নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n আমি একটা ঝড়ের নাম , \n

আলম দীপ্র

রক্তচোষা বাতাসের মাঝে স্বপ্ন চাষ !

আলম দীপ্র › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন অক্টোবর -২০১৪

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭





{অনিবার্য কারণে মাস শেষ হওয়ার আগেই সংকলন পোস্টটি প্রকাশ করতে হল । তার জন্য ক্ষমা চাই । আর অবশ্যই পরবর্তী কবিতাগুলো এখানে দেওয়া হবে । আপনাদের সহযোগিতা কাম্য । আপডেট করা হবে}



"যদি হারায়ে যাও ,

খুঁজে নেব ।

যদি খুঁজে পাই ,

তবে হারাতে না দেব । "



শুরুতেই অল্পবিস্তর কাব্য করলাম ! কাব্য আমার দ্বারা হয় না । কিন্তু কবিতা হচ্ছে আমার প্রেমিকা যার সাথে কখনও আমার বিচ্ছেদ হবে না । আমার কাছে পৃথিবীর সব কবিতাই এক । মনে হয় যেন একেকজন একেক পোষাকে কবিতাকে নিয়ে আসে । আগে অনেকে এই দায়িত্বটি নিয়েছেন এবং সঠিকভাবে পালন করেছেন । প্রথম ব্লগার কাণ্ডারি অথর্ব আর একজন আরমান হাত ধরে আমরা পাই এই সংকলনের ধারণা । তারপর সপ্নবাজ অভি আর এম. এ. হায়দারের হাত হয়ে আমার নড়বড়ে হাতে নেওয়ার চেষ্টা করলাম । যখন দেখছি তারা সময়ের অভাবে ভুগছেন । চেষ্টা করলাম কিছু একটা করতে । নিতান্তই অপরিপক্ক হাতে ! আমাদের প্রিয় সামহোয়্যারইনব্লগের কবিতারা যাতে হারিয়ে না যায় সেই জন্যেই আমার এই চেষ্টা । আমার তো দুটি মাত্র চোখ , তাতে তো আর সব ধরা পড়েনি ! আপনাদের সাহায্যই তাই কাম্য । তাহলে শুরু করি আমার সাদামাটা সংকলন ।



“Painting is poetry that is seen rather than felt, and poetry is painting that is felt rather than seen.”

