নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

পিচ্চিগপ - যাদুবতী

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬

ঠোঁটের ইশারা দেখেই রিমু বুঝে নিত আমার নেক্সট বাক্য কি হবে। মুচকি হেসে বলত আমি শিউর যে - তোমার নেক্সট বাক্য চৌদ্দটি শব্দের ভিতরে থাকবে, দুইটি ইংরেজি, তিনটি আঞ্চলিক আর বাকিগুলো শুদ্ধ বাংলা। আমি প্রাণপণ চেষ্টা করেও চৌদ্দ শব্দের উপরে যেতে পারতাম না। ও, রিমু কে সেটাও তো আপনাদের বলা হয়নি। রিমু হল এক যাদুবতীর নাম। যার কাছে যাদু শিখতে গিয়ে জেনেছিলাম প্রেম আসলে যাদু ছাড়া আর কিছু নয়! যদিও অবশেষে আমার প্রেম বা যাদু কোনটাই ভাল করে শেখা হয়ে উঠেনি। সর্বশেষ যখন স্টেজ থেকে নেমে আসছিলাম, তখন দর্শকরা আমার দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলছিল জাহাজ চালানো দূরে থাক আদার ব্যবসাও তোমাকে দিয়ে হবে না। সত্যি-সত্যি জাহাজ চালানো বা আদার ব্যবসা এর কোনটাই এই জীবনে চেষ্টা করা হয়নি, বা কখনও হবেও না।



রিমু সবসময় আমার থেকে দুই হাত দূরে বসতো। দুই হাত দূরে বসে ঘ্রাণ শুকে সে সহজেই বলে দিতে পারত আমার ঘরের ফুলদানী কতদিন ধরে খালি পড়ে আছে। সেটা সে কেমন করে বলে দিত সেটা আমার কাছে বিরাট একটা রহস্য ছিল। সেই রহস্য উদঘাটন করতে গিয়েই কিন্তু আমি রিমু'কে প্রথম ছুঁয়েছিলাম। রহস্য উদঘাটনে ব্যার্থ হলেও প্রাপ্তিটা ছিল রিমু'র প্রথম স্পর্শ। আমি জানিনা কেন আমি আমার ঘরের ফুলদানী খালি রাখতাম, কোনদিন জানার চেষ্টাও করিনি। ফুলের অভাব ছিল সেরকম কিছু না, ফুলের বাগান বা ফুলের দোকান সবসময়ই আমার কাছাকাছি ছিল। আসলে আমি সবসময় রিমু'র কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কাছাকাছি বলতে তার থেকে এক হাত দূরে অথবা আরও কাছাকাছি। বন্ধুরা বলত দুই হাত দূরে থেকে তো আর প্রেম হয়না! কিন্তু বন্ধুদের কথা ভুল প্রমাণ করে আমাদের প্রেম হয়ে গিয়েছিল। আমাদের বলতে আমার আর রিমু'র। সে এক মজার ঘটনা। এক মধ্য-দুপুরে আমরা বসেছিলাম পাশাপাশি, পাশাপাশি বলতে দুই হাত দূরে, হঠাৎ করে একটা সাপ আমাদের সামনে দিয়ে ফতফত করে ছুটে গেল। রিমু আমাকে ঝাপটে ধরে বলল আসও আমরা দুজন একসাথে বিষ পান করি। আমি সাপকে ধন্যবাদ দিলাম।



আমাদের প্রেমের প্রথম বর্ষপূর্তির পরের বছরে একশ নব্বই বার আমার শরীর গরম করে জ্বর এলো। একশ নব্বই বার সে আমার কপালে হাত রাখলো। সে বলতে রিমু। আমি ইনিয়ে বিনিয়ে বুঝাতে চাইলাম শরীর গরম হওয়া মানেই ভাইরাসজনিত জ্বর নয়। সে মুখ শুকনা করে বলতে লাগলো - দেখ এই জ্বর একদিন আমার সতিন হবে। কত বিচিত্র সে জ্যামিতিক হিসাব, একশ নব্বই, হ্যাঁ একশ নব্বই বার-ই প্রেম নেমেছিল আমাদের শরীরের গভীরতায়। অবশেষে জ্বর আমাকে ছেড়ে চলে গেল। আর রিমু আমায় বলে গেল - একটা মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে আমাকে পারফর্ম করতে হবে। উৎসব শেষ করে আমি ফিরবো।



