নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

তিন লাইনের গপ-০১

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

শাড়ি

দুই বছর আগে বড় মেয়ের জন্মদিনে তাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। গত বছর একটা ত্বক ফর্সাকারি একটা ফেয়ারনেস ক্রিম কিনে দিলাম। এই বছর শাড়িটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে।



পতাকা

পতাকা দিয়ে আজকাল আমি হাঁড়ি-পাতিল, ঘর-দুয়ার মুছি। মাঝেমাঝে সাহেবের জুতাও মুছে দেই। একদিন এই পতাকার জন্য জীবন বাজী ধরে যুদ্ধে গিয়েছিলাম।



ঝালমুড়িওয়ালা

ভাগ্যিস যুদ্ধে গিয়ে গুলি খেয়েও বেঁচে গিয়েছিলাম। তা না হলে আজকে আমার সংসার কেমন করে চলত। সাধারণ মানুষও আমার ঝালমুড়ির স্বাদ থেকে বঞ্চিত হত।



পরহেজগার

একদিকে আমার কম্পিউটারের হার্ডডিস্কের এক তৃতীয়াংশ ফাইল পাসওয়ার্ড দেয়া থাকে। রাত যত গভীর হয় ততই আমার কম্পিউটারের পাসওয়ার্ড দেয়া ফাইলগুলা ওপেন হতে থাকে। অন্যদিকে আমার বাবা মা চান আমিও যেন তাদের মত পরহেজগার মানুষ হই।



জায়নামাজ

একটা জায়নামাজ আমার দাদী আমার মাকে দিয়েছিলেন। আমার মা সেটা আমার বউকে দিয়েছেন। আমার বউ সেটা তার ছেলের বউকে দেয়ার প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও দিতে পারেননি।

মন্তব্য ১৩১ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৩১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

শুঁটকি মাছ বলেছেন: ইদানীং ব্লগে তেমন গল্প পড়া হয়না। তবে আপনার এই তিন লাইনের গল্পের থিম আসলেই ভালো লাগে। সবচেয়ে ভাল হয়েছে শাড়ি গল্পটা!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: বলছিলাম না এইটা নিয়া একটা সিরিজ করবো! সেই চেষ্টা শুরু করছি! দেখা যাক কত দুর যাইতে পারি!

আপনার ব্লগ কিন্তু এখনও খালি

জলদি ব্লগ ভরে তুলেন

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সবগুলো গল্পই ভালো লাগলো,
বিশেষ করে ১ আর ৪ ।

অনেক ভালোলাগা।
ভালো থাকুন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় ধন্যবাদ

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

মাইন্ড ট্রাভেলার বলেছেন: চমৎকার্।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: সবগুলোই সুন্দর, তবে প্রথম গল্পটা খুব টাচি! কালো মাইয়া কালো বইলা..

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

বোধহীন স্বপ্ন বলেছেন: বড়ই ট্রাজিক কাহিনী!! শেষের দুইটা জানি কেমন হইয়া গেল...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে ভালো লাগা!

সেই কেমনটা একটু ডিটেইলস জানলে হয়ত সেটা নিয়া একটু ভাবা যেত!

ধন্যবাদ আপনাকে

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

অরুদ্ধ সকাল বলেছেন: ২.৩ দারুন অনুভুতি দিয়েছে। ছোট হোক তবু তার আলো যেন ছুয়ে গেল

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সকাল ভাই

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব থিম ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার ফরম্যাট। প্রথমটা অসাধারণ। এই টাইপ গল্প লেখার ক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা যেতে পারে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে ইন্সপারেশন আছে!

