নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক স্ট্যাটাস (চতুর্থ কিস্তি)

২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

>> নতুন করে একটা জিনিস পাওয়ার চেয়ে হারানো জিনিস খুঁজে পাওয়ার মাঝে আনন্দ বেশি।



>> নিজের যোগ্যতা কিংবা ক্ষমতার বাহিরে গিয়ে সাহস দেখানোটা একরকম বোকামী।



>> জীবনে সবচেয়ে বেশি যে মিথ্যা কথাটি বলেছি এবং আজীবন বলে যেতে হবে,সেটা হল "আমি ভাল আছি"।



>> ফেলে আসা সময়ের জন্যে আমরা যে সময় ব্যয় করি সে সময়ের হিসেব আমরা রাখি না।



>> যে জেনেশুনে ভুল করে তাকে সেটা শুধরানোর অনুরোধ করাটা আরও বড় ধরনের ভুল।



>> অধিকাংশ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না। যারা শুনতে চায় তারা বোঝতে চায় না। আর যারা বোঝতে চায় তাদরকে বোঝানো সবার পক্ষে সম্ভব হয় না ।



>> ইদানিং কোন কিছু চাইতে ভয় হয় কারন যদি না পাই কিংবা যার কাছে চাইব সে যদি ফিরিয়ে দেয় -তাই মনে মনে পেয়ে গেছি চিন্তা করে নিজেকে শান্তনা দেই।



>> পৃথিবীর lucky মানুষগুলোই শুধু দুঃখকে নিয়ে বিলাসিতা করতে পারে।



>> কেউ যদি ভালবাসে না তাহলে কষ্ট হয়। তারচেয়ে বেশি কষ্ট হয় কেউ যদি ভুলে যায়।



>> ভুলে যাওয়া আর বদলে যাওয়া খুব কঠিন দুটি কাজ। আর এই কঠিন কাজ দুটি কিছু কিছু মানুষ খুব সহজে করে ফেলে।



ফেইসবুক স্ট্যাটাস ( প্রথম কিস্তি )

ফেইসবুক স্ট্যাটাস ( দ্বিতীয় কিস্তি )

ফেইসবুক স্ট্যাটাস (তৃতীয় কিস্তি)





** নিজের পুরানো ফেইসবুক স্টেটাস গুলা যেন হারাইয়া না যায় সেজন্য কিস্তি আকারে ব্লগের পোস্ট দেয়া!

মন্তব্য ৫৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

মামুন রশিদ বলেছেন: ছোট ছোট স্ট্যাটাস, আপনার জীবন বোধ আর দর্শন উঠে এসেছে চমৎকার ভাবে । ভালো লেগেছে ।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

শুঁটকি মাছ বলেছেন: এগুলা এগুলা দিয়া কি স্টাটাস দিতে হয়? B:-) B:-) B:-)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে না। এগুলা এই অধমের আমার ফেইসবুক স্ট্যাটাস । পুরানা স্টেটাস গুলা যেন হারাইয়া না যায় তাই এই ব্যবস্হা :)

তবে প্রতিটা স্টেটাস-ই মৌলিক, মানে এই গরীবের লেখা

আপনে চাইলে স্টেটাস দিতে পারেন তয় স্টেটাস দিতে টেকা দেয়ন লাগবো :P

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ !
কঠিন সত্যের অমোঘ উচ্চারণ !

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

আদরসারািদন বলেছেন: খুবই গভীর দর্শণ

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

সালমা শারমিন বলেছেন: খুব ভাল লিখা আপনার

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার প্রশংসায় খুশি হইছি। ধন্যবাদ আপনাকে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুবই দার্শনিক ভাব প্রতিটায়

অনেক ভালোলাগা :)

শুভ কামনা

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: আমিও ভাবতাসি স্ট্যাটাস জমামু।

+

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: জমানু শুরু করে দেন। আমার তো ইচ্ছা আছে এফবি স্টেটস নিয়া বই বের করনের :)

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

মোঃ ইসহাক খান বলেছেন: অনেকেই শুধু হালকা স্ট্যাটাস দেয়। কিছু ভারিক্কী, ওজনদার কথা দেখতে পেয়ে ভালো লাগছে।

শুভেচ্ছা সতত।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে গল্পকার

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কালেকশন ভালো লাগল।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শুঁটকি মাছ বলেছেন: টেকা দিয়া কি হপে?
থাকেন তো লন্ডন না জানি আম্রিকা!!!

