নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

পুরানো সে সব ঈদ স্মৃতি বায়স্কোপের পর্দায় ভেসে উঠে

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

দিনে দিনে আমি একজন একা এবং নস্টালজিক টাইপের মানুষ হয়ে উঠছি। ইদনিং বেশীর ভাগ সময়ই নিজেকে নিয়ে খুব ভাবি, আর মাঝেমাঝে চোখ বন্ধ করে জীবনের সুন্দর স্মৃতিগুলোর বায়স্কোপ দেখি। সেই বায়োস্কুপের পর্দায় জীবনের শতশত স্মৃতির সাথে-সাথে আমার পুরানো সে সব ঈদের স্মৃতিও ভেসে উঠে।



এখনও মনে আছে দলবেঁধে সন্ধ্যার পর ঈদের চাঁদ দেখতে যেতাম। কে কার আগে চাঁদ দেখবো সেই প্রতিযোগিতায় পলক না ফেলে পশ্চিমের আকাশে চেয়ে থাকতাম। কোন কারণে চাঁদ দেখা না গেলে মন খারাপ করে ঘরে ফিরতাম, আর চাঁদ দেখা গেলেতো আমাদের আনন্দ কে দেখে, হৈ চৈ হই-হুল্লোড় করে বাড়ি ফিরতাম। খুশিতে আর টেনশনে রাতে ঘুম হত না। টেনশনটা ছিল কে কার আগে সকালে পুকুরে গোসলে নামবো। খুব ভোরে দলবেঁধে বাড়ির বড় পুকুরে গোসল করে, নতুন কাপড় পড়ে ঈদগাহে নামাজ পড়তে যেতাম। নামাজ পড়া শেষে বাড়ি ফিরে বিভিন্ন রকমের পিঠা খাওয়া হত।পাড়া প্রতিবেশীদের ঘরে গিয়ে আবারও খাবার। দুপুরের দিকে শুরু হত মার্বেল খেলা। ঈদের দিন কার সাথে মার্বেল খেলবো সেটা কিন্তু আগে থেকে ঠিক করা থাকতো। সময় এবং জায়গা-মত গেলেই মার্বেল খেলার সাথীকে পেয়ে যেতাম। বিকেলে থাকতো ফুটবল ইভেন্ট, পাশের গ্রামের সাথে, সেটাও আগে থেকে ঠিক করা থাকতো। যে ঈদে বিকেলে ফুটবল খেলা না থাকতো সে ঈদে সাদাকালো টিভিতে বাংলা সিনেমা দেখতাম।



তারপর বড় হলাম, শহরে চলে গেলাম। বন্ধু-বান্ধব হল, চাহিদা, টেস্ট, আবেগ সব বদলে গেল। সাথে ঈদের আনন্দের ধরণও বদলে গেল। সন্ধ্যা পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শপিং করা ছিল ঈদের কিছুদিন আগের নিয়মিত রুটিন। খুব আয়োজন করে খুব কাছে বন্ধুদের ঈদ কার্ড দিয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম। ঈদের আগের রাতে ফাইনাল শপিং করে সেলুনে গিয়ে চুল কেটে বাসায় ফিরতে ফিরতে মাঝরাত পেরিয়ে যেত। সকালে উঠে নামাজ পড়ে আসার পর লাচ্চি, সেমাই, পিঠা,পায়েস, কোর্মা, পোলাও খেতাম। খাওয়া দাওয়ার পরে বসতাম গান শুনতে, ঈদে বের হইয়া যত এলবাম কিনতাম একে একে সব শুনতাম। গান শুনে-শুনে সব ঈদ মেসেজের রিপ্লাই করতাম। বিকেলে বের হতাম বন্ধুদের সাথে মোটর সাইকেলে চক্করে। চক্করে শহরের বাহিরে কোথাও যাওয়া হত। সন্ধ্যার মধ্যেই ফিরে আসতাম। ফিরে এসে একে একে সব বন্ধুদের ঘরে দলবেঁধে যেতাম। রাতে বাসায় ফিরে ঈদের অনুষ্ঠান দেখতে বসতাম।



তারপর চলে আসলাম বিদেশে। বিদেশে আসার পর ঈদটা কেমন পানসে হয়ে গেছে। কোনদিকে ঈদ আসে আর কোনদিকে ঈদ যায় সেটা ভালো করে বোঝতেই পারিনা। সকালে ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়তে যাই। তারপর সারাদিন বাসায় টিভি দেখেই কেটে যায়। মাঝেমাঝে ঈদের দিনও কাজ থাকে, তাই ঈদের জামাত পড়ে এসে কাজে চলে যেতে হয়। শনিবার বা রবিবারে ঈদ হলে পরিচিত দুই একজন বাসায় বেড়াতে আসেন, আমরাও বেড়াতে যাই। এখন আর কাউকে ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়না। সবাইকে ভার্চুয়ালি ফেইসবুক, হোয়াটস আপের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। তবে বাংলাদেশের ঈদ মিস করি, ঈদগাহে নামাজ পড়ার পর কোলাকোলি মিস করি, খাবার-দাবার মিস করি, বন্ধুদের সাথে শপিং মিস করি। তারপরেও কেন জানি উদগ্রীব হয়ে বসে থাকি কখন ঈদ আসবে। তারপরেও অপেক্ষায় থাকি কখন বাংলা টিভিতে শুনবো কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী ঈদের গান - ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।



