নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

গিট্টু - ০০৪

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

ক্ষুধা

ক্ষুধার রাজ্যে

সুকান্তের সময়ের পৃথিবী গদ্যময় হত,

আর এখন হয় পদ্যময়।



ধ্যান

যে যুবক প্রেমিকার ধ্যানে ডুবে ডুবে বারবার মরে,

সে যুবক ভাবে -

বেঁচে থাকা মানেই ধ্যান।



যুবতীরা

মহল্লার যুবতীরা প্রায়ই

প্রতারণার প্র্যাকটিস করতে গিয়ে

প্রেমে বুদ হয়ে পড়ে থাকে।



ট্যাক্স

ট্যাক্স দেয়ার ভয়ে

মেরুদণ্ডহীন মানুষগুলো

মাথা তুলে আকাশের দিকে তাকায় না।



পাখি

যে পাখি রাত জেগে জেগে

রাতের কান্না শুনে,

সে পাখি রাতের চোখ মুছিয়ে দিয়ে ঘুমাতে যায়।





গিট্টু - ০০১

গিট্টু- ০০২

গিট্টু- ০০৩

মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

আহসান জামান বলেছেন:
বাঃ! চমৎকার মাসুম ভাই। অসম্ভব সত্যের উচ্চারণ। ভালো থাকবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

খেয়া ঘাট বলেছেন: যুবতীরা -ভালো লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

গোর্কি বলেছেন:
-ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আর এসময়ে পদ্যময় - জেনুইন গিট্টু।
-সবগুলো গিট্টুই ভাল লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ গোর্কি ভাই

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: গিট্টু ভালো লাগলো!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধ্যানটা চমৎকার !

সুপ্রভাত মাসুম ভাই , যদিও আপনার হিসাবে বোধ হয় রাত

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখনি ঘুমাতে যামু

শুভ সকাল :)

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

সায়েম মুন বলেছেন: যুবতীরা

মহল্লার যুবতীরা প্রায়ই
প্রতারণার প্র্যাকটিস করতে গিয়ে
প্রেমে বুদ হয়ে পড়ে থাকে।
-------এটা পড়ে হাসি পেল! #:-S

সব কটিই ভাল লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

রেজোওয়ানা বলেছেন: অনুকবিতা দারুন লাগে। একবার দন্তস্য রওশনের মুখে মুখে কবিতা তৈরির পারফর্মেন্স দেখেছিলাম ভার্সিটিতে---আসলেই দারুন প্রতিভার দরকার হয় এসবে।

সব গুলো ভাল্লাগছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনুকবিতা খুব ভালা পাই লিখতে ও পড়তে!

আপনাকে ধন্যবাদ

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মহল্লার যুবতীরা প্রায়ই
প্রতারণার প্র্যাকটিস করতে গিয়ে
প্রেমে বুদ হয়ে পড়ে থাকে।

মাঝে মাঝে হয় ! সহমত !

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

নেক্সাস বলেছেন: মহল্লার যুবতীরা প্রায়ই
প্রতারণার প্র্যাকটিস করতে গিয়ে
প্রেমে বুদ হয়ে পড়ে থাকে।

দারুন

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: স্পষ্টবাদিতার মতো সত্যকথন...ভালো লাগলো গিট্টু লেখার ধরন...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

বটবৃক্ষ~ বলেছেন: ্পাখিটা ভাললাগসে বেশি!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

মামুন রশিদ বলেছেন: চমৎকার ;) :)


ধ্যান আর যুবতিরা বেশি ভাল লেগেছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

এই যদি হয় অবস্থা তবে গিট্টু সিরিজ চলুক

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: চলবে.........