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে দুনিয়ার যে জায়গায় থাকি না কেন টেকা ছাড়া কি চলে নাকি। কথায় আছে না টেকা ছাড়া জীবন চলে না :)

চটপটি ফুসকা খাওয়নের লাগিও তো টেকা লাগে, ডলার পাউন্ডে কাম হয় না :D

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

চানাচুর বলেছেন: ভুলে যাওয়া আর বদলে যাওয়া খুব কঠিন দুটি কাজ। আর এই কঠিন কাজ দুটি কিছু কিছু মানুষ খুব সহজে করে ফেলে। [/sb

মনে ধর্ছে!! মাইরা দেই??? :-&

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: শিউর

মাইর‌্যা দেয়নের জন্য অগ্রিম ধন্যবাদ :)

১২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

শ্যামল জাহির বলেছেন: চতুর্থ কিস্তির ফেইসবুক স্ট্যাটাস-এ ভাল লাগা রইলো মাসুম আহমদ ভাই।
শুভ কামনা।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে শ্যামল জাহির ভাই

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২

সায়েম মুন বলেছেন: গভীর ভাবনাময় কিন্তু একদম বাস্তব উপলব্দিময় স্ট্যাটাস। আবসোস এরকম কঠিন কথা লিখতে পারি না।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে এগুলাতো সহজ সরল জীবনবোধ, আপনে তো এত থেকে কত গভীর, কঠিন-কঠিন কবিতা লিখেন :)

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বিকেলেই দেখেছিলাম , আইডিয়াটা চমৎকার মাসুম ভাই !

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল লাগল আপনার চিন্তা ভাবনা।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কেউ যদি ভালবাসে না তাহলে কষ্ট হয়। তারচেয়ে বেশি কষ্ট হয় কেউ যদি ভুলে যায় । :) :)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্যক্তিগত এক্সপেরিয়েন্স ভাই :)

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

একজন আরমান বলেছেন:
চলুক......

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: চলবে............।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

তামিম ইবনে আমান বলেছেন: সব দেখি জ্ঞ্যানি বাক্য

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই , এসব হল সহজ সরল জীবনবোধ :)

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
পৃথিবীর lucky মানুষগুলোই শুধু দুঃখকে নিয়ে বিলাসিতা করতে পারে।

দারুণ উপলব্ধি!!

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ চিল ভাই

২০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০২

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: বাহ এখন মন্তব্য করা যাবে ভেবে ভাল লাগতেছে!

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে মন্তব্য করতে পারছেন দেখে আমারও ভালো লাগছে

অভিনন্দন :)

২১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: আরে দুনিয়ার যে জায়গায় থাকি না কেন টেকা ছাড়া কি চলে নাকি। কথায় আছে না টেকা ছাড়া জীবন চলে না

চটপটি ফুসকা খাওয়নের লাগিও তো টেকা লাগে, ডলার পাউন্ডে কাম হয় না -- এটাই সবচেয়ে সুন্দর স্ট্যাটাস।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহাহা ভাবছি এটারে একটু ঘুরাইয়া এফবি স্টেটাস দিয়ে দিমু :)

ধন্যবাদ খেয়াঘাট ভাই

২২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২২

সুমন কর বলেছেন: জীবনে সবচেয়ে বেশি যে মিথ্যা কথাটি বলেছি এবং আজীবন বলে যেতে হবে,সেটা হল "আমি ভাল আছি"।

সবগুলো পড়তে ভাল লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

ঢাকাবাসী বলেছেন: সাংঘাতিক উঁচু মার্গের স্ট্যাটাস। ভাল লাগল ।

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

এহসান সাবির বলেছেন: মাসুম ভাই আপনার এই সিরিজটা বেশ ভালোই...
++++

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

মশিকুর বলেছেন:
গভীর! গভীর!!

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: বাহ , এইবারের পর্বে বেশ কিছু অসাধারণ উক্তি ছিল

ভালো লাগা জানিয়ে গেলাম

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আবার আসিয়া ধন্যবাদটা নিয়া যাইয়েন :)

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মামুন রশিদ বলেছেন:
ছোট ছোট স্ট্যাটাস, আপনার জীবন বোধ আর দর্শন উঠে এসেছে চমৎকার ভাবে। ভালো লেগেছে।

স্টেটাস সংকলন একটা দারুণ আইডিয়াও বটে। আমার স্টেটাসগুলো হারিয়ে যাওয়ার আগে এ কাজ করে রাখতে হবে ;)

ভালো লাগলো খুব।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: হারিয়ে যাওয়ার আগে কাজ শুরু করে দেন :)

ধন্যবাদ আপনাকে

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জীবনে সবচেয়ে বেশি যে মিথ্যা কথাটি বলেছি এবং আজীবন বলে যেতে হবে,সেটা হল "আমি ভাল আছি"।


আসলেই তাই।

শুভেচ্ছা মাসুম ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.