এরপর জ্বর আমার জীবনে বারবার ফিরে এসেছে কিন্তু সাথে রিমু আসেনি। জ্বর কিভাবে চিরস্হায়ীভাবে আমার মাঝে থাকতে পারে তার প্রেসক্রিপশন আনার জন্য আমি বেশ কয়েকবার আমার বন্ধু ডাক্তারের কাছে গিয়েছিলাম। জ্বর চিরস্হায়ীভাবে আমার মাঝে রাখতে চাই শুনে ডাক্তার বন্ধু প্রেসক্রিপশন লিখতে লিখতে সে বলে উঠে - এখনও দেখি রিমু-জ্বর তোর ঘাড় থেকে নামেনি। তার কথা শুনে আমি ভাবতে থাকি রিমু কি আসলে জ্বর ছিল, যে আমার ঘাড়ে চেপে বসেছিল? রিমু এখন এক পরদেশি বাবু'র বিছানা সঙ্গী। শুনেছি পুরা একদিন উড়ে উড়ে সে পরদেশির কাছে গিয়ে পৌছেছে। তাদের দুজনের মাঝখানের দূরত্ব নিয়ে আমি মাঝেমাঝে ভাবি - দুই হাত, এক হাত নাকি কোন দূরত্বই থাকেনা। তখন মনে পড়ে যায় আমাদের তো একসাথে বিষ পান করার কথা ছিল। মনে পড়ে যায় এক মধ্যদুপুরে একটা সাপ ফতফত করে আমাদের সামনে চলে গিয়েছিল ।



বুকপকেটে বিষের শিশি নিয়ে ঘুরে বেড়ায় যে যুবক, সে অপেক্ষা করে তার শরীর গরম করে জ্বর আসুক। তখন দু'জনে মিলে আয়োজন করে বিষপান করা যাবে। দুজন মানে আমি আর শমিতা।

মন্তব্য ৭০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, খুব চমৎকার হৈসে মাসুম !!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ব্রাদার

২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩

মামুন রশিদ বলেছেন: জটিল গল্প! ভালো লেগেছে ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:



পিচ্চিগপে ঝালটা অনেক বেশি ++++++++++++++++++++ রইল।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

অশ্রু কারিগড় বলেছেন: দুজন মানে আমি আর শমিতা।

বুঝলাম না :(

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেটা বুঝাতে গেলে তো ভাই পিচ্ছি গপ আর পিচ্ছি থাকবো না, বড় গপ হইয়া যাইবো :)

তবে এটুকু বলছি যুবক এখন বুকপকেটে বিষের শিশি নিয়ে ঘুরে শমিতার সাথে বসে বিষপান করবে বলে, যে বিষপান তার রিমু'র সাথে করার কথা ছিল!

কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

অর্থনীতিবিদ বলেছেন: সমগ্র গল্পটিই সুখপাঠ্য। শেষের লাইনটিতে ভালই চমক দিয়েছেন।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অর্থনীতিবিদ

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার । ভালো লাগা রইল .... শেষ প্যারা এসে ....চমক!


:) :) :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। মেটাফরের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ব্রো

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

মোঃ ইসহাক খান বলেছেন: ছোটগল্পে ভালোলাগা।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ গল্পকার

৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮

সুমন কর বলেছেন: ছোট গল্প কিন্তু অসাধারণ হয়েছে এবং পড়তে ভাল লাগল। সুন্দর।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার মাসুম ভাই!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

শুঁটকি মাছ বলেছেন: ছোটমরিচের ঝাল বেশী-আবার প্রমাণিত।ভাল হৈছে!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: গল্পকারদের কাছ থেকে কম্পলিমেন্ট পাওয়া সুখের ব্যাপার :)


ধন্যবাদ

১২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

সায়েম মুন বলেছেন: চমৎকার। খুব ভাল লেগেছে।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই

১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: কঠিন কঠিন গল্প!:)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস :)

১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখার ভঙ্গিটা দারুণ। ভাল লাগা রেখে গেলাম।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯

শ্যামল জাহির বলেছেন: প্রথম আগমন।

যাদুবতী'র পিচ্চিগপ ভাল লাগলো অনেক।

শুভ কামনা।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার ব্লগে আপনারে স্বাগতম !