অনেক ধন্যবাদ আপনাকে

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

সাজিদ কবির বলেছেন: সত্যি খুবই ভালো লিখেছেন । তিন লাইনেই প্রায় সকিছু বুঝিয়ে দিয়েছেন । ভালো লাগলো :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় অনেক ধন্যবাদ

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

মুদ্‌দাকির বলেছেন: ভালোই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো থিম

পতাকা ভালো লাগলো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন গল্প। দারুন আইডিয়া।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

নিশাত তাসনিম বলেছেন: শাড়ি
দুই বছর আগে বড় মেয়ের জন্মদিনে তাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। গত বছর একটা ত্বক ফর্সাকারি একটা ফেয়ারনেস ক্রিম কিনে দিলাম। এই বছর শাড়িটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

ভারসাম্য বলেছেন: ভালই। ৪ নংটার অনেক রকম অর্থ হতে পারে বলে ওটাই বেশি ভাল লাগল। ১ নংটা হৃদয়ছোঁয়া।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

দিবা স্বপ্ন বলেছেন: প্রতিটি অনুগল্প অসাধারন হয়েছে। আমাদের সমাজ ব্যবস্হার ভূল গুলো ধরিয়ে দিয়েছে। পোস্টে প্লাস।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতিটাই ভাবনার খোরাক যোগানোর জন্য যথেষ্ট !
সত্যি চমৎকার ফরম্যাট !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস স্বপ্নবাজ

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

বশর সিদ্দিকী বলেছেন: দারুন তো। মাত্র তিন লাইনে অনেক কিছু চলে এসেছে। অনেক ভাল লাগল গল্পগুলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় ধন্যবাদ

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: তিন লাইনের গল্প ভাল লেগেছে ভাইয়া :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

অপ্রচলিত বলেছেন: দারুণ সৃষ্টিশীল সব তিন লাইনের গল্প। খুব ভালো লাগলো পড়তে। ++++++++++++++++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় ধন্যবাদ

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
তিন লাইনের গল্প এই প্রথম দেখলাম!
দারুন গল্প। দারুন হয়েছে ..

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: চমৎকার ! প্রতিটি সুন্দর হয়েছে। থিমটা ভাল লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ১ নংটা নিখুঁত।
২, ৩ এসে দুঃখছোঁয়া পরোক্ষ বিদ্রুপ পেলাম।
৪, ৫ ও ভাল হয়েছে।

এই ফরম্যাটটা দারুণ কিছু আইডিয়ার যোগান দিতে পারে। সিরিজ করবেন আশা করি। অপেক্ষায় রইলাম।

শুভেচ্ছা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সিরিজ করার ইচ্ছা আছে। দেখা যাক কতদুর করা যাওয়া যায়!

ধন্যবাদ আপনাকে

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

সায়েম মুন বলেছেন: প্রথমটা টাচি। বাকীগুলোও দুর্দান্ত। নতুন একটা ফরম্যাট জানা হলো। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

কয়েস সামী বলেছেন: ভালো আ্ইডিয়া। প্রথমটা গ্র্যাট! শেষেরটা ঠিক বুঝে উঠতে পারিনি। আসল কারনটা কী?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: কারণ অনেক হতে পারে যেমন আমার সমাজ ব্যবস্হা অবক্ষয়, হতে পারে আমাদের কালচারাল অবক্ষয়, হতে পারে আামদের উচ্চ বিলাসী, ভোগ বিলাসী জীবন যাপন ইত্যাদি ইত্যাদি! তাছাড়া জেনেরেশন গ্যাপ তো আছেই।

এখন পাঠক হিসাবে যে যেভাবে নিবে, সেরকমই মিনিং হবে!

ধন্যবাদ আপনাকে

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হয়েছে! প্রথমটা তো খুবই টাচি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

কিছুটা অসামাজিক বলেছেন: শাড়ি আর পরহেজগার, এই দুটা ভালো লাগছে। সবথেকে যা ভালো লাগলো প্রতিটা একটা আরেকটা থেকে আলাদা, ইউনিক থিম ভাই। অসাধারন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় অনেক ধন্যবাদ

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

টুম্পা মনি বলেছেন: অন্যরকম। পড়ে খুব ভালো লাগল। :D :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮

সানফ্লাওয়ার বলেছেন: ওরেব্বাস !!! কেমনে ? কেমনে লিখলেন ভাই!
লা জবাব

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথমে খাতায় কলম দিয়া লেখছি, তারপর সেটা কিবোড দিয়া কম্পোজ করছি :P

আপনাকে অনেক ধন্যবাদ

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০২

নাজিম-উদ-দৌলা বলেছেন: থিমটা ডিফারেন্ট। ভাল হয়েছে। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৪

আমিই মিসিরআলি বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতিটাই ভাবনার খোরাক যোগানোর জন্য যথেষ্ট !

