নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

মা'কে নিয়ে হিজিবিজি - মা, প্রিয় মা আমার

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৪

=====================

অনেক দিন আগে "যে চিঠি কোনদিনও পোষ্ট করা হবে না" শিরোনামে একটা চিঠি মায়ের কাছে লিখছিলাম। সে চিঠিটা মায়ের কাছে পোস্ট করা হয়নি বা হবেওনা। সে চিটিতে বিদেশের কিছু অভিজ্ঞতা মায়ের কাছে লেখছিলাম। সে চিঠিটা কিছুদিন পরপর কোন কারণ ছাড়া ওপেন করি, কোন কারণ ছাড়াই বেশ সময় নিয়ে পড়ি। আর পড়া শেষে বিড়বিড় করি - পৃথিবীর সব মায়েরা তোমরা ভাল থাকো সব সময় প্রিয়দের ভালবাসায় এবং কাছাকাছি।



==============================

মা'কে নিয়ে লাস্ট ফেইসবুক স্টেটাস :



গত বছর কোরবানী ইদে দেশে গিয়েছিলাম। মা কতকিছু যে রান্না করে খাওয়াছেন তার হিসেব নাই! তারপরেও গত একবছর ধরে ফোনে একটা বাক্য বারবার শুনতে হয় - দেশে আসলি কিন্তু রান্না করে তোকে তেমন কিছু খাওয়াতে পারলাম না!



এই তো আমার মা - এইতো আমাদের মা!

=========================



আরেকটা ফেইসবুক স্টেটাস দিয়েছিলাম এরকম -



যাদের মা নেই তারা হল প্রথম সারির মন খারাপের দল। তারা বুঝে তাদের বুকের বাম পাশটা কতটা খালি পড়ে আছে। আর যাদের মা বেঁচে আছে কিন্তু দূরে থাকে-তারা হল দ্বিতীয় সারির মন খারাপের দল।



আমি হলাম দ্বিতীয় সারির মন খারাপের দলের নিয়মিত সদস্য।



=========================

মা দিবস নিয়া আমার একটা ফেইসবুক স্টেটাস :



"মাদার্স ডে" বাংলায় যাকে "মা দিবস" বলা হয়ে থাকে ।কয়েকদিন আগে এই দিবসটি গেল । ব্লগ আর এফবিতে দেখলাম সবাই শুভেচ্ছা জানাতে ব্যাস্ত । তা দেখে আমারও ইচ্ছা হল আমার মাকে শুভেচ্ছা জানাই ।তাই মাকে ফোন করেছিলাম,মাকে বললাম আজ মা দিবস । মা বললেন এটা কি বাবা!!আমার মা আগর জামানার মানুষ তাই এসব দিবস টিবস বোঝেন না,আমিও আমার মাকে মা দিবস কি তা বোঝাতে যাইনি । কারন আমার মনে হয় মা এমন একজন যাকে কোন একটা নির্দিষ্ট দিবসে বন্ধি করা যায় না !! আমার কাছে প্রতিদিনই মা দিবস,প্রতিদিনই আমি আমার মাকে আলাদা ভাবে মিস করি ।



==============================

আরেকটা ফেইসবুক স্টেটাস :

জীবনের প্রথম কবিতা লিখছিলাম মা'কে নিয়ে! কবিতার নাম ছিল 'মা'!



নোট - জীবনের 'প্রথম' অনেক কিছুই ভুলে গেছি বা ভুলে যাব। কিন্তু এইটা ভুলি নাই, ভুলবোও না !



