নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক স্ট্যাটাস (তৃতীয় কিস্তি)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭

= সত্য আর মিথ্যার মধ্যে মিথ্যাটা ক্রমশ সহজ হয়ে যাচ্ছে । আর মানুষ সবসময়ই সহজ পথটাই বেছে নিতে স্বচ্ছন্দ বোধ করে। =



= আসুন হাসতে হাসতে চোখের সব জল শুকিয়ে ফেলি যেন কান্নার জন্যে আর এক বিন্দু জলও অবশিষ্ট না থাকে। =



= মানুষের সামনে টাকা, টাকার পিছে জীবন । অতএব টাকাটা সব সময় সামনেই রয়ে যায়। =



= যখনি একা হতে চাই কিংবা যাই কপালপুড়া একাকীত্বটা আমার সঙ্গে থেকে যায় ।তাই একা হওয়া বোধয় আর এ জীবনে হবে না। =



= মৃত্যুর পর একদিনের জন্যে হলেও ফিরে আসতে চাইব এটা দেখার জন্যে যে – আমার জন্যে কেউ চোখের জল ফেলেছিল কিনা!=



= শুনেছি টাকার ভিতরে নাকি সুখ লুকিয়ে থাকে।আমার আবার সুখ দেখার খুব শখ। তাই আমি টাকা কুচিকুচি করে ছিড়ে তন্নতন্ন করে খুঁজেছি সুখটা কোথায় লুকানো। কিন্তু আপসোস আমি টাকার ভিতরে কোন রকম সুখ খুঁজে পাইনি উল্টো টাকাটা অচল হয়ে গেল। =



= শিক্ষায় লুকিয়ে আছে চরিত্র গঠনের মুলমন্ত্র। কারন শিক্ষার মেরুদন্ড হল চরিত্র। =



= কেউ যদি রাজনীতিবিদ হতে চায় তার প্রশিক্ষন নেওয়া দরকার ঠিক তদ্রুপ কোন রাজনীতিবিদ যদি মানুষ হতে চায় তারও প্রশিক্ষন নেওয়া দরকার। =



= শরীরের চালক মন , মনের চালক ধন-সম্পদ, আর ধন-সম্পদের চালক পরিশ্রম! =

----------------------

------------------------------



নোট - অনেক আগে (প্রায় আড়াই বছর আগে) সিরিজ টা শুরু করেছিলাম। আজ মনে হল সিরিজটা চালিয়ে নিলে মন্দ হয় না!



ফেইসবুক স্ট্যাটাস ( প্রথম কিস্তি )



ফেইসবুক স্ট্যাটাস ( দ্বিতীয় কিস্তি )





মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: "যখনি একা হতে চাই কিংবা যাই কপালপুড়া একাকীত্বটা আমার সঙ্গে থেকে যায় ।তাই একা হওয়া বোধয় আর এ জীবনে হবে না"- এইটা একেবারেই অন্যরকম হয়েছে।নতুনত্ব পেলাম।দারুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

মামুন রশিদ বলেছেন: ফেবুতে কারো স্ট্যাটাসই খুব একটা পড়া হয় না । এক সাথে আপনার অনেকগুলো স্ট্যাটাস পড়লাম, ভাল লাগল ।


রাজনীতিবিদদের নিয়ে দেয়া স্ট্যাটাস সুপার!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, বেশ লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

নেক্সাস বলেছেন: besh val laglo sob sundor status

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালোতো ++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

গোর্কি বলেছেন:
সোজা পথ পেয়েও সে পথে বাঙালিরা চলে না। বাঁকা পথে জ্যাম হরদম, জমজমাট ভিড় কমে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই, কথাটা খুব হাছা কইছেন !

কমেন্টে লাইক দিলাম :)

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

অনেকের মধ্যে একজন বলেছেন: গোর্কি বলেছেন:
সোজা পথ পেয়েও
সে পথে বাঙালিরা চলে না।
বাঁকা পথে জ্যাম হরদম,
জমজমাট ভিড় কমে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: গোর্কি ভাইয়ের কথাটা আমারও খুব লাইক হইছে

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

টুম্পা মনি বলেছেন: ফিলিং অপশন কই?

= আসুন হাসতে হাসতে চোখের সব জল শুকিয়ে ফেলি যেন কান্নার জন্যে আর এক বিন্দু জলও অবশিষ্ট না থাকে। = ( ফিলিং হেপ্পি :#) )

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: নেক্সট কিস্তিতে ফিলিং অপশন এড করমুনে :)

ধন্যবাদ আপনাকে

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

অদৃশ্য বলেছেন:





বেশ ভালো লেগেছে মাসুম ভাই


শুভকামনা...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: প্লাস

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

আমি কিন্তু আপনার ফেইসবুক স্টেটাসের ভক্ত :)

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
সিরিজটা চলতে থাকুক......... (কোনভাবেই মন্দ হয় না!!!)
শুভকামনা রইল.............

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: চলবে ................ :)

ধন্যবাদ আপনাকে

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শুনেছি টাকার ভিতরে নাকি সুখ লুকিয়ে থাকে।আমার আবার সুখ দেখার খুব শখ। তাই আমি টাকা কুচিকুচি করে ছিড়ে তন্নতন্ন করে খুঁজেছি সুখটা কোথায় লুকানো। কিন্তু আপসোস আমি টাকার ভিতরে কোন রকম সুখ খুঁজে পাইনি উল্টো টাকাটা অচল হয়ে গেল !

হাসলাম আবার চিন্তাগ্রস্তও হলাম । ভালো লেগেছে ! +++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগাটা আমার ভালা লাগছে :)

ধন্যবাদ আপনাকে

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

হাসান মাহবুব বলেছেন: অদৃশ্য লাইক।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: দৃশ্যমান ধন্যবাদ :)

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

ভিয়েনাস বলেছেন: = আসুন হাসতে হাসতে চোখের সব জল শুকিয়ে ফেলি যেন কান্নার জন্যে আর এক বিন্দু জলও অবশিষ্ট না থাকে। এটা ভীষন ভালো লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে!

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

সমুদ্র কন্যা বলেছেন: = মৃত্যুর পর একদিনের জন্যে হলেও ফিরে আসতে চাইব এটা দেখার জন্যে যে – আমার জন্যে কেউ চোখের জল ফেলেছিল কিনা!=

আমারও খুব ইচ্ছা করে মরে গিয়ে এসে দেখতে কে কেমন আছে আমাকে ছাড়া!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা আমারও খুব ইচ্ছা করে !

অনেক ধন্যবাদ আপনাকে!

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর মানুষ সবসময়ই সহজ পথটাই বেছে নিতে স্বচ্ছন্দ বোধ করে।

এই পথটাই ভালো।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: কথা সত্য মানুষ সবসময়ই সহজ পথটাই বেছে নিতে স্বচ্ছন্দ বোধ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.