নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন গপ - একটি মাকড়শা এবং তিনটি শিকড়হীন মানুষ

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

- আমরা মনে হয় জীবনেও কোন একটা বিষয়ে একমত হতে পারবো না। সেই শুরু থেকেই আমাদের তিনজনের চিন্তাধারা, চলাফেরা, কথা বলার ধরন সবকিছুই আলাদা ছিল। তবে কি আমরা বন্ধু নয় ? আমরা কি একে অপরকে ফিল করি না?

- ইফতি শোন, তুই যেরকম ভাবছিস ব্যাপারটা ঠিক সেরকম না। আমরা একে অপরের অনুপস্থিতি ঠিকি বুঝি। তুই কি বলিস রাহাত?

- আমি আর কি বলব, সবতো তোরাই বলছিস। আসলে আমার মনে হয় আমরা বন্ধু, আবার বন্ধু না।

- সেটা কি রকম?

- আমার এক্সপ্লেনশন তোদের ভাল লাগবে না। তার চেয়ে বরং একটা বিড়ি ধরা। তিনজনে মিলে ভাগাভাগি করে টানতে টানতে শীতটাকে উপভোগ করি।

- জীবনে উপভোগ করার অনেক কিছু আছে, তবে শীত সে তালিকায় কোনভাবেই পড়ে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। শীতের কাজ ই হল বারবার মনে করিয়ে দেয়া জীবনটা কাঁথা তা আর বালিশ ছাড়া কিছু না।

- জীবন কাঁথা বালিশ হতে যাবে কেন! জীবনে তোরা আর স্বতন্ত্র হতে পারলি না!

- তোরা মানে আমাদের দুজন কে বোঝালি?

- হ্যাঁ তোদের দুজনকেই বুঝালাম। তবে আলাদা আলাদাভাবে।



- তাহলে শোন আমার কথা, আমি স্বতন্ত্র নই, কোনোদিন ছিলামও না, কোনোদিন হতেও পারব না। আমি আমার সুবিধামত একদিকে হেলে থাকি, এক পাশ দিয়ে বয়ে চলি। চারপাশ দিয়ে হাত বাড়াই, আটদিকে কান খুলে দেই। একচোখে মারিয়াকে ইশারায় করি। মাঝেমাঝে বুকের ভাল্বগুলো কাঁপিয়ে কাঁপিয়ে জ্বালিয়ে তুলি। ঘুম ঘুম শরীর জাগিয়ে শাড়ীর ভাঁজ খুলি। ইন দিস পয়েন্টে আমি যে স্বার্থপর সেটা প্রমাণিত হয়ে যায়।

- এসবের ভিতর মারিয়া, শাড়ীর ভাঁজ এসব আসলো কোথা থেকে ! তুই না আজব একটা চিজ ! ভাল ই ত্যানা প্যাঁচাতে পারিস।

- যার উপভোগের তালিকায় শীত থাকে, সে কিভাবে বুঝবে মারিয়া আর শাড়ীর ভাঁজের মর্ম। আর আমি একটা ভাল মানের চিজ ই, দেখছিস না শীতে কেমনে জমে গেছি।

- তুইও কি ওর মত মেনে নিয়েছিস যে তুইও সুবিধাবাদী স্বার্থপর !

- না আমি তার চেয়েও খারাপ, আমি হলাম অসভ্য। জিলেট ফোম আর রেজার দিয়ে প্রত্যহ শরীরের লোম পরিষ্কার করেও সভ্য হতে পারিনি। চিৎকার দিয়ে তোর এই জেন্টলম্যান সোসাইটিকে বলতে ইচ্ছে করে আমি তোমাদের মত সভ্য নই, হতেও চাই না। তবে মানবতাকে আগলে রাখতে অন্তিম ইচ্ছা বিসর্জন দিয়ে দেই।



- বাহ কি দারুণ! আমি একজন অসভ্য আর একজন স্বার্থপরের সাথে বাস করছি ! অসভ্যটা আবার মানবতাবাদী, স্বার্থপরটা রোম্যান্টিক।

- আমরা তো বললাম আমাদের কথা তোর কথা বল।

- আমি তোদের মত এমন না, তবে আমি প্রত্যহ সাবলীল পাপ করে ঘুরে বেড়াই। অতঃপর স্নান করে মুছে ফেলার চেষ্টা করি ।

- হাহা হাহাহাহা এর মানে তুই পাপী?

- আশ্চর্য ! এখানে হাসার কি হল, পাপের কথা শুনলে হাসতে হবে নাকি ! আমি তো পাপ জমিয়ে রাখছি না, নিত্য মুছে ফেলে দেই।

- কোথায় ফেলিস, ডাস্টবিনে? না ফুটপাথে?

- আমার সাথে ইয়ার্কি করিস, না?

- না দোস্ত ইয়ার্কি না, জানলে একটু ভাল হত আরকি। সেখান থেকে পাপ তুলে এনে দেখতাম, সে পাপে মারিয়া বা শাড়ির ভাঁজের মত কিছু আছে কিনা।



- আমার কি মনে হয় জানিস আমাদের তিনজনের মাঝে দারুণ একটা মিল আছে।

- অসম্ভব আমাদের মাঝে কোন মিল নাই , থাকতে পারে না। আমরা হলাম তিন গ্রহের তিন প্রাণী, শুধু জীবনের খাতিরে বাস করছি এক ছাদের নিচে। সে খাতির ফুরিয়ে গেলে আমরা আবার আমাদের গ্রহে ফিরে যাব।

- আমারও নাকিবের মত মনে হয় আমরা হলাম তিন গ্রহের তিন প্রাণী। তারপরেও শুনতে ইচ্ছে করছে কোথায় মিল খুঁজে পেলি !

