নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

মনুয়া পাখির উড়াল

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

বৌদ্ধ মন্দিরের সেই ছোট চিলেকোঠায়, আমরা

কজন বালক মিলে চুপিচুপি অনুশীলন করতাম

মনের উড়ুউড়ু ইচ্ছেদের জিহ্বার নিচে লুকিয়ে রাখার কৌশল।

বাড়ি ফিরার ঠিক আগ মুহূর্তে

এক সুতায় বেঁধে নিতাম বুকের পিপাসার্ত সব হাড়,

পরস্পরের আঙুল বেঁধে-বেঁধে শপথ নিতাম -

যদি কখনও সুতায় টান পড়ে, সুতা ধরেধরে

ব্যাগ-ভর্তি এলকোহলিক স্মৃতি নিয়ে ফিরব,

তারপর,

ফুলের পাশে সারিবদ্ধভাবে দাঁড়াবো,

বুকের খাঁচা খুলে উড়িয়ে দিব

আমাদের সব পালিত মনুয়া পাখি।



আমরা আবার আমাদের কাছে ফিরব

ফুলের পাশে দাঁড়িয়ে দেখব মনুয়া পাখির উড়াল।

মন্তব্য ৬০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখসেন মাসুম, ভাল্লাগলো।
শুভরাত্রি ||

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভরাত্রি

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৫

খেয়া ঘাট বলেছেন: এরকম বিমূর্ত ভাবনাগুলো আপনি খুব ভালো লিখেন।
++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট ভাই

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

বোকামন বলেছেন:
ফুলের পাশে দাঁড়িয়ে দেখব মনুয়া পাখির উড়াল।
অপূর্ব .....।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


++++++


২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা।
শুভকামনা।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার জন্যেও শুভকামনা

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

আহমেদ জী এস বলেছেন: মাসুম আহমদ ১৪,

সুন্দর কবিতা ।

"....আমরা আবার আমাদের কাছে ফিরব..."

উড়াল দিয়ে পালিয়ে গেলেও মানুষকে তো ফিরে আসতেই হয় নিজের কাছে একদিন !

শুভেচ্ছান্তে ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: মনুয়া পাখি আর এলকোহলিক স্মৃতি ---- সুন্দর দুইটা শব্দ ।

--কবিতাটা নিতে চাই , জানাবেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবশ্যই নিবেন, একদম নিজের মনে করে নিয়া নেন......:)

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

নাইস ++++

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর হয়েছে। +

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

রোমেন রুমি বলেছেন: বুকের খাঁচা খুলে উড়িয়ে দিব
আমাদের সব পালিত মনুয়া পাখি

সুন্দর!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

হাবিব০৪২০০২ বলেছেন: বুকের খাঁচা খুলে উড়িয়ে দিব
আমাদের সব পালিত মনুয়া পাখি

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


আমরা আবার আমাদের কাছে ফিরব
ফুলের পাশে দাঁড়িয়ে দেখব মনুয়া পাখির উড়াল।




সুন্দর!!!

+++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
এক সুতায় বেঁধে নিতাম বুকের পিপাসার্ত সব হাড়,
পরস্পরের আঙুল বেঁধে-বেঁধে শপথ নিতাম -
যদি কখনও সুতায় টান পড়ে, সুতা ধরেধরে
ব্যাগ-ভর্তি এলকোহলিক স্মৃতি নিয়ে ফিরব,


দারুন।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১১

মামুন রশিদ বলেছেন: এক সুতায় বেঁধে নিতাম বুকের পিপাসার্ত সব হাড়,
পরস্পরের আঙুল বেঁধে-বেঁধে শপথ নিতাম -
যদি কখনও সুতায় টান পড়ে, সুতা ধরেধরে
ব্যাগ-ভর্তি এলকোহলিক স্মৃতি নিয়ে ফিরব,



হাহাহা, বেশ মজার সময় ।

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম বেশ মজার এবং স্মৃতি বিজড়িত

১৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৯

রাজু মাষ্টার বলেছেন: নগদ পিলাস লন ভাই :> :> :>

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নগদে ধন্যবাদ লন :)

১৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৯

টুম্পা মনি বলেছেন: চমৎকার।

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুলের পাশে সারিবদ্ধভাবে দাঁড়াবো,
বুকের খাঁচা খুলে উড়িয়ে দিব
আমাদের সব পালিত মনুয়া পাখি।*************** দিলাম এবার , ভাল লাগা রইল

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৯| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা, শুভকামনা , অনেক অনেক

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২০| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

অদৃশ্য বলেছেন:



অতি সুন্দর কবিতা...

