নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

পিচ্চিগপ - সুন্দরী

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

একটা নিরীহ নবীন শুদ্ধ টানে যখন জেগে উঠতাম, তখন দেখতাম আমার সকাল বিকালের হামাগুড়ি, ভোরের আলমিরায় রাতের ঘুম। সুন্দরীকে অভিনয় করে যখন বলতাম তুমি হবে গাং আর আমি হব তরী…………! এটা শুনে সুন্দরী তার মুখ যেভাবে ঘুরিয়ে নিত, সেটা দেখে আর সাহস হত না তাকে খুলে বলি একই জ্বলে ভেসে যাওয়ার গোপন ইচ্ছের কথা। তারপর যখন তার পুতুল শরীরের উতলা ঢেউ আমার চোখ কাঁপিয়ে দিত, তখন বুঝতাম আমি তো পুরাই শেষ, পিছনে এক পা ফেললেই অতল সাগরে ডুবে মরব।



সুন্দরীর একটা নাম ছিল। সেটা এই গল্পে উল্লেখ করছি না। ইচ্ছে করেই নামটা উহ্য রাখলাম। তার একান্ত কিছু জমানো মৌনতা ছিল। তার সেই মৌনতার গল্প শুনবো বলে মাঝেমাঝে পাগলপারা হয়ে তার কাছে ছুটে যেতাম। ভুলে যেতাম শরীরে যে ঘুণপোকারা শতশত বাসা বেঁধেছে। ভুলে যেতাম মেরুদণ্ড সোজা করে আকাশ দেখার অপারগতার ইতিহাস! মনে হত সুন্দরীর কাছে ছুটে যাওয়া আর তার জমানো মৌনতার গল্প শুনার চেষ্টা’ই হল জীবন, সেটাই আসল বেঁচে থাকা। আর বাদবাকি সব প্লাস্টিক জীবন অথবা জীবিত থাকার অভিনয় করা!



এক সন্ধ্যায় সুন্দরীর খাস কামরায় আমার ডাক পড়লো। আমি কামরায় ঢুকার সাথেসাথে কোন রকম ভুমিকা ছাড়াই সে তার মৌনতার গল্প বলা শুরু করে। গল্প শেষে যখন আমি নীরব হয়ে তাকিয়েছিলাম হাওয়ার দিকে, হাওয়ায় তখন আগুন উড়ছিল। সে আগুনের নিচে দাঁড়িয়ে সুন্দরী আমার নীরবতার গলা টিপে ধরে বলতে শুরু করল আমি মূমর্ষ। কাছে এসে যতটা পারা যায় আমাকে জীবিত করে তোলও। আমার কাঙ্গালিনী সকাল-দুপুর-রাত জোঁকের মত করে আঁকড়ে ধরে বসে থাকো। প্লিজ!প্লিজ!



তারপর সেই সন্ধ্যায় হাওয়ার আগুনের ধাওয়ায় আমি পুড়ে গিয়েছিলাম, সাথে সুন্দরীও!



এক সময় আমার সেই পুড়ে যাওয়ার ক্ষত শুকিয়ে গেল। আমি সেই সন্ধ্যার উম্মদনা ভুলে গেলাম। কিন্তু সুন্দরী সেই ক্ষত নিয়ে বাঁচতে চাইলে সমাজ তাকে সত্যি সত্যি সত্যি পুড়িয়ে মারল! সাথে পুড়ে গেল সুন্দরীর ভিতরে বেড়ে উঠা মাংপিন্ড। নিজেকে সৎ এবং পুরুষ প্রমাণ করতে গিয়ে আমিও সেদিন সে সমাজের একজন প্রতিনিধি ছিলাম। দিন শেষে সবার কাছে আজ আমি একজন সৎ-পুরুষ হয়ে বেঁচে আছি! আর সমাজ আমাকে সৎ পুরুষ বানিয়ে সুন্দরী'কে সবার আড়ালে পাঠিয়ে দিয়েছে!

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: : :) :) :)

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: B:-)

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৭

অরুদ্ধ সকাল বলেছেন: কোথাও কোথাও থমকে যেতে হয়, মনে পড়ে যায় পুরোনো কথা। ভাষার ব্যবহার মুগ্ধতা এনে দেয়। আরো চলুক এভাবেই

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয় সকাল ভাই

৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৭

সোহাগ সকাল বলেছেন: সুন্দর লিখেছেন!

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর গপ্পো- সুন্দরী :)

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ :)

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দরীর একটা নিশ্চয় সুন্দর নাম আছে যদিও গল্পে উল্ল্যেখ করতে চাইলেন না তবু জানতে মুঞ্চায় :)

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে কান বাড়ান , কানেমুখে বলি :P

৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর লিখেছেন!

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে শেষের দিকটা একটু বিবৃতিমূলক হয়ে গেছে। ("মজার ব্যাপার হল", ঐ অংশটা থেকে)

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই অংশটা পোস্ট করার পর এড করছিলাম, আপনার কমেন্ট পড়ার এখন আবার এডিট করলাম!

৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬

সায়েম মুন বলেছেন: সুন্দরী'রা আমাদের সৎ পুরুষ বানিয়ে আড়ালে চলে যায়!
---খুব ভাল বলেছেন। লেখাটায় ভাললাগা রইলো।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই অংশটা এডিট করছি এখন :)

ধন্যবাদ আপনাকে

১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৮

সপ্নাতুর আহসান বলেছেন: আর সমাজ আমাকে সৎ পুরুষ বানিয়ে সুন্দরী'কে সবার আড়ালে পাঠিয়ে দিয়েছে!
নাইস গপ।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: আর সমাজ আমাকে সৎ পুরুষ বানিয়ে সুন্দরী'কে সবার আড়ালে পাঠিয়ে দিয়েছে
দারুণ বস । চমৎকার লিখা , ভাল লাগল ।
ভাল থাকবেন ভাই :)

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই - আপনেও ভাল থাকবেন

১২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৯

মারুফ মুকতাদীর বলেছেন: সুন্দরী - সুন্দর ভাষার ব্যবহার - শেষে আরো সুন্দর খোঁচা সমাজের প্রতি, চমত্কার!
তবে কাব্যিক ধরণের গল্পতে 'পুরাই শেষ' , 'প্লিজ' ধরণের চলতি শব্দ ব্যবহার চোখে লাগে, লেখার ওজন কমিয়ে দেয়।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: নেক্সট টাইম আপনার কমেন্ট মাথায় থাকবে!

অনেক ধন্যবাদ আপনাকে

১৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

রোজেল০০৭ বলেছেন: বেশ লাগলো।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

আশিক মাসুম বলেছেন: মনখারাপ হয়ে গেলো।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: মন খারপ করে দেয়ার জন্য সরি মিতা

১৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট কিন্তু ভাল।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.