নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

বায়স্কোপ দেখার জন্য তোমাদের চোখ পরিষ্কার করে নাও

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১৭



সেটা নব্বই দশকের কথা, ঘুম নিয়ে কিচ্ছা বলতেন আমাদের পুতি। সেখানে রাক্ষস থাকতো, রাজপুত্র থাকতো। পুতি আমার মাটি হয়েছেন সেই কবে। কিন্তু আজও রাজপুত্র হওয়ার আকাংঙ্খা নিয়ে আমি ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি।





বেঁচে থাকার বিস্ময় নিয়ে যখন নতুন কোন জীবনকে অভিবাদন জানাতে যাই, তখন দেখি আতুরঘরের বাহিরে দাঁড়িয়ে জীবনমুখী গান করছে অঞ্জন, সুমন আর নচিকেতারা।





আমার শহুরে স্বপ্নরা গানস এন্ড রোজেসের নভেম্বর রেইনে ভিজে ভিজে গ্রামীন স্বপ্নদের কাছে গিয়ে বায়না ধরে বায়স্কোপ দেখার! গ্রামীন স্বপ্নরা তাদের আস্তিনে জমানো রোদ খুলে দিয়ে বলে -এই নাও রোদ, বায়স্কোপ দেখার জন্য তোমাদের চোখ পরিষ্কার করে নাও!





অ-আ-ই



ই, ঈ, উ



ঋ এ ঐ



ও ঔ



ক খ গ

মন্তব্য ৪২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:০৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: জীবনের কথা, নস্টালজিয়া

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম, জীবনের কথা! কমেন্টের জন্য ধন্যবাদ

২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো ||

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২২

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই


দারুন হয়েছে তনটি পার্টই... দারুন সমাপ্তিও হলো সবার...

এইসব ভাবগুলোকে কথার মাধ্যমে খুব অল্পে প্রকাশ করাটা খুবই কঠিন কাজ...কিন্তু আপনি তা সহজে করেন...


শুভকামনা...

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি আবার লম্বা লেখা লিখতে পারিনা। কোন কিছু লিখতে বসলেই তসবি গুনি কত জলদি শেষ করা যায় :)

আপনার নয়া কবিতা কবে পোস্ট দিবেন, জলদি দেন !

৪| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো লাগছে, শেষ পর্যন্ত চলতে থাকুক।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: চলবে ..... আপনাকে ধন্যবাদ

৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর । তিনটাই দারুন হয়েছে ।



+++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

সায়েম মুন বলেছেন: টাইপো নভেম্বর

আপনার এ ধরনের লেখাগুলো দুর্দান্ত হচ্ছে।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক করে নিয়েছি, ধন্যবাদ আপনাকে

৭| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট কিন্তু শক্তিশালী। দারুণ

অভিবাধন -অভিবাদন।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক করে নিয়েছি

ধন্যবাদ আপনাকে

৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন:
সেটা নব্বই দশকের কথা, ঘুম নিয়ে কিচ্ছা বলতেন আমাদের পুতি। সেখানে রাক্ষস থাকতো, রাজপুত্র থাকতো। পুতি আমার মাটি হয়েছেন সেই কবে। কিন্তু আজও রাজপুত্র হওয়ার আকাংঙ্খা নিয়ে আমি ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি। ++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ

৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: অসাধারণ!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

~মাইনাচ~ বলেছেন: অল্প কথায় অনেক গভীরের অনেক কথাই বলে দিয়েছেন চমৎকার ভাবে।

ভাল লাগা

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

বোকামন বলেছেন:





খুব ভালো লাগলো !! অ সা ধা র ণ লিখেছেন সম্মানিত মাসুম আহমদ ১৪।
ভালো থাকবেন, শুভকামনা রইলো :-)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে সম্মানিত বোধ করছি -

ধন্যবাদ

১২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রিয় গায়ক , প্রিয় ব্যান্ড,প্রিয় গানের নাম দেখে আরো বেশী ভালো লাগলো ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় সাহেব :)

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

আমিনুর রহমান বলেছেন:


ভালো লাগলো +++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: বায়স্কোপের কিচ্ছা ভালো লাগছে।

আস্তিন - হবে অস্তিনের জায়গায়।

পোস্টে প্লাস। অল্প কথায় কিছুই লিখতে পারি না , আফসুস

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি আবার আপনার মত লম্বা কিূ লিখতে পারিনা :)

বানান ঠিক করে নিয়েছি - ধন্যবাদ

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫১

খেয়া ঘাট বলেছেন: এ পর্যন্ত লিখা সবগুলো যদি মনিদিয়ে সাজানো মালা হয় তবে এগুলো হলো সেই মালার লকেট।

+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ :)

১৮| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৯| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথম লেখাটা পড়ে নষ্টালজিক হয়ে গেলাম! কত্তোদিন ওমন রুপকথার গপ্পো শুনি না।

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আজকাল আর কেউ রুপকথার গপ শুনেনা, রুপকথারা সব বিউটি পাল্লারে সাজতে ব্যাস্ত আছে :)

২০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন:
কিন্তু আজও রাজপুত্র হওয়ার আকাংঙ্খা নিয়ে আমি ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি।

একান্ত মনের কথা!
স্বপ্ন দেখি এখনো একটা পঙ্খিরাজ ঘোড়ার...

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার স্বপ্ন পুরণ হউক .......

২১| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর....

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.