নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

পিচ্চিগপ - সাপ পালক

১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৭

অবশেষে সাপ পালক বালকটি সাপের ছোবলে মারা গেল। তার মৃত্যুতে তার মায়ের কান্না দেখে আমার সাপ পালক হওয়ার স্বপ্ন দেখা শুরু! সেই স্বপ্ন পুরনের লক্ষ্যে বাজার থেকে সাপও কিনে আনলাম, সাথে দুধ -কলা। সেই থেকে দুধ-কলা খাইয়ে আমি সাপ পালছি।



আমার সাপ পালার ব্যাপারটা আমার মা মেনে নিতে পারছেন না। আমার মা খুব কান্নাকাটি করেন, এসব তার কাছে পাগলামি লাগে। মা মনে করেন এসব পাগলামির জন্য জীন ভুত দায়ী। তাই তাদের তাড়াতে মাঝেমাঝে বাড়িতে পীর ফকিদের আসর বসে।আমি আবার পীর ফকিরদের খুব ভক্ত। কারণ তাদের কাজকারবার আমারে খুব বিনোদিত করে। এতসব করে যখন মা আমার পাগলামি ছাড়াতে পারেনা, তখন সামনে বিরক্ত হয়ে বলে আমার মৃত্যু নাকি সাপের ছোবলে হবে! আর পিছনে দাদীকে গিয়ে ধন্যা দেন যেন দাদী এসে যেন আমারে বলেন এসব পাগলামি ছেড়ে দিতে।



অথচ আমার মৃত্যু কেমনে হবে সেটা অনেক আগেই একজন ঠিক করে রেখেছে। সে ছিল আমার বিজনেস পাটনার। আমরা একসাথে পাতার ব্যবসা করতাম। সে পাতা কুড়াত আমি সেটা ঝুড়িতে ভরে বাজারে নিয়ে বিক্রি করতাম! পাতা বিক্রি করা টাকা দিয়ে আমি কিনতাম ফড়িঙ, রংধনু আর অচিন দেশ থেকে উড়ে আশা তুলা। আর সে কিনত বিষ। বিষ কিনে জমিয়ে রাখতো একটা টিনের ট্যাঙ্কে। আমাকে প্রতিদিন একবার করে মনে করিয়ে দিত তার টিনের ট্যাঙ্কে জমানো বিষে আমার মরন হবে।



একদিন ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে দেখলাম একটা চিরকুট দরজার সমানে ফেলা। চিরকুটটা আমার বিজনেস পাটনারের লেখা। সে লিখেছে – সে তুলার সাথে অচিন দেশে উড়াল দিয়েছে, সাথে করে টিনের ট্যাঙ্কটি নিয়ে গেল। আমি যেন ফড়িঙ আর রংধনু নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেই।



ফড়িঙ আর রংধনু নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে আমার কোন আপত্তি নাই, যদি আমার মরণ হয় বিষে। সে বিষ সাপের হউক আর টিনের ট্যাঙ্কে জমানো বিষ হউক।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৩

খেয়া ঘাট বলেছেন: গত এক সপ্তাহ থেকে সাপ নিয়ে একটা গল্প লিখার চিন্তা মাথা ঘুরছে। প্রতিদিন ঘুম থেকে ওঠে আইডিয়া গুলো কাগজে টুকে রাখি। কিন্ত সাপকে এতো ভয় পাই বলে আর লিখতেও সাহস করতে পারিনা।

আর আপনি দেখি সাপকে দুধ , কলা দিয়ে পোষছেন। সাপ কিন্তু খুবই ভয়ঙকর। শুধু সাপের মণিটুকু বাদে। সেটা আবার ভয়ঙকর সুন্দর। ঠিক আপনার এই লিখাটির মতো। +++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সাপ আমিও ভয় পাই ভাই - তয় আমার সাপ পালক হওয়ার সখ আছে :)


আপনাকেও একগুচ্ছ ধন্যবাদ

২| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৫

জুন বলেছেন: সাপে আমার জন্মের ভয় মাসুম ১৪ ,
ভয়ে ভয়ে প্লাস দিলাম ছোট্ট কথিকায় :-& :-&

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমারও সাপে ভয়, ভয়ে ভয়ে আমিও আপনার প্লাস নিলাম :)

৩| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কাহিনী কি ? এত কিছু রেখে এভাবে সাপের পেছনে লাগলেন যে।

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সাপ পালার শখ জাগছে সাথে বিষে মরণের :)

৪| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখাটায় মনে হলো বেদনা লুকানো। তবে প্রাঞ্জল লেখায় প্লাস না দিয়ে পারলাম না!