ঈদের মত উৎসবগুলোর কারণেই আমাদের জীবনটা মাঝেমাঝে অন্যরকম সুন্দর হয়ে উঠে। তাই আমাদের জীবনে ঈদের মত উৎসবগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। সবার ঈদ যেন কাটে খুব আনন্দে,খুব মজায়,খুব খুশিতে,খুব ফুর্তিতে! যে যে জায়গায় আছেন সে জায়গায়ই নিজের মত করে উপভোগ করুন ঈদ আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:২৮

সুমন কর বলেছেন: আপনার স্মৃতিগুলোর বায়স্কোপ দেখে, মানে পড়ে খুব ভাল লাগল। তা কোন বয়সে মার্বেল খেলতেন?

আমি নিজেও প্রতিটি উৎসবকে মিস করি। তবে নিজের আবেগ বাহিরে প্রকাশ করি না।

আর আপনি তো, এমনিই দেশের বাইরে থাকেন। প্রিয়জনকে ছাড়া যে কোন আনন্দই বৃথা। সেটা যদি, আবার ঈদ হয় তাহলে কষ্টের পরিমাণ আরো বেশী।

চান রাতে নজরুলের সে গান শোনার জন্য আমিও অপেক্ষায় থাকি।

ভাল থাকবেন। ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি অনেক বড় হয়েও মার্বেল খেলছি, সেভেন/এইট পর্যন্ত তো রেগুলার খেলছি :)

ঈদ মোবারক

২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: যেহেতু ঢাকায় জন্ম,এবং বড় হয়ে উঠাও তাই গ্রামের আনন্দ ঠিক বুঝতে পারি নি।
কিন্তু গুল্লি বা ডাংগুলি খেলার কথা এখনো ভুলে যাই নি। আর একটা ছিল,জামা-কাপড় লুকিয়ে রাখা ঈদের জন্য।।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেগুলা আসলে ভুলার মত না.....

আপনাকে ইদের শুভেচ্ছা!

ইদ মোবারক!

৩| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর স্মৃতি চারণ ।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার ব্লগীয় বায়স্কোপে দেখলাম এক সুন্দর ঈদ। ঈদের শুভেচ্ছা মাসুম ভাই।

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা

৫| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮

মামুন রশিদ বলেছেন: পুরনো দিনের ঈদের কথা পড়ে নস্টালজিক হলাম । সালামি যা পেতাম মার্বেল আর তাস খেলেই তা উড়িয়ে দিতাম ।

ঈদের শুভেচ্ছা প্রিয় মাসুম ভাইজান ।

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আহারে সেই মার্বেল খেলার দিনগুলা কই গেলো!!

আপনারেও ঈদের শুভেচ্ছা ভাইজান!!

৬| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫

হাসান মাহবুব বলেছেন: ঈদকার্ডের কথা মনে করিয়ে দিয়ে নস্টালজিক বানায় ফেললেন। কত কী হারিয়ে ফেলছি বয়স বাড়ার সাথে সাথে!

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন বয়স বাড়ার সাথেসাথে কত কিছু হারিয়ে যায় আমাদের জীবন থেকে :(

৭| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক মাসুম ভাই! আহা ঈদ!

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঈদ মোবারক

৮| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:১২

না পারভীন বলেছেন: ভাইয়া, কেমন একটা মন খারাপ ছুঁয়ে গেলো। যত দূরে থাকুননা কেন, ভাল থাকুন। ঈদের শুভেচ্ছা :)

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনেও ভালো থাকুন

৯| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ঈদকার্ড!

ভাল লাগল স্মৃতিচারনা।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

১০| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:৩৩

এহসান সাবির বলেছেন: আমার কাছে পুরানো ঈদ কার্ড এখনো আছে।


শুভেচ্ছা।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার কাছেও অনেকদিন ছিল, কিন্তু এখন আর নেই!

আপনাকেও শুভেচ্ছা

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঈদ মোবারক ভাই। যদিও বিলম্ব বেশ :)

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারেও বিলম্বিত ঈদ মোবারক :)

১২| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

হানিফ রাশেদীন বলেছেন: প্রতি দিনই আপনার জীবনে ঈদ হয়ে আসুক।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারও তাই হউক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.