নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

পিচ্চিগপ -ধর্মানুভূতি

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

ইদানীং মুমিন সাহেব খুব পেরেশানের মধ্যে আছেন। কারণ উনি বেশ কিছুদিন হয় উনার ধর্মানুভূতি খুঁজে পাচ্ছেন না। ধর্মানুভূতি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়ার পরে বাধ্য হয়ে এলাকার বড় হুজুরের কাছে গেলেন। হুজুর সব শুনে বললেন আপনাকে প্রথমে তওবা করতে হবে, তারপর আমি একটা তাবিজ দিব সেটা ভিজিয়ে প্রতিদিন তিন গ্লাস পানি খাবেন। এভাবে সাতদিন খাওয়ার পর তিনটা ছাগল নিয়ে মাজারে এসে শিন্নি দিতে হবে। ছাগলের রঙ কালো হতে হবে, অন্য কোন রঙ হলে হবেনা। মুমিন সাহেব হুজুরের নির্দেশনা তিলেতিলে পালন করলেন। কিন্তু ফলাফল শূন্য, মানে উনি উনার ধর্মানুভূতি খুঁজে পেলেন না। না পেয়ে তিনি আরও বেশি দিশেহারা হয়ে উঠলেন। ভাবতে লাগলেন এই জীবনের কোন মানে নাই, এই বেঁচে থাকার কোন মানে নাই যে জীবনে ধর্মানুভূতি নেই। আমাকে যে কোন মূল্যে আমার ধর্মানুভূতি ফিরিয়ে আনতে হবে।



অবশেষে কাছের বন্ধু ইউসুফ সাহেবের পরামর্শে উনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সব শুনে বললেন আপনাকে আপাতত তেমন কোন মেডিসিন দিচ্ছিনা, এই এই টেস্টগুলা যত তাড়াতাড়ি করতে হবে। টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে আসেন সেগুলা দেখে আপনাকে প্রেসক্রাইব করবো। উনি ডাক্তারের কথামত টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার রিপোর্ট দেখে উনি চোখ কপালে তূলে বললেন – আপনাকে অতিসত্বর অপারেশন করতে হবে অন্যতায় আপনার ধর্মানুভূতি ফিরিয়ে আনা সম্ভব হবেনা। এমনও হতে পারে আপনে বাকী জীবনের জন্য ধর্মানুভূতিহীন হয়ে যেতে পারেনন। এসব শুনে মুমিন সাহেব আপারেশনে রাজী হলেন এবং উনার অপারেশন সাকসেসফুল হল। আপারেশন করে উনার শরীরের ভিতরে একটা উইপোকা পাওয়া গেল। যে উইপোকায় উনার ধর্মানুভূতি আয়েশ করে খাচ্ছিল, খেতে খেতে প্রায় শেষ করে ফেলেছিল। ডাক্তার সাহেবের কথামত অপারেশন না করলে উনার সব ধর্মানুভূতি ঘুণে পরিণত হতে আর তেমন বেশি সময় লাগতো না।



ডাক্তার মুমিন সাহেবকে কড়া এন্টিবায়োটিক দিয়েছেন, সাথে সকাল বিকেল যোগ ব্যায়াম। মুমিন সাহেব শাহবাগের সবচেয়ে বড় ফার্মেসি থেকে এন্টিবায়োটিক কিনে এনেছেন। তিনি এখন নিয়ম করে এন্টিবায়োটিক খাচ্ছেন সাথে সকাল বিকেল যোগ ব্যায়াম করছেন উনার ঘুণ হয়ে যাওয়া ধর্মানুভূতি ফিরিয়ে আনার জন্য।



মুমিন সাহেব এখন খুব খুশি এবং রিলাক্সড এবং আশাবাদী।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কুট্টি গপকমেন্ট:
কাক তাল কোকির তালে কারো সাথে মিলে গেলে কমেন্টকারী দায়ী নন
এক বেবুশ্যের হঠাৎ গর্ভ হল। সে জানেনা সন্তানের পিতা কে হতে পারে? তবুও হঠাৎ মমতায় সে শিশুটি প্রসব করল। সেই শিশুটি বড় হল।

যেহেতু বেবুশ্যের কোন ধর্মানুভুতি থাকে না- তারও রইলনা্ । তাই সে ধর্মানুভূতির প্রতি নূন্যতম বোধ অনুভব করে না। সে ঘুম থেকে উঠেই ধর্মানুভুতিহীন মুমিন সাবের দেখা পাইল!!

