নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

পিচ্ছিগপ- স্ক্রিপ্ট

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

যে মেয়েটি মেডিকেল স্কুলে ঢুকার আগে সেক্স অথবা ট্যাক্স কোনটাই বুঝত না। চোখ বড় বড় করে বলত ইয়দাঊট বুকস আই ইউল বি ডাই, নো বুকস দ্যান নো লাইফ। সেই মেয়ে মেডিকেল স্কুলে ঢুকার পর ট্যাক্স বুঝতে শুরু করল। কি করলে কত টাকা ফেরত আসবে, কি করলে কত টাকা ফেরত দিতে হবে, জটিল সব হিসাব কেল্কুলেটারের মত বলে দিত। মেডিকেল স্কুল শেষ করার পর সে তার পঁচিশতম জন্মদিন পালন করতে সমুদ্রে গিয়েছিল। সেখান থেকে সামুদ্রিক বাতাস তার শরীরে লাগিয়ে বাড়িতে ফিরার পর সে ট্যাক্স অথবা বই বিষয়ক সবকিছু ভুলে গেল, সবকিছু ভুলে সে শুধু সেক্স বুঝতে লাগলো।



অন্যদিকে যে মেয়েটির এক সময় বৃষ্টিতে এলার্জি ছিল। বৃষ্টি দেখলেই গায়ে জ্বর চলে আসত, গায়ে কম্বল মুড়ে সারা বৃষ্টি-বেলা শুয়ে থাকত। আর মুখ বাঁকা করে বলত -শালার বৃষ্টি সারা দিনটা মাটি করে দিল! সে মেয়েটি একবার বন্ধুদের সাথে পিকনিকে পাহাড় দেখতে গিয়েছিল। সেখান থেকে সে তার শরীরে পাহাড়ি বাতাস লাগিয়ে বাড়িতে ফিরার পর সে বৃষ্টি দেখলেই রোমান্টিক হয়ে উঠতে লাগলো। অবসরে গুনগুণ করে গায় আয় বৃষ্টি ঝেঁপে, প্রেম দিব মেপে। যখন বৃষ্টি আসত তখন জানালা খুলে হাত বাড়িয়ে বৃষ্টি-জল দুই গালে মাখায়। সে মেয়েটির কাছে বৃষ্টি এখন খুব হট লাগে, বৃষ্টিতে সে সেক্সের গন্ধ পায়।



ফারিয়া, তৃতীয় আরেকটা মেয়ে, একটু পাগলাটে, ক্ষ্যাপা স্বভাবের। মস্তবড় কিছু একটা করে ফেলার প্যাশন নিয়ে যে নাটক,সিনেমার স্ক্রিপ্ট লিখে। সে ঠিক করেছে জীবনের শেষ স্ক্রিপ্টটা কোন কোরিয়ান বা ফেঞ্চ পরিচালকের জন্য তার বিশেষ অনুরোধে লিখবে। ইদানিং উপরে উল্লেখিত মেয়ে দুটিকে প্যারালাল রেখে একটা স্ক্রিপ্ট লিখবে ভাবছে। সেই ভাবনা থেকেই এই দুটি মেয়ে্র কাছাকছি পৌছার চেষ্টা করছে। সে খুব আশাবাদী খুব শীঘ্রই সে তাদের ভিতরে ঢুকে যাবে। পুরা স্ক্রিপ্টে দুটি পরিপৃর্ণ চরিত্র থাকবে। দুটি বিপরীতমুখী চরিত্র ধীরেধীরে মিলেমিশে একাকার হয়ে যাবে। শেষ দৃশ্যে দেখা যাবে দুজনের একি পথ, পাশাপাশি ছায়া অতঃপর মুখামুখী। তবে একদম শেষ দৃশ্যের মুখামুখী ব্যাপারটা নিয়ে ফারিয়া খুবভালভাবটেনশনে আছে। কারণ মুখামুখি ব্যাপার আমাদের সমাজে সবাই সহজভাবে মেনে নিতে পারেনা। ফারিয়া খুব ভাল করে বোঝতে পারছে এই মুখীমুখী দূশ্যের জন্য হয়ত সিনেমার দুই মেয়েকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে, সাথে তাকেও দাঁড়াতে হতে পারে।



