নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা, চিঠি এবং পোস্টমর্টেম বিষয়ক

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০



শুনেছি পোস্টমর্টেমের ঘরটাতে শুধু সাহসী মানুষের যাতায়াত। আমার শেষ ইচ্ছে - আমার মৃত্যু যেন একজন সাহসী মানুষের ছোঁয়া পায়। একদিন আমিও সাহসী মানুষ হব সে স্বপ্ন যখন দেখি, তখন আত্মহত্যার সুগন্ধে আমার পুরা ঘরটা ভরে উঠে।





আত্মহত্যার আগে যে চিঠি লিখতে হয়, সে চিঠি লেখার ভাষা আমি জানিনা। শুনেছি সে চিঠির পঙক্তিমালায় মিশে থাকে কিশোরীর ভাঙা চুড়ির শব্দ। সেই চিঠি বিলি করা পোস্টম্যান নাকি আজীবন অন্ধ।





পোস্টমর্টেম শব্দটা আমার কাছে একটা বিদঘুটে এবং আটপৌরে শব্দ। আর আত্মহত্যা আমার কাছে অনেক সুগন্ধি এবং অনেক স্পেশাল একটা শব্দ। সে সুগন্ধ ছিপনৌকো হয়ে মাঝেমাঝে চলে আসে আমার ঘাটে।



তাই মাঝেমাঝে আমার ঘরের মত আমার ঘাটও আত্মহত্যার সুগন্ধে মৌ-মৌ করে।



অ-আ-ই



ই, ঈ, উ



ঋ এ ঐ



ও ঔ



ক খ গ



ঘ ঙ চ



ছ জ ঝ

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

মামুন রশিদ বলেছেন: ট বেশি ভালো লাগছে । আত্মহত্যা ভালু নয় ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন ভাইজান আত্মহত্যা ভালু নয়

ধন্যবাদ আপনারে

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

সকাল রয় বলেছেন:
বির্সজন দিতে আসিনি হতে এসেছে
কারো পথের সাথী হতে আসিনি পথ হতে এসেছি। আত্মহত্যা খুব খারাপ জিনিস তবে মুক্তি পাবার জন্য শ্রেয়!

লেখায় ভালোলাগা। কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ বাক্যের সাগর গড়ে তোলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ বলেছেন- কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ বাক্যের সাগর গড়ে তোলো।

অনেক ধন্যবাদ আপনাকে

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আত্নহত্যার আগে যে চিটি লিখতে হয়, সে চিটি লেখার ভাষা আমি জানিনা। শুনেছি সে চিটির পঙক্তিমালায় মিশে থাকে কিশোরীর ভাঙা চূড়ির শব্দ। সেই চিটি বিলি করা পোস্টম্যান নাকি আজীবন অন্ধ।





মিঃ মাসুম চমৎকার হয়েছে। ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো সব গুলোই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার হয়েছে। বাক্যে শব্দের খেলা দারুণ লাগল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

এহসান সাবির বলেছেন: পোস্টে ভালোলাগা মাসুম ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

এহসান সাবির বলেছেন: মাসুম ভাই মাফ করবেন প্লিজ

চিটি নাকি চিঠি দেখবেন প্লিজ

প্লিজ এই মন্তব্য টি ডিলেট করবেন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে ডিলেট করমু কেন, আপনে তো একটা বানান ঠিক করে দিয়েছেন।
আপনার কাছে কৃতজ্ঞতা ভাই!

চিটি নয় চিঠি ই ঠিক বানান! আর কোনদিন চিঠি বানান আর ভুল হবে না :)

আপনারে এক্সট্রা একটা ধন্যবাদ

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: প্রতিটার পাঞ্চলাইন চমৎকার। চিঠিকে চিটি লিখেছেন কেন? বিদকুটে-বিদঘুটে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: চিঠিকে চিটি লিখা ছিল ভুল বানান এবং অনিচ্ছাকৃত আর বিদঘুটে চলে আসছে আঞ্চলিকতার টানে, আমার লেখায়, কমেন্টে সব সময় সব জায়গায় এক দুইটা আঞ্চলিক শব্দ ঢুইকা যায়!

ধন্যবাদ আপনাকে, ঠিক করে নিয়েছি

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

এরিস বলেছেন: ট বেশি ভাল লেগেছে। আপনার এই নামকরণের ব্যাপারটি সুন্দর।

বানান ভুলগুলো খুব চোখে লাগছে মাসুম ভাই। দেখে দেবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই বানান ভুলের ব্যপারটা আমারে অনেক ভোগায়, অনেক চেস্টা করি যাতে বানান যাতে ভুল না হয় তারপরেও ভুল হয়ে যায়! এই পোস্টের বানান গুলা ঠিক করে নিয়েছি!

