নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

গিট্টু-০০২

১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:১৬

তীর্থযাত্রী

আমার একটা ছোট ফুল আর একটা মৌমাছি ছিল

অনেকদিন হয় আমি তাদের মিস করিনা,

শুনেছি ফুল নাকি তীর্থযাত্রী হয়েছে

আর মৌমাছি ফুলটাকে মিস করে।



সমুদ্র ভ্রমণ

আমার একাকীত্ব বুড়ো হওয়ার আগে

আমার দিন দীর্ঘ হওয়ার আগে

আমার রাত ঘুমিয়ে যাওয়ার আগে

আমি সমুদ্র ভ্রমণে যেতে চাই!



পাখি ও কবি

আমার শহরের পাখিরা মিথ্যা বলে না

তারা মানুষ হতে চায়,

যেখানে আমার পুরানো শহরের

বোকা কবি’রা পাখি হতে চায়!



স্পীচ

বাতাসের দীর্ঘশ্বাস ফেলা নিয়ে

একটা জমজমাট সেমিনার হতে পারে,

যেখানে কবি থেকে কাক সবাই উপস্থিত থাকলো

আর প্রকৃতি নিয়ে স্পীচ দিলেন ওয়ার্ডস ওয়ার্থ!



কেউনা

আমি আসলে কেউনা

কোনকালে কেউ ছিলামও না,

আমার আরেকজন কেউনা দরকার

দুই কেউনা মিলে আগামী শীতে সূর্যস্নানে যাব।



গিট্রু - ০০১

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার শহরের পাখিরা মিথ্যা বলে না
তারা মানুষ হতে চায়,
যেখানে আমার পুরানো শহরের
বোকা কবি’রা পাখি হতে চায়!


ভাই এখানে আমার ভাবনার সাথে মিলে গেছে চমৎকার ভাবে।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: :):)

২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯

এরিস বলেছেন: তীর্থযাত্রী , পাখি ও কবি, স্পীচ, বেশি ভালো লেগেছে। প্লাস।


আমার একটা ছোট ফুল আর একটা মৌমাছি ছিল
অনেকদিন হয় আমি তাদের মিস করিনা,
শুনেছি ফুল নাকি তীর্থযাত্রী হয়েছে
আর মৌমাছি ফুলটাকে মিস করে।


ফুল কেন তীর্থযাত্রী হল? প্রথমে ভেবেছিলাম মৌমাছি তীর্থযাত্রী, আবার পড়তে গিয়ে দেখলাম ফুল!

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাগ্যবান ফুল মাঝেমাঝে তীর্থযাত্রী হয় ব্রাদার :)


ধন্যবাদ আপনাকে

৩| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:১৫

আরজু পনি বলেছেন:

+++

আর কয়েকটা বেশি করে দেয়া যায় না ?

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কম করে দিয়েও পাবলিকদের ক্লিক করাই্তে পারিনা, আর বেশি দিলেতো পোস্ট মরুভুমি হইয়া যাবে :)


নেক্সট টাইম আপনার কমেন্ট মাথায় থাকবে

৪| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনাম গিট্টু কেনু ?? সবগুলো ভালো লেগেছে !

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রতিটা লেখায় একটা গিট্টু আছে তাই শিরোনাম গিট্টু :)

৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: আমার একাকীত্ব বুড়ো হওয়ার আগে
আমার দিন দীর্ঘ হওয়ার আগে
আমার রাত ঘুমিয়ে যাওয়ার আগে
আমি সমুদ্র ভ্রমণে যেতে চাই!


আমিও চাই :(

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে আপনার সাথে দেখা হওয়ার চান্স আছে :)

৭| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কেউনা টা বেশি ভাল লেগেছে।কবি শুভসকাল।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভ সকাল

৮| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার শহরের পাখিরা মিথ্যা বলে না
তারা মানুষ হতে চায়,
যেখানে আমার পুরানো শহরের
বোকা কবি’রা পাখি হতে চায়!



পাখি হতে চাই! পাখি হতে চাই।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: বোকা কবি :)

৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

সায়েম মুন বলেছেন: নাইস। শেষের মনে ধরেছে।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১০| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার লেখাটায় ডেপ্ত আছে. চমত্‍কার হইছে.চালাই যান. +++

১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: চালিয়ে যাব - ধন্যবাদ আপনাকে

১১| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই


কেউনা টাকে বাদ দিয়ে সবগুলোই অত্যন্ত সুন্দর...

সত্যই খুবই সুন্দর...



শুভকামনা...

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার সুন্দর অনুভব আমারে আনন্দ দিল! অনেক ধন্যবাদ

১২| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: তীর্থযাত্রী টা ভালো লাগলো বেশী

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: মৌমাছির ফুলটাকে মিস করার ব্যপারটা আমারও ভাল লাগে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.