নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

কয়েকটা পুরানা ছায়াছবি দেখার দাওয়াত

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

ভূমিকা - আমি খুব যে সিনেমা দেখি তা না, সে অর্থে আমি যে সিনেমাখোর তা বলা যায় না। তবে ভাল ভাল সিনেমার সন্ধান পেলে সেগুলা দেখি, মিস করিনা। সে সিনেমা যে কোন ভাষার হউক না কেন তাতে কোন সমস্যা নাই। সেরকম কয়েকটা আমার ভাল লাগা সিনেমা দেখার দাওয়াত দিতে এই পোস্টের অবতারনা -



প্রথম ছায়াছবি

চিলড্রেন অব হেভেন







এটা একটা ইরানী ছবি। পরিচালকের নাম মাজিদ মাজিদি । যারা ইরানী ছবি দেখেন তারা নিশ্চয় মাজিদ মাজিদি কে ভাল করে চিনেন। যার অনেক শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, ফিচার ফিল্ম আছে যেগুলা মুগ্ধ হয়ে দেখার মত। তেমনি একটি ছবি চিলড্রেন অব হেভেন । যে ছবিটি ১৯৯৮ সালে একাডেমি এ্যাওয়ার্ড ফর বেস্ট ফরেন মুভি হিসাবে মনোয়ন পেয়েছিল। ছবির কাহিনি একদম ছোট একটা বিষয় নিয়ে । ছবির কেন্দ্রীয় চরিত্র আলী তার ছোট বোনে জারা'র জুতা রিপিয়ার করে ঘরে ফিরার পথে সে জুতা হারিয়ে ফেলে । সেই জুতা হারানোর কাহিনীর পরে দুই ভাইবোন আলি ও জারার কীর্তিকলাপ নিয়াই পুরা ছবি। আর সাথে দেখানো হয় আলীর পরিবারের দুঃখ দূর্দশা আর অভাব অনটনের চিত্র। ছবিতে কিছু কিছু দৃশ্য আছে যেগুলা আজীবন মনে রাখার মত। একজোড়া জুতোর জন্য আলি আর তার ছোট বোন জারা'র যে কি পরিমান আকুলতা তা ছোট ছোট নাটকীয়তার মধ্যে দিয়ে পরিচালক ছবিটাতে তুলে ধরেছেন। তাদের সেই আকুলতা যে কোন ঘরানার মুভি দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মত।







পুরা মুভি সাব-টাইটেল সহ



দ্বিতীয় ছায়াছবি

সালাম বোম্বে



[



নাম শুনেই বুঝতে পারছেন ছবিটা হিন্দি ছবি। ছবির পরিচালক মিরা নায়ের। সালাম বোম্বে ছবিটি মিরা নায়েরের প্রথম ফিচার ফিল্ম। প্রথম ছবিতেই উনি বুঝাতে সক্ষম হয়েছেন ইন্ডিয়ান গৎবাঁধা বানিজ্যিক পরিচালক থেকে তিনি আলাদা। যার প্রমান হিসাবে তার প্রথম ছবিই সালাম বোম্বে ১৯৮৯ সালে একাডেমি এ্যাওয়ার্ড ফর বেস্ট ফরেন মুভি হিসাবে মনোয়ন পেয়েছিল। ছবির কাহিনী ১০ বছরের ছেলে কৃষ্ণা কে নিয়ে। তাকে তার মা বাড়ি থেকে বের করে দেয় বড় ভাইয়ের সাইকেল ভেঙ্গে ফেলার জন্য এবং বলে দেয় যদি সাইকেলের ৫০০ টাকা না নিয়ে আসে তাহলে সে বাড়িতে ঢুকতে পারবে না। সেজন্য সে ৫০০ টাকা রুজি করার জন্য ভ্রম্যমাণ মেলায় কাজ করতে যায়। মেলায় মালিক তারে জর্দা আনতে বাজারে পাঠায়। বাজার থেকে এসে দেখে মেলার লোকজন সব চলে গেছে। তারপর সে বোম্বাই চলে যায়। ছবিতে মেইনলি বোম্বাইয়ের টোকাইদের জীবনচিত্র দেখানো হয় আর সাথে কৃষ্ণার ৫০০ টাকা জমানোর লড়াই ।



ছবির ট্রেলার





পুরা মুভি





কৃষ্ণা চরিত্রে যে ছেলেটি কাজ করে তার নাম শফিক সায়িদ । সালাম বোম্বে ছবিতে সে অসাধারণ অভিনয় করেছে যার ফলশ্রুতিতে চাইল্ড এক্টর হিসাবে সে ন্যাশনাল এ্যাওয়ার্ড জিতেছিল। ১৯৯৪ সালে শফিক সায়িদ পাটাং

