নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

নিহত হওয়ার আগে বুকের বোতাম লাগিয়ে নিও

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

সেই কবে চোখ দিয়ে ধনুক ছুড়ে কপালে একটা ছিদ্র করে দিয়েছিল ধারালো ঠোটের এক রাখালিনী। সুরমা পারের সেই ঘটনার অনেকদিন পরে, ইদানীং সে ছিদ্র দিয়ে ভিনদেশি ঘুণপোকারা মগজে ঢুকে মিছিল মিটিং করে। বিদ্যালয়ের বেঞ্চে খোদাই করে তিড়িং বিড়িং করে লেখাগুলো রুশ মেয়েরা বোঝে না। তাদের কড়া বডি স্প্রের তেজ নাকের ভিতর দিয়ে যখন মগজে ঢুকে তখন ঘুণপোকারা পালায়। পালানোর আগে বলে যায় - নিহত হওয়ার আগে বুকের বোতাম লাগিয়ে নিও, কপালে লাগিয়ে নিও আগুন রাঙা ধারালো ঠোঁটের প্রলেপ।



মদের গ্লাসের টুংটাং আর হাই হিলের টকটক শব্দ শেষ রাত লবণাক্ত করে তোলে। আমিও ইনসোমনিয়াক হয়ে হাতরে ফিরি কে কখন খালি পায়ে ঘরের বাহিরে এসে কপালের ছিদ্রে লাগিয়ে দিয়েছিল লবণাক্ত স্পর্শ। কতকিছুই তো ভুলে যাই যেমন ভেঙ্গে পড়ার গল্প, আঁতকে উঠার মুহূর্তগুলো, এলোমেলো হয়ে যাওয়া শেষ রাত অথবা গাছ হয়ে যাওয়ার ইতিহাস। শুধু বারবার মনে থাকে একটা নদী কেঁদে-কেঁদে বয়ে গিয়েছিল দক্ষিণে, আর উত্তরে চলছিল উৎসবের ফায়ার ওয়ার্কস। আমি জানি না নদীটা কি ঠিক আগের জায়গায় আছে কিনা, মশাল মিটিমিটি জ্বলজ্বলে পাহারা দিচ্ছে কিনা সুরমা পারের অন্ধকার।

মন্তব্য ৭৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

এহসান সাবির বলেছেন: বাহ্....!!
ভালোলাগা....

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

কবিরকস বলেছেন: Comotker! khub valo laglo.

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

ভারসাম্য বলেছেন: খুব সুন্দর!
খুদাই, তুলে এগুলো খোদাই, তোলে এমন হলে ভাল আরেকটু ভাল লাগে পড়তে।

++++

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: জি ভাই ঠিক করে নিয়েছি।

অনেক ধন্যবাদ আপনাকে!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ !

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: রুশ মেয়েরা বুঝে না। > বোঝে না।

ভালো লেগেছে পড়তে। শিরোনাম টা সুন্দর।

নিহত হওয়ার আগে বুকের বোতাম লাগিয়ে নিও, কপালে লাগিয়ে নিও আগুন রাঙা ধারালো ঠোঁটের প্রলেপ।

---- এই লাইনটা খুব সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: বোঝে ঠিক করে নিছি!

ধন্যবাদ আপনারে

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

আহসান জামান বলেছেন:
পাঠ্যসুখ, সুষম। ভালো থাকবেন।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জামান ভাই

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভাল লাগলললললললললললললললললললললল

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকে ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ

৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


শিরোনাম পড়েই মুগ্ধ, দারুণ লিখেছেন ভাই।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ!:)

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুশি হইছি :)

১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

গান পাগলা বলেছেন: সুন্দর সুন্দর.............. :> :> :> :>

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

জনাব মাহাবুব বলেছেন:

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: বাট ডিপজল ভাই সেটা জানলো কেমনে :)

১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

সোমহেপি বলেছেন: নদীকাতরতা ভাল লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনারে

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন। আপনার কথার জাদুতে মুগ্ধ হলাম আরেকবার।
শব্দ জাদুকর ভাবনার আকাশে ছড়িয়ে দিয়েছো তুমি মুগ্ধতা আর বিস্ময় বারেবার।

ভাললেগেছে। :)

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে খুশি হইছি :)

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

সুমন কর বলেছেন: খুব চমৎকার হয়েছে!!! শব্দ আর বাক্যের দারুন খেলা। প্রথম প্যারাতো অসাধারণ।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা লেখা। শিরোনামটাই অনেক ভাবনার জন্ম দেয়।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনারে

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

এসএমফারুক৮৮ বলেছেন: দারুন লিখেছেন।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২

মামুন রশিদ বলেছেন: অসম্ভব সুন্দর রুপকল্প গড়ে তুলেছেন সামান্য কয়টা বাক্যে ।


শুভকামনা ভাইজান ।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস মামুন ভাই

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

গোর্কি বলেছেন: সুন্দর লেখা।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমিতো শিরনামেরই ভক্ত হয়ে গেলাম । দারুন!