কুট্টি গপকমেন্ট শেষ হইল ;)

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিন্তু মুমিন সাব তো রিলাক্সড এবং আশাবাদী। -

-----------------------------------

মুমিন সাব সেই ছেলেটারে নিয়া ডাঃ এর কাছে গেল, ডাঃ তাকে কিছু টেস্ট দিল, ছেলেটার অপারেশন হল-----------------------------------

অবশেষে ছেলেটাও মুমিন সাবের মত রিলাক্সড এবং আশাবাদী।

২| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, ইন্টারেস্টিং !

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) ধন্যবাদ :)

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

এন ইউ এমিল বলেছেন: গল্পটাকে অল্প করে তর্জমা করো যাবেকি? ;)

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কোন ভাষায় তর্জমা চাচ্ছেন জনাব, আমি তো বাংলা ছাড়া আর কোন ভাষা জানিনা :(

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

বিলিভ ইট অর নট (শ্যামল বিশ্বাস) বলেছেন: ধুর মিয়া এইডা কি কন ! ধর্ম অনুভুতি কি পঁচা কাঠ যে উই পোকা খাইয়া হালায়বো, ধর্মানুভুতি কি মুতে ভেজা কাথা যে উই পোকা খাইয়া হালায়বো, র্মানুভুতি কি পুরাতন প্রেমিকার প্রেম পত্র যে উই পোকা খাইয়া হালায়বো ?? !!

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: মিয়া ভাই এইগুলাতো জানতাম না, জানলে কি আর এসব লেখি !!!??

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

শাহীন ভূইঁয়া বলেছেন: মারাত্মক ভালোলিখেছেন

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

মামুন রশিদ বলেছেন: দারুণ একটা স্যাটেয়ার পড়লাম !!


পোকায় খাওয়া ধর্মানুভুতিসম্পন্নরা হায় হায় করে ছুটে আসবে,,,


পিচ্চিগপে পিলাচ +++

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

সায়েম মুন বলেছেন: চরম অবস্থা। #:-S

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমমমমম

৮| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

সপ্নাতুর আহসান বলেছেন: ঘুনে ধরা মন ধর্মানুভূতির খোঁজে

এন্টিবায়োটিক খাচ্ছেন সাথে সকাল বিকেল যোগ ব্যায়াম করছেন উনার ঘুণ হয়ে যাওয়া ধর্মানুভূতি ফিরিয়ে আনার জন্য।


দারুণ পিচ্চিগপ।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: ব্কাশে বাতাসে উ পোকা ছড়ছড়ি।ধূর্ত উই।কোন অনূভূতি ই সেগুলো থেকে রক্ষা পাচ্ছে না । :)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: হ্যা সেটাই, কোন অনূভূতি ই সেগুলো থেকে রক্ষা পাচ্ছে না

১০| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

আমিনুর রহমান বলেছেন:



ভয়ানক অবস্থা :| :| :|

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছুটা, মাঝেমাঝে আবার মাত্রা ছাড়িয়ে যায় :(

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অষ্টম প্লাস।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

১২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ কিছুদিন হয় উনার ধর্মানুভূতি খুঁজে পাচ্ছেন না B:-) B:-)
ভাই কোন এঙ্গেলে মারলেন ! অস্থির ! ধর্মানুভূতি ও এভাবে খুজতে হবে ! শুভকামনা !

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: এঙ্গেল তো ৪৩ বাই ৮৭ ছিল , কি জানি এখন বদল হইলো কিনা :)


ধন্যবাদ আপনারে

১৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

এন ইউ এমিল বলেছেন: গল্পটাকে অল্প করে তর্জমা করো যাবেকি?

লেখক বলেছেন: কোন ভাষায় তর্জমা চাচ্ছেন জনাব, আমি তো বাংলা ছাড়া আর কোন ভাষা জানিনা

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ কিছুদিন হয় উনার ধর্মানুভূতি খুঁজে পাচ্ছেন না B:-) B:-)
ভাই কোন এঙ্গেলে মারলেন ! অস্থির ! ধর্মানুভূতি ও এভাবে খুজতে হবে ! শুভকামনা !

লেখক বলেছেন: এঙ্গেল তো ৪৩ বাই ৮৭ ছিল , কি জানি এখন বদল হইলো কিনা :)


ধন্যবাদ আপনারে


ভাই আপনার গল্পের মন্তব্য কি করব ? আমিত মন্তব্য আর প্রতি মন্তব্য পড়েই মজা পাচ্ছি।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :) :)

১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

খাটাস বলেছেন: গপ মাথার ডান দিকে কানের উপ্রে দিয়া গেল। পিলাস। B:-) B:-)
ভাল থাকবেন মাসুম ভাই। :)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই, বাম কানের নিচের দিকটা একটু চেক করে দেখেন তো - সেখানে কোন কিছু আটকে আছে কিনা, যেটা বুঝতে একদম পানি'র মত সোজা :)

আপনেও ভাল থাকেন ভাই!