==============================

চতুরে আহমাদ আবদুল হালিম ভাইয়ের মায়ের চশমা অণুগল্পে অপদেবতা নামের এক ব্লগার মনে দাগ কাটার মত একটা কমেন্ট করেছিলেন। সেই কমেন্টের কিছু অংশ -



হুম,

মা তো মাই ,

আমরা আম্মুর চশমা ,ডাইরি , একটা কলিংবেল (আম্মু শেষের দিকে অসুস্থ হয়ে পড়ায় এ কলিংবেল দিয়ে আমাদের ডাকতো )

আম্মু মারা যাওয়ার বহু আগেই আমি আম্মুর একটা চুল সযত্নে লুকিয়ে রেখেছি । একটা হাতে লেখা বাজারের স্লিপ । কোন মূল্য আছে এগুলোর , না নেই । তবু এটা আমার মার । আর মা তো পৃথিবীতে একটাই হয়।



===============================



ফেইসবুকে মাঝেমাঝে খুব নাইস নাইস ভিডিও দেখা যায়। এরকম একটা চমৎকার ভিডিও হঠাৎ চোখে পড়লো। ভিডিওটিতে দেখলাম মারুফ নামে ছোট্ট এক কিশোরের মায়ের প্রতি অভিমান এবং ভালবাসার এক অদ্ভুত গল্প। তার বাবা নিখুজ হওয়ার পর তার মা গৃহ পরিচারিকারকাজ নিয়ে বিদেশে চলে যায়। এরপর মায়ের খুঁজে বারবার বাড়ি থেকে পালায়, চলে যায় বিমান বন্দরে, অপেক্ষা করে এই বুঝি তার মা এল।



=================================





উপরের যে ছবিটি আপনারা দেখছেন সেটি কোন সাধারণ ছবি না। জাপানের ভূমিকম্পের পর একটি দৃশ্য।



এখানে একটা লাশ পাওয়া গেছে। একটা মহিলার। মহিলাটি একটা কম্বল জড়িয়ে রেখেছিলেন। কিন্তু মহিলার অঙ্গভঙ্গি ছিল অন্যরকম। উদ্ধারকর্মীর সবাই ভেবেছিল মহিলাটি বেঁচে আছে কিন্তু মহিলাটি বেঁচে ছিল না। কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল সে কম্বলের ভিতর কিছু একটা আঁকড়ে ধরে আছে। অনেক কষ্টে তার শক্ত মুঠ করা শরীরটাকে খোলার পর কারো চোখের পানি কেউ আটকে রাখতে পারে নি। পারবে কিভাবে ? ৩ মাসের একটা ছেলে যে সেই কম্বলের ভিতর তখনও বেঁচে ছিল। মহিলাটির পাশেই একটা মোবাইল ফোন এ text লিখা ছিল, "If you can survive, you must remember that I love you!



(ছবি এবং লেখা ফেইসবুক থেকে সংগ্রহিত)



=================================



মা'কে নিয়ে কিছু গান (অডিও এমপিথ্রি)



মা- জেমস



মায়ের এক ধার দুধের দাম- ফকির আলমগীর



মা- পলবাসা



মা- হেমন্ত



এমন মা কেউ পাবিনা- বাংলা সিনেমার গান



হায়রে মা জননী- বাংলা সিনেমার গান



মা- আরেফিন রুমী



কই পাবি অমল্য রতম মায়ের মতন- মেহেদী



মা-জুয়েল



মা তুমি আমার আগে যেওনা গো মরে- গানরাজ জুয়েল



মাগো মা ওগো মা- খুরশিদ আলম



দুখের দরডী আমার জনম দুখী মা- আশিক



মা মাগো মা- বাংলা সিনেমার গান



মা গো তর কান্না আমি সইতে পারিনা- শারমিন



মা-রাশেদ



মা মাগো-কুমার বিশ্বজিত



মায়ের মত আপন কেউ নাই- বাংলা সিনেমার গান



মা-আসিফ



মা নেই শুধু মা নেই - মনির খান



মা-নকুল কুমার



মাগো তর চরণ তলে- বাংলা সিনেমার গান



মায়ের গান-কণা



ওগো মা তুমি শুধু মা-খালিদ হাসান মিলু এন্ড সাবিনা ইয়াসমিন



তোমার দোয়া পাইলে গো মা - সাজ্জাদ নুর



মা গো মা - সাজ্জাদ নুর



মা-টুটুল



মধুর আমার মায়ের হাসি - অনুপ ঘোষাল



=====================================

মা'কে নিয়ে কিছু গান (ভিডিও)



