নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

গল্প কথক

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

কিছু কিছু মানুষের জীবনে কিছু ব্যতিক্রমী শখ থাকে। ঠিক তেমনি আমারও একটা শখ আছে। মানুষের জীবনের গল্প সংগ্রহ করে সে গল্প ছড়িয়ে দেয়া। আমার এই শখের কারণে অনেকে আমাকে গল্প-কথক হিসাবে চিনে। মানুষের গল্প সংগ্রহ করতে গিয়ে আমি পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছি। কত অচেনা অজানা বিচিত্র সব মানুষের সাথে দেখে হয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে গল্প সংগ্রহ করে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে দিয়েছি।কিন্তু কিছু গল্প আমি কোনদিন কাউকে বলিনি, নিজের কাছে গোপন করে রেখে দিয়েছি। বলিনি যে সেটা কিন্তু ইচ্ছাকৃত না। না বলার কারণ ছিল এই গল্পগুলা বললে মানুষ হয়ত সেটা বিশ্বাস করত না। এরকম কিছু অবিশ্বাস্য গল্প ক্রমানুসারে আপনাদের সাথে শেয়ার করব।



গল্প এক:



পড়ন্ত বিকেলে রাশিয়ার মস্কোর রাস্তায় হাঁটছি। সেদিন ছিল ফ্রাই ডে, তাই শহর প্রায় ব্যস্ত হয়ে উঠছে। বিশেষ করে শহরের বার, রেস্তরাঁ, ক্লাবগুলা ফ্রাই ডে নাইটের উম্মাদনায় জীবন্ত হয়ে উঠে। হঠাৎ দেখলাম একটা বারের সামনে একটা ব্যান্ড দল গান করছে আর কিছু মানুষ দাঁড়িয়ে তাদের গান শুনছে। আমিও তাদের পাশে দাঁড়িয়ে পড়লাম। আমার পাশে একটা লাল সুটকেস হাতে চাইনিজ এক ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন সুটকেসটা আবার পলিথিন দিয়ে বাঁধা। চাইনিজ বললাম কারণ লোকটার নাক চায়নিজদের মত বোচা ছিল। তাই অনুমান করে নিলাম লোকটা চাইনিজ হবে। সেই চাইনিজ লোকটা রুশ সুন্দরী ভোকালিস্ট মেয়েটার কণ্ঠের প্রশংসা করে যেচে-যেচে আমার সাথে কথা বলা শুরু করে দিলেন। আমি কিছুটা অবাক হলাম। আমার অবাক হওয়ার কারণ হল আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি চাইনিজরা খুব সহজে কারো সাথে মিশে না বা কারো সাথে সহজে আগ বাড়িয়ে কথা বলেনা। যাই হোক আমিও ভোকালিস্ট মেয়েটার কণ্ঠের প্রশংসা করে তার কথার উত্তর দিলাম। একটা গান শুনার পর আমি হাঁটা ধরলাম। একটু সমানে যাওয়ার পর খেয়াল করলাম সেই চাইনিজলোকটাও আমার পিছে-পিছে আসছে। তার আসা দেখেই হুট করে মাথায় আসলো- আচ্ছা লোকটার জীবনের গল্প শুনলে কেমন হয়। সে কাছে আসার সাথে সাথেই আমি কিছু বলার আগেই সে বলে উঠলো আমি আপনাকে আমার জীবনের গল্প বলতে চাই। আমি কিছুটা থতমত খেয়ে কি বলব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সেই আমাকে বলল- চলেন ঐ সামনের বাস স্টপের বেঞ্চে গিয়ে বসি। আমি অনেকটা রোবটের মত তাকে ফলো করে বাস স্টপে গিয়ে বসলাম। বসার পর সে আমাকে তার পরিচয় দিল। আমি তাকে আমার পরিচয় দিয়ে বললাম আমি একজন গল্প-কথক। আমার শখ হল মানুষের জীবনের গল্প সংগ্রহ করা। আমার মনে হয়েছিল সে এসব শুনে হয়ত কিছুটা অবাক হবে, কিন্তু না তার চেহারায় সেরকম কিছু লক্ষ্য করলাম না।



আমি তার জীবনের গল্প শুনতে চাওয়ার সাথে সাথে সে তার জীবনের গল্প বলা শুরু করে দিল। তার মনোভাব দেখে মনে হয়েছিল হয়ত ব্যতিক্রমী কিছু শুনবো। পুরা গল্প শুনে খুব হতাশ হলাম। কারণ তার জীবনের গল্পে তেমন আলাদা কিছু ছিল না। বিদেশে এসে জীবন সংগ্রাম, প্রেম, বিয়ে-বাচ্চা তারপর বিচ্ছেদ এসব হাবিজাবি।