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: মারাত্মক লিখেছেন ভাই! দূর্দান্ত!

কালো ছাগল শিন্নি দিয়েও কাজ হলনা, আর শরীর অপারেশন করে বের হল একখানা উইপোকা! - কি আইডিয়া! :)

ছোটবেলায় আমি বেদেদের কাছে দাঁতের চিকিৎসা করাইসি, ওরা দাঁতের পোকা ফেলত। আমারে দেখায়ে পোকা বাইর করসে! :P

আপনি তো ভাই স্যাটায়ার তুমুল লেখেন!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কমেন্টে খুশি হইছি :)

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২১

সুপান্থ সুরাহী বলেছেন:
আচ্ছা মুমিন সাহেবের ধর্মানুভূতি কি ধার্মিকের না ভেকিদের?

যদি ধার্মিকের ধম্মানুভূতি হয়... তাইলে উনি শ্যাষ...

আর যদি ভেকি হয় তাইলে ফেরত পাইবেন...!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুমিন সাব তো আশাবাদী, বুঝতাছিনা উনি ভেকি কিনা :)

আপনারে দেখে ভালা লাগলো -

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:০০

প্রিন্স হেক্টর বলেছেন: এ্যান্টেনা ঝিরঝির :-< |-)

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এ্যান্টেনাটাকে একটু ডানেবামে ঘুরান, তারপর একটু উপরে উঠান, তাতে কাজ না হলে এলুমিনয়াম বাসনের একটা ঢাকনা উপরে লাগান :)

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:২৮

লক্ষ্মীছাড়া বলেছেন: কোন পাশ দিয়ে গেলো বুঝা গেলো না , তবে আমিও আশাবাদী। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P :P

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: যাক আপনে এটলিস্ট আশাবাদী আছেন :)

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

শাহেদ খান বলেছেন: আমিনুর রহমান বলেছেন:



ভয়ানক অবস্থা :| :| :|

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমমম

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:২০

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই

এইটা আমার কাছে চরম লাগলো... খুবই ইন্টারেষ্টিং... খুবই ইন্টারেষ্টিং...

মুমিন সাহেব আশাবাদি, কিন্তু আমি সন্দেহের মধ্যেই থাকলাম... মুমিন সাহেবের মেডিসিনের কোর্স কমপ্লিট হবার পরে আবার না জানি কি হয়...


শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: পাঠক হিসাবে আমারও একি চিন্তা ---

মুমিন সাহেবের মেডিসিনের কোর্স কমপ্লিট হবার পরে আবার না জানি কি হয়.--------------

ভাল থাকুন অদৃশ্য ভাই

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

প্রত্যাবর্তন@ বলেছেন: #:-S 8-|

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: সামুর ইমুর ব্যাপারে আমি একটু অনভিজ্ঞ :(

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: হাহা! চমৎকার।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ :)

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪

ঢাকাবাসী বলেছেন: গল্প আর পরবর্তি মন্তব্য আর উত্তর পড়ে বিশ্বাস করুন মহা আনন্দ পেলুম। ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারেও ধন্যবাদ

২৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

খেয়া ঘাট বলেছেন: ঠিক ধরতে পারলাম না। ঠিক বুঝতে পারলাম না। নিশ্চয়ই কিছু একটা আছে।

যাই হোক, ঈদের শুভেচ্ছা থাকলো । ঈদমোবারক

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারেও ঈদের শুভেচ্ছা থাকলো । ঈদমোবারক !

২৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৮

আরজু পনি বলেছেন:

ধর্মানুভুতির এইই হাল...দারুণ লেখা ।।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩

ভিয়েনাস বলেছেন: ইন্টারেসটিং গল্প :) ......

চমৎকার লিখেছেন।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

সমুদ্র কন্যা বলেছেন: যাক তাও ভাল সবটা খায়া শেষ করতে পারে নাই। মুমিন সাহেব রিলাক্সড এবং আশাবাদী আছেন। :-B

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেটাই সবটা খায়া শেষ করতে পারে নাই এবং মুমিন সাহেব রিলাক্সড এবং আশাবাদী আছেন।

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.