নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

রিয়েল লাইফ জোকস (৭ম পর্ব - নুহা পর্ব)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

----

নুহা হল আমার কাজিন – বয়স ছয় বছর। পৃথিবীর ইন্টেলিজেন্ট ও কিউট বাচ্চাদের মধ্যে সে একজন। তার কথা বার্তা শুনে মাঝেমাঝে থ হয়ে যাই। এত চমৎকার করে গুছিয়ে কথা বলে বুঝাই যায় না তার বয়স ছয়। তার কথা শুনে মাঝেমাঝে মনে হয় সে আমার থেকেও বড়। সে কিছুদিন আগে আমাকে ম্যাগাজিনে একটা ছবি দেখিয়ে বলল- মাসুম তুমি কি তারে চিনো? সে আমাকে নাম ধরে ডাকে। বিদেশে প্রায় বাচ্চারা বড়দের নাম ধরেই ডাকে। আমি একটু মজা করার জন্য বললাম না চিনি না। আরে এইটা হল নাম্বার ওয়ান ইডিয়েট। ছবিটা ছিল আমির খাঁনের। অনেক্ষণ পরে তার কথার মানে বুঝলাম । থ্রি ইডিয়ট ছবিতে সে দেখছে যে আমির খানকে তিন ইডিয়টের এক ইডিয়টের ভুমিকায় অভিনয় করতে, সে সেটাই বুঝাল।



----------

একদিন নুহা আর আরেকটা বাচ্চা আমার সাথে কথা বলছে। সে বাচ্চার সাথে তার প্রতিযোগিতা শুরু হল কে কি বেশি পারে। নুহা ২ টা জায়গায় হেরে গেল। সে বাচ্চাটা তার এড্রেস এবং তার দাদার নাম বলতে পারছে, বাট নুহা পারে নাই। সে না পেরে এই ২ টা প্রশ্নের যে উত্তর দিল তা শুনে আমি হাস্তে হাস্তে শেষ । তাকে যখন জিজ্ঞেস করলাম তোমার দাদার নাম কি- সে কিছুক্ষণ ভেবে বলল – you know masum, my grandfather doesn't have any name .যখন তাকে এড্রেসের কথা জিজ্ঞেস করলাম – সে উত্তর বলল – আমার আম্মু আমারে বলছে এড্রেস হল গোপন জিনিস – আর গোপন জিনিসের কথা কাউকে বলতে নাই।



-----------------------

নুহার দুইটা বান্ধবী হল সারিন অ্যান্ড ইতি। তাদের বয়স সাত। আমি তারে জিজ্ঞেস করলাম – নুহা, তারা তো তোমার বয়সে বড় তাহলে তারা তোমার ফ্রেন্ড হল কেমনে?? সে বলল – listen masum –They Skip their birthday, i didn't.আরও অনেককিছু বলল – যেটার সারমর্ম হল -সারিন আর ইতি তারা প্রতিবছর তাদের বার্থডে চেইঞ্জ করে বাট সে তার বার্থডে কক্ষনও চেইঞ্জ করেনি। তারা তাদের বার্থডে স্কিপ করার কারনে তারা এখন তার থেকে এক বছরের বড়। তবে তারা একসময় তাদের একবছরের ছোট ছিল। সেও চেয়েছিল তার বার্থডে চেইঞ্জ / স্কিপ করতে কিন্তু তার মা সেটা করতে দেননি।





রিয়েল লাইফ জোকস ( ১ম পর্ব )

রিয়েল লাইফ জোকস ( ২য় পর্ব )

রিয়েল লাইফ জোকস ( ৩য় পর্ব )

রিয়েল লাইফ জোকস (৪র্থ পর্ব)

রিয়েল লাইফ জোকস (৫ম পর্ব)

রিয়েল লাইফ জোকস (৬ষ্ঠ পর্ব - ব্লগারদের কমেন্ট পর্ব)

মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মজা পেলাম... নুহার জন্য শুভকামনা... :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে, তার সাথে দেখা হলে আপনার শুভ কামনা পৌছে দিব!

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: হা হা হা পাকনা বুড়ি নুহা =p~ =p~

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবিশ্বাস্য রকম ভাবে পাকনা :)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সত্যিই, বাচ্চারা অনেক সময় বেশ জটিল ভাবনা-চিন্তাও করে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: জি ভাই বাচ্চারা মাঝেমাঝে জটিল চিন্তাভাবনা করে!