আপনি শব্দের ব্যবহার জানেন আর সেই সাথে ভাবের ব্যবহারও... সুতরাং একটি ভালো কবিতা হতে কোন সমস্যা হবার কথা নয়, এটাই তার প্রমান...


শুভকামনা...

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

২১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

সমুদ্র কন্যা বলেছেন: পরস্পরের আঙুল বেঁধে-বেঁধে শপথ নিতাম

আমরা আবার আমাদের কাছে ফিরব


খুব সুন্দর!

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১১

মোঃ ইসহাক খান বলেছেন: অন্যরকম লাগলো তো! ভালোলাগা জানবেন।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ গল্পকার

২৪| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

অলওয়েজ ড্রিম বলেছেন: জীবনানন্দের অনেক কবিতাই বুঝি না। কিন্তু তবুও পড়তে ভাল লাগে। মুগ্ধতায় বুঁদ হয়ে থাকি। আবার পড়ি। আবার ব্যর্থ হই। কিন্তু মুগ্ধতা কখনো কমে না।
আপনার এই কবিতার বেলায়ও আমার একই অনুভূতি হলো। চরণ ধরে ধরে অর্থো্দ্ধার করতে পারিনি কিন্তু পড়তে ভাল লেগেছে।
ভাল থাকবেন। আর বেশি বেশি স্বপ্ন দেখবেন। কেননা স্বপ্নই সম্ভাবনা।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক বলছেন স্বপ্নই সম্ভাবনা -

ভাল থাকুন

২৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মনুয়া পাখি কি আছে ? নাকি মনের পাখি ?

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার জানামতে মনুয়া পাখি বলে কোন পাখি নাই, আমি মনুয়া পাখি বলতে মনের পাখি বলেই জানি।

২৬| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার জন্যেও শুভকামনা

২৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৪

প্রত্যাবর্তন@ বলেছেন: দুর্দান্ত কবিতা

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৬

জুন বলেছেন: সবাই নিজের অন্তরাত্মার কাছেই একদিন ফিরে আসে এটাই সত্য।
ভালোলাগলো মাসুম মনুয়া পাখির ঊড়াল দেয়া।
+
কাল থেকে অনেকের পোষ্টেই প্লাসগুলো আনলাকি ১৩ থেকে ১৪ এ উন্নিত করছি :)

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১৪ এ উন্নিত করার জন্য ধন্যবাদ আপু :)

২৯| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ কবিতার পালক দেখি আমার এখানে এসেও লেগে গেল... শুভ কামনা... অনেকদিন পর আসলাম মাসুম ভাই.. ভালো থাকুন...

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই -

আপনিও ভাল থাকুন

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

সুপান্থ সুরাহী বলেছেন:
মাসুম ভাই অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। আমি যদিও আপনাকে অনেকবার রিকু করেছি কবিতার জন্য। কিন্তু যখন কবিতা দিলেন আমি অনিয়মিত। ব্যস্ত।

একটু কথা বলি। আচ্ছা মাসুম ভাই কবিতায় কি ভুমিকা থাকাটা ভাল লাগে আপনার কাছে। আমি কেমন যেন কবিতার ভূমিকায় মজা পাইনা।

যেমন আপনার কবিতায় প্রথম তিনটি লাইন...

বৌদ্ধ মন্দিরের সেই ছোট চিলেকোঠায়, আমরা
কজন বালক মিলে চুপিচুপি অনুশীলন করতাম
মনের উড়ুউড়ু ইচ্ছেদের জিহ্বার নিচে লুকিয়ে রাখার কৌশল।


এই লাইনগুলো! ছাড়াই কবিতাটা আমার কাছে ভাল লাগছে। এবং বেশ মানিয়েও যাচ্ছে... একান্তই ব্যক্তিগত মত...

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ব্যক্তিগত মত পছন্দ হইছে। এরকম ব্যক্তিগত মতামত আদান প্রদানের মাধ্যমেই আমাদের লেখার ভুলত্রুটি বেরিয়ে আসবে -

আপনার কমেন্ট মাথায় রাখলাম!

আপনারে দেখে ভালা লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.