নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

তিন লাইনের গপ-০৪

০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৭

হাত

আমি যেদিন আমার স্ত্রীকে খুন করবো বলে ঠিক করেছিলাম, ঠিক সেদিনই অফিস থেকে আসার পথে রোড এক্সিডেন্টে আমার দুহাত হারালাম! আমার স্ত্রী এখন আমায় মুখে তুলে খাওয়ে দেয়, আমার যাবতীয় প্রয়োজনীয় লেখা লিখে দেয়। এবং আমাকে শান্তনা দেয় হাত নাই ভেবে আমি যেন কখনই কোন রকম হীনমন্যতায় না ভুগি, তার হাতকেই সবসময় যেন আমার নিজের হাত মনে করি।



বান্ধবি-৩

আমি একবার আমার এক খুব কাছের বান্ধবীর প্রেমে পড়েছিলাম। কিন্তু আমার সেই প্রেমের কথা তাকে কখনও বলিনি কিংবা তাকে কোনভাবেই প্রেমের ব্যাপারটা বুঝতে দেইনি। কারণ আমি তাকে আমার জীবন থেকে হারাতে চাইনি।



ডাকপিয়ন

কেমন আছি জানতে চেয়ে অথবা ভালবাসা জানিয়ে আমাকে কেউ কোনদিন চিঠি লেখেনি। আমার সারা জীবনে আমি একটাই চিঠি পেয়েছিলাম। প্রেরক খুব যত্ন করে আমাকে সে চিটিতে লিখেছিলেন- দয়া করে আমার চিঠিটা সঠিক ঠিকানায় সময়মত সঠিক প্রাপকের কাছে পৌছে দিবেন।

ভাত

কাজের বিনিময়ে মালিক আমাকে ভাত দেয়। কাজ করতে আমার খুব কষ্ট লাগে। তারচেয়ে বেশি কস্ট লাগে যখন মালিকের কোন কাজ থাকেনা।



শেষ ইচ্ছা

ঈশ্বর এবং ডাক্তাররা ডেকে নিয়ে বললেন আমি আর মাত্র তিন মাস বেঁচে থাকবো। এটার জানার পর বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম আমি আমার ছেলে, মেয়ে, নাতি, নাতনিদের সাথে আমার জীবনের শেষসময়টুকু কাটাতে চাই! আমার শেষ ইচ্ছা পুরণে বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ তাদের প্রানপন চেষ্টা করছে কিন্তু আমার ছেলেমেয়েদের পক্ষ থেকে তারা কোন রেসপন্স পাচ্ছেনা। !



_________________________

তিন লাইনের গপ-০১

তিন লাইনের গপ-০২

তিন লাইনের গপ-০৩

মন্তব্য ৭২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: প্রথমটা হৃদয় ছুঁয়ে গেল! ডাকপিয়নের কষ্টটাও বুকে লেগেছে ।


অসাধারণ!

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান

২| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: বাস্তবতা বড়ই নির্মম,
বাস্তবতার থাবা হিংস্র বাঘের চেয়েও ভয়ংকর

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমম বাস্তবতা বড়ই নির্মম

৩| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার। মুগ্ধ।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: শেষ ইচ্ছেটা তেমন ভাল লাগেনাই । থিম অনুযায়ি বাক্যের ডেলিভারিটা দুর্বল হয়ে গেছে। একটু অন্যরকম ভাবে লিখলে আমার মনে হয় দারুণ হবে ।

ডাকপিয়ন সবচেয়ে বেশী ভাল লেগেছে । বাকীগুলাও দারুণ - মাসুম ভাইয়ের মতই ।

ভাল থাকবেন ভাই ।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই, আপনার কমেন্টের পর " শেষ ইচ্ছে" এডিট করলাম! যদি কমেন্ট চোখে পড়ে তাহলে জানান দিয়ে যাইয়েন!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে!

৫| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯

আলম দীপ্র বলেছেন: হাত আর ডাকপিয়ন এই দুইটা বেষ্ট !

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৬| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

ডরোথী সুমী বলেছেন: সবগুলোই ভাল লেগেছে। বান্ধবীতে-সম্পর্কটা এমনই হওয়া উচিত, সব আবেগই প্রকাশ করতে নেই। ইচ্ছায়- মনটা খারাপ হয়ে গেল। শুভ কামনা।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ

৭| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩

জুন বলেছেন: ভাললাগলো
+

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

৮| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০২

অপু তানভীর বলেছেন: চমৎকার ! :):)

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস ব্রো :)

৯| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২০

আবু শাকিল বলেছেন: গল্পে ভিতরের সত্তাটা জাগিয়ে দিলেন।

মুগ্ধ হইলাম।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগা একটি সিরিজ।

এক গুচ্ছ +

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ এহসান ভাই

১১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪

রোকসানা লেইস বলেছেন: valo laglo tin line er golpogulo

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১১

মাহমুদ০০৭ বলেছেন: এইবার এক্কেরে ঠিক :)
উকে ।

ভাল থাকবেন মাসুম ভাই ।

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ক্রেডিট পুরাটাই আপনার :)

১৩| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১২

অন্ধবিন্দু বলেছেন:
এই পর্বের গপ জমলো নাহ, মাসুম।
শুভ কামনা রইলো

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: নেক্সট পর্বে আরও চেস্টা থাকবে!