যাওয়ার আগে সে ফিসফিস করে বলল আমাকে কি কিছু টাকা দেয়া যাবে, বিয়ার খাবো। বিনিময়ে আমার এই সুটকেস তোমাকে দিয়ে দিব। আমি জিজ্ঞেস করলাম সুটকেসে কি আছে। সুটকেসের ভিতর আমার জীবনের সবচেয়ে মুল্যবান এবং সবচেয়ে প্রিয় একটা জিনিসের কিছু অংশ বিশেষ আছে। তার রহস্যঘেরা এরকম উত্তর শুনে কিছুটা অবাক এবং আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম- বিষয়টা আরেকটু খুলে বলেন তো। তারপর সে বলতে শুরু করল-



আজকে দুপুরে চার্চের সামনে আমার একমাত্র ছেলের সাথে দেখা হলো। সে স্কুল থেকে বাসায় ফিরছিল। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম- তোমার মা কোথায়, তুমি একা কেন বাসায় ফিরছো। সে বলল তার মা বলেছে আজকে সে তার এক নতুন বনধুর সাথে দেখা করতে যাবে, তাই তাকে নিতে স্কুলে আসতে পারবেনা। সে যেন একা একা বাসায় চলে যায়। আমি তাকে বললাম তাহলে আমার সাথে চল, তোমাকে কিছু শপিং করে দিব, তারপর তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল। আমি তাকে নিয়ে প্রথমে চার্চে গেলাম, সেখানে একটা বিয়ের অনুষ্ঠানে ছিল। তারপর সেখান থেকে শপিং মলে গেলাম। তাকে তার প্রিয় সব খেলনা কিনে দিলাম! শপিং শেষে সোজা আমার ঘরে চলে আসলাম। ঘরে আসার পর ছেলেটাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল। তাকে বললাম ক্লান্ত লাগলে আমার বিছানায় শুয়ে একটু রেষ্ট নিয়ে নাও। আমি তোমার মাকে ফোন করে বলে দিচ্ছি তুমি আমার সাথে আছ, সন্ধ্যার পর দিয়ে আসবো। সে আমার বিছানায় শুয়ে পড়লো। শুয়ার কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করলাম সে ঘুমিয়ে পড়েছে। আমি তাকে ঘুমের মধ্যে তার হাত পা মুখ খুব শক্ত করে বেঁধে ফেললাম। তরপর তাকে নিয়ে গেলাম রান্নাঘরে। ড্রয়ার থেকে সবচেয়ে বড় ছুরিটা বের করলাম। তারপর টুকরু টুকরু করে তাকে কাটলাম। কাটার পর কিছু অংশ ফ্রিজে রাখলাম আর কিছু অংশ এই সুটকেসে ভরলাম। এখন বের হয়েছি এই সুটকেসটা কোথাও ফেলে দিব। সবকিছু শুনে বুঝলাম লোকটার মাথায় মধ্যে বিরাট কোন ঝামেলা আছে। তাই তার সাথে আর কথা না বাড়িয়ে তাকে দশ ডলার দিয়ে বিদায় করলাম। দশ ডলার দেয়ার পর সে আমাকে সুটকেসটা দিতে চেয়েছিল, কিন্তু আমি নেয়নি। যাবার সময় বলে গেল- আজকের রাতের খাবারটা আমার ছেলের মাংসের কাবাব দিয়ে করব!



রাতে হোটেলের রুমে এসে টিভি দেখছিলাম। হঠাৎ করে একটা ব্রেকিং নিউজ পর্দায় ভেসে উঠল "বাবা'র হাতে নয় বছরের ছেলে খুন"! সেই ব্রেকিং নিউজে দেখলাম সন্ধ্যার সেই চাইনিজ লোকটাকে দেখাচ্ছে। পুরা নিউজ শুনে বুঝলাম- সন্ধ্যার সেই চাইনিজ লোকটাই হচ্ছে নিউজের খুনী বাবা এবং লোকটা আমাকে যে সুটকেসের গল্পটা বলেছিল তা কাটায় কাটায় সত্যি ছিল।

