নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

মানুষ এবং শহর বিষয়ক

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৭



অবশেষে মানুষ প্রেমে পড়েই যায়। কেউ কাঁত হয়ে পড়ে, কেউ ধপাস করে শব্দ করে চিত হয়ে পড়ে। কেউ আবার অনেক মোলায়েম ও মসৃণভাবে পড়ে। পড়ার পর আঙুল দিয়ে টেনে আলগা করে নেয় বুকের সীমানা।





ঘুম আর জাগরণের মধ্যবর্তী সময়গুলো খুব মায়াময় হয়। এসময় জন্ম নেয় পৃথিবীর সব বিপ্লবী শ্লোগান, সেই শ্লোগান জড়ো হয়ে জ্বলজ্বল করে জ্বালিয়ে তুলে রোদেলা মিছিল। যে মিছিল ধীরেধীরে চলে যায় রাজপথ পেরিয়ে সীমান্তের ওপারে। যেখানে একদিন খুন হয়েছিল একটা জলজ্যান্ত শহর এবং তার সমস্ত সমস্ত কোলাহল।





মানুষ বন্ধুর ফিরে আসা নিয়ে ভাবতে ভাবতে চেয়ে দেখে প্রিয়জনের চলে যাওয়া। মানুষ পাখিদের সুখ নিয়ে ভাবতে ভাবতে শুনে পাতা ঝরার শব্দ। মানুষ কর্পোরেট বেদনার কথা ভাবতে ভাবতে টান দেয় বাউল গানের সেই রাখালিয়া সুরে। মানুষ ইট কাঠের খাঁচায় বন্দী জীবন নিয়ে ভাবতে ভাবতে শুকে মাটির সোঁদা গন্ধ।





এভাবেই প্রতিটি মানুষ দুটি চোখ, একটা নাক, দুইটা কান, দুই হাতে দশটা আঙুল আর একি টাইপের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভিন্নভাবে বেঁচে থাকে এবং ভিন্নভাবে মারা যায়।





অ-আ-ই



ই, ঈ, উ



ঋ এ ঐ



ও ঔ



ক খ গ



ঘ ঙ চ

মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
থাম্বস আপ এর জন্য !

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক দিনপর আপনার এই সিরিজটি পেয়ে ভালো লাগল বেশ।

অনেকে আবার এমনি এমনি প্রেমে পরে। +++++++ রইল।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩

নেক্সাস বলেছেন: এভাবেই প্রতিটি মানুষ দুটি চোখ, একটা নাক, দুইটা কান, দুই হাতে দশটা আঙুল আর একি টাইপের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভিন্নভাবে বেঁচে থাকে এবং ভিন্নভাবে মারা যায়।

দারুন++++++++++

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

জুন বলেছেন: ঝ এর জন্য অনেকগুলো ভালোলাগা মাসুম ১৪।
বাকীগুলোও সুন্দর ।
+

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জুনাপু

১৪ রে আপনে তো আমার সিগনেচার বানাইয়া ফেলছেন, ভাবতাছি এখন থেকে সিগনেচারের পরে ১৪ লাগাইয়া দিমু :)

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: অবশেষে মানুষ প্রেমে পড়েই যায়। কেউ কাঁত হয়ে পড়ে, কেউ ধপাস করে শব্দ করে চিত হয়ে পড়ে। কেউ আবার অনেক মোলায়েম ও মসৃণভাবে পড়ে। পড়ার পর আঙুল দিয়ে টেনে আলগা করে নেয় বুকের সীমানা।[/sb

প্রিয় মাসুম ভাই ,

সবগুলোই ভাল লাগল । শুধুমাত্র একটা হাইলাইট করলাম ।
আপনার ভাবনার গভীরতা আছে । ভাবনা অব্যাহত থাকুক ।
বাকিগুলা পড়ার ইচ্ছে রইল ।

ভাল থাকুন । শুভদুপুর ।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মানুষ বন্ধুর ফিরে আসা নিয়ে ভাবতে ভাবতে চেয়ে দেখে প্রিয়জনের চলে যাওয়া। মানুষ পাখিদের সুখ নিয়ে ভাবতে ভাবতে শুনে পাতা ঝরার শব্দ।পথের শেষ জানা নেই বলে নিরবিচ্ছিন্ন পথিক যে মানব জীবন কেউ কেউ সেখনেই পথ হারিয়ে জড়িয়ে যায় পথের পাশে পড়ে থাকা বিবর্ণ ইতিহাসের টুকরায় ।

লাইনগুলো অনেক ভালো লেগেছে বলে নিজের মতো একটা লাইন যোগ করে ভালো লাগা রেখে গেলাম । :) :)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: নিজের মত লাইনটা দারুণ হইছে!

আপনার কমেন্ট ভালা পাই!

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

সুমন কর বলেছেন: প্রতিটি ভালো হয়েছে।
++++++...

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মানুষ বন্ধুর ফিরে আসা নিয়ে ভাবতে ভাবতে চেয়ে দেখে প্রিয়জনের চলে যাওয়া। মানুষ পাখিদের সুখ নিয়ে ভাবতে ভাবতে শুনে পাতা ঝরার শব্দ। মানুষ কর্পোরেট বেদনার কথা ভাবতে ভাবতে টান দেয় বাউল গানের সেই রাখালিয়া সুরে। মানুষ ইট কাঠের খাঁচায় বন্ধী জীবন নিয়ে ভাবতে ভাবতে শুকে মাটির শুধা গন্ধ।

এভাবেই প্রতিটি মানুষ দুটি চোখ, একটা নাক, দুইটা কান, দুই হাতে দশটা আঙুল আর একি টাইপের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভিন্নভাবে বেঁচে থাকে এবং ভিন্নভাবে মারা যায়।


অসাধারণ দার্শনিক তত্ত্ব। আপনার লেখা যেমন পরিণত, তেমনি স্বকীয়তায় অনন্য। আমার খুব ভালো লাগলো।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্ট অনুপ্রানীত হওয়ার মত!

