলেছেন: কথা কাব্যে ভালো লাগা জানালাম...

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৪| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই
কয়াকদিন আগেই লিখাটি পড় গেছি... ভাবছিলাম পড়ে মন্তব্য করি... আর হয়ে ওঠেনি... ঠিকঠাক সময় হচ্ছেনা... দৌড়াচ্ছি...

খুবই সুন্দর হয়েছে তিনটা পার্টই... আপনার এই টাইপের লিখাগুলোর ফিনিশিং চমৎকার...

পরেরগুলো পড়তে আরও সময় লাগবে...


শুভকামনা...

১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরেরগুলো সময় করে পড়ার দাওয়াত :)

২৫| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪

বাধা মানিনা বলেছেন: আমাদের বর্তমান ঘুনে ধরা সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। চোখের সামনে কত অসহায় মানুষ, আমরা কিছুই করতে পারছি না। মনে হয় যেন আমরা সব মৃত।

১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম - মনে হয় যেন আমরা সব মৃত

২৬| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার লাগছে পড়তে +++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
+++++ রইল

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২৮| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এ এর শেষ লাইনটা বুকে বিঁধে থাকলো !

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরান লেখা পড়া এবং কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ব্রাদার

২৯| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

অপরিচিত অতিথি বলেছেন: valo laglo.

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস!

৩০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

লেখোয়াড় বলেছেন:
ফুল ফুঠছে, ফুল ফুঠবে।
ফুল ফুটে থাকুক, ঝরে না পড়ুক।

কাউকে নকল করা ভাল না, যদি না নিজের স্বকীয়তা না থাকে।
কাউকে নকল করা ভালো যদি তাকে অতিক্রম করার যোগ্যতা থাকে।

আপনার এই লেখাগুলোর মাঝে কিছু চরিত্র প্রবেশ করিয়ে দিন।
দেখবেন সব কেমন জীবন্ত হয়ে উঠেছে।

ধন্যবাদ মাসুম।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই লেখাগুলা আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, ব্যাক্তিগত ভিউ, ব্যক্তিগত কাব্য..............।

আরেকটা ব্লগে আমিন শিমুল নামের এক ভাই এরকম করে বলছিলেন এই লেখাগুলারে আরেকটু নাড়াচাড়া করলে ভালো গল্প হয়ে উঠবে!

পুরান লেখা পড়া এবং কমেন্টের জন্য ধন্যবাদ!


কাউকে নকল করা ভাল না, যদি না নিজের স্বকীয়তা না থাকে।
কাউকে নকল করা ভালো যদি তাকে অতিক্রম করার যোগ্যতা থাকে।

দারুণ একটা কথা, বাট আপনার কমেন্টে এই কথাটা কেন বললেন সেটা বুঝি নাই!

৩১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

লেখোয়াড় বলেছেন:
নকলের কথা কেন বলেছি তা বললে এখানে একজন আমার ইপর খুব ক্ষেপে যাবে, তাই বলি উত্তর জানার দরকার নেই।

ধন্যবাদ মাসুম।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই এখানে বলতে না চাইলে নিচের মেইলে করেন........... ব্যাপারটা জানার ব্যাপরে কৌতুহল অনুভব করছি.......। জানার দরকার কেউ আমারে নকল করছে না আমি কাউকে নকল করছি..............।

[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.