নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Author Life

মোঃ নুরেআলম সিদ্দিকী

মোঃ নুরেআলম সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

পাষাণ

০৩ রা মে, ২০১৯ বিকাল ৪:০৮

যেমন উত্তাল পাতাল ঝড়ে ভিজিয়ে দেয় পতেঙ্গার জল
তেমন করেই তো ভিজালে, ভিজিয়েছ মন!
কিছু বলিনি তো বলবো না, পুরাও তোমার ইচ্ছের রঙ
ভেবো না, বুঝতে চেয়েও না কতটা তুমি পাষাণ;
আমি তো নির্বোধ বিছিয়ে দিয়েছি শুকনো কাঠ
পোড়াও তুমি, যতক্ষণ না সমাপ্ত হয় অবসাদ!

চোখ মেলে তাকিয়ে দেখো নীলিমার জল
ডুবিয়েছ তো আবার ডুবাও, কিছু জানার নেই প্রয়োজন,
আমি তো নিখাদ সাগরিকা বয়ে চলি আপন গতিতে
বেশ তো পেয়েছো তৃষ্ণা, মিটাও না জলে!

ভুল করো না ভুল ভেবো না এখনো রাগ থমকে দাঁড়ায়নি তোমার
সাইরেন বাজাও, পুলকে উঠো মেনে নিও না অতীতের দাবিদার,
কতটা আকুতিতে বৃষ্টি খেলে শোকার্ত দু'নয়নে
আমি তো অবয়ব সে বিষাক্ত কুণ্ডলি তোমার সানগ্লাসে!

এখনো তো মরিনি, বেঁচে আছি বেশ
মরণ পানের সুধায় জমিয়ে রেখেছি বিষ,
কিছুটা দহনে আবার কিছুটা নীরব আর্তনাদ
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও অবয়ব শেষ নিশ্বাসে, শেষ কাফনের রাত!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৪:৪৫

অর্পিতা মন্ডল বলেছেন: প্রথম পাতায় দেখলাম, বেশ ভালো লাগলো কিন্তু মন্তব্য নেই দেখে ফাঁকা লাগলো। বেশ ভালো লিখেছেন। শেষ লাইনটি অনেক কিছু বলে গেল।

২| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:২৬

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা!

৩| ০৩ রা মে, ২০১৯ রাত ১১:৪২

আকতার আর হোসাইন বলেছেন: আমি তো নিখাদ সাগরিকা বয়ে চলি আপন
গতিতে
বেশ তো পেয়েছো তৃষ্ণা, মিটাও না জলে!

বাহ! চমৎকার। তবে আমার প্রশংসায় ভেসে যাবে না। আমি কবিতার অতশত বুঝি না। কবিতা পড়তে ভাল লাগে বলেই পড়ি।

অশেষ শুভকামনা আপনার জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.