নামের আরেকটি ছবিতে কাজ করেছিল। সে ছবিটিও ফিচার ফিল্ম হিসাবে ন্যাশনাল এ্যাওয়ার্ড জিতেছিল। কিন্তু বর্তমানে শফিক সায়িদ করছে সেটা দেখুন -





তৃতীয় ছায়াছবি

হোমলেস টু হার্ভার্ড







নিউইয়র্ক ব্রোন্জের লিজ মুরির জীবন কাহিনী নিয়ে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ছবি। লিজের মাদকাসক্ত বাবা মায়ের করুণ দূর্দশার চিত্র ,নোংরা পরিবেশে তার বেড়ে উঠা,স্কুলের সহপাঠীরা তাকে এড়িয়ে চলা, একসময় সরকারি হেফাজতে চলে যাওয়া,সেখান থেকে হোমলেস হয়ে যাওয়া,মায়ের করুন মূত্যু,তারপর আবার নতুন করে পড়ালেখা শুরু করা, একসময় নিউইয়র্কের টাইমসের স্কালারশিপ পেয়ে হার্ভার্ড পড়ার সুযোগ পাওয়া - এসব কিছু ছবিতে দেখানো হয়েছে । ছবিটিতে একটা মেসেজ আছে সেটা হল আত্নবিশ্বাস আর চরম অধ্যাবসায়ের সাথে চেষ্টা করলে সাফলতা আসবেই । সিনেমায় আমেরিকান বিউটি খ্যাত থোরা ব্রিচের অভিনয়টাও দারুণ হয়েছে।

ছবির ট্রেলার





পুরা মুভি





যার লাইফের ঘটনা নিয়ে ছবি তার( লিজ মুরের) ছোট একটা ইন্টারভিউ





চতুর্থ ছায়াছবি

পারফিউম







সামুতে অনেক আগে একটা সিনেমা রিভিউ পড়েছিলাম। পড়ার পরে ঠিক করেছিলাম ছবিটা দেখবো। ছবিটা দেখার পরে মনে হল এরকম ছবি বারবার দেখা যায়। এক কথায় অসাধারণ এবং পুরা অন্যরকম একটা ছবি। ছবির নাম পারফিউম। জার্মানিয়ান লেখক পেট্রিক সাসকাউন্ডের কালজয়ী উপন্যাস পারফিউমের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছে। ছবিতে দেখানো হয় প্যারিসের ট্যানারিটা নামের এক জায়গায় গ্রেনুয়ালে নামের একজন চোখ বন্ধ করে শুধু নাক দিয়ে ঘ্রাণ নিয়ে অনেক কিছু বলে দিতে পারে। একবার সে তার মালিকের সাথে শহরের অভিজাত এক এলাকায় চামড়া ডেলিভারী দিতে গিয়ে সে একটা এক পারফিউম দোকানের বিভিন্ন রকমের পারফিউম দেখছিল। হঠাৎ বাইরে থেকে অন্য একটা গন্ধ তার নাকে ভেসে আসে। সে গন্ধ ফলো করতে গিয়ে দেখে সেটা যুবতী এক মেয়ের শরীর থেকে ভেসে আসছে। সে মেয়েটার পিছু নিতে থাকে কিন্তু একসময় সে মেয়েটাকে হারিয়ে ফেলে। এরপর সে ঠিক করে সে শিখবে কিভাবে সুগন্ধ বন্দী করে রাখতে হয়। সে এক পারফিউমারকে অফার করে যদি তাকে সেটা শিখাতে পারে তাহলে সে তাকে দুনিয়ার সেরা পারফিউমার বানিয়ে দিবে। সে পারফিউমার তাকে পারফিউমের বিভিন্ন দিক বুঝিয়ে বলে। এবং তাকে মিশরের একটা গল্প বলে - একটা মমির কফিন থেকে এমন একটা ঘ্রাণ বের হয় যেটা শুকলে মানুষ কিছুক্ষণের জন্য নিজেকে স্বর্গে রয়েছে ভাবতে থাকে। সে পারফিউমে বার'টা উপাদানের সাথে অন্য একটি তের'তম উপাদানও ছিল। সে তের'তম উপাদান কি সেটা আজ পর্যন্ত কেউও উদ্ধার করতে পারেনি। এটা শুনে গ্রেনুয়ালে সিদ্ধান্ত নেয় তের'তম উপাদানসহ সে বানাবে পৃথিবীর সেরা সুগন্ধী।



ছবিটা একটু সাইকো টাইপের। সবার ভাল নাও লাগতে পারে।

ছবির ট্রেলার





পুরা মুভি

পারফিউম



উপসংহার - সিনেমাগুলা একদম কমন, তাই অনেকের কমন পড়বে। তবে যাদের কমন পড়েনি তারা দেখে নিতে পারেন। আশা করি ভাল লাগবে ।

মন্তব্য ৮৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তিন নাম্বারটা দেখতে হবে। ১ আর ৪ দেখেছি।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ নাম্বারটাও দেখতে পারেন। মুভিটা অনেক ভালো!