আর এইটা তো বর্ণমালা সিরিজ, তাই নামকরণ এরকম :)

ধন্যবাদ আপনাকে

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! বেশ লাগলো !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস স্বপ্নবাজ

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ চমৎকার এবং অভিনব চিন্তা।

শুভেচ্ছা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

পুরানো আমি বলেছেন: এক টানে পড়ে নিলাম। সত্যি ভালো লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধুর ভাই,বেশি ভাল লিখসেন ,:p

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগায় ধইন্যা

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৫

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার !
চমৎকার ! মুগ্ধ হলাম ।
ভাল থাকুন মাসুম ভাই ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭

খেয়া ঘাট বলেছেন: জটিল ভাবনা বুঝতে আমার সময় লাগে
সরল ভাবনা বুঝতে পারি সবার আগে।
আপনার ভাবনায় গভীর কোনো চিন্তা আছে'
ভাসা ভাসা যা বুঝলাম,রুপক কোনো অর্থ আছে
বুঝতে গিয়ে চিন্তা করি, যা বুঝি তা যদি না হয়
সবাই যদি হেসে ওঠে মনে জাগে ভয়।
এইবার আমি চুপে গেলাম, আরেকবার পড়ছি
প্রতি লাইনে কী রুপক আছে সে চিন্তাটাই করছি। :| :| :| :|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: জটিল ভাবনা আমিও কম বুঝি, যাই ছাইপাশ লিখি তা সরলভাবে লেখার চেস্টা থাকে। একজন সিনিয়র কবি একবার আমাকে বলছিলেন - কম বলে বেশি বলতে চেস্টা করবে তাহলে লেখা ভালো হবে, আর কথাগুলা যদি ডায়রেক্ট না বলে একটু আড়াল করে বলতে পারো তাহলে আরও ভাল হয়! এরপর থেকে কবিতা টাইপ কিছু লিখতে গেলেই উনার সেই দুইটা কথা মনে পড়ে যায়। তাছাড়া আরেকটু জিনিস চেস্টা করি লেখার শব্দগুলা আমাদের চেনা জানার মধ্যে যেন থাকে! এই লেখায় আপনে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সব শব্দই একেবারে কমন শব্দ আমাদের চেনা-জানা, কঠিন দাত ভাংগা কোন শব্দ নেই।

একটা লেখা পড়ে পাঠক হিসাবে আমি যা বুঝি সেটাই সঠিক হিসাবে ধরে নেই। এখন যদি সেটা লেখকের সাইকোলজির সাথে মিলে যায় তাহলে তো ১০০ তে ১০০, আর যদি না মিলে তাহলে কোন সমস্যা নাই। কারণ একজন লেখক যখন একটা লেখা লিখেন তিনি তার নিজস্ব ধ্যান ধারণা থেকে লিখেন, ঠিক তেমনি একজন পাঠকও তার নিজস্ব নিজস্ব ধ্যান ধারণা থেকে পড়েন। সুতারাং দুজনের ধ্যান ধারণার ফারাক থাকবে এটাই স্বাভাবিক।

হ্যা আমার এই লেখা রুপক একটা অর্থ আছে। আমি যদি সেটা ওপেনলি বলে দিতে পারি বা পারতাম। কিন্তু আমি সেটা করিনি বা করবো না ।কারণ সেটা যদি আমি করতাম তাহলে আপনে যে এই লেখার প্রতি লাইনে কী রুপক আছে বলে চিন্তা করছেন, সে চিন্তাটা আর করতেন না, বা বলে দিলে কেউ সেটা করবেনা।

আশা করি নিজের অবস্হান পরিস্কার করতে পেরেছি :)

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

লাবনী আক্তার বলেছেন: ট
আত্মহত্যার আগে যে চিঠি লিখতে হয়, সে চিঠি লেখার ভাষা আমি জানিনা। শুনেছি সে চিঠির পঙক্তিমালায় মিশে থাকে কিশোরীর ভাঙা চুড়ির শব্দ। সেই চিঠি বিলি করা পোস্টম্যান নাকি আজীবন অন্ধ।


বাহ! ভালো লাগল কথাগুলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

লাবনী আক্তার বলেছেন: ট
আত্মহত্যার আগে যে চিঠি লিখতে হয়, সে চিঠি লেখার ভাষা আমি জানিনা। শুনেছি সে চিঠির পঙক্তিমালায় মিশে থাকে কিশোরীর ভাঙা চুড়ির শব্দ। সেই চিঠি বিলি করা পোস্টম্যান নাকি আজীবন অন্ধ।


বাহ! ভালো লাগল কথাগুলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: :)

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

অপ্রচলিত বলেছেন: সংকলন দুর্দান্ত হয়েছে।
সবগুলোই সৃষ্টিশীল এবং অসাধারণ। অনেকগুলো প্লাসের শুভেচ্ছা গ্রহণ করুন। ++++++++++

প্রিয়তে নিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্লাস এবং প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ঞ অসাধারন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মাঝে মাঝে আত্মহত্যার গন্ধে আসলেই নেশা লাগে......

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাঝেমাঝে !

ধন্যবাদ তুহিন ভাই

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমকে যাই । ভাবনার গভীরতায় আকুল হই । মনে হয়, কি যেনও হয়নি কতকাল । কেনও??

অনেক ভালো লাগা, সবসময়ের মতোই, ছোট ছোট কথাগুলো ধাক্কা দিয়ে যায় !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কি যেনও হয়নি কতকাল

আপনার কমেন্টেও ভালো লাগা!

অনেক দিন পরে দেখলাম আপনারে!

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

মশিকুর বলেছেন:
আত্মহত্যার সুগন্ধ বড়ই চমৎকার, রোমাঞ্চকর। বাড়বার এই রোমাঞ্চ অনুভব করতে আত্মহত্যা না করাই ভালো :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে না ভাই আত্মহত্যা করার মত এত সাহস আমার নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.