কমেন্টের জন্য ধন্যবাদ ভাই

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

রাধাচূড়া ফুল বলেছেন: বাচ্চাদের কথা সত্যিই অনেক মজার হয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আসলেই অনেক মজার !

কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাচ্চারা হল এঞ্জেল , তাদের বড়ই ভাল পাই ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমিও ওদের বড় ভালা পাই -


কমেন্টের জন্য ধন্যবাদ ভাই

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

অদৃশ্য বলেছেন:




মাসুম ভাই চমৎকার লাগছে লিখাটি...

বেশ মজা পাইছি পিচ্চির কথা শুনে...


পিচ্চি ও আপনার জন্য
শুভকামনা...

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

শুভকামনা পৌছে দিব!

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা ! পিচ্চি খুবই মজার!

নুহার জন্য শুভকামনা!

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সে আসলেই মজার একটা কিড :)

শুভকামনা পৌছে দিব!

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।
ইউ নো মাসুম, গ্রান্ডফাদারস হ্যাভ নো নেইম :)
দারুন মজা পেলাম।
পুরো সিরিজ পড়া লাগবে।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়িয়েন, আশা করি মজা পাইবেন :)

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

মোস্তাক খসরু বলেছেন: আপনিও সুন্দর গুছিয়ে লিখেছেন। শুধু এই জায়গাটায় এসে একটু হোচট খেয়েছি। " আমির খান অভিনয় করতে , সে সেটাই বুঝাল।" সম্ভবত কথাটা "আমির খানকে অভিনয় করতে দেখেছিল , সে সেটাই বুঝাল।" নুহার মঙ্গল কামনা করছি। ভালো থাকুন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে!

আপনেও ভাল থাকুন

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নতুন বলেছেন: you know masum, my grandfather doesn't have any name

=p~ =p~ =p~ পাকনা বুড়ী রে...

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আসলেই পাকনা বুড়ি :)

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

গোর্কি বলেছেন:
-শিশুমনে ভাবনার প্রকাশ সুন্দর লিখেছেন।
-ছোট্ট মনির জন্য অনেক আদর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মামুন রশিদ বলেছেন: হাহাহা, নুহার কথাগুলো শুনে খুব মজা পেলাম ।


নুহা মনি'র জন্য শুভকামনা ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনারে

শুভকামনা পৌছে দিব!

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

দি সুফি বলেছেন: বাচ্চাদের পাকনা পাকনা কথা সবসময়েই ভালো লাগে। কিন্তু কোন এক কারনে পোষ্টের একটি ঘটনাও আমার কাছে মজার লাগেনি! :|

আরেকটি বিষয়, বড়দেরকে নাম ধরে ডাকা কিন্তু আমাদের সংস্কৃতি নয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিন্তু আমার কাছে প্রতিটি ঘটনাই মজার লাগছে :)

আর বড়দের নাম ধরে ডাকাটা এখানে একটা কমন ব্যাপার !

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

দি সুফি বলেছেন: আর শুভকামনা রইল নুহার জন্য !:#P

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভকামনা পৌছে দিব!

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: প্রথমটাই বেশি ভালো লেগেছে।

এইটা হল নাম্বার ওয়ান ইডিয়েট। ----হাহাশে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওর কথাটা বুঝার পর আমিও আপনার হাহাশে আছিলাম :)

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া এ দেখি আরেক জায়না!:)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: জায়না নুহা বইন বইন :)

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

খাটাস বলেছেন: B:-) B:-) নুহার কথা শুনে খুব মজা পেলাম। নুহারা স্কুলে ভর্তি হলে টিচার দের আলাদা ভাবে ট্রেনিং না দিলে টিকতেই পারবে না। :D
নুহার জন্য শুভ কামনা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নুহারা স্কুলে ভর্তি হলে টিচার দের আলাদা ভাবে ট্রেনিং না দিলে টিকতেই পারবে না :D :D :D

শুভকামনা পৌছে দিব!