ধন্যবাদ আপনাকে

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

তার ছিড়া 74 বলেছেন: না আনকমন কিছু নাই...

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবিগুলা আপনার দেখা থাকলে অবশ্য আপনার কাছে কমনই লাগবে!

ধন্যবাদ আপনাকে

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন:



children of heaven & perfume আগেই দেখেছি। বাকী দুটো দেখে নিবো।


পোষ্টে প্লাস ও প্রিয়তে রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পাইলে দেখে নিয়েন, আশা করি ভালো লাগবে!

ধন্যবাদ আপনাকে

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: হোমলেস টু হার্ভার্ড মুভিটা দেখা হয় নি। :) বকী গুলো ভাল লেগেছে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পাইলে হোমলেস টু হার্ভার্ড দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে!

ধন্যবাদ আপনাকে

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: বাকী

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: :)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

এ্যাংগরী বার্ড বলেছেন: সব ক'টি মুভিই ভিন্ন ভিন্ন স্বাদের। মুভিগুলোর সুন্দর "sneak peek" দিয়েছেন। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

পথহারা নাবিক বলেছেন: সবগুলোই দেখেছি তবে চিলড্রেন অফ হেভেন অসাধারণ!!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: চিলড্রেন অফ হেভেন টা খুব-ই অসাধারণ!

কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর পোষ্ট। প্রায়গুলোই দেখেছিলুম।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
পারফিউম অসাম !
এটা বাদে আর কোনটা দেখিনাই, আমার জনরার সাথে মিলে না ||

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: তারপরেও বাকিগুলো একটু টেরাই করে দেখতে পারেন। হোপফুলি ভালা লাগবে!

ধন্যবাদ আপনাকে

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ। দাওয়াত গ্রহণ করলাম। এবার সুযোগের অপেক্ষায়।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করি ভাল আপ্যায়ন পাবেন!

ধন্যবাদ আপনাকে

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: চিলড্রেন অফ হ্যাভেন আর পারফিউম দেখসি। প্রথমটা অতি প্রিয় ছবি। সালাম বোম্বে দেখার ইচ্ছা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সালাম বোম্বেটা সময় পেলে দেখে নিতে পারেন। হোপফুলি ভালা লাগবে!

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

এন ইউ এমিল বলেছেন: মুভি দেখার সময়ই পাইনা :(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: জীবনে মাঝেমাঝে আমাদের বিনোদনের দরকার আছে ভাই। সো চেষ্টা করে দেখেন বিনোদনের জন্য সময় বের করতে পারেন কিনা!

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

সুমন কর বলেছেন: ৪ দেখেছি। ২ নামিয়ে নিলাম। কাল বা পরশু দেখা যাবে।
বাকি দুটো পরে সময় করে দেখে নেয়া যাবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় করে দেখে নিয়েন। আশা করি ভালো সময় কাটবে!

ধন্যবাদ আপনাকে

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পারফিউম ছবিটা বেশি জোস! যারা দেখেন নি, তাদের সবাইকে দেখার অনুরোধ জানাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: পারফিউম রিয়েলি নাইস ওয়ান!

ধন্যবাদ আপনাকে

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বাদ যাবেনা কোন শিশু , ইদানিং ছবি কালেক্ট করা শুরু করেছি , দেখে নিবো!!
চমৎকার পোষ্ট!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করি ভালো সময় কাটবে!

ধন্যবাদ স্বপ্নবাজ

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: তিন নাম্বারটা বাদে সবই দেখা হয়েছে । চিলড্রেন অব হেভেন আলটাইম ফেভারিট ! পোস্টে প্লাস ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমারও চিলড্রেন অব হেভেন আলটাইম ফেভারিট

তিন নাম্বারটা সময় পেলে দেখে নিয়েন, আশা করি ভালা লাগবে

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

মামুন রশিদ বলেছেন: প্রথম দুইটা মুভি দেখেছি, 'চিলড্রেন অব হেভেন' অসাধারণ! দুই ভাই বোনের একজোড়া জুতো পড়ে স্কুলে যাওয়া, তারপর জুতা ধুইতে গিয়ে ড্রেনে যখন হারিয়ে যায় তখন এদের অনুভূতি হৃদয় ছুঁয়ে যায় ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: 'চিলড্রেন অব হেভেন খুব অসাধারণ, আলটাইম ফেভারিট !