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা :) অসাধারণ লিখেছেন ভ্রাতা :)

ভালো থাকবেন :)

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ! আপনেও ভাল থাকবেন

৭| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: বিষের সংক্রমণে এখনও তবু ফড়িং আর রংধনুরা বেঁচে থাকে?

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আর অচেনা তুলারা আসমানে উড়ে বেড়ায় !



আমার কাছে চমতকার কবিতার লাইন মনে হল। তাই এটার সাথে মিলিয়ে আরেকটা লাইন বললাম :)

৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
:-& :-& :-&

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কি হইছে ভাই ?

৯| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সাপে ভয় পাই,,,,,,,,,,ভয়ংকর ভয়,,,,,,,,,,,

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমিও -----

১০| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কি দেখছেন অভি ভাই?

১১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: ফড়িঙ আর রংধনু নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে আমার কোন আপত্তি নাই, যদি আমার মরণ হয় বিষে। সে বিষ সাপের হউক আর টিনের ট্যাঙ্কে জমানো বিষ হউক।

---------- বাহ ! সুইট বিষ মনে হয় । বেশ রোমান্সের ছোঁয়া আছে এখানে। মরণ যন্ত্রণার জেনেও মরতে চাওয়া।

গপের কয়েক জায়গায় টাইপো আছে মাসুম ভাই :)

শুভ সাপ পালাপালি !!!

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: বানানের ব্যপারে খুব কাচা। এক সময় তো বানানের ভয়ে পোস্টই দিতাম না :)

সময় করে সাপ দেখে যাওয়ার দাওয়াত, আসার সময় দুধ কলা নিয়ে আসবেন :P

১২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাতা কুড়ানো মেয়ের সাথে পাতা বিক্রেতার কী অদ্ভূত মিল! বিষের বাটাবাটি হৃদয়ে হৃদয়ে!

এমন মরনে ভয় নেই। হাত তোল্লাম। এমন মরন মরতে চাই।

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে মরণেও দেখা হবে :)

১৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৩

হানিফ রাশেদীন বলেছেন: ছোট্ট, কিন্তু অসাধারণ একটি গল্প। অনেক ভালো লাগলো।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ রাশেদীন ভাই - অনেক দিন পরে দেখলাম

১৪| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:১৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মাসুম ভাই, সাপ.!!!! বড় ভয়ংকর জিনিষ....... অল্প স্বল্প গল্প ভালো লেগেছে.. সুন্দর সব সময় বেঁচে থাকুক....

২০ শে জুন, ২০১৩ সকাল ৭:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর সব সময় বেঁচে থাকুক.... প্রিয় তুহিন ভাই

১৫| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭

আহসান জামান বলেছেন:
মুগ্ধপাঠ, ভালো থাকবেন।

২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই

১৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

মামুন রশিদ বলেছেন: সাপের কথা মনে এলেই অজান্তে শরীরে কাঁটা দেয় । আর টিনের ট্যান্কে রক্ষিত বিষ মানেই যমদূত । আপনি হেলায় সাপের বিষ আর টিনের কৌটার বিষকে অবজ্ঞা করে দিব্যি ফড়িং আর রংধনু নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চান ! বাহ !!

২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফড়িং আর রংধনু নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে রাজি আছি যদি মরণ হয় বিষে :)

১৭| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বিষে মরণ না যেন হয়্ ।
বেচে থাকুন অনেকদিন ।

২১ শে জুন, ২০১৩ সকাল ৮:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: বিষে মরণ চাই, টিনের ট্যাঙ্কে জমানো বিষে !! কারণ আমি সাপ পালক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.