নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

হরিণশিশুরা আনমনে খেলেছে সাপেদের ছায়ার সাথে

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

একটা শহর জেগে উঠে আমার শার্টের কলার চেপে ধরে বলেছিল বিপ্লব চাই অথবা মৃত্যু। তখন আমি স্কুলবয়, ফুলের অসুস্হতা তেমন বুঝতাম না। বাগানভরা প্রজাপতি থোকায় থোকায় ঝুলে থাকত। ন্যাংটা শিশুরা অন্ধ পাখিদের খসে পড়া পালক কানে ঝুলিয়ে বিষণ্ণ বৃষ্টিতে শাওয়ার নিত। শিশুদের দুই হাত দুইদিকে প্রসারণ করে মাপা হত মুক্তির পরিধি।



জট ধরা চুলের ওঝারা ঝাড়ফুঁক দিয়ে নগরীর মেডিসিন ল্যাবগুলো অকেজো করে দিয়েছিল। দিগন্তঘেরা সবুজ বন ছোট হতে হতে হারিয়েছিল তার বিশালতা,বুড়ো গাছগুলো বিবর্ণ হয়ে বস্ত্রহীন হয়ে পড়েছিল। তবুও হরিণশিশুরা আনমনে খেলেছে সাপেদের ছায়ার সাথে। চৌধুরী কটেজের উঠোন থেকে ভেসে এসেছে বিদ্রোহী কোরাস।



অতঃপর কত উতলা সময় কাটিয়েছি বসন্তের পর বসন্ত। কিন্তু শহরকে আর কখনো জেগে উঠতে দেখিনি, বিপ্লব দেখিনি কিংবদন্তীর কণ্ঠে। শুধু ঝাঁকেঝাঁকে মৃত্যু দেখেছি শহর, বাগান, প্রজাপতি আর অন্ধ পাখিদের।

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধরণ প্রকাশ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের বেড়ে ওঠা হয়েছে হয়ত কিন্তু সামাজিক অবস্থার পরিবর্তন হয়নি। শুধু একে একে তার রূপ বদলেছে। আমরা আজো আমাদের দাবি নিয়ে আন্দোলন করি। রক্ত ঝরে রাজপথ ভিজে যায়। যুগের পর যুগ ধরে চলে আসে রক্তের ধারাবাহিকতা তবু আন্দোলন শেষ হয় না। আর এভাবেই আমরা একদিন বিদায় নেই আর আমাদের প্রজন্ম হতে প্রজন্ম পর্যন্ত চলতে থাকে একই ধারাবাহিকতায়। এসবের শেষ হয়ত হবে কোন এক প্রজন্মের হাত ধরে সেই দিন হরিন শিশুরা শান্তিতে চরন ভুমিতে বিচরন করবে এতটুকুই কামনা রইল।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার বলেছেন, লাইকড ইট

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০

নুসরাতসুলতানা বলেছেন: এককথায় চমৎকার।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অতঃপর কত উতলা সময় কাটিয়েছি বসন্তের পর বসন্ত। কিন্তু শহরকে আর কখনো জেগে উঠতে দেখিনি, বিপ্লব দেখিনি কিংবদন্তীর কণ্ঠে। শুধু ঝাঁকেঝাঁকে মৃত্যু দেখেছি শহর, বাগান, প্রজাপতি আর অন্ধ পাখিদের।
দুরন্ত ! +

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, অসাধারন !!

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৭

খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর প্রকাশ।

কিছু কিছু শব্দ একেবারে বাংলায় লিখলে মনে হয় আরো সুন্দর হয়ে ওঠতো।
+++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: স্কুলবয় শব্দটা আমার কাছে এখানে বেশ মানানসই লাগলো, আর মেডিসিন ল্যাবের বাংলাটা আসলে একজেক্টলি কি হবে সেটাই মিলাতে পারছিনা! তাই এই শব্দগুলার ব্যবহার করা

ধন্যবাদ খেয়াঘাট ভাই

৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল প্রকাশ।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ রেসেপি ভাই

৮| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

অদৃশ্য বলেছেন:





মাসুম ভাই

দূর্দান্ত একটি পড়লাম... দারুন লিখেছেন, সম্ভবত আপনি যা বুঝাতে চাইছিলেন সবাই তেমনটাই বুঝবে...

পাঠে তৃপ্ত...

শুভকামনা...

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: +++

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১০| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: খুব ভালো লাগলো

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব ধন্যবাদ সিফাত ভাই :)

১১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত । ++

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

সায়েম মুন বলেছেন: মন খারাপ করা সুন্দর একটা লেখা।

হরিন>হরিণ

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক করে নিয়েছি - ধন্যবাদ

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লাগলো । :)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: এত সুন্দর ! অনেক ভাল লাগা । আমরা শুধু পরাজিত হই ।
অতঃপর কত উতলা সময় কাটিয়েছি বসন্তের পর বসন্ত। কিন্তু শহরকে আর কখনো জেগে উঠতে দেখিনি, বিপ্লব দেখিনি কিংবদন্তীর কণ্ঠে। শুধু ঝাঁকেঝাঁকে মৃত্যু দেখেছি শহর, বাগান, প্রজাপতি আর অন্ধ পাখিদের

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই

১৫| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

১৬| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক ভাল লাগল শব্দ খেলা।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আবারও ধন্যবাদ প্রোফেসর

১৭| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

তীর্থক বলেছেন: বাগানভরা প্রজাপতি থোকায় থোকায় ঝুলে থাকত" র পরের লাইনে "বৃষ্টিতে শাওয়ার নিত" একদমই মেনে নিতে পারছি না।

সরল শব্দের ব্যবহারে একটা নিরব বিপ্লব দেখেছি। ভালো লেগেছে।

+

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: শব্দটা বদলে নেয়ার চেষ্টা করব।

ধন্যবাদ আপনাকে

১৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: চরম

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন!!!

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২০| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!!!!!!!!!!!!!!!!!!!

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আবারও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.