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: শিরোনাম নিয়া একটা গপ লেখার চিন্তা আছে :)

বেশ কিছুদিন পর দেখলাম।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

বোকামন বলেছেন:
বোল্ড রাইটিং !

বেশ ভালো লাগলো

+

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

২১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার!!
খুব ভালো লাগল।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: মাসুম আহমদ ১৪,



নিশ্চিত থাকুন , বেশ অনেক সময় ধরে ভাবের মশালটি মিটিমিটি জ্বলে পাহারা দেবে কারো কারো সুরম্য মনের গাঙপার ।

নিহত হবার আগে আর একবার নিহত করে দিলেন যেন .......

সুন্দর ।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টাও বেশ সুন্দর

ধন্যবাড আপনাকে

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: গল্প মনে করে মুগ্ধতা নিয়েই পড়তে থাকলাম , খানিক বাদেই আবিস্কার করলাম অনবদ্য এক গদ্যকাব্য পড়ে ফেলেছি !
চমৎকার , মাসুম ভাই !

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: গদ্যকাব্য শব্দটা বেশ পছন্দের :)

ধন্যবাদ স্বপ্নবাজ

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

শান্তির দেবদূত বলেছেন: প্রথমে কপালে দিলেন ছিদ্র করে, তারপর তাতে আবার লবনও লাগিয়ে দিয়েছেন! আতকে উঠলাম! ভয়ংকর সুন্দর হয়েছে, কবি। মুগ্ধ! মুগ্ধ!!

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার মুগ্ধতায় খুশি হইছি!

ধন্যবাদ আপনাকে ভাই

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০০

টুম্পা মনি বলেছেন: ভাল্লাগলো তো।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল্লাগছে জেনে খুশি হইছি

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

বৃতি বলেছেন: চমৎকার!

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

অদৃশ্য বলেছেন:





লিখাটির ভেতরে বিচ্ছিন্ন অনেক ভাবনারা দৌড়াচ্ছিলো...ধারাবাহিকতা থাকলে মনে হয় আরো ভালো লাগতো... এমনিতে চমৎকার হয়েছে... ফিলিংস তৈরী করছে...


শুভকামনা...

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা ঠিক কইছেন লেখায় ভাবনার ধারাবাহিকতা রাখা দরকার ছিল !

তারপরেও আপনার ফিলিংস তৈরী করতে পেরেছে জেনে খুশি হইছি!

ধন্যবাদ অদৃশ্য ভাই

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দারুন হবে ! অপেক্ষায় থাকলাম । হ্যাঁ রাজশাহীতে গেছিলাম, বাসায়, মায়ের আঁচল তলায় পাখির ছানার মতো লুকিয়ে ছিলাম, তাই ব্লগে আসা হয়নি । :) :)

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: মায়ের আঁচল তলায় পাখির ছানার মতো লুকিয়ে ছিলাম

আপনারে কিছুটা হিংসা হল........

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

এরিস বলেছেন: অল্প কিছু কথায় অনেক বেশি কিছু বুঝিয়ে দিলেন। রূপকগুলো খুব ধারালো, একদম মনের মধ্যে বসে যায়।

আমিও ইনসোমনিয়াক হয়ে হাতরে ফিরি কে কখন খালি পায়ে ঘরের বাহিরে এসে কপালের ছিদ্রে লাগিয়ে দিয়েছিল লবণাক্ত স্পর্শ।

লেখার মূলভাব আর সৃষ্টিশীলতায় আপনার সাবধানতা মুগ্ধ করে দিল। অনেক অনেক ভাললাগা জানিয়ে গেলাম মাসুম ভাই।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারে অনেক অনেক ধন্যবাদ

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

নেক্সাস বলেছেন: জটিল লিখছেন মাসুম ভাই। ভাল লাগার পরশে এক নিশ্বাসে পড়লাম

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

মোঃ ইসহাক খান বলেছেন: অল্প কথায় বেশ!

অনেক শুভেচ্ছা।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ গল্পকার

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন:
অনবদ্য, অন্যরকম, অনন্য...........

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

অনেকদিন পরে দেখলাম

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো ভাই।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

অ্যানোনিমাস বলেছেন: সত্যিই চমৎকার একটি লেখা ++++++++++++++++

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি!

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার মুক্ত গদ্য। মুগ্ধ পাঠ!
শিরোনামটা অসাধারন।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত ভ্রাতা।
পাঠে মুগ্ধ হলাম ।

++++++

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০১

সকাল রয় বলেছেন:
ঘুমহীন একটা লেখা। শুরুটা যতটা তেজ দিয়ে শুরু হয়েছিল শেষটা সেরকম হলোনা। দীর্ঘ হলে বেশ হতো। অনেক সুন্দর সব কথামালা উঠে এসেছে।
এভাবে আরো কিছু লেখা লিখলে আশা করছি দারুন কিছু পাবো একসময়।

আরো লেখা পড়বার অপেক্ষায়......

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘুমহীন একটা লেখা
দারুণ একটা কথা কইছেন।

অনেক ধন্যবাদ আপনারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.