মা - শহরতলী





মা - তাবভীর শাহীন





মা





মা-





মা-





মা-





===============================



স্বপ্নবাজ ভাই আদৌ কাজ হবে কিনা জানি না, তারপরেও যুদ্ধ চলুক।

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ওয়ার্ক মাসুম।
জেমসের গাওয়া মা গানটা লিস্টে অ্যাড করতে পারেন ||

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: একদম প্রথমেই এড করে নিলাম।

ধন্যবাদ আপনাকে

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনার মায়ের কথা পড়ে মনটা ভীষণ খারাপ হলো । এরকম পোস্টে কিছু বলার থাকেনা।

চিটি মনে হয় চিঠি হবে।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক করে নিয়েছি ভাই!

ধন্যবাদ আপনাকে

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

মায়াবী ছায়া বলেছেন: মার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা ।
সব মা'রাই ভাল থাকুক সুস্থ থাকুক কাছে থাকুক ।।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: মার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা।সব মা'রাই ভাল থাকুক সুস্থ থাকুক কাছে থাকুক -

থ্যাম্বস আপ !

ধন্যবাদ আপনাকে

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

এই সকালে বার বার চোখ ভিজে গেলো মায়ের জন্য।

মা এমন একজন যাকে কোন একটা নির্দিষ্ট দিবসে বন্ধি করা যায় না!! আমার কাছে প্রতিদিনই মা দিবস, প্রতিদিনই আমি আমার মাকে আলাদা ভাবে মিস করি।

মাকে খোঁজা ছেলেটির ভিডিওটা দেখে চোখের পানি আটকে রাখা অসম্ভব। প্রবাসিনী মা তার ছেলেকে প্রশ্ন করে, আমি দেশে আইলে তুই আমারে চিনবি? ছেলে উত্তর দেয়, চিনুম না ক্যান, তোর চেহারা তো আমি ভুলি নাই? তারপর ওপাশে মা কাঁদতে থাকে। ছেলে বার বার মাকে বলে, তুই কান্দস ক্যান? তুই কান্দস ক্যান? অবশেষে সেই ছেলেও আর না কেঁদে থাকতে পারলো না। এ সবই মায়ের জন্য।

আমার মা মারা গেছে আমি যখন সপ্তম শ্রেণির ছাত্র। যার মা নেই, তার কিছুই নেই। আমি হলাম প্রথম সারির মন খারাপের দলে।

ব্লগার অপদেবতার কমেন্টটাও অদ্ভুত করুণ।

সব মিলিয়ে মায়ের জন্য একটা অসাধারণ পোস্ট। গানের সংকলনও অনবদ্য।

আমিও ৩টা গান শেয়ার করছি, মাকে নিয়ে যে গানগুলো ছোটোবেলা থেকেই আমার মনে গেঁথে আছে।

মায়ের মতো আপন কেহ নাইরে (দিন যায় কথা থাকে) – রুমানা ইসলাম



মায়ের মতো আপন কেহ নাইরে (দিন যায় কথা থাকে) – আব্দুল জব্বার



মায়ের মতো আপন কেহ নাইরে (আগুন) – রুনা লায়লা (আমার রিমেইক করা)


১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে থ্যাম্বস আপ !

গানটা পোস্টে এড করে নিলাম!

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

মোঃ ইসহাক খান বলেছেন: মা'কে নিয়ে সম্প্রতি অনেক সুন্দর সুন্দর পোস্ট আসছে।

চমৎকার লেখা এবং ভিডিওর জন্য অনেক ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাকে নিয়ে লেখা চলতে থাকুক...............