___________________________



টু বি কন্টিনিউ উইথ এ নিউ স্টোরি.....................................।

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০১

আমি ময়ূরাক্ষী বলেছেন: কি সাংঘাতিক গল্প! এমন সাইকোর সাথে দেখা হলো আপনার?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে আমার সাথে তো দেখা হয়নি। দেখা তো হয়েছে গল্প কথকের সাথে :)

পড়ার জন্য ধন্যবাদ

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

মামুন রশিদ বলেছেন: ভয়ংকর গল্প! সিরিজ হবে জেনে ভালো লাগছে, বিচিত্র সব গল্প পড়া যাবে ।

ভালো থাকুন ভাইজান, কলমটা চলতি রাখুন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: জ্বি ভাইজান একটা একটা করে পোস্ট দিব। প্রথমে ভাবছিলাম সব এক সাথে দিয়ে দিব, পরে দেখলাম পোস্ট বেশি বড় হয়ে যাবে। তাছাড়া আলাদা করে পোস্ট দিবে পোস্টের সংখ্যাও বাড়বে। ৫ বছরে মাত্র ১০০ পোস্ট হইছে :)

কলম, কিবোর্ড সবই সবসময় চলতি রাখতে চাই, কিন্তু সময় সুযোগের অভাব হইয়া যায় :)

আপনিও ভাল থাকুন ভাইজান

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২১

অপূর্ণ রায়হান বলেছেন: এটা কি অনুবাদ করা কোন গল্প ভ্রাতা ? ভয়াবহ ! :-&

ভালো থাকবেন :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভ্রাতা, এটা অনুবাদ না। পরিবেশ ইচ্ছে করেই বিদেশি রাখছি। এরকম গপ কেন জানি বিদেশি পরিবেশে ভালো জমে :)

আপনিও ভাল থাকুন

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

ফা হিম বলেছেন: ওরে বাপরে!! অল্পতে শেষ হয়ে গেল যদিও, তবু ভালো লাগল। পরেরগুলোর আশায় রইলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়া এবং কমেন্টের জন্য অনেক ধন্যবাদ!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি গল্প ----------- অতি সুন্দর

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২

মহামহোপাধ্যায় বলেছেন: নতুন সিরিজের গন্ধ পাচ্ছি !! গল্প কথকের বয়ান ভালো লাগলো।



চলুক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই ঠিক সিরিজ না, আলাদা আলাদা কয়েকটা গপ :)


ভালো লাগায় ধন্যবাদ

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

যমুনার চোরাবালি বলেছেন: গল্পটা মজাদার।আপনি ছোট গল্প ভালো লিখেন। তবে কথা হলো এই টাইপের গল্প নাটক আড় মুভি অনেক দেখার ফলে এখন এসব গল্প খুব পানসে লাগে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা ঠিক এই টাইপের গল্প নাটক প্রচুর আছে!

পড়া এবং কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সাইকো মানেই তো সাইকো !
গল্পটার শাখা প্রশাখা আর একটু বাড়ালে আরো জমতো মনে হয় ।
শুভেচ্ছা মাসুম ভাই !

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরও ছোট ছিল, টেনেটুনে একটু বড় করছি! তবে একবার মনে হইছিল গল্পকথক সুটকেসটা নিয়া নিবে ঐদকে মোড় দিয়া দিমু পরে অনেক ভেবেচিন্তে বাদ দিলাম!

ধন্যবাদ স্বপ্নবাজ

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

ইমরান নিলয় বলেছেন: আমিতো ফার্স্টে ভাবলাম আসলেই এমন হইসিলো। সুন্দর। আরো চমকাতে চাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহা এরকম লেখে অভ্যাস হয়ে গেছে, তাই এমনি এমনি চলে আসে!

থ্যাংকস

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: :|| :|| :||

খাইছে । আর যাইয়েন না বেটার কাছে । আপনারে পাইলে এবার কিন্তু আপনে আর আমাগো গল্প শুনাইতে পারবেন না ;);)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে যামু না :)

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:

অসুখী সমাজের অসুস্থ গল্পকথন ৷


দেখা যাক আবার কি শোনান ৷ ভাল থাকবেন ৷

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনিও ভালো থাকবেন

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

অন্ধবিন্দু বলেছেন:
মাসুম,
গল্প কথকের ব্যতিক্রমী শখটি আমরাও আছে বটে। শুভ কামনা রইলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে তো আপনেও গল্প কথক :)

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

টুম্পা মনি বলেছেন: B:-) B:-) B:-) B:-)

বেটা তো বদ কম না। এক পিচ্চি ছেলেকে কেটেকুটে রেখে দিল। আবার বলে খাবে! :( :(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: চরম একটা বদ লোক :)

কমেন্টের জন্য ধন্যবাদ

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: চমৎকার একটি সিরিজ হবে-সাথে অাছি। দারুণ হয়েছে। অামার কাছে, অাপনার যে কোন লেখাই চমৎকার লাগে। প্রতিবারের মতো এবারটিও তেমন হয়েছে। প্লাস।

৪র্থ লাইক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালোলাগায় সব সময় উৎসাহিত হই!