এত উৎকন্ঠার পরেও এক সময় ফারিয়া তার স্ক্রিপ্ট লেখা শেষ করবে। সেই স্ক্রিপ্টে সিনেমা বানানো শেষ হবে। স্ক্রিপ্ট অনুযায়ী সিনেমায় শেষ দৃশ্যে দুটি মেয়ের মুখামুখী হওয়ার ব্যাপারটাও থাকবে। সিনেমাটা দেখার পর এক দল মানুষ ক্ষ্যাপে সিনেমার পোষ্টার ছিঁড়ে তারা রাস্তায় নেমে জ্বালাও পুড়াও করতে পারে। আরেক দল মানুষ ভেবে বসবে ফারিয়া এবং সিনেমা টিম তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। কিন্তু তাদের কেউই বুঝবে না যে এটা একটা সিনেমা, স্বল্পদৈর্ঘ্য দুইটা সমান্তরাল জীবনের প্যারালাল অবস্হান নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এবং এখানে স্ক্রিপ্ট রাইটারের কোন অস্তিস্ব নেই, এমনকি নেই কোন প্রতিচ্ছবি। আছে শুধু দুটি মেয়ে মুখামুখী হওয়ার গল্প,তাদের মুখিমুখী হওয়ার পরের প্রতিকুলতার গল্প এবং সেই বদলে যাওয়া মেয়েদের ভিতরে ঢুকে পড়া তৃতীয় আরেকটা মেয়ের সমাজ বদলে দেয়ার প্যাশন!

মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: ফারিয়া না থাকলে তো বাকি দুজনও নাই। প্রতিবিম্বে মিশে যায় জীবন। ভালো লাগলো।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক বলছেন ফারিয়া নাই তো বাকি দুজনও নাই!

ভালো লাগায় ধন্যবাদ!

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

সকাল রয় বলেছেন:
মেয়েদেরকে চেনা হয়ে উঠে নাই কখনো। সেটা সম্ভবপর হয়ে উঠারও কোন সম্ভবনা নেই। ফারিয়ার মতো মেয়েগুলো খুব কমন অন্তত আমি যেখানে আছি।
বৃষ্টিতে অমুক-তমুক বিষয়টা সিনেমাতে বেশ দেখা যায়। তবে ইদানিং এর রং লাগতে শুরু করেছে জীবনে।

এ জীবনের কথা। ভালোলাগা।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনুগপে ভাল লাগা।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রোফেসর সাহেবকে অনেক দিন পর দেখলাম! কই ডুব দিছিলেন?

ভালো লাগায় ধন্যবাদ!

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: আইডিয়াটা ভাল লাগল। ফারিয়ার স্ক্রিপ্টেই দুটি বিপরীতমুখী চরিত্র ধীরেধীরে মিলেমিশে একাকার হয়ে যাবে। শেষ দৃশ্যে দেখা যাবে দুজনের একি পথ, পাশাপাশি ছায়া অতঃপর মুখামুখী।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ সুমন ভাই

৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: একই দর্পনে তিনটি প্রতিবিম্ব। ভালই তো।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

মামুন রশিদ বলেছেন: ত্রিমাত্রিক গপ! দারুণ লাগলো :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

কালো পাখি বলেছেন: এই গল্পগুলো আগে নাটক সিনেমায় শোভা পেত, কিন্তু এখন বাস্তবে আমার চারপাশে, কমন ক্যারেক্টর হয়ে যাচ্ছে। সমাজের প্রতিচ্ছ্ববি হয়ে পড়ছে দিনকে দিন। সেটা হতে পারে আমার মেয়ে অথবা বোন, নয়তো প্রেমিকা।
ভাল মেয়েদের উদাহরণ কোত্থেকে আসবে আগামীতে? তবে কি সেই সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে নাকি?

পোষ্টে ভাললাগা জানাচ্ছি সমসাময়িক বাস্তবতার নিরিখে ভাবনা শেয়ার করার জন্য ।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ

৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: আইডিয়া জোস । দিলাম প্লাস ।

ভাল থাকুন মাসুম ভাই ,
শুভকামনা রইল । :)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস খেয়াঘাট ভাই

১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: +++++++++++

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৩

এহসান সাবির বলেছেন: বেশ তো....

++++

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১২| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ ইন্টারেস্টিং প্লট মাসুম ভাই।

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

বৃতি বলেছেন: ভাল লাগলো গল্প :)

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

উদাস কিশোর বলেছেন: সকাল রয় কে বলতে চাইঃ
যতটা অংক বুঝি
ততটুকু তোমাকে বুঝিনা
তার মানে এই নয় যে
আমি পিথাগোরাসের ছোট ভাই
কিংবা তুমি নও এলজ্যাব্রার ত্রিমাতৃক কোন দূর্বোধ্য ব্যাখ্যা ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘটনা কিতা B:-)

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাবনাগুলো বদলে গিয়ে জীবনকেও বদলে দেয়! একই সাথে জীবনের গল্প, সাথে কিছুটা স্যাটায়ার ও মনে হলো!
খুব চমৎকার মাসুম ভাই :)

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: মনে হওয়াটা কাছকাছি!

ধন্যবাদ স্বপ্নবাজ

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

ঘুম হ্যাপি বলেছেন: ভালোলাগা

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার লাগলো বেশ !