ধন্যবাদ গল্পকার

৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

নেক্সাস বলেছেন: এরকম পোষ্টে কিছু বলার থাকেনা। মা তো মাই। পৃথীবির সব মা যদি মৃত্যুঞ্জয়ী চিরজীবি হত ।

গুড ওয়ার্ক মাসুম ভাই

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন মা তো মাই।

ধন্যবাদ নেক্সাস ভাই

৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুর মা বিষয়ক পোষ্টগুলো অনেক ইমোশোনাল করে দিচ্ছে.....

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন....।

মা বিষয়ক পোষ্ট আরও আসুক, আমাদের আরও ইমোশোনাল করে দিক

ধন্যবাদ আপনাকে

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: উফ বুক ভার করা এক পোস্ট, গান সব কিছু! আমি নিজেও মা, কিন্তু আমার মা যখন দুই একদিনের জন্য বাসার বাইরে যায় আমার আর আমার ছেলের মন মেজাজ খুব খারাপ থাকে। কি যেন নাই এমন একটা বোধ।!

মা ভালো থাকুন, সুস্থ থাকুন শারীরিক এবং মানসিক ভাবে

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: মা ভালো থাকুন, সুস্থ থাকুন শারীরিক এবং মানসিক ভাবে (থ্যাম্বস আপ )

আশা করি আপনার মা ভালো আছেন

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:




প্রথম প্রিয়তে তারপর প্লাস এরপর শেয়ার। তারপর ফ্রি হয়ে এসে গান ডাউনলোড এবং কমেন্ট করবো আবার। দুর্দান্ত পোষ্ট।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই গান গুলার অডিও লিংক করে দিলাম, আশা করি এখন ডাউনলোড করতে সুবিধা হবে!

কয়েকটা ভিডিও এখনও আছে সেগুলারও অডিও লিংক দিয়া দিমু

প্রিয়তে, প্লাস এবং শেয়ারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ !

১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

বশর সিদ্দিকী বলেছেন: চমৎকার মাকে নিয়ে চমৎকার সব তথ্যসমৃধ্য পোস্ট আসছে। ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০

বোকামন বলেছেন:
অনেক ভালো লাগলো আপনার এই পোস্টটি

কৃতজ্ঞতা ।।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগাটা আমার ভালো লাগলো

ধন্যবাদ আপনাকে

১২| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

মামুন রশিদ বলেছেন: সকালে করা মন্তব্য প্রবলেম লোডিং পেজ খেয়ে ফেলেছে :(


মা কে নিয়ে অসাধারণ পোস্ট ।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

টুম্পা মনি বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ করেছেন! ভালো কালেকশন। শুভকামনা।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২

তারছেড়া লিমন বলেছেন: স্যালুট ইউ বস .................+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মা নিয়ে কিছু বলতে গেলেই আপ্লুত হয়ে যাই। নাইস ওয়ার্ক ব্রো।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ব্রো

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মা কে নিয়ে চমৎকার এক পোস্ট হয়ে গেলো।
ধন্যবাদ থাকলো।

সব মায়েরা ভালো থাকুক এপার-ওপার যেখানেই।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সব মায়েরা ভালো থাকুক এপার-ওপার যেখানেই। (থ্যাম্বস-আপ)

ধন্যবাদ আপনাকে

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

এহসান সাবির বলেছেন: সব মিলিয়ে মায়ের জন্য একটা অসাধারণ পোস্ট। শুভকামনা ভাই। +++++++++

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: হিবিজিবি পোস্টে ভালো লাগা। আমার মাকে নিয়ে কিছু ছন্দকবিতা লিখেছিলাম। ডায়েরিটা খুঁজে বের করতে হবে।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ডায়েরিটা খুজে পাইলে ব্লগে সেই লেখা পোস্ট করবেন!

