নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

যতসব নিকনেমজ ( শেষ কিস্তির আগের কিস্তি )

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

এই লেখাখানি অনেক আগে নাগরিক ব্লগের “যত্তসব নিকনেমজ” নামে একখান খুব জনপ্রিয় সিরিজের একখান অংশ। যে সিরিজের দুইখান কিস্তি এই অধমের লেখার সুযোগ হইয়াছিল। নাগরিকের আমার সব সহ ব্লগারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এইখানে পোস্ট করিলাম।



“আগুন মজিদ”



আমাদের পাড়ার বিখ্যাত বড়ভাই ছিলেন আব্দুল মজিদ। উনি পাড়ার সব দায়িত্ব নিজের দায়িত্ব বলিয়া মনে করিতেন। তাই সবার বিপদে আপদে সবার আগে উনি গিয়া ঘটনাস্হলে পৌছাইতেন। পাড়ার যাবতীয় সাংস্কৃতিক কর্মকান্ড থেকে লাগাইয়া খেলাধুলা সবকিছুতেই উনার অংশগ্রহন ছিল চোখে পড়িবার মত। একদিন ক্রিকেট খেলায় শ্রদ্ধেয় আম্পায়ার সাহেব ভুলক্রমে উনাকে আউট ঘোষনা করায় উনি রাগের বশবর্তি হইয়া আম্পয়ারকে হুমকি প্রদান করিয়াছিলেন এইরকম – তুই আমাকে আউট দিয়েছিস, আমাকে তুই চিনিস??জানিস আমি কে ? আমি হইলাম আগুন মজিদ। উনার এই সংলাপের পর থেকে যে উনার নাম আগুন মজিদ হওয়া যাইবে তা হয়ত উনি কল্পনাও করেননি। আমরা এখনও উনার সম্মানার্থে সাহসী কাউকে দেখিলে তাকে মজিদ বলিয়া সম্বোধন করিয়া থাকি।



“রোন্দা আহাদ”



রোন্দা শব্দটার অভিধানিক অর্থ আমার জানা নাই। তবে আমাদের সিলেটি ভাষায় কাউকে শারিরিকভাবে তুলা ধুনা করার রুপক অর্থে এই শব্দটা ব্যবহার হইয়া থাকে। আমার বন্ধু আহাদ সর্বদা এই শব্দটা ব্যবহার করিত । যদিও আমি কোনদিন দেখি নাই কিংবা শুনি নাই যে আমার বন্ধু আহাদ কাহারো সাথে কোথাও মারিমারি করিত। কালের পরিক্রমায় বন্ধুমহলে একটা সময় আহাদ হওয়া গেল রোন্দা আহাদ।



“টু ফাইভ”



আমাদের বন্ধুদের মাঝে যে কয়জন চেইন স্মোকার হিসাবে নিজেকে প্রতিষ্টিত করিয়া ছিলেন মনসুর হইল তাহাদের অন্যতম। যদিও আমি তাহাকে নিজের টাকা দিয়া কিনিয়া সিগারেট পান করিতে খুবই কম দেখিয়াছি। তবে মাঝেমাঝে সে সিগারেটের ব্যাপারে খুব দয়াশীল হওয়া উঠিত। সবাইকে বেনসনের প্যাকেট খুলিয়া সিগারেট বন্টন করিত। এতে সবাই যেমন অবাক হইত তেমনি রহস্যের গন্ধ খুঁজিয়া বেড়াইত। অবশেষে তাহার তার রহস্য ফাঁস হইয়া গিয়াছিল। সেইটা হইল – সে বেনসনের প্যাকেটে টু ফাইভ সিগারেট ঢুকাইয়া নিয়া আসিত যাহা ১০ টাকা দিয়ে পুরা এক প্যাকেট পাওয়া যাইত। এই রহস্য উদ্ধারের পর থেকেই সে মনসুর থেকে টু ফাইভ হইয়া গেল।



“ফাড়া মাহবুব”



কলেজে সবাই তাহাকে আলাদা চিনিত। সবাই তাহার সাথে খাতির করিত চাহিত। তাহাকে চিনিবার এবং তাহার সাথে খাতির করিবার আলাদা একটা কারন ছিল। সেইটা হইল কলেজে যে হাতে গুনা কয়েকজন নিজের চার চাকার বাহন নিজেই চালাইয়া আসিত, সে ছিল তাহাদের মধ্যে একজন । প্রথম প্রথম সবাই খাতির জমাইতে চাইলেও খাতির হইবার পর সবাই দূরে যাইবার জন্যে ব্যাস্ত হইয়া পড়িত। তাহার কারন হইল সে বাচালের মত অতিরিক্ত কথা বলিত এবং তাহার মাঝে শতকরা নিরান্নব্বই ভাগই মিথ্যা বিরাজ করিত। একটা সময় মাহবুব তার নিজের অজান্তেই কলেজের সবার কাছে ফাড়া মাহবুব হইয়া গেল। (ফাড়া শব্দটা অনেকের কাছে অপরিচিত লাগিতে পারে, চাপা মারা'কে সিলেটি ভাষায় ফাড়া বলে)