বাকিগুলা সময় পাইলে দেখে নিতে পারেন!

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

মহামহোপাধ্যায় বলেছেন: দ্বিতীয় আর তৃতীয় মুভি দেখতে হবে বাকিগুলো দেখে ফেলেছি। দারুণ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: দেখে ফেলেন সময় করে, আশা করি ভালা লাগবো!

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭

সায়েম মুন বলেছেন: পারফিউম আর চিলড্রেন অব হেভেনটা অনেকবার দেখা। বাকী দুটোও নাগালে পেলে দেখার ইচ্ছে রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাগালে পাইলে দেখে নিয়েন, আশা করি ভালা লাগবো!

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আপনার এই লিস্টের সবগুলো ছবিই আমার দেখা। আর আপনার উপস্থাপনাও দারুন হয়েছে মাসুম ভাই।
নববর্ষের শুভেচ্ছা নিন।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারেও নববর্ষের শুভেচ্ছা !

এই লেখাটা কিন্তু অনেক পুরানা। চতুরে অনেক আগে পোস্ট দিছি। আপনার পোস্ট দেখে মনে হল এখানেও পোস্ট দিয়া দেই :)

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

তাসজিদ বলেছেন: পারফিউম আমার ভাল লাগেনি, একদম।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে মুভিটা আপনার জনরার সাথে মিলে নাই !

নরমালী মুভিটা আসলেই একটা ভালো মুভি, নো ডাউট!

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

জেরিফ বলেছেন: ২ টা দেখেছি ,


রিভিউ ভালো লাগলো

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পাইলে বাকি ২ টাও দেখে নিয়েন! আশা করি ভালা লাগবো!

ধন্যবাদ আপনাকে

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

মোঃ ইসহাক খান বলেছেন: প্রথম দুটো দেখা হয়েছে। সুযোগ হলে বাকিগুলোও দেখতে হবে।

শুভেচ্ছা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: দেখে নিয়েন! আশা করি ভালা লাগবো!

আপনাকেও শুভেচ্ছা

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

শুঁটকি মাছ বলেছেন: আমি সিওর আমাকে সাজেস্ট করার পর আপনি এটা লেখার আইডিয়া পেয়েছেন।হাহাহ।জাস্ট কিডিং। :P :P :P :P
আমি ১,৩,৪ দেখছি।তবে যারা আসলেই আর্ট ফিল্ম ভালবাসেন তারা পারফিউম আর চিলড্রেন ওফ হেভেন না দেখে পারবেন না।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে না এই লেখাতো অনেক পুরানা !

চতুরে দুই বছর আগে এই পোষ্ট দিছি
খেয়াঘাট ভাইয়ের পোস্ট দেখে মনে হল এখানেও পোস্ট দিয়া দেই । তাই পোস্ট দিলাম!

চান্স পাইলে ২ ও দেখে নিয়েন! হোপফুলি ভালা লাগবে!

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: হোমলেস টু হার্ভার্ড দেখি নাই, আএ বাকি সব কইটাই অসাধারণ মুভি!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পাইলে নিয়েন! আশা করি ভালা লাগবো!

২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

একজন আরমান বলেছেন:
এখানের শুধু পারফিউমটা দেখেছি।
বাকিগুলি দেখা হয়নি।

পারলে টরেন্ট লিঙ্ক দিয়েন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পাইলে নিয়েন! আশা করি ভালা লাগবো!
টরেন্ট লিংক পাইলে দিয়া দিবো

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

গৃহ বন্দিনী বলেছেন: পারফিউম ছবিটা অসাধারণ লেগেছিল । এই ছবি দেখের পর আমি নিজের হাতে নাক লাগিয়ে শুকে দেখেছিলাম আমার গায়ে কোন আলাদা ঘ্রাণ আছে কিনা । আফসোস জঘন্য ঘামের গন্ধ ছাড়া এর কিছু পাই নাই :-P :-P :-P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: :):):)

সময় পাইলে বাকিগুলা নিয়েন! আশা করি ভালা লাগবো!

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: ১, ২ দেখি নাই।

ভালো পোস্ট।

+++

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:






দারুণ পোস্ট। শুভ হোক নতুন বছর।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

মাহমুদ০০৭ বলেছেন: চিলড্রেন অব হেভেন অসাধারণ জীবনভর মনে রাখব । জুতা যখন ড্রেনে
পরে যায় তখন পিছন পিছন দউরাবার দৃশ্যটা সবসময় চোখে ভাসে ।
আহ !

