নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

ঘুঙুরের রিনিঝিনির মানে তুমি উন্মুক্ত কর

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০



আর কত রহস্য তুমি গোপন করে রাখবে?

ঘুঙুরের রিনিঝিনির মানে তুমি উন্মুক্ত কর, হে বালিকা!



বালিকা, তুমি চোখ বন্ধ করলেই

গড়িয়ে পড়ে চকচকে চন্দ্রমল্লিকার ঘ্রাণ,

যে ঘ্রাণে সারি সারি করে সাজানো থাকে

চুম্বন বিষয়ক রসালো পাপড়িগুলো।



আমার চোখ প্রায়ই উঁকি দিয়ে দেখে,

তোমার শুকনো শরীর ভিজে উঠতে

আর কত প্রহর বাকি, অথবা

আর কত চৈত্রালী রোদের প্রয়োজন।



অতঃপর তোমার ঠোঁট ফসকে

চুম্বন মাটিতে পড়লো,

সে মাটি আজ উর্বর।

সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।



বালিকা,

তোমার রেখে যাওয়া ফুল

আমি আজও পাহারা দেই,

আজও সে ফুলে সাজানো হয়

অতিথি পাখি দম্পতির কুয়াশা রাতের শয্যা।

মন্তব্য ৮৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।প্রত্যেকটি ভাল লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে!

এখানে কবিতা কিন্তু একটা :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

জুন বলেছেন: ভালোলাগলো মাসুম :)
+

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জুনাপু

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

মশিকুর বলেছেন:
কিছু রহস্য উন্মোচন না হোক..

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছু রহস্য রহস্যই থাক :)

ধন্যবাদ আপনাকে

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

মামুন রশিদ বলেছেন: অতঃপর তোমার ঠোঁট ফসকে
যে চুম্বন মাটিতে পড়লো
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।


মারাত্মক কবিতা লিখছেন ভাইজান । চুম্বন চাষী হৈতে চাই ;)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান!

চুম্বন চাষী হইতে হলে তো এই বিষয়ে একটা কোর্স করতে হবে :P

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

বৃতি বলেছেন: ভাল লাগলো কবিতা :)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

হাতীর ডিম বলেছেন: ভালা পাইছি লেখা গুলান :D

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

সুমন কর বলেছেন: আপনার কবিতা যতই পড়ি ততই অবাক হয়, এত ভাল লিখেন কিভাবে!! আপনার কথা বা সাহিত্যের গভীরতা আমার মন ছুঁয়ে যায়!!
লাইক দিয়ে গেলাম। ;) ;) ;)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম কমেন্ট ব্লগিং লাইফে খুব কম পাইছি! তাই আপনার কমেন্টে খুব খুশি হইছি

ধন্যবাদ সুমন ভাই

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: আহা বেশ বেশ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: নাইস!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

লেখোয়াড় বলেছেন:
সেই একই আকর্ষণ, সেই একই ঝলক,
সেই একই নতুনত্ব।

সুন্দর তাই ভাললাগে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

মোঃ ইসহাক খান বলেছেন: কয়েকটি বেশ ভালো লাগার মত।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আহা। প্রেম :#>

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয়, প্রেম :)

থ্যাংকস!

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

সকাল রয় বলেছেন:
বালিকা হয়তো কবিকে বুঝেনা আর সে জন্যই রহস্য!

চুম্বন ঘ্রাণ থাকে সেটা খুব গোপনের গভীরতায় তার আড়াল হলেও আকর্ষন কখনো কমেনা।

অপেক্ষা নয়, থাকবে প্রতিক্ষা কেননা দুটোতেই সময় আছে।

চুম্বন যেন প্রাণ রসায়ন সঞ্চারেই যার শক্তি!

যত্ন করেই স্মৃতি পুষি।


কবিতাটা ভালো লাগলো খুব। আমি যেন এই সরল কবিতাগুলোতেই খুজে পাই অনেক কিছু। হয়তো অনেক কবি বলবেন এগুলো গুচ্ছ গুচ্ছ বাক্য মালা, আবেগী কথা, নির্মানহীন এসব প্যাচাল কিন্তু পাঠক বলবে এগুলো মনের কথা এগুলো কবিতা।


অনেক অনেক ধন্যবাদ সুন্দর কবিতা জন্য। ভালো লাগলো বলেই প্রতিটি স্তবকে আমার ভালোলাগার বাক্য প্রকাশ করলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে তো অনেক ডিটেইলস কমেন্ট করছেন!
কমেন্ট লাইক হইছে!

অনেক ধন্যবাদ আপনাকে

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগিছে

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস!

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সাদমান সাদিক বলেছেন: ভালো লিখেছেন ,

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

এহসান সাবির বলেছেন: আরে...!! দারুন!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে মাসুম, বাহ ||

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস!

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

বিপ্লব06 বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল মাসুম ভাই :#>

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: তুমি পকেটে হাত ঢুকাইয়া ধরতে চাইলে কেমনে হইবো, পকেট থেকে হাতটা খুলে একটু লাফ দিয়া ধরার চেস্টা করও :D

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

খেয়া ঘাট বলেছেন: ৪ নাম্বারে বিশুদ্ধ মুগ্ধতা।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪০

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল কবিতা।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

ভিয়েনাস বলেছেন: চুম্বন চাষ। আহ! প্রেমে কি না হয় :)

কবিতা সুন্দর হয়েছে ব্রো।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ব্রো।

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! সুন্দর!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো মাসুম ভাই ! প্রকাশের ভিন্ন মাত্রা খুব ছুঁয়ে গেল :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল :-B

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ফর সেকেন্ড টাইম :)

২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অতঃপর তোমার ঠোঁট ফসকে
যে চুম্বন মাটিতে পড়লো
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।


দারুণ! আগে আপনার কবিতা পড়েছি কিনা মনে পড়ছে না, তবে এখন থেকে পড়ার প্রত্যাশা তৈরী হচ্ছে!