“গান্জা সুমন”



গান্জা শব্দ শুনিয়া হয়ত ভাবিতে শুরু করিয়াছেন যে আমার বন্ধু সুমন চিলিম আসক্ত ছিল। যাহার কারনে সবাই তাহাকে গান্জা সুমন বলিয়া ডাকিত। কিন্তু বাস্তবে এইরকম কিছু তাহার চরি্ত্রে কোনদিনও পরিলক্ষিত হয়নি। গাঞ্জাতো অনেক দূরে আমি কোনদিন তাহাকে ধুমপান করিতেও দেখি নাই। এখন ভাবিতে পারেন গাঞ্জা না টানিয়া ও কিভাবে তাহার নামের আগে গাঞ্জা শব্দটা যুক্ত হইয়া গেল !! আমাদের সিলেটে অতিরিক্ত চাপাবাজির রুপক অর্থে গাঞ্জা শব্দটা ব্যবহার হইয়া থাকে। তাহার চাপাবাজির একটা উপমা আপনাদের সামনে তুলিয়া ধরিলাম – একবার ঈদের আগে তাহার সাথে বেশ কয়েকদিন দেখা সাক্ষাত হইতেছিল না। আমরা বন্ধুরা ভাবিলাম হয়ত কোথাও বেড়াইতে গিয়াছে। ঈদের দিন যখন তাহার সাথে দেখা হইল তখন সবাই জিজ্ঞাসা করিল কিরে এত দিন কোথায় ছিলি। সে জবাবে বলিল আর বলিস না ঈদের শপিং করিতে একটু সিঙ্গাপুর যাইতে হয়েছিল । পরে গোপন সুত্রে জানা গিয়াছিল সে তাহার ফুফুর বাড়িতে বেড়াইতে গিয়াছিল ।এইরকম চাপাবাজি ছিল তাহার কাছে নিত্য নৈমত্তিক ব্যাপার । সবাই তাহার চাপাবাজি শুনিতে শুনিতে বিরক্ত হইয়া একদা সবাই তাহাকে গান্জা সুমন বলিয়া ডাকা শুরু করিল।



------------------------------------------------------------------------

(সবাইকে শেষ কিস্তি পড়ার দাওয়াত সাথে ঈদের শুভেচ্ছা)

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ফারা মাহবুব পড়ে ভাবসিলাম উনি ফারা নামে কোন মেয়ের প্রেমে পড়সিলেন বা ঐ রিলেটেড কিছু।
নিকনেমজ পোস্ট পড়ে মজা পাইসি।শেষ পর্বের জন্য ওয়েটিং ||

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরের পর্ব ইজ কামিং সুন :)

ধন্যবাদ

২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার তো দেখি ভয়ানক অভিজ্ঞতা। দারুন সব ইন্টারেস্টিং ক্যারেকটার।
গান্জা সুমন” ট্রোজেডি ?

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভয়ানক মজার অভিজ্ঞতা :)

ধন্যবাদ

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

বিস্মিত হলাম পোস্ট পড়ে

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: বিস্মিত হওয়ার কারণ কিন্তু বোধগম্য হয় নাই

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: ফারা অইবো না কিতা ফাড়া অইবো ?

ঢাবি'র নিকনেম নিয়ে অনেক আগে আমি দৈনিক পত্রিকায় একটা ফিচার লিখেছিলাম সে স্মৃতি মনে পড়ে গেলো।

পোস্ট ভালো লেগেছে। ঈদমোবারক।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেই ফিচার ব্লগে পোস্ট দিয়া দেন - আমরাও পড়ি!

ঈদ মোবারক।

৫| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

টুম্পা মনি বলেছেন: B:-) B:-) B:-)

ঈদের শুভেচ্ছা

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঈদ মোবারক

৬| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই

দারুন লাগলো... সত্যই দারুন লাগলো লিখাটি

আমাদের এলাকাতে ''ফারা'' শব্দটি বা কথাটি ''ফ্‌রা'' বা ''ফইরা'' এমন.... আর অতিরিক্ত চাপাবাজদের '' শালা গাঁজাখোর'' বলে থাকে অনেকেই


পরের পর্বের অপেক্ষায় থাকলাম... তবে ১০/১২ দিন সম্ভবত এখানে কথা হবে না...

ঈদের শুভেচ্ছা রইলো

শুভকামনা...

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই !

ঈদ মোবারক,

কথা হবে, দেখা হবে :)

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ফাড়া মাহবুব!!!- হাসান মাহবুব ভাই না তো!!!!


:) :) :) :)

ঈদের শুভেচ্ছা রইল।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে না - হামা ভাই না :)

ঈদ মোবারক!

৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

সমুদ্র কন্যা বলেছেন: ভার্সিটিতে পড়ার সময় আমি নিজেই এমন সব ভয়ানক নাম দিতাম একেকজনকে। যেমন আমাদের অনেক লম্বা এক স্যারের নাম দিসিলাম খাম্বা নূরা :#)

মজা পাইসি আপনার পোস্ট :D

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে তো আপনেও এক কিস্তি লিখতে পারেন:)


ধন্যবাদ আপনাকে

৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

সায়েম মুন বলেছেন: কঠিন অবস্থা। নিকের রহস্যতো পুরাই উন্মোচিত হয়ে গেল। #:-S

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: নিকের রহস্য - ভালো বলছেন :)

১০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কামিং সুন :)

১১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

আরজু পনি বলেছেন:

কঠিন অবস্থা ! B:-)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছুটা :)

১২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: হাহা! মজা পাইলাম। কিছু সিলেটি শব্দও জানা হইলো। আমি কিন্তু বিখ্যাত কিছু নিকনেমের প্রবর্তক ছিলাম বন্ধুমহলে!

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে আপনারটাও লিখে ফেলেন :)

১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গভীর গবেষণার ফল দেখতে পাচ্ছি...মজা পেলাম ভাই!

‘ফাড়া’ এবং ‘গাঞ্জা’ শব্দাবলীর সিলটী ব্যবহার জানলাম।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

মগজ ভরা মাথা বলেছেন: নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link

নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link


নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই আমি ব্লগিং করে ইন্টারনেট চালাই, আর ফেসবুকিং করে মোবাইল খরচ টা তুলি !

এখন আপনে আমার পিছে ধণ্যা দেন কিভাবে ফেসবুকিং করে মোবাইল খরচ তুলা যায় সেই তরিকা শিখার জন্য! ফ্রিতে শিখাইয়া দিমু!

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মজা পেয়েছি!

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: পড়ে বিনুদিত হলাম । ++++

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

মামুন রশিদ বলেছেন: আমাদের এক ইউনি বন্ধু আজগর, উহাকে অজগর বলিলে খেপিয়া গিয়া মশারি বাঁধিবার রড লইয়া আমাদের আক্রমন করিত । পরে উহার নাম আমরা বিভিন্ন ভাষায় অনুবাদ করিয়া লইয়াছিলাম,

মুল নাম- আজগর
বাঙলা নাম- অজগর
ইংলিশ নাম- পাইথন
পোলিশ নাম- আজগরেস্কু
রাশান নাম- আজগরভ
মঙ্গোলিয়ান নাম- আজং গুরং

উহাকে লইয়া এক খানি পূর্নাঙ্গ রম্য রচনা লিখিবার সাধ আছে, তবে লেখাটি এডাল্ট কন্টেন্টে ভরপুর থাকিবার ভয়ে অগ্রসর হইতেছি না :P


ঈদ হোক আনন্দময় ।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আজগর কাহিনি পড়তে চাই :)


ইদ মোবারক!

১৮| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ মজার

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৯| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! জটিল তো। আগুন মজিদ নামটা তো বস বস!!!! উনারে দেখবার মন চায়!!!!!!!

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন নামটার মাঝে একটা বস বস ভাব আছে!

এরপর আমরা অনেককে এই নামে ডাকছি, কাউরে সাহসি কোন কাম করতে দেখলে তারে আগুন মজিদ ডাকতাম :)

২০| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫০

খেয়া ঘাট বলেছেন: উহাকে লইয়া এক খানি পূর্নাঙ্গ রম্য রচনা লিখিবার সাধ আছে, তবে লেখাটি এডাল্ট কন্টেন্টে ভরপুর থাকিবার ভয়ে অগ্রসর হইতেছি না --- ধুর মিয়া, কী যে বলেন। এতো ডরাইলে চলে।@ মামুন রশিদ।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: @ মামুন রশিদ ভাই খেয়া ঘাট ভাই আপনারে কইছেন - তো ডরাইলে চলে :)

২১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

দুঃখিত হয়ত সঠিক শব্দ বলতে পারিনি মানে লেখা পড়ে সত্যি খুব ভাল লাগছে।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন বুঝছি - ধন্যবাদ আপনাকে!

২২| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

মামুন রশিদ বলেছেন: আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে !!


এই ভাবে সাহস দিলে আর কোন ডর নাই @খেয়াঘাট

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: খেয়া ঘাট ভাইয়ের সাথে আমিও সাহস দিলাম, লেইখ্যা ফালান :)

২৩| ১০ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৪

ভিয়েনাস বলেছেন: এই বিষয়ে আমার একটা পোস্ট আছে।

ইন্টারেস্টিং পোস্ট।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: লিংক দেন, পড়তাম চাই !

২৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: ঈদ কেমন কাটালেন???

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আর ইদ ভাই !! হাফ ডে কাজে আর হাফ ডে রাস্তায় কাটছে! তবে ফ্রাইডে, সেটার ডে ভালই কাটছে!

আপনার কেমন গেল!

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অনেক হারিয়ে যাওয়া বন্ধুর কথা মনে পড়ে গেলো । মজা পেয়েছি । শুভেচ্ছা জানবেন । :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনেও ধন্যবাদ নিবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.