ধন্যবাদ আপনাকে

২০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

নুসরাতসুলতানা বলেছেন: দুটো পোষ্টই পড়লাম।

পোষ্ট পড়ে মনে হলো বিদেশে আছেন অনেকদিন , জানাটা তাই বেশী হবে ।আমার দেখার মধ্যে ভারতীয়রা সৌজন্যতা দেখায়, তবে একধরনের নিস্পৃহতা রয়েছে এদের। কানাডা , অষ্ট্রেলিয়া এ
এসব দেশের মানুষকে অনেকবেশী আন্তরিক , বন্ধুত্বে বিশ্বস্ত মনে হয়েছে ।আর পাকিস্তানী - এদের আন্তরিকতা আরোপিত , রাফ পেয়েছি। হাসান মাহবুব এদের যথার্থই হারামির জাত বলেছেন।


মাকে নিয়ে মন খারাপ করা লেখা বা গান এড়িয়ে চলি , নিজের উপর নিয়ন্ত্রন থাকেনা। দেশে বা বিদেশে যেখানেই হোক মার সাথে থাকার সুযোগ কয়জন পায়? তবু মা বেঁচে আছেন আমাদের এটিই যথেষট। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মন্তব্যটা দেখুন। আমরা সৌভাগ্যবান ।মা যেখানেই থাকুক , আছেনতো , আমাদের জন্য দোয়া করতে পারছেন ।এর চেয়ে সৌভাগ্য আর কি কিছু আছে ?

আর চিঠিটা নিয়ে কোন মন্তব্য করার ভাষা জানা নেই আমার।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: মা বেঁচে আছেন আমাদের এটিই যথেষ্ট - ঠিক কইছেন!

অনেক ধন্যবাদ আপনাকে!

পাকি'রা হারামী জাত নো ডাউট এবাউট ইট!

২১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয়তে রাখার মত একটি পোস্ট এবং সোজা প্রিয়তে নিয়ে রাখলাম। সবগুলো গান সময় করে ডাউনলোড করে ফেলতে হবে।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ডাউনলোড করার জন্য গানের অডিও লিংক করে দিলাম!

প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ

২২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: কিছু বলার নেই। এটা প্রিয়তে।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ প্রোফেসর

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৭

নিয়েল হিমু বলেছেন: ভিডিও গুলোর জন্য পেজ লোড নিতে সময় লাগবে অনেক ।
যাই হোক এই সুন্দর পোষ্টটি নিয়ে একটা প্লান আছে । একটু ব্যখ্যা করি ?
কিছুদিন আগে সামুতে একটা ইস্টিকি পোষ্ট ছিল । মা নিয়ে কিছু নোংরা পশুর নোংরামির বিরুদ্ধে । এখানে সে সম্পর্কে বিস্তারিত আছে এখন কথা হচ্ছে আপনার এই পোষ্টটিতে হিট চাই প্রচুর পরিমাণ ।
প্রশ্ন করতে পারেন কেন হিট কেন ?
দেখুন গুগলে যখন আপনি আমি কিছু খুজব তখন গুগোল দেখবে ঐ তথ্য সবচেয়ে বেশি পরিমাণ কোনটা মানুষ দেখেছে সেটা এনে দেবে সবার আগে । তো সেই হিসেবে আপনার পোষ্টে যত হিট আসবে ভিন্ন ভিন্ন ip থেকে গুগোল সার্স বারে তত আগে বা আমাদের টার্গেট পেজে চলে আসার সম্ভাবনা তত বেশি থাকবে ।
তাই অনুরোধ রইল মায়ের ভালবাসার যদি একটুও মুল্য থাকে তাহলে দয়া করে আপনিই আপনার পোষ্টের জন্য কমেন্ট ভিক্ষা করুন আপনার সকল ভার্চুয়াল ফ্রেন্ডদের কাছে ।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: স্বপ্নবাজ ভাইয়ের সেই পোস্ট মাথায় রেখেই এই পোস্ট দেয়া!

আপনার সাজেশনটা ফলো করার চেস্টা করবো! দেখি কতটা হিট করানো যায়!