--Leonardo da Vinci





১>বিভ্রম কিংবা ... -- সপ্নবাজ অভি



২>ডেথ সার্টিফিকেটে কি লিখবে --অন্ধবিন্দু



৩>অর্থনৈতিক অর্থহীনতায় (কবিতা) --ডি মুন



৪>আবারো ভোর হবে। --মাহমুদুর রহমান সুজন



৫>=========== মৃত্যু অথবা তার পরের গল্প =========== --নাজমুল হাসান মজুমদার



৬>ফিরে এসো --আহমেদ আলাউদ্দিন



৭>শকুন পালকের শিরোভূষণ --মিশু মিলন



৮>চিত্রকরের রঙধনু মন ভালো --নস্টালজিক



৯>নিরংশু --মনিরুজ্জামান শুভ্র



১০>শেষ রাত্রির আঁধার (কবিতা) --ডি মুন



১১>মানুষের কাছে তবু ফিরে আসি__ভালোবাসি। --অনুপম অনুষঙ্গ



১২>মনের সুখে এই চিঠিটা লিখছি গভীর রাতে --সুমাইয়া বরকতউল্লাহ



১৩>জমে থাকা কবিতারা - ১ --সোনালী ডানার চিল



১৪>আকাশ তোমার জন্য --লীনা জািম্বল



১৫>পড়ে আছে অবশেষ --আহসান জামান



১৬>প্রকৃতিই কৃতকার্য্য । --কলমের কালি শেষ



১৭>আলোকিত মেঘের কাব্য --মিঃ পিপীলিকা



১৮>সংখ্যা ও নামহীন --অদৃশ্য



১৯>তুমি আমার বধু নও কেন? --রমিত



২০>গন্তব্য, চোখ ও তুমি --আহসান জামান



২১>মরণ ভালো --ব্রাত্য রাইসু



২২>দে না লিখে একটি ছড়া দাদীর মনের মতো --সুমাইয়া বরকতউল্লাহ



২৩>আমার প্রতিদিনের প্রার্থনা --রাশেদ আহমেদ শাওন



২৪>সরলা’র ইতিকথা --মেহেদী আনডিফাইন্ড



২৫>শব্দ প্রয়াণ --সেইভ পয়েন্ট



২৬>নাও হাত পেতে আমার পুরো পৃথিবী....... --কাজী ফাতেমা



২৭>পাখি --অমৃতা



২৮>ঘড়িতে তখনো সময় লেগে ছিলো --অন্ধবিন্দু



২৯>এই আমি --একাকি উনমন



৩০>----------------- কার্তুজ ------------------ --নাজমুল হাসান



৩১>সেই '৭১' এর গল্প । --কলমের কালি শেষ



৩২>বিষাদঘুমের পূর্বাপর --পাপতাড়ুয়া



৩৩>দেয়াল --গরজিয়াস গা্লীব



৩৪>একবাটি সুখ --সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



৩৫>আমার একগুচ্ছ কবিতা --বিষাদ আব্দুল্লাহ



৩৬>ভালবাসার শবদেহ --আহসানের ব্লগিং



৩৭>আমাদের নোবেল --রাগিব



৩৮>সড়কচারীর নিষ্ফলাকুতি --পাপতাড়ুয়া



৩৯>বিভক্ত --রাজীব নুর



৪০>বৃষ্টি কান্না । --কলমের কালি শেষ



৪১>ফুল ফোটে --তুষার আহাসান



৪২>আত্নকেন্দ্রিক কাব্যিক পর্যালোচনা! (যে লেখা শুধুই নিজের জন্য) --ফাহিম আহমেদ



৪৩>আহারবৃত্তি --হিমুস্টাইন



৪৪>ভালোবাসা নিরাপদে আঁধারে আল্মিরার ড্রয়ারে --অপূর্ণ রায়হান



৪৫>আদোনিসের কবিতা --পোয়েট ট্রি



৪৬>তোমার চোখের পাতায় --আহসান জামান



৪৭>বিষফোঁড়াদের মহাজন --পথেরদাবী



৪৮>শরতেই বিদায় জানাই --পথেরদাবী



৪৯>স্মৃতি মানে --রমিত



৫০>ঈদের কবিতা --জামাল হোসেন (সেলিম )



৫১>বহুদিন --রাহাগীর মনসুর



৫২>ঘূণেধরা ৭১ । --কলমের কালি শেষ



৫৩>আর কতকাল নাচবো যেমনে নাচাও --সুমন নিনাদ



৫৪>দুর্জয়ের গুচ্ছ কবিতা --আশরাফুল ইসলাম দূর্জয়



৫৫>কেউ কেউ ভালোবেসে দেরাজ সাজায় --শ. ম. দীদার



৫৬>প্রবাসী ছেলের জন্য --সুমাইয়া বরকতউল্লাহ



৫৭>চাঁদের কপালে চন্দ্রবিন্দু --নির্বাসন এ একা



৫৮>অনুক্ষণ --শামস মনোয়ার



৫৯>নষ্ট চেতনায়.... --তুষার দেবনাথ



৬০>হাওয়ায় ভাসে হিমিকা --শ্লোগান০০৭



৬১>তুই রাজাকার ! --আমি সাজিদ



৬২>কোনরকমে --ভালোবাসার কাঙাল



৬৩>ক্ষণিকের মুক্তি --সন্ধি পালোয়ান



৬৪>সাদাভাতের সুঘ্রাণময় কবিতা। --অনুপম অনুষঙ্গ



৬৫>ক্ষুধা --জলকন্যা সোনিয়া



৬৬>* ~~~~~চারুলতা হে~~~~~~~~* --বাড্ডা ঢাকা



৬৭>আমার দিন শেষ হয়ে আসছে --ইনকগনিটো



৬৮>সময়ের সাথে জড়িয়ে যাব একদিন…. --কাজী ফাতেমা



৬৯>স্বর্গ দুয়ারের ডাক --♥কবি♥



৭০>অব্যক্ত অনুভূতির দেরাজ --♥কবি♥



৭১>ওয়াদা --রাজবাবু



৭২>লাল চোখ --আশিক মাসুম



৭৩>দোহাই পৃথিবীর সমস্ত মুক্ত বাতাস আর মুক্ত নিঃশ্বাসের....! --আফসানা যাহিন চৌধুরী

৭৪>তোমার বিহনে আমাকে আমি আজ চিনিনে । কবিতার রঙে --পরিবেশ বন্ধু





আমি এই সাহসী পদক্ষেপ নিলাম । বাকি আপনাদের মতামত ।



(এড়িয়ে গেছে এমন কোনো কবিতা থাকলে আপনারা আশা করি লিঙ্ক দিয়ে সাহায্য করবেন)



{এমাসে সময়ের অভাবে তাড়াহুড়ো করতে হল । ক্ষমা চাই । পরের বার থেকে আশা করি উপস্থাপনে হতাশ করব না }

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০২

সুমন কর বলেছেন: মাস শেষ হবার অাগেই করাটা ঠিক হয়নি।

অনিবার্য কারণটাও বোধ্গম্য নয়।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

আলম দীপ্র বলেছেন: তাই বলছি ভাই :( :( :( একান্তই ব্যাক্তিগত কারণে আমি নভেম্বর মাসে ব্লগে আসতে পারব না । এখন দিয়ে খারাপ লাগছে :( :( :(