প্রত্যেকটাই


আর অবশ্যই সিরিজ চালু থাকবে, আরও চাই :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্লাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২১

আমি রেদওয়ান বলেছেন: চমৎকার

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

ভারসাম্য বলেছেন: আমি ৫নং ( জায়নামাজ) এর কথা বলতে ৪ নং বলছিলাম। :P

৪নং টাও ভালই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ৪নং টা ভালো লাগাও ধন্যবাদ ভাই :)

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

মায়াবী ছায়া বলেছেন: অসাধারণ লিখেছেন। ছোট গল্পের গভীর ভাবটা বিশাল এখানেও তাই প্রকাশ পেয়েছে।। মুগ্ধতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সবক'টাই চমৎকার লাগসে, এর মধ্যে ১ বেস্ট।৫ মাথা হালকা করসে ||

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

এম মশিউর বলেছেন: আইডিয়াটা চরম! শাড়ি বেশি ভালো লেগেছে; বাকিগুলোও চমৎকার!


সিরিজ চলবে.। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: সিরিজ চালানোর ইচ্ছা আছে :)

ধন্যবাদ আপনাকে

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

শরৎ চৌধুরী বলেছেন: ব্রিলিয়ান্ট!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এই রকম তিন লাইনে আসতো গল্প বলা যায়, তাও এতো সুন্দর করে জানতাম না । দুর্দান্ত একটা আইডিয়া । চালিয়ে যান, একটা দারুন ট্রেন্ড দাঁড়িয়ে যেতে পারে ।

আর গল্পের ব্যাপারে বলবো, প্রথম গল্পটা এতো বেশি টাচ করে গেছে যে ওটার রেশ অনেকক্ষণ থেকে যায় । দ্বিতীয়, গল্পটা আঘাত করে । তৃতীয়টাও । চতুর্থটা এসে একটু ফিকে হয়ে যায় । কারণ, আগের তিনটি গল্পে শেষ লাইনটাতে কি আসবে সেটা একটা চমক হিসেবে ছিলো এই গল্পে আগেই অনেকটা অনুমান করা যায়, দ্বিতীয় লাইনটাও । আর পঞ্চম গল্প, ভালো লাগে কিন্তু প্রথম তিনটার মতো না কারণ প্রতিটা গল্পে একটা স্পেসিফিক ফিনিশিং আছে কিন্তু এই গল্প পাঠককে বিভ্রান্ত করে, প্রশ্ন জাগায় "কেনও"??

সব মিলিয়ে, অন্যরকম একটা প্যাকেজ , অনেক ভালো লেগেছে । পরের গল্পগুলোর অপেক্ষায় থাকলাম আগ্রহ নিয়ে । ভালো থাকবেন । :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: একদম পারফেক্ট এনালাইস! ১০০ তে ১০০! লাইকড ইট!

গোপন কথা কই শুনেন, এরকম গপ লেখা খুবই কঠিন লাগে, তাছাড়া অনেক টাইমও লাগে। তবে লেখার পরে একটা অন্যরকম আনন্দ লাগে। যে আনন্দ বড় লেখার পর পাই না :)

সিরিজ চালানোর ইচ্ছা আছে কিন্তু বুঝতাছি না কতদুর এগুতে পারবো!

