নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

আমার খুব ইচ্ছে করে

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

আমার খুব ইচ্ছে করে

আমার জলে নূপুর বাজুক,

আয়না আমি উল্টে দিলে

জলের ছবি চোখে ভাসুক।



আমার খুব ইচ্ছে করে

ক্লান্ত হয়ে বাড়ি ফিরি,

হাতের ছোঁয়ায় জ্বলে উঠুক

বুকে পোষা অগ্নিগিরি।



আমার খুব ইচ্ছে করে জিভের মাঝে

হাওয়াই মিঠাই লেগে থাকুক,

ঠোঁটে কারোর চুপিচুপি

হাওয়াই মিঠাই রঙ লাগুক।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট, সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস !

২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ছোট্ট কবিতায় মুগ্ধ পাঠ।

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার মুগ্ধপাঠে খুশি হইছি

ধন্যবাদ

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
পড়ার সময় চমৎকার রিদম পাচ্ছিলাম।
সুন্দর ||

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখার সময় রিদম নিয়া বেশ ভাবছিলাম, যদিও শেষ প্যারায় কিছুটা হুছট খাইছে !

ধন্যবাদ আপনারে

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫

সায়েম মুন বলেছেন: নাইস।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস !

৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

বোকামন বলেছেন:
ভালো লেগেছে ! অল্পতেই তৃপ্ত :-)

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪

মোঃ ইসহাক খান বলেছেন: ছোট হলেও সুন্দর কবিতা।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫

মামুন রশিদ বলেছেন: হাতের ছোঁয়ায় জ্বলে উঠুক
বুকে পোষা অগ্নিগিরি।


জ্বলে উঠুক । ভালো লেগেছে ।


++

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: বাহ

সহজ সুন্দর অনুভূতি

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস !

৯| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: রিদমিক ! এমন লিখা পড়তে ভালো লাগে !

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস !

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!

:) :)

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: মিষ্টি লাগল।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস !

১২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

ভিয়েনাস বলেছেন: আমারও ইচ্ছা করে........... অনেক কিছু :)

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ইচ্ছা পুরণ হউক সেই কামনা করি :)

১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২

সোমহেপি বলেছেন: লেখাটা বেশ হালকা লাগলো।আয়তনের জন্য না। ভাবের আর কথাগুলোর জন্য

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: জানিনা আপনে আমার আর কোন কবিতা পড়েছেন কিনা, পড়লে খেয়াল করে দেখবেন আমার প্রায় কবিতার ভাব আর কথা সবসময় হালকা থাকে :)

ধন্যবাদ আপনাকে!

১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

আমারও খুব ইচ্ছে করে

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: লল :)

১৫| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

অদৃশ্য বলেছেন:





মাসুম ভাই

লিখাটি সকালেই পড়েছি... বেশ ভালো লেগেছে আমার...

ঈদে আশাকরছি সুন্দর সময় কটেছে আপনার... পরের লিখার অপেক্ষায় থাকলাম...


শুভকামনা...

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

আমার ইদ ভালই কাটছে তবে আপনাদের মত না, বিদেশে ইদ তেমন একটা বুঝা যায় না!

আশা করি আপনারও খুব ভাল কাটছে

ভাল থাকুন

১৬| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

সমুদ্র কন্যা বলেছেন: বাহ খুব সুন্দর!

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

খেয়া ঘাট বলেছেন: বাহঃ
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই

১৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমার খুব ইচ্ছে করে
ক্লান্ত হয়ে বাড়ি ফিরি,
হাতের ছোঁয়ায় জ্বলে উঠুক
বুকে পোষা অগ্নিগিরি।


আমারও ইচ্ছে করে :((
দারুন হইছে :)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ব্রাদার - আশা করি আপনার ইচ্ছা পুরণ হবে :)

১৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অতি চমৎকার। শব্দ সংগ্রহ এবং পঙ্‌ক্তি গঠন দেখে আমি মুগ্ধ।


আমার খুব ইচ্ছে করে জিভের মাঝে
হাওয়াই মিঠাই লেগে থাকুক,
ঠোঁটে কারোর চুপিচুপি
হাওয়াই মিঠাই রঙ লাগুক।


সূক্ষ্মভাবে খেয়াল করুন, লাস্ট লাইনে একটা ধ্বনির কমতি আছে। ঘাটতি পূরণের জন্য ‘রঙ’ শব্দটার মধ্যে একটা ফল্‌স ধ্বনি ঢুকিয়ে এটিকে লম্বা করে পড়তে হয় - রঅঙ। কিন্তু এটা কোনো সমস্যা না। লেখাটা খুব ভালো লেগেছে তার উপরে আর কিছু নেই।

আপনি খুব বিনয়ী।

শুভ কামনা।


২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্ট খুব ভালা পাইছি, একটা ধ্বনির কমতির ব্যাপারটা মাথায় নিলাম, দেখি বদল করা যায় কিনা!

আপনারে অনেক ধন্যবাদ

২০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩

মারুফ মুকতাদীর বলেছেন: সহজ সুন্দর!

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

সকাল রয় বলেছেন:

সুন্দর লিরিক
সুন্দর কথা

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

জুন বলেছেন: ইশ হাওয়াই মিঠাই এর কথা শুনে কবিতা আরো মিষ্টি হয়ে গেল মাসুম১৪ :)
+

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জুনাপু

বাট আমার নামের পরে ১৪ দিছেন কেনু :)

২৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

জুন বলেছেন: তোমার বয়সটা লিখে রাখছো তোমার নিকে তাই :!>

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপু আমারে দেখি একেবারে পিচ্ছি বানাইয়া দিছেন (চিয়ার্স এর ইমু হবে)

২৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: মাসুম ১৪ কে ১৪ তম প্লাস। তার বয়সও চৌদ্ধ #:-S ।বয়স যাই হোক কবিতা ভাল লেগেছে।১৪ বয়সে এত সুন্দর কবিতা...........আপনি তো দেখি সুকান্ত হবেন।

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেলিম ভাইও দেখি উনার কথা বিশ্বাস করে ফেলছেন :D

২৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

আহসান জামান বলেছেন:
খুব ভালো লাগলো, কেমন আছেন?

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই!

ভাল আছি ভাই। আশা করি আপনে ভালা আছেন!

২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: দারুন লাগলো মাসুম ভাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

কুহক' বলেছেন: হাওয়াই মিঠাই !!! দারুন.....

শুভ কামনা কবি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কুহক ভাই

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বাহ সুন্দর । আচ্ছা, চোখের ছবি জলে ভাসুক বললে কেমন হয়??

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: রেগুলার আয়না হলে চোখের ছবি জলে ভাসুক ঠিক আছে - একদম মানানসই! কিন্তু আগের লাইন খেয়াল করেন সেখানে আমি আয়নাকে উল্ঠে দেয়ার কথা বলছি

তাই লিখছি -

জলের ছবি চোখে ভাসুক।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার চমতকার কমেন্টের জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.