পেইজ লোডের সুবিধার জন্য গানের অডিও লিংক করে দিলাম

ধন্যবাদ আপনাকে!

২৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

আহসান জামান বলেছেন:
মা আমার প্রথম উচ্চারণ ...
শ্রদ্ধা!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই

২৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

সায়েম মুন বলেছেন: মা শব্দটাই অনেক মিষ্টি।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক..................।

ধন্যবাদ আপনাকে

২৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

আমিনুর রহমান বলেছেন:




পোষ্ট আপডেট। ধন্যবাদ এমপি থ্রি লিঙ্কের জন্য। আবারো শেয়ার দিতে হচ্ছে।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: পেইজ লোড হতে সময় নেয় এবং ডাউনলোডের সুবিধার জন্য অডিও লিংক করে দিলাম!

আবারও ধন্যবাদ ভাই

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অসাধারণ এক পোস্ট!

শেষের ছবিটা কেন দিলেন? এমনিতেই তো আমি আরো বেশি মন খারাপের দলে।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সরি ভাই :(

শেষের ছবিটা যতবার দেখি ততবার আলাদা আলাদাভাবে মন খারাপ হয়!

কমেন্টের জন্য ধন্যবাদ!

২৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

শান্তির দেবদূত বলেছেন: মাত্র ঘুম থেকে উঠলাম, এখন নামাজ পড়তে যাব, চমৎকার একটা পোষ্ট পড়ে গেলাম যাওয়ার আগে, এটার রেশ থেকে যাবে কিছুক্ষণ। শেষের ছবিটা দেখে চোখ ছলছল করে উঠল। !! মা!!

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ দেবদূত ভাই !

ইদ মোবারক!

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

জুন বলেছেন: মাসুম
মধুর আমার মা এর হাসি ...
মাকে মনে পরে আমার মাকে মনে পরে ....।
+

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: --------------
মাকে মনে পড়ে
মাকে মনে পড়ে
মাকে মনে পড়ে

ইদ মোবারক আপু

৩০| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
মাকে শ্রদ্ধা ও সালাম

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

নাহ চোখের পানি আটকাতেই পারলাম না ।

অসাধারণ মাসুম !

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি আর ভিডিওর ঘটনাটা আমারেও কাদাইছিল

ধন্যবাদ আপনাকে

৩২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:

শোকেসে নিয়ে রাখলাম ।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুশি হইছি :)

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

অদৃশ্য বলেছেন:





মা'কে নিয়ে আপনার লিখগুলো চমৎকার হয়েছে... সবগুলোই হৃদয়ের কথা...

আর শেষের ছবিটা দেখে ও তার ঘটনাটা জেনে দেহের রোমগুলো দাড়িয়ে গ্যাছে !!! ... বিস্ময়... মায়েরা এমনই হয়...


মাসুম ভাইয়ের জন্য
শুভকামনা...

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের মতো আপন কেহ নাইরে
মায়ের মতো আপন কেহ নাই
মা জননী নাইরে যাহার
ত্রিভুবনে তাহার কেহ নাইরে.......(আমি শেষ দলে :(( )


মা সংকলনে যুক্ত করা হল।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: মায়ের মতো আপন কেহ নাই - স হ মত !

ধন্যবাদ আপনাকে

৩৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

সমুদ্র কন্যা বলেছেন: একইসাথে মন ভাল করা এবং খারাপ করে দেয়া একটা পোস্ট।

সাথে রইল।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সাথে রাখার জন্য অনেক ধন্যবাদ

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এই পোষ্টটা তো আমি দেখিইনি.......কত্ত বড় মিস.....অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে পোষ্টটা'র জন্য..

আর যাদের মা বেঁচে আছে কিন্তু দূরে থাকে-তারা হল দ্বিতীয় সারির মন খারাপের দল।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি দ্বিতীয় সারির মন খারাপের দলের সদস্য!

ধন্যবাদ তুহিন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.