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুমন কর বলেছেন: মাস শেষ হবার অাগেই করাটা ঠিক হয়নি।

অনিবার্য কারণটাও বোধ্গম্য নয়।
আমারও একই ভাবনা।

তবে আলম দীপ্রকে আন্তরিক ধন্যবাদ এই থেমে যাওয়া সংকলনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে। যত্নের সাথে এগিয়ে যাক কবিতা সংকলন।

শুভকামনা রইল। আগের সংকলনগুলোর মতই মান এবং গুণগত হোক পরবতী কবিতা সংকলনগুলো।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭

আলম দীপ্র বলেছেন: আমি দুঃখিত । পরবর্তীতে এমন হবেনা আশা করি । এতো মানসম্মত না হলেও চলনসই হবে আশা করি ।
ধন্যবাদ ভাই ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

কলমের কালি শেষ বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা আলম দীপ্র সুন্দর একটা সংকলনের জন্য ।

আমার কবিতাও তো আছে দেখি !!! কেমতে কি !!.. B-) B-) ;)

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮

আলম দীপ্র বলেছেন: আপনার কবিতা তো থাকবেই B-) B-)
ধন্যবাদ ভাই আপনাকে ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪

খেলাঘর বলেছেন:

জানলে তো একটা কবিতা লেখার চেস্টা করতাম।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৬

আলম দীপ্র বলেছেন: লিখে ফেলুন এখন । ধন্যবাদ ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:

মাস শেষ হওয়ার আগে হলেও মন্দ হয়নি। তোমার এই প্রচেষ্টাকে সাধুবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ।তবে আমার পরিশ্রমটা যথার্থ হল না !

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৬

এহসান সাবির বলেছেন: সাথে আমি আছি।

কবিতা আছে আমি আছি.......!!


শুভ কামনা।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই , ভালো থাকবেন ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫১

আমি তুমি আমরা বলেছেন: কবিতা পড়া হয় খুব কম।

আশা করি সংকলনটা চালিয়ে যাবেন। শুভকামনা রইল।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯

আলম দীপ্র বলেছেন: আশা করি আপনিও কবিতা পড়বেন । ধন্যবাদ সাথে থাকার জন্য ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪২

তুষার কাব্য বলেছেন: পরিশ্রমী পোস্ট এ সবসময় +

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১

অপূর্ণ রায়হান বলেছেন: সংকলন অনেক কঠিন না ? :)


অনেক শুভকামনা রইল :)

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৫

আলম দীপ্র বলেছেন: এতো কঠিন কই !
ধন্যবাদ রায়হান ভাই ।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: যা হোক , সহজ লাগলে তো খুবই ভালো । তোমার স্পিরিট আর ধৈর্য আছে তাহলে । আমার কাছে কঠিন লাগে , তাই বলেছি :)

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৮

আলম দীপ্র বলেছেন: যদি চালিয়ে যেতে পারি তবে তো ভালোই হবে ভাই :D :D :D

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:



চালিয়ে যাও। মোটামুটি ২/১ টা কবিতা ছাড়া সবই পড়া হয়েছে। আরো পড়তে হবে আমার কাছে মনে হচ্ছে কিছু ভালো কবিতা সংকলনে আসেনি।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১

আলম দীপ্র বলেছেন: আমিনুর ভাই , লিঙ্ক দিলে ভালো হত :D :D :D
ধন্যবাদ ।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

আমিনুর রহমান বলেছেন:



দিমু নে রাতে এখন বের হবো ব্রাদার :)

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৬

আলম দীপ্র বলেছেন: আইচ্ছা ভাই , অপেক্ষায় রইলাম :D :D :D

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

পরিবেশ বন্ধু বলেছেন: সংকলনের কাজে শুভেচ্ছা কিন্তু আশ্চর্য ভাবছিলাম ফাটাফাটি একটা কবিতা লিখব এ মাসে আর সেটা স্থান করে নেবে আফছুস সময় আছে অথচ ;;;;;;;;;

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭

আলম দীপ্র বলেছেন: লিখে ফেলুন , স্থান অবশ্যই পাবে । আপডেট দেব । লিখুন না !!!!!!!!! লিখে ফেলুন ।
ধন্যবাদ ।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৯

ফা হিম বলেছেন: মাঝে মাঝে এসে ডু মেরে যাব। পোস্ট প্রিয়তে রইল।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪০

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ প্রিয় ফাহিম ভাই ।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক দিন ধরে সামুতে কবিতা খুব একটা পড়া হয় না। ভালো লাগলো পোস্টটা দেখে। ব্লগারদের উৎসাহিত করার জন্য অসাধারণ উদ্যোগ। প্রতি মাসেই চালিয়ে যাবেন আশাকরি।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪১