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাচ্চাদের কথা অনেক মজার হয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: কথা সত্য, মাঝেমাঝে খুব বেশি মজার হয় :)

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা......দারুন মজা পেলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

আহসান জামান বলেছেন:
চমৎকার মাসুম ভাই, ভালো থাকবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

সায়েম মুন বলেছেন: হাহাহা! কথার উড়োজাহাজ! বেশ মজার পোস্ট।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: হাহা! শুভকামনা নুহার জন্যে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ব্রাদার

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

সমুদ্র কন্যা বলেছেন: আপনারও যেমন বুদ্ধি গোপন জিনিস জানতে চাইছেন জনসম্মুখে! :P

মজা পাইলাম নুহার কথা শুনে :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেটা যে গোপন জিনিস সেটা তো ওরে জিগানি পরে জানছি :)

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: নুহার কথা আনন্দ দিল।

শুভকামনা তাঁর জন্য!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: হা হা হা !

শুভকামনা নুহার জন্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: একদিন নুহা আর আরেকটা বাচ্চা আমার সাথে কথা বলছে। সে বাচ্চার সাথে তার প্রতিযোগিতা শুরু হল কে কি বেশি পারে। নুহা ২ টা জায়গায় হেরে গেল। সে বাচ্চাটা তার এড্রেস এবং তার দাদার নাম বলতে পারছে, বাট নুহা পারে নাই। সে না পেরে এই ২ টা প্রশ্নের যে উত্তর দিল তা শুনে আমি হাস্তে হাস্তে শেষ । তাকে যখন জিজ্ঞেস করলাম তোমার দাদার নাম কি- সে কিছুক্ষণ ভেবে বলল – you know masum, my grandfather doesn't have any name .যখন তাকে এড্রেসের কথা জিজ্ঞেস করলাম – সে উত্তর বলল – এড্রেস হল গোপন জিনিস – আর গোপন জিনিসের কথা কাউকে বলতে নাই B-) :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :)

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

সুপান্থ সুরাহী বলেছেন:
পুরাই বিচ্ছু...

এমন পিচ্চিরা আদতেই মেধাবী হয়...

শুভকামনা নুহার জন্য.........

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: এমন পিচ্চিরা আদতেই মেধাবী হয় - কথা সত্য !

শুভকামনা পৌছে দিব!

২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: নুহারে একটা চকলেট দিবেন , আমার তরফ থেকে , দেশে আইলে আপনেরে চকলেট এর দাম দিয়া দিমু

বিশাল মজা পাইছি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে দিয়া দিমু, তয় পয়সা রেডি রাখিয়েন, দেশে ল্যন্ড করার সাথেসাথে কিন্তু দিয়া দিতে হপে :P

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪

তুষার কাব্য বলেছেন: হা হা হা !!!
বেশ মজার

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ :)

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনার বয়স নাকি ১৪ বছর??????????

আজকে কনফেশন পেইজ থেকে জানলাম!!!!!!!!!!!!!!!!!!


:|| :|| :|| :|| :|| :|| :||

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: নারে ভাই আমার বয়স ১৪ না। জুন আপু ব্লগে উনার কমেন্টে ফান করে বলছিলেন। আমার নিকের শেষে ১৪, সেটা আমার বয়স। পাবলিক সেটারে সত্য ভাইব্যা নিছে :)

৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

ঢাকাবাসী বলেছেন: বেশ মজার, দুজনকেই শুভকামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


নুহার কথাগুলো শুনে খুব মজা পেলাম ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

ভিয়েনাস বলেছেন: মাঝে মাঝে বাচ্চাদের বুদ্ধিমত্তার কাছে আমরা বড়রা হেরে যায় । নুহার কথায় অনেক মজা পেলাম।

শুভ কামনা নুহার জন্য :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন মাঝেমাঝে বড়রা হেরে যাই :)



শুভকামনা পৌছে দিব!

৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

মদন বলেছেন: ওরে পাকনা রে =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবিশ্বাস্য রকম ভাবে পাকনা :)

৩৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: আধুনিক মেয়ে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম , কিছুটা !

৩৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমি অবশ্য জোকস বলতে রাজি না, বলতে চাই বাস্তবতার মাঝে স্বর্গীয় কিছুক্ষণ , কারণ বাচ্চারা তো স্বর্গীয়ই । আর নুহাকে দেখতে ইচ্ছে করছে । পোস্টে পবিত্রতা রেখে দিলাম । :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: নেক্সট কোন পর্বে ওর ছবি দিয়ে দিবো নে !

ঠিক বলছেন - বাচ্চারা তো স্বর্গীয়ই !

অনেক ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.