অনেক ধন্যবাদ আপনাকে

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

কলমের কালি শেষ বলেছেন: B:-) B:-) ফেইজবুকে মাঝে মাঝে এই টাইপের পোষ্ট দেখতাম । মানুষ খেকোদের । আর আপনি কিনা !! আমার তো এমনিই ভয় করছে !!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভয় দুর করার জন্য এসব গল্প বেশি পড়ুন, এটাইপের সিনেমা বেশি বেশি করে দেখুন :)

কমেন্টের জন্য ধন্যবাদ :)

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০

রহস্যময়ী তনয়া বলেছেন: আহা! গল্পটার কি ভালো লাগলো বুঝলাম না, কিন্তু বালো লেগেছে যে এটুকু নিশ্চিত। কি ভয়ঙ্কর লোক! মানুষখেকো এক জিনিষ আর নিজের বাচ্চা....! কৌতহলী মন জানতে চায়, গল্পকথক সুটকেসটা নিলে কি হতো! B:-) B:-) B:-)


ভবিষ্যতের গল্পগুলোর জন্য অপেক্ষায় রইলাম.... :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: গল্পকথক সুটকেসটা নিলে কি হতো একবার ভাবছিলাম গল্পটাকে ঐদিকে মোড় দিয়া দিমু, পরে অনেক ভেবেচিন্তে দেয়া হয়নি!

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫১

প্রবাসী পাঠক বলেছেন: ভয়ঙ্কর গল্প।


সিরিজের বাকি গল্পগুলোর জন্য অপেক্ষায় রইলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৭

কথক পলাশ বলেছেন: কথক পলাশ হাজির গল্প শোনার জন্য।
ভয়ংকর অভিজ্ঞতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ কথক পলাশ :)

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এটা গল্প না বাস্তব অভিজ্ঞতা? এরকম সাইকো কেস নিয়ে আগে ডিসকভারি চ্যানেলে একটা প্রোগ্রাম দেখাতো "মেডিক্যাল ডিটেকটিভ" আরও একটা ছিল নাম মনে পড়ছে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা পুরাটাই গল্প, বাস্তবের সাথে বিন্দুমাত্র মিল নাই!!

এরকম সাইকো টাইপের প্রোগ্রাম এখনও অনেক চ্যানেলে দেখায়!

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

ইমিনা বলেছেন: উহ্, কি ভয়ংকর কাহিনী, কি ভয়ংকর।






পরবর্তীতে কিন্তু মজার গল্প চাই /:) /:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: মজার গপ আমিও লিখতে চাই, খুব চাই! কিন্তু শত চেষ্টা করেও লেখতে পারিনা! তবে চেষ্টা অব্যহত থাকবে :)

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

বাংলার পাই বলেছেন: সাইকো সমস্যা। গল্প দুঃখজনক। তবে গল্প হিসেবে চমৎকার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

আমিনুর রহমান বলেছেন:





কি ভয়ানক B:-)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: দারুন গল্প মাসুম ভাই।

চলুক।

তবে অনু গল্প গুলি যেন বন্ধ না হয়ে যায়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনুগপ চলবে.......................... তবে এই গপ এক সময় বন্ধ হয়ে যাবে :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাই!

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

খাটাস বলেছেন: এটা কি সত্যি? :-& :-&
বর্ণনা আর ঘটনা মিলিয়ে অদ্ভুত হয়েছে। ভয় মুলক ভাল লাগল। :|| :||
পরের সিরিজের অপেক্ষায় মাসুম ভাই।

০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: না ভাই এটা সত্যি না, শুধুই গপ!


ভাল লাগায় ধন্যবাদ

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: কমন সাইকো কাহিনী।

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখার পর তো মনে হইছিল কি জানি কি লিখে ফেলছি, েখন আপনার কমেন্টের পর আমার কাছেও কমন লাগতাছে!

তবে এই গপে একটা সত্য ঘটনার ছায়া আছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.