অনেক ধন্যবাদ আপনাকে!

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

টুম্পা মনি বলেছেন: B:-) B:-) B:-) B:-)

ভাল্লাগ্লো/

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস!

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: তাৎপর্যপূর্ণ লেখা। অনেক ভালো লাগলো।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ব্রাদার!

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ভাল লাগা। সবগুলোর জন্যই।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
ঘুম আর জাগরণের মধ্যবর্তী সময়গুলো খুব মায়াময় হয়। এসময় জন্ম নেয় পৃথিবীর সব বিপ্লবী শ্লোগান, সেই শ্লোগান জড়ো হয়ে জ্বলজ্বল করে জ্বালিয়ে তুলে রোদেলা মিছিল। যে মিছিল ধীরেধীরে চলে যায় রাজপথ পেরিয়ে সীমান্তের ওপারে। যেখানে একদিন খুন হয়েছিল একটা জলজ্যান্ত শহর এবং তার সমস্ত সমস্ত কোলাহল

চমৎকার ভাবনা..............

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

একজন আরমান বলেছেন:
ছ এর কথাগুলো পড়ে হাসি আসলেও সত্যি !

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যাবাদ

১৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মামুন রশিদ বলেছেন: সবগুলো চমৎকার হইছে । ছ দুর্দান্ত :)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

১৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


দূর্দান্ত এক সিরিজ হয়ে যাচ্ছে।
দারুন।
ছ ভালোলাগায় ভরিয়ে দেয়, জ ভাবায়।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

গোর্কি বলেছেন:
সবগুলোই সুন্দর।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ঘুম আর জাগরণের মধ্যবর্তী সময়গুলো খুব মায়াময় হয়। এসময় জন্ম নেয় পৃথিবীর সব বিপ্লবী শ্লোগান, সেই শ্লোগান জড়ো হয়ে জ্বলজ্বল করে জ্বালিয়ে তুলে রোদেলা মিছিল। যে মিছিল ধীরেধীরে চলে যায় রাজপথ পেরিয়ে সীমান্তের ওপারে। যেখানে একদিন খুন হয়েছিল একটা জলজ্যান্ত শহর এবং তার সমস্ত সমস্ত কোলাহল।


খুব চমৎকার মুক্তকথা , আমি নাম দিলাম !

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুক্তকথা শব্দটা খুব লাইক হইছে!

ধন্যবাদ স্বপ্নবাজ

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫

সায়েম মুন বলেছেন: সুন্দর ভাবনাময় লেখা।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: শুভকামনা তোমার ক খ গ ঘ দের জন্য ভাইয়া!:)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: বর্ণমালা প্রেকটিস করছি :)

ধন্যবাদ আপনাকে

২০| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

লেখোয়াড় বলেছেন:
মাসুম অত বিচলিত হচ্ছেন কেন।
ওই কথাটি আপনার জন্য নয়, যাকে বলা হয়েছে সে বুঝে নিয়েছে।
আপনি চিন্তা করবেন নাতো। আপনি যদি মনে করেন তো আমার মন্তব্য মুছে দিতে পারেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: বিচলিত হওয়ার কারণ আপনাকে আমি ইমেইলে ব্যখ্যা করেছি!

এনি হাউ আপনার কাছে একটা জবাব পেয়েছি, সো আই এম গুড নাউ!

আর মন্তব্য মুছার প্রয়োজনবোধ করছি না!

ভাল থাকুন - ধন্যবাদ

২১| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

আরজু পনি বলেছেন:

কথাগুলো অনেক বাস্তব...অনেক সত্য ।

আর প্রকাশটা দারুণ কাব্যিক...

অনেক শুভকামনা রইল মাসুম ।।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

কাঠের খাঁচায় বন্ধী জীবন নিয়ে ভাবতে ভাবতে শুকে মাটির শুধা গন্ধ।......


বন্ধী < বন্দি/বন্দী

শুধা < সোঁদা


০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক করে নিয়েছি

আপনারে দেশে আসলে ফুসকা খাইয়াবো, তয় কন্ডিশন এরকম মাঝেমাঝে এসে বানান ঠিক করে দিতে হবে :)

আরেকটা ব্লগে এক আপু এই কাজ করতো, উনার জন্য এখনও দোয়া করি:)

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮

অদৃশ্য বলেছেন:





চমৎকার প্রকাশ...


এই টাইপের লিখাগুলো আপনার চমৎকার হয়...

শুভকামনা...

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
লিখাটি চমৎকার লাগলো। মুগ্ধপাঠ !
শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরান লেখা পড়েছেন, কমেন্টও করেছেন। এর জন্য অনেক ধন্যবাদ

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
আপনার আরো দু’একটি লিখা পড়লাম। সবগুলোতে তো মন্তব্য করা সম্ভব হয় না। তাই একটিতেই...

আচ্ছা ! লেখা কী কখনো পুরনো হয় ! নতুন পাঠকের কাছে কিন্তু নতুনই থাকে। ভালো থাকবেন এবং লিখবেন। শুভেচ্ছা।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর বলেছেন লেখা আসলে কখনো পুরনো হয় না !

আবারও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.