কমেন্টের জন্য ধন্যবাদ

১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জ্বর বিষয়ক প্রেসক্রিপশন চাই। :)

অসাধারণ লেগেছে।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: জ্বর বিষয়ক প্রেসক্রিপশনের জন্য ডাক্তার বন্ধু খুজ করেন :)


থ্যাংকস ফর দ্যা কমেন্ট

১৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

গোর্কি বলেছেন:
গল্পের শৈলী এবং শেষাংশ চমৎকার। সার্থক ছোট গল্প।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ গোর্কি ভাই

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

অস্পিসাস প্রেইস বলেছেন:

............."দুজন মানে আমি আর শমিতা"

হ্যাপি এন্ডিং :#) কংগ্রাচুলেশন :P

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন কি সেই যুগ আছে ভাই, সে সুখে থাকলে আমি দুখে থাকমু, যুগ বদলাইছে না :)

ধন্যবাদ আপনারে

২০| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

এহসান সাবির বলেছেন: চমৎকার মাসুম ভাই।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ভিয়েনাস বলেছেন: শেষটাই এসে স্বার্থক ছোট গল্প হয়েছে ব্রো। গল্প তো এমনি হওয়া চায় শুরু এক রকম শেষে এসে অন্যরকম :)

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

জুন বলেছেন: ছোট কিন্ত দারুন গল্প মাসুম ১৪ অভিনবত্ব রয়েছে ।
+ দিতে পারছি না :(

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জুনাপু

আমিও+ দিতে পারিনা কারো পোস্টে :(

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: দারুন! খুব ভাল লেগেছে পড়ছে।

অনেক শুভকামনা রইলো সবসময়। কতদিন ব্লগে সেই ভাবে বসা হয়না। কত কিছু যে মিস করে যাচ্ছি!

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করি আবার ব্লগে রেগুলার হবেন

অনেক ধন্যবাদ আপনাকে

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

সাদমান সাদিক বলেছেন: চমৎকার গল্প,দারুন লিখেছেন ।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

অরুদ্ধ সকাল বলেছেন:
মাসুম ভাই
আপনার লেখা আগের চেয়ে অনেক বেশি প্রনবন্ত হয়ে এসেছে।
এরকম লেখা হলে খুব সহজেই সহজ পাঠকরা পড়তে স্বাচ্ছন্দবোধ করে।

অনেক ভালো লাগলো

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনারে

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: আমি আর রিমু
আমি আর শমিতা।
একাল আর সেকাল । ভালো লেগেছে যাদুবতীর গপ

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

সমুদ্র কন্যা বলেছেন: পিচ্চিগপ খুব ভাল পাইলাম মাসুম ভাই। দারুণ লিখছেন!

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

খেয়া ঘাট বলেছেন: গল্পের ভাষা শৈলী অসাধারণ লেগেছে। একেবারে ঘোর লাগা গল্প।
তবে শেষটুকু আমি বুঝতে পারিনাই। কয়েকবার পড়লাম। কী যেন মুঠোর ভিতর থেকে গলে গেলো।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষটুকু মিন শেষ লাইন? যদি তা হয়ে থাকে তাহলে বলবো - যুবক এক সময় রিমি জ্বরে ভুগছিল এখন সমিতা জ্বরে ভুগছে :)

ধন্যবাদ আপনাকে খেয়া ঘাট ভাই

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

সদয় খান বলেছেন: অসাধারণ ।।।

আপনার লিখা প্রথম পড়লাম । আপনার জন্য প্রথম ভাল লাগা । আশা করছি আমিও আপনার লিখা পড়ার জ্বর বাধিয়ে বসবো । অপেক্ষায় রইলাম সেই জ্বরের ।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম!

আশা করছি আমিও আপনার লেখার পাঠক হব

ধন্যবাদ আপনাকে

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩

সোমহেপি বলেছেন: গল্প গতকাল মোবাইল তেকে পড়েছিলাম।

শেষের লাইনটাই এসে চমক লাগে।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩১| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শমিতা রিমু যুবক ....

ছোট্ট গল্প ভালো লাগছে...

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয় তুহিন ভাই.............

৩২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বুকপকেটে বিষের শিশি নিয়ে ঘুরে বেড়ায় যে যুবক, সে অপেক্ষা করে তার শরীর গরম করে জ্বর আসুক। তখন দু'জনে মিলে আয়োজন করে বিষপান করা যাবে। দুজন মানে আমি আর শমিতা।

চমৎকার গল্প। শমিতার আবির্ভাবে চমকে উঠলাম।


শুভেচ্ছা।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

ভবঘুরের ঠিকানা বলেছেন: শুভকামনা রইল।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

অদৃশ্য বলেছেন:





মাসুম ভাই

অনেক সুন্দর লিখা... পাঠে আরাম পেয়েছি...


শুভকামনা...

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

৩৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

মাহমুদ০০৭ বলেছেন: আপনার লিখায় একটা ঘোর লাগা ব্যাপার আছে । গল্প ভাল লাগল

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.