ধন্যবাদ আপনাকে

১৪| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১:২৯

আমি তুমি আমরা বলেছেন: মচতকার :)

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস :)

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমটা সত্যি অসাম মাসুম ভাই। +++

অনেক ভালো লাগে এই তিন লাইনের গপগুলো।

ভালো থাকবেন সবসময়।

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লহায় ধন্যবাদ!

আপনেও ভালো থাকুন!

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই দেখি কষ্টের গল্প ভ্রাতা :( মাইনাস আপনেরে ।


ভালো থাকবেন সবসময় । ঈদের আগাম শুভেচ্ছা :)

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

আপনারেও ঈদের আগাম শুভেচ্ছা :)

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো লাগলো তিন লাইনের গল্পগুলো তবে কয়েকটা বেশ লেগেছে । :)

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭

ইমিনা বলেছেন: ডাকপিয়ন পড়ে মনে দাগ কেটে গেলো। খুব কাছ থেকে ভেঙ্গে যাওয়া স্বপ্নের নিরব যন্ত্রনা অনুভব করলাম নতুন করে।

ভালো থাকবেন। শুভকামনা ...

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর করে বলেছেন খুব কাছ থেকে ভেঙ্গে যাওয়া স্বপ্নের নিরব যন্ত্রনা

আপনিও ভাল থাকুন

২০| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯

জহির ডিজিপি বলেছেন: খুব ভাল লেগেছে

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২১| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১

প্রবাসী পাঠক বলেছেন: হাত, ভাত এবং শেষ ইচ্ছে খুব ভালো লেগেছে।


ঈদের শুভেচ্ছা রইল।

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা

২২| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০২

নিশাত তাসনিম বলেছেন: মাসুম ভাই কি খবর ? গল্প বরাবরের মতোই ভালো লাগলো ।

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো চলে যাচ্ছে! আশা করি আপনেও ভাল আছেন!

গপ ভালো লাগায় ধন্যবাদ

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। অাপনার ধাঁচের। শেষ ইচ্ছা, ডাকপিয়ন এবং হাত অসাধারণ হয়েছে।

৮ম ভালো লাগা।

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় অনেক ধন্যবাদ ভাই

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা, একটু দেরি হয়ে গেল :)

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
এবারের গপ খানিক কম জমলো ৷ মানে ভাবনা কম ৷আগামির জন্য শুভকামনা ৷

উৎসবে পরিজনে ভাল থাকুন ৷

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: নেক্সট টাইম ..........................:)

আপনেও ভালো থাকুন

২৬| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২

ইমরান নিলয় বলেছেন: ডাকপিয়ন বেশি ভালো হইসে।

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

২৭| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ্যালো কেমন আছেন ? বহুদিন পর আপনার লেখা পড়লাম । প্রথম আলো ব্লগের স্মৃতিগুলো আজো তারা করে ফিরে । এমন ই বুঝি হয় সবাই চেলে যায় । কেউ ফিরে কেউ ফিরে না । শুধু যা্য় আর যায় ।

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: জ্বি ভালো আছি! আশা করি আপনেও ভালো আছেন!

সুন্দর করে বলেছেন! যদি আলো ব্লগের নিকটা উল্লেখ করলে হয়ত চিনতে সুবিধা হত!

২৮| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

বোকামানুষ বলেছেন: দারুণ একটা সিরিজ চলছে অল্প কথায় অনেক কিছু

ছোট গল্পের চেয়েও ছোট জুনিয়র ছোট গল্প B-)

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছোট গল্পের চেয়েও ছোট জুনিয়র ছোট গল্প :) :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ! আপনাকে অনেক দিন পরে দেখলাম!

২৯| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে বরাবরের মতো না।

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্ট মাথায় জমানো থাকলে, পরের লেখার জন্য কাজে দিব !!

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ!

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগল :) :)

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭

চটপট ক বলেছেন: প্রথমটা আর ডাকপিয়নের গল্পটা অসাধারণ লেগেছে :)

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

অদৃশ্য বলেছেন: আপনার মিনি গপগুলো পড়ি আর মুগ্ধ হই... দারুন লেগেছে...


শুভকামনা...

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

৩৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

একলা ফড়িং বলেছেন: প্রত্যেকটা গল্পই ভালো লাগল। গল্প শেষ হয়ে গেলেও ভাবনার রেশ রয়ে যায়!

প্লাস!

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

সকাল হাসান বলেছেন: শেষ ইচ্ছাটা মর্মস্পর্শী!

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: খুব খারাপ এভাবে পোস্ট না দিয়ে চুপ চাপ থাকা।


আশা করি ভালো আছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো ভাই চলে যাচ্ছে! আশা করি আপনিও ভালো আছেন! পোস্ট দিব দিব করে আলসেমির কারণে দেয়া হয় না! আজ-কালকে মধ্যে একটা পোস্ট দিব ভাবছি!

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: চমৎকার লাগলো! একজন নিপুণ শব্দ-কারিগরের পক্ষেই কেবল সম্ভব মাত্র তিনটা বাক্যে পাঠকের মুড আমূল বদলে দেওয়া।
'ভাত' আর 'ডাকপিয়ন' -এ উত্তম জাঝা!! :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকে অনেক দিন পরে দেখে ভালো লাগলো!

ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.