ভালো থাকুন আর এরকম চমৎকার সব কমেন্ট করুন :)

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! অসাধারণ! শুধু কবিতা পড়বো পড়ে ঢুকেছিলাম ব্লগে! আপনার শাড়ি গল্পটা হ্যাঁচকা টান মেরে পোস্টে ঢুকালো, থ মেরে গেলাম, এতো অল্প কথায় এতো কিছু বলতে পারা! স্যালুট লন!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ বাঁশিওয়ালা

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

আরুশা বলেছেন: অন্যরকম গল্প এর ফর্ম। বেশ ভাললাগলো +++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: পতাকা গল্পে "অথচ" শব্দটা মুঝে দিন। অন্যরকম ব্যঞ্জনা পাবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: জি কেটে দিলাম!

ধন্যবাদ আপনাকে

৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: শাড়ি আর জায়নামাজ ফাটাফাটি...............
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই

৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

গোর্কি বলেছেন:
খুব অল্প কথায় ভাবের অসাধারণ প্রকাশ!
ভালো লেগেছে পাঠে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

অনেক দিন পর আপনাকে দেখলাম

৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

চিরতার রস বলেছেন: চমৎকার আইডিয়া আর উপস্থাপনা। চলতে থাকুক।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করি চলবে!

ধন্যবাদ আপনাকে!

৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

মোঃ ইসহাক খান বলেছেন: ভাবনাগুলো দারুণ। তবে আরেকটু সরসতা আসতে পারতো।

অনেক শুভেচ্ছা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরেকটু সরসতা আনতে হলে লাইন বাড়াতে হবে।লাইন বাড়ালে তো সেটা আর তিন লাইন থাকবেনা :)

বড় গপ হলে সরসতা আনার চেস্টা করতাম, কিন্তু এই লেখায় চেস্টা করলেও সরসতা আনতে পারবোনা। তাই দুঃখিত গল্পকার!

ধন্যবাদ আপনাকে

৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

রূপা কর বলেছেন: অল্প কথায় ভাবের অসাধারণ প্রকাশ! ++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এ কেমন কথা.. এত ভাবনা কোথা থেকে এল.. আসলেই তো সব সত্যি.. খুব সত্যি...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

অদৃশ্য বলেছেন:





মাসুম ভাই

মুগ্ধ হয়েছি...



শুভকামনা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই

৪৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলোই ভালো লেগেছে, তবে শাড়ি ও জায়নামাজ আমার খুব বেশি ভালো লাগলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

জুন বলেছেন: সবগুলোই সুন্দর, তবে প্রথম গল্পটা মন ছুয়ে গেল মাসুম ।
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জুনাপু

৫০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

ঝিনুক ওয়াজিহা বলেছেন: চমৎকার আইডিয়া! সব কয়টা ভাল হয়েছে। প্রথমটা তো অসাধারণ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: মাসুম ভাই....

তিন লাইনের গপ গুলো নিয়ে তো হাজার হাজার লাইন লেখা যায়.......


ভালোলাগা............

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক বলছেন হাজার লাইন লেখা যায়!

ধন্যবাদ ভাই

৫২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

মশিকুর বলেছেন:
চমৎকার ভাবনা +++

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৫৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: প্রথম আর শেষের টা বেশি ভাল লেগেছে , চমৎকার কনসেপ্ট । তিন লাইনের গল্প কিন্তু অনেক কথা বলা হল ।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫৪| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

জিনিয়াস ++++++ দুর্দান্ত

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৫৫| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

বৃতি বলেছেন: তিন লাইনের গপগুলো বেশ ভাল লাগল :)

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫৬| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১১

মাহমুদ০০৭ বলেছেন: ১ নংটা নিখুঁত , অসাধারণ ।

২ নংটা ডায়ালগের মত লাগছে , গল্প হিসেবে না ।


৫ নংটা র শেষ লাইনের কারণে একটা বহুমাত্রিক ব্যঞ্জনা পেয়েছে ।
ভাল লেগেছে ।

ভাল থাকুন মাসুম ভাই


৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: তিন লাইনে পুরা একটা গপ বলা খুব কঠিন ভাই :)