শুভকামনা!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার প্রত্যাশা পুরণে হয়ত আরও বেশি বেশি কবিতা পোস্ট দিমু :)

ধন্যবাদ আপনাকে

২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

বেলা শেষে বলেছেন: অসাধারন কবিতা।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনার লিখা পড়লে কিঞ্চিৎ হিংসে হয় ।
আলতো করে হৃদয়তন্ত্রীতে টোকা লাগে , একটু না একটু তাড়িত হই ।

আমার চোখ প্রায়ই উঁকি দিয়ে দেখে,
তোমার শুকনো শরীর ভিজে উঠতে
আর কত প্রহর বাকি, অথবা
আর কত চৈত্রালী রোদের প্রয়োজন।


এটা খুব ভাল লেগেছে ।

অতঃপর তোমার ঠোঁট ফসকে
যে চুম্বন মাটিতে পড়লো
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।
এটার মিনিং টা বুঝিনি । ব্যাখ্যা
করলে সুবিধা হয় ।

ভাল থাকুন প্রিয় মাসুম ভাই :)

শুভকামনা ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্যাখ্যা করার মত তেমন কিছু নাই। আপনার সুবিধার জন্যে শুধু মাটি'কে আপনি একটা বালিকা শরীর ভেবে নেন :)

যদি সোজাসোজি করে লিখি তাহলে এরকম হবে

অতঃপর তোমার ঠোঁট ফসকে
চুম্বন মাটিতে পড়লো,
যে মাটিতে পড়লো
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।

বোল্ড করা লাইনটা ইন্টেনশনালি স্কিপ করেছিলাম! এখন মনে হচ্ছে লাইনটা এড করে নিলে ভালো হবে। আপাতত ২ নম্বর লাইনের প্রথমের যে টা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন তো ঠিক আছে কিনা!

আপনার কমেন্ট অনেক ভালা পাইছি, অনেক ধন্যবাদ আপনাকে!

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

ইখতামিন বলেছেন:
তোমার রেখে যাওয়া ফুল
আমি আজও পাহারা দেই,
আজও সে ফুলে সাজানো হয়
অতিথি পাখি দম্পতির কুয়াশা রাতের শয্যা।

এই সকালে চমৎকার কিছু ছোট কবিতা পড়তে পেরে ভালো লাগলো

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

সায়েম মুন বলেছেন: বালিকা কবিতা বেশ লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

লেখোয়াড় বলেছেন:
মাসুম,

ব্লগার সকাল রয় তার শেষ পোস্টটি আপনাকে উৎসর্গ করেছেন, দেখছেন কি? যদি না দেখে থাকেন তো একটি ধন্যবাদ দিয়ে আসবেন কি, দয়াকরে?

ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য। আমি আসলে উনার পোস্টটা দেখিনি। অবশ্যই উনার পোস্টে যাব এবং এখনি যাব !

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৪

সাগর রহমান বলেছেন: অতঃপর তোমার ঠোঁট ফসকে
চুম্বন মাটিতে পড়লো,
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে। ..... দারুন হয়েছে মাসুম। সবগুলোই। এটা বিশেষ ভাল লাগলো। চমৎকার।।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৫

সাগর রহমান বলেছেন: সরি, মাসুম ভাই- শব্দটি লিখতে চেয়েছিলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে সরি হওয়ার কিছু নাই, আপনে আমারে নাম ধরে ডাকতে পারেন, কোন সমস্যা নাই :)

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার চোখ প্রায়ই উঁকি দিয়ে দেখে,
তোমার শুকনো শরীর ভিজে উঠতে
আর কত প্রহর বাকি, অথবা
আর কত চৈত্রালী রোদের প্রয়োজন।

অতঃপর তোমার ঠোঁট ফসকে
চুম্বন মাটিতে পড়লো,
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।




--------- সুন্দর হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী

৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

আবুল তাবুল বলেছেন: প্রত্যেকটা লাইন চমৎকার...........
+++++ গ্রহন করুন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনেও ধন্যবাদ গ্রহন করুন।

৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!! সুন্দর!!!!!!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অতঃপর তোমার ঠোঁট ফসকে
চুম্বন মাটিতে পড়লো,
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।


সব গুলোই ভালো লেগেছে

++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অতঃপর তোমার ঠোঁট ফসকে
চুম্বন মাটিতে পড়লো,
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।


সব গুলোই ভালো লেগেছে

++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আবারও ধন্যবাদ :)

৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১২

ভিটামিন সি বলেছেন: ইসস্ কেমনটা লাগে কইনচান দেহি!!! আমি কবিতাটা পাঠ করিয়া যে মন্তব্যটা করবো বলে ভেবেছি, সেটাই শরৎদা আমার আগে করে ফেলেছে। এখন কি করা যায়??

দাদা কামডা ভালা করেন নাই। আমি ক্ষেমতায় গেলে আপনারে দেহাইয়া দিমু কইলাম, হুম।

বালিকার হৃদয়ে কাশফুলের নরম ছোঁয়া জাগানো কবিতা অনেক ভালো লেগেছে।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে খুশি হইছি :)

ধন্যবাদ জানবেন

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:
কিছু রহস্য থাকনা আড়ালেই ।

:)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: তবে তাই হউক :)

৪২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

একলা ফড়িং বলেছেন: অতোটুকু চায়নি বালিকা
অতো শোভা, অতো স্বাধীনতা
চেয়েছিল আর কিছু কম!



কবিতা অনেক ভাল লাগল :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আহা! প্রিয় আবুল হাসান!


ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.