নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

যেই – সেই

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৮



মাথার উপরে উড়ছে যুদ্ধের কালো কবুতর। ছওয়াবের হিসাব করতে ক্যালকুলেটারের বাটন টিপছে কিছু মানুষ। কিছু মানুষ তাদের পরিচয় নিয়ে চেঁচামেচি করছে। মানবতা মানবতা বলে কিছু মানুষ চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে তাদের সুরেলা কণ্ঠ। আপাতদৃষ্টিতে বদলে গেছে মনে হলেও – আসলে কিছুই বদল হয়না। সেই অন্যায়-সেই অবিচার – সেই শোষকের দল- সেই পাপের ইতিহাস।





একদিন যারা পূর্বপুরুষদের রেখে যাওয়া পথ আঁকড়ে ধরে বসে ছিল শূন্য কলস নিয়ে পুকুর ঘাটে। তাদের কেউ কেউ আজ অত্যাধুনিক হওয়ার প্রচেষ্টায় লেক্সাস বা বিএম ডব্লিউয়ের স্পিডিংয়ে হাইওয়েতে নিজেকে জড়িয়ে নিয়েছে । অন্যদিকে কেউ কেউ পুকুর পাড়ের বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া সুপারি গাছের মত ন্যুব্জ হয়ে ঘুরছে পূর্বপুরুষদের রেখে যাওয়া পথের সন্ধানে।





অ-আ-ই



ই, ঈ, উ



ঋ এ ঐ

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০৫

মামুন রশিদ বলেছেন: এত কম লেখায় মন ভরে না :(


মুক্ত গদ্যে ভালোলাগা :)

১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছোট মানুষতো তাই লেখাও ছোট ছোট (জাস্ট কিডিং) :)

নেক্সট টাইম বড় লেখা দিমু - পড়ার অগ্রিম দাওয়াত :)

৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:০০

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছুটা :P

৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ও আর ঔ দুইটাই ভালো লাগলো । সাথে স্বরবর্ণ প্র্যাকটিস হইল । :P

পাপের ইতিহাস বদল হয় না কারণ নতুন বছর, নতুন সরকার , নতুন বাজেট , নতুন ক্ষমতা যাই ই আসুক না ক্যান পরিবর্তন , সুযোগ সুবিধা বঞ্চিত আমরাই হই বরাবরের মতো ।

খুব ভালো লাগছে মাসুম ভাই আপনার এই লেখাটা ।

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্যন্জনবর্ণও আসতাছে :)

৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮

রেজোওয়ানা বলেছেন: যুদ্ধের কবুতরেরা কালো হয়!

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: রাইট - যুদ্ধের কবুতরেরা কালো হয়!

৬| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: মাথার ভেতরের কথাগুলো সুন্দর।

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

৭| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

আশিক মাসুম বলেছেন: + এবং ভাল লাগার সংমিশ্রন :)

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মিতা

৯| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:১৭

তন্দ্রা বিলাস বলেছেন: ভালো লাগল।

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

এরিস বলেছেন: তাদের কেউ কেউ আজ অত্যাধুনিক হওয়ার প্রচেষ্টায় লেক্সাস বা বিএম ডব্লিউয়ের স্পিডিংয়ে হাইওয়েতে নিজেকে জড়িয়ে নিয়েছে । অন্যদিকে কেউ কেউ পুকুর পাড়ের বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া সুপারি গাছের মত ন্যুব্জ হয়ে ঘুরছে পূর্বপুরুষদের রেখে যাওয়া পথের সন্ধানে।

আগের পর্বগুলো ৩টা করে অংশ ছিল, তাই এটা হুট করেই ছোট লাগলো।সুন্দর এবং ভিন্ন। ভালো লাগা।

১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: নেক্সট পর্বগুলো ৩টা করে অংশ থাকবে !


ধন্যবাদ আপনাকে

১১| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

অদৃশ্য বলেছেন:





মাসুম ভাই

এই দুইটা বেশ ভালো লাগছে...


আমার সময়ের সমস্যার জন্য লিখাগুলো টাইমলি পড়তে পারছি না... আরো কয়েকদিন এমন হবে...

শুভকামনা...

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে আমার লেখা পড়ছেন, কমেন্টও করছেন - এতেই আমি অনেক খুশি -

আপনারে অনেক অনেক ধন্যবাদ

১২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

আমিনুর রহমান বলেছেন:


বাস্তবতা +++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.