আপনার ভালো লাগায় ধন্যবাদ

৫৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার তিন লাইনের গপ-০১ ও ০২ পাঠ করলাম ৷ ০১ অসাধারণ ০২ সন্তুষ্ট না ৷ যদিও তিন লাইনে বড় প্রেক্ষাপট বেঁধে রাখা কঠিন তবু আপনি অনেকটাই সফল ৷ পাঠকের কল্পনার ভাবনায় কিন্তু লতায় পাতায় অনেকটাই বিস্তৃতি লাভ করে ৷ ধন্যবাদ ৷










আপনার লেখাগুলো নিয়মিত পড়া হয় ৷

০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টা লাইক হইছে। আমার লেখা নিয়মিত পড়েন জেনে সত্যি খুব খুশি হইছি।

অনেক ধন্যবাদ আপনাকে

৫৮| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩০

আকিব আরিয়ান বলেছেন: প্লাস

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৫৯| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

হানিফ রাশেদীন বলেছেন: আমি, মাসুম ভাই, আমার মতো করে একটা কথা বলি, ''আমার বউ সেটা তার ছেলের বউকে দেয়ার প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও দিতে পারেননি।'' এই লাইনটা ''আমার বউ সেটা তার ছেলের বউকে দেয়ার জন্য সযেত্ন আলমারীতে তুলে রেখেছে।'' এমন হলে কেমন হয়!

কিছু মনে করবেন না আবার। এমন হলে পুরোটা আমার কাছে সুন্দর মনে হচ্ছে, তাই বলার লোভ সামলাতে পারলাম না।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে যেটা বলছেন সেটা অনেক সুন্দর হয়েছে! তবে এই গপে আমি একটা চরম নির্মম এবং বাস্তব চিত্র তুলে ধরতে চেয়ছি। যে চিত্রে আমাদের সমাজের একটা নির্মম এবং বাস্তব মেসেজও দিতে চেয়েছি। আপনার মত করে শেষ করলে সেই মেসজটা মিস হয়ে যাবে।

অনেক দিন পরে আপনাকে দেখলাম। দেখে অনেক ভালো লাগলো

৬০| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নির্বাক। সত্যি নির্বাক। প্রতিটিই ভাবায়... ভাবতে বাধ্য করে।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ পুরান লেখা পড়া এবং কমেন্ট করার জন্য

৬১| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১

হানিফ রাশেদীন বলেছেন: মাসুম ভাই, প্রতিকথা'র জন্য এই সিরিজ থেকে কিছু গল্প আমার ফেবুর মেসেস বস্কে বা মেইলে দিয়েন। ঈদের পরেই বের হবে।

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবশ্যই ভাই! ২/১ দিনের ভিতরে দিয়া দিবো

৬২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:

কিছু বলার ভাষা খুজে পাচ্ছিনা।

চরম

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৬৩| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: অনেকদিন পর হলেও এই সিরিজ শুরু করলাম :)

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৬৪| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২

আমি তুমি আমরা বলেছেন: প্রত্যেকটা গল্পই চমৎকার হয়েছে। প্রথম গল্পটা খুবই টাচি। ২ আর ৩ পড়ে মন খারাপ হয়েছে।এক প্রজন্মের শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্য সম্মান আমরা দিতে পারিনি- এটা পুরো জাতির ব্যর্থতা।

তবে পরহেজগার গল্পটা পড়ে হাসতে হাসতে শেষ। লেখকের হিউমার অসাধারন।

পোস্টে ভাল লাগা রইল। :)

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৬৫| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

বোকামানুষ বলেছেন: পোস্টগুলো পড়েছি আগেই কিন্তু তখন মন্তব্য করতে পারিনি

একদম কঠিন বাস্তবতা

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: দেরিতে হলেও কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৬৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: তিন লাইন করে করে পাঁচ পাঁচটি গল্প খুব সুন্দর করে বলে গেলেন।
শাড়ি গল্পটা মন ছুঁয়ে গেল, জায়নামাজও খুব ভাল লাগলো।
পোস্টে দ্বাদশ ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.