ধন্যবাদ আপনাকে

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

বোকামন বলেছেন:
বাহ্ ! বেশ ভালো লাগলো :-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ বোকামন ভাই

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: প্রায় সবগুলাতেই ভালো গিট্টু লাগাইসেন! ভালা পাইলাম। প্রথমটা বাদে। ঐটা একদম অর্ডিনারি হৈসে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: বাকিদের কমেন্ট খেয়াল করলে দেখা যাবে ১ম টা বাদে সবারই কোন না কোন একটা ভালা লাগছে! তাই প্রথমটার ব্যাপারে ঠিক কইছেন মনে হয় :)

থ্যাংকস ব্রো

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

অদৃশ্য বলেছেন:






মাসুম ভাই

চমৎকার গিট্টু সব... তবে ''যুবতীরা'' আর ''ট্যাক্স'' এই দুইটা সেরার সেরা... শেষেটাও অদ্ভুৎ সুন্দর...


শুভকামনা...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

সুমন কর বলেছেন: ভালো লাগল। আমিও গিট্টু লাগামু ...দাঁড়ান।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার গিট্টুর অপেক্ষায়...... :)

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: গিট্টু তো ভালই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হে হে হে ! গিঁট লাগানো মজা পেলাম ! হে হে হেহে !!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস :)

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

টুম্পা মনি বলেছেন: ধ্যান
যে যুবক প্রেমিকার ধ্যানে ডুবে ডুবে বারবার মরে,
সে যুবক ভাবে -
বেঁচে থাকা মানেই ধ্যান।

যুবতীরা
মহল্লার যুবতীরা প্রায়ই
প্রতারণার প্র্যাকটিস করতে গিয়ে
প্রেমে বুদ হয়ে পড়ে থাকে।

:-B :-B :-B :-B

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :) :)

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

কুহক' বলেছেন: হুমমম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ...................।

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

যাযাবর৮১ বলেছেন:

ও বাবা এ যে দেখছি গিট্টু :-B
ভনভন করে মাথা যেন লাট্টু B:-)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: যাযাবর এতদিন কই আছিলেন!! অনেকদিন পরে আপনারে দেখলাম! আশা করি ভালা আছেন!

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

মহল্লার যুবতীরা প্রায়ই
প্রতারণার প্র্যাকটিস করতে গিয়ে
প্রেমে বুদ হয়ে পড়ে থাকে।

সহমত! :-B

+++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ছোট্ট ছোট্ট লেখায় দীর্ঘ ভাবনা, খুব ভালো।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

ভিয়েনাস বলেছেন: সব গুলো গিট্টুই চমৎকার হয়েছে।

গিট্টু তে ভালো লাগা থাকলো :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

এহসান সাবির বলেছেন: গিট্টু ভালো হইছে......!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

যাযাবর৮১ বলেছেন:

মাঝে মাঝে নিজের মাঝে শূণ্যতায় দেই ডুব
যাযাবর মনটারে চিনতে চেয়েছিলাম খুব,
এই হৃদয়ে জেগেছে আজ নব নব সৃষ্টি
দূরে বহুদূরে আজ আমার উদাসী দৃষ্টি।
আমি ভাবের মাঝে বন্দিত্ব করেছি বরণ
মাঝে মাঝে হারিয়ে যাওয়ার এটাই যে কারণ।


অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: যাযাবর ভাই ইউ আর ইন ফরম এগেইন :)

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: হেভভি গিট্টু ত !
সবগুলাই ভাল লাগছে , বেশি লাগছে ট্যাক্স টা ।
গিট্টুটে ত প্যাচকি লাইগা গেছে :)

ভাল থাকবেন মাসুম ভাই :)
শুভকামনা রইল ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২

রাজীব হোসাইন সরকার বলেছেন: রাজিব হোসাইন সরকার কমেনট করার সাহস পাচ্ছে না :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার ব্লগ বাড়িতে রাজিব হোসাইন সরকারকে দেখে খুব খুশি হইছি :)

৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ছোট্ট ছোট্ট জীবন-সত্যের কিউব ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

এক্সপেরিয়া বলেছেন: ট্যাক্স দেয়ার ভয়ে মাথা তুলে দাঁড়ায়না...., :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমম

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.