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

একজন আরমান বলেছেন:
মামুন রশিদ বলেছেন: ত্রিমাত্রিক গপ! দারুণ লাগলো

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস নতুন জামাই :)

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

সায়েম মুন বলেছেন: থ্রিডি অনুগপ ভাল লেগেছে। 8-|

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস :)

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

বিপ্লব06 বলেছেন: :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কি খবর? গপ পড়ে জিহ্বা বের হইছে নাকি :)

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩

বিপ্লব06 বলেছেন: তবে একদম শেষ দৃশ্যের মুখামুখী ব্যাপারটা নিয়ে সে খুব টেনশনে আছে। কারণ কাঠমোল্লারা তা দেখে যদি ক্ষ্যাপে যায়, যদি পোষ্টার ছিঁড়ে রাস্তায় নেমে জ্বালাও পুড়াও শুরু করে! অথবা প্রগতিশীলরা ভেবে বসে তাদের জন্য সে কাজ করছে।

অসাম হইছে মাসুম ভাই। এই স্বঘোষিত সার্টিফায়েড কিছু কুলাংগারের জন্য আম পাবলিকের চলা মুশকিল হয়ে গেছে। X( X( X(

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: স্বঘোষিত সার্টিফায়েড কথাটা মনে ধরছে :)

ভালো থাক!

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার প্লট। তবে বর্ণনা একটু "রিজিড" মনে হল। মনে হল, গল্পটা আরেকটু বেড়ে উঠতে পারতো।

শুভেচ্ছা।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টের পর কিছুটা এডিট করেছি। আমার কাছেও এন্ডিংটা ভালো লাগে নাই! আরও এডিট হতে পারে!

আপনাকে অনেক ধন্যবাদ! এরকম কমেন্ট লেখালেখির প্রতি আরও মনোযোগী করে তুলে!

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মনে হলো, টি টুয়েন্টি খেললেন ! ভালো লাগলো, কিন্তু আরও বিস্তারিত একটা গল্পের জন্য অতৃপ্তি থেকে গেলো । তিনটি চরিত্রকেই বিচিত্র রকম আকর্ষণ! :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছুটা এডিত হয়েছে :) আরও হওয়ার সম্ভবনা আছে!

ভালো লাগায় ধন্যবাদ

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

মশিকুর বলেছেন:
চমৎকার প্লট +

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল। তবে কিছুটা যেন অসমাপ্ত।

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপটার মাঝে যেটা বলার সেটা তো ১০০% বলে দিয়েছি! তারপরেও যদি অসমাপ্ত মনে হয় তাহলে বলতে হবে আমি হয়ত গপের মেসেজটা পাঠকদের বোঝাতে পুরটাই ব্যর্থ।

ধন্যবাদ আপনাকে

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

টুম্পা মনি বলেছেন: হায় হায়! মুন খ্রাপ করেন কেনু? মেসেজ আপনি খুব ভালোভাবেই বোঝাতে পেরেছেন। আপনার লেখনীও চমৎকার। আরেকটু বড় গল্প পড়তে চেয়েছিলুম আর কি। ছোট হিসেবেও এটা সার্থক। এবার হাসুন এই ইমোর মত :D :D

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে, সরি সরি ! আমার কমেন্ট কি রুড হয়ে গেছে? ইফ সো রিয়েলি সরি ফর দ্যাট! আই ডোন্ট মিন ইট!

আসলে গপটা পোস্ট দেয়ার পর এন্ডিংটা পুরাটাই চেন্জ করেছি ইসহাক ভাই আর আদনান ভাইয়ের কমেন্ট পড়ে। এখন আপনার কমেন্ট পড়ে মনে হল এন্ডিংইটা চেন্জ করে হয়ত তেমন কোন লাভ হইনি, যেই সেই রয়ে গেছে!

আপনার কমেন্ট মাথায় রাখলাম, গপ আবারও এডিত হতে পারে :)

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনুগল্প বেশ লাগলো।।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

পাঠক১৯৭১ বলেছেন: কি লিখতে চেয়েছিলেন, কি বুঝাতে চেয়েছিলেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: একটা গপ লিখতে চেয়েছিলাম! এবং যেটা লিখতে চেয়েছিলাম সেটাই বোঝাতে চেয়েছিলাম!

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

অপ্রচলিত বলেছেন: চমৎকার দৃশ্যপট সাজিয়েছিলেন, তবে মনে হয় আরেকটু বিস্তারিত লেখা যেত। তবে লেখা অনেক ভালো লাগলো। ++++

ভালো থাকবেন নিরন্তর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরেকটু বিস্তারিত লেখা যায় কিনা সেটা মাথায় নিলাম!

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.