- আমার মনে হয় আমরা তিনজনের বুকেই একটা মাকড়শা বাস করে। সে অনবরত জাল বুনে যায়। সে জালে বিছানো থাকে আমাদের ব্যর্থতার সুখ, সে জালে ঝুলে থাকে আমাদের নির্জলা যন্ত্রণার দীর্ঘশ্বাস। সে জালে যখন আমাদের হৃৎপিণ্ড পুরাটা প্যাঁচ খেয়ে যায়, তখন আমরা কেউ স্বার্থপর হয়ে উঠি, কেউ অসভ্য আর কেউ পাপী। আসলে আমরা শিকড়হীন তিনজন মানুষ, আমরা আমাদের মাঝে একটা অদৃশ্য শিকড় খুঁজে ফিরছি, জানিনা সেটার নাম বন্ধুত্ব কিনা।



- এরপর পুরা একমিনিট ঘরটা মিষ্টি এক নীরবতায় ছেয়ে গেল, সে নীরবতা ভেঙ্গে ইফতি বলে উঠল – একটা বিড়ি হলে মন্দ হত না, তিনজনে ভাগাভাগি করে টানা যেত।

- নাকিব বলে উঠল – সেক্সের পর যদি পৃথিবীতে কোন কিছু উপভোগ করার মত থাকে সেটা হল শীত।

- রাহাত বিড়িতে হালকা একটা টান দিয়ে মুচকি হেসে বলে উঠল – জীবনটা আসলেই কাঁথা আর বালিশ ছাড়া আর কিছু না।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: অদ্ভুত গল্প।

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রোফেসর আপনার শেষ গপটাও কিন্তু অদ্ভুত! আপনার গপটা মনে দাগ কাটছে!

২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

রিপন দা বলেছেন: Click This Link

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: বিজ্ঞাপন কমেন্টে সজ্ঞানে মাইনাস

৩| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

সায়েম মুন বলেছেন: জীবনটা কাথা বালিশ ছাড়া কিছু নয়। #:-S

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাঝেমাঝে তাই মনে হয় :)

৪| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:

ভাবনার খোড়াক জোগানো কথামালা ।

সুন্দর ।।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো বন্ধুদের কথোপকথন ।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৩

জুন বলেছেন: এটা কি ফেবুর সেই কাহিনী নিয়ে লেখা নাকি মাসুম :-*
ভালোলাগা দিলাম :)
+

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে সেটা নিয়া আরেকটা গপ লেখা যেতে পারে, শিরোনাম হবে ফেইসবুকে ওরা ৩ জন :)

ধন্যবাদ আপু

৭| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: জীবনটা আসলেই কাঁথা আর বালিশ ছাড়া আর কিছু না। দারুন দর্শন।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৮| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: মন্তব্যে লিখতে গেসিলাম এটাকে "কথোপকথন গল্প" বলা যায়। পরে দেখলাম শিরোনামেই দিয়া দিসেন। ভালো লাগসে। "শুন" "তুরা" এসবের জায়গায় শোন, তোরা করে দেন।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক করে নিয়েছি -

থ্যাংকস ব্রো

৯| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার মাসুম।
জীবনটা আসলেই কাঁথা আর বালিশ ছাড়া আর কিছু না।-ইনডিড ||

২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১০| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো , ইন্টারেস্টিং কথোপকথন ।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মন্ত্রী সাহেব

১১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: অনেক গভীর কথোপকথন ।

বাক্যের বাকে বাকে অনেক কথা লুকানো ।
+++++++

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: কথায় গল্প ! শুভকামনা মাসুম ভাই !

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

১৩| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

খেয়া ঘাট বলেছেন: জিলেট ফোম আর রেজার দিয়ে প্রত্যহ শরীরের লোম পরিষ্কার করেও সভ্য হতে পারিনি।------জোস।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই

১৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৮

মোঃ ইসহাক খান বলেছেন: বিচিত্র একটি টপিক। আকারে ছোট হলেও ভাল। কিছু কিছু ডায়ালগ সত্যিই ভাবায়। শুভেচ্ছা।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:০৩

মামুন রশিদ বলেছেন: এই স্বাতন্ত্র আর ভিন্নতাই হলো এক সাথে থাকার মজা, বন্ধুত্বের সবচেয়ে আকর্ষনীয় উপাদান । স্বাতন্ত্র আর ভিন্নতা জীবনেরও সৌন্দর্য ।

কথোপকথনের ছলে দারুণ একটা বিষয় সামনে নিয়ে এসেছেন । সাবজেক্ট এবং বলার স্টাইল দুটোই অভিনব আর মুগ্ধকর ।


খুব খুব ভালো লাগলো কথোপকথন গপ ;) :)


+++


৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টও খুব ভালা পাইছি :)

১৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

অদৃশ্য বলেছেন:




চমৎকার গল্প... শেষে এসে তাদের বন্ধুত্বের সুত্রপাতের এই উপলব্ধিই ছিলো আসল কথা...

তারা বুঝে গলো যে তারা একটি সুতোতেই আটকে আছে...

গল্পটা চমৎকার লেগেছে মাসুম ভাই... তবে কথোপকথোন আরও সুন্দর ও আকর্ষনীয় হতে পারতো...

শুভকামনা...

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

আপনার কমেন্ট মাথায় নিলাম,

দেখি কথোপকথোন আরও সুন্দর ও আকর্ষনীয় করে তুলা যায় কিনা!

১৭| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

জোস +++++++

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: দাগ কেটে গেল ।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো কথোপকথন ।+++

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কাঁথা বালিশের মাঝে জমে থাকা শীতার্ত ভালো লাগা রেখে গেলাম ! :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভাল লাগা ঝুড়িতে ভরলাম :)

ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.