আর গুলা দেখার ইচ্ছে রইল ।


নতুন বছরের শুভেচ্ছা প্রিয় মাসুম ভাইকে :)
পোস্ট প্রিয়তে ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পেলে দেখে নিয়েন। আশা করি ভালো লাগবে!

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

সকাল রয় বলেছেন: এমন গ্রামে থাকি যে
একটাও দেখিনাই। ভালো দেখতে পারিনা ভালো পড়তে পারিনা বলেই ভালো লিখতে পারিনা।

তবে দেখবো

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে ভালো লিখেন!

সময় পাইলে সিনেমাগুলা দেখে নিয়েন। আশা করি ভালো লাগবে!

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

সকাল রয় বলেছেন: এমন গ্রামে থাকি যে
একটাও দেখিনাই। ভালো দেখতে পারিনা ভালো পড়তে পারিনা বলেই ভালো লিখতে পারিনা।

তবে দেখবো

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: :)

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

আরজু পনি বলেছেন:
ছবি কেমন দেখি বুঝলাম :(
পোস্টটা পড়তে পড়তে সিনেমাখোর ব্লগারদের কথা খুব মনে পড়ছিল ।

রেফারেন্স হিসেবে শোকেসে নিয়ে গেলাম, সুবিধামতো দেখবো আশা করি ।
অনেক শুভকামনা রইল, মাসুম ।।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পেলে দেখে নিয়েন! হোপফুলি ভালা লাগবে!

শোকসে নেয়ার জন্য অনেক ধইন্যা!

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫১

ভিয়েনাস বলেছেন: কিছু কিছু মুভি দেখা তার মধ্যে চিলড্রেন অফ হেভেন অসাধারন মুভি :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: চিলড্রেন অফ হেভেন আসলেই একটা অসাধারন মুভি!

ধন্যবাদ আপনাকে

৩৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

আমি ময়ূরাক্ষী বলেছেন: পারফিউমটা চমৎকার।
অন্যন্যগুলোও দেখার আশা রাখি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পেলে দেখে নিয়েন! হোপফুলি ভালা লাগবে!

ধন্যবাদ আপনাকে

৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৮

মশিকুর বলেছেন:
দুইটা দেখছি :) সালাম বোম্বে আর পারফিউম দেখতে হবে।

পোস্ট ভালো হইছে +

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পেলে দেখে নিয়েন! হোপফুলি ভালা লাগবে!

ধন্যবাদ আপনাকে

৩৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

জুন বলেছেন: সুন্দর পোষ্ট। প্রায়গুলোই দেখেছি।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ মাসুম ।
+

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারেও ধন্যবাদ জুনাপু

৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

অপ্রচলিত বলেছেন: গুড পোস্ট।
পারফিউম বেশ ভালো, তবে নিঃসন্দেহে পাগলাটে ঘরানার একটি মুভি। বাকিগুলো দেখা হয়নি, সময় পেলে দেখে নিব। মুভিগুলোর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পেলে দেখে নিয়েন। আশা করি আপনার ভালো লাগবে!

ধন্যবাদ আপনাকে

৪১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৪

আমিই মিসিরআলি বলেছেন: এর মধ্যে পারফিউম আমার সবচেয়ে প্রিয় মুভি

সালাম বম্বেটা খুজছিলাম,পেয়ে গেলাম :)
ধন্যবাদ আপনাকে :) :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় করে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে!

ধন্যবাদ আপনাকে

৪২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৯

শেখ আমিনুল ইসলাম বলেছেন: রিভিউ অনেক ভালো লাগল। তৃতীয় মুভিটি দেখা হয় নি।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় করে দেখে নিয়েন! আশা করি ভালো লাগবে!

ধন্যবাদ আমিন ভাই

৪৩| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭

জনাব মাহাবুব বলেছেন: আমি ভেবেছিলাম বাংলা কয়েকটি পুরানা ছবির সাথে পরিচয় করিয়ে দিবেন। কিন্তু এসে দেখলাম সবই ভিনদেশী। :( :( :( :(

চিলড্রেন অফ হেভেন অসাধারন মুভিটা দেখা হয়েছে কয়েকবার। অন্য ছবিগুলোও দেখে ফেলতে হবে চটজলদি।

পোষ্টে ++++++++++++++++++++++

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভাবনার সাথে না মিলার জন্য সরি ভাই! তবে কিছুদিনের মধ্যে বাংলা ছবি নিয়ে পোস্ট দিবো!

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.