আলম দীপ্র বলেছেন: জি সেই ইচ্ছা আছে । আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭

ডি মুন বলেছেন: প্রথমত, মাস শেষ হবার আগেই সংকলন করাটা কেমন যেন দৃষ্টিকটু লাগছে।

খুব বেশি তাড়াহুড়ো করে কবিতা সংকলনের মতো কষ্টসাধ্য কাজ করার যৌক্তিকতা আছে কিনা সেটাও ভেবে দেখবার মতো বিষয় ।

দ্বিতীয়ত, যেহেতু এটাই আপনার করা প্রথম কবিতা সংকলন, সেহেতু ঠিক কোন কোন বিষয়াদির প্রতি দৃষ্টি রেখে আপনি কবিতাগুলো নির্বাচন করেছেন তা জানার কৌতুহল হচ্ছে।

কবিতা সংকলন নিঃসন্দেহে একটি কঠিন কাজ। তাই 'অনিবার্য কারণ ' দেখিয়ে ঝটপট সংকলন করার চেয়ে, যথেষ্ট সময় নিয়ে ধীরে সুস্হে এবং যথাসময়ে কাজ করাটাই যৌক্তিক বিবেচনা করছি।

বেশ অনেকদিন ধরেই কবিতা সংকলনের কাজ বন্ধ ছিল। আপনি দায়িত্ব কাঁধে নিয়েছেন জেনে ভালো লাগছে। তবে কবিতার প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে বলেই এমন দৃষ্টিকটু মন্তব্য করা।

চাইলে মন্তব্যটি স্বচ্ছন্দে এড়িয়ে যাওয়া যেতে পারে।

আপনার কর্মস্পৃহা সচল থাকুক প্রিয় আলম দীপ্র।
শুভকামনা সবসময়।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০০

আলম দীপ্র বলেছেন: আমি বারবার ক্ষমা চাইছি । ! আশা করি পরের মাস থেকে আর কাউকে হতাশ করব না । সমস্যা ভাই ছিল ! হয়ত তাড়াহুড়া না করলে সংকলনটাই হত না !
ধন্যবাদ মুন ভাই , সুন্দর মন্তব্যের জন্য ।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: বরাবরই এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ।প্রিয়তে নিয়ে রাখলাম ,সময়
করে সব পড়ব । শুভ কামনা সব সময় ।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ । গুছিয়ে ওঠার চেষ্টা করছি ।
ভালো থাকা হোক ।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই উদ্যেগকে সাধুবাদ না জানায়ে পিছনে থাকতে চাইনা।ভাল লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০২

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই । আপনাদের জন্যই যত কষ্ট করা ।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: যা বলার জন্য লগইন করলাম তা অনেকেই বলে ফেলেছেন ! আশা করি কন্টিনিউ হবে , যে কোন পরামর্শের জন্য সাথে আছি দীপ্র

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

আলম দীপ্র বলেছেন: আপনার জন্যই অপেক্ষায় ছিলাম অভি ভাই । আপনার সাহায্য একান্ত কাম্য !
ধন্যবাদ । সাহায্য আশা করি , পরামর্শ আশা করি ।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

আবু শাকিল বলেছেন: যাক অনেক কবিতা একসাথে পাওয়া গেল।অনেক গুলো পড়া হয়ে গেছে বাকিগুলাও পড়ব।
মাস শেষ হওয়ার আগেই কবিতা সংকলন কিছুটা বেমানান লাগছে।তবে অনেক সাহসী কাজ করেছেন।
সমালোচনা করুক।
সমালোচনা মানুষকে সঠিক করে।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । পরবর্তীতে ইনশাল্লাহ হতাশ করব না ।
ভালো থাকবেন ।

২১| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মামুন রশিদ বলেছেন: শুভ উদ্যোগে সাধুবাদ । নিয়মিত চালিয়ে যাও ।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

আলম দীপ্র বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে । অনেক ধন্যবাদ । চেষ্টা করব চালিয়ে যেতে ।

২২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

সকাল রয় বলেছেন:
অনেক কবিতা পড়া বাকী। পড়তে হবে।
ধন্যবাদ ভাই

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

আলম দীপ্র বলেছেন: পড়ুন । ভালো লাগা , মন্দ লাগা জানান ।
ধন্যবাদ । :D :D

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬

অদৃশ্য বলেছেন:



শুভেচ্ছা দীপ্র... দারুন এক কাজের দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন! ... এর আগে অনেক প্রিয়জনেরা এই কাজটি করে গ্যাছেন... সুন্দরভাবে এই কাজটি যেন আপনি করে যেতে পারেন সেই প্রত্যাশা রইলো... আবারো শুভেচ্ছা...


শুভকামনা...

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

আলম দীপ্র বলেছেন: অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৯

♥কবি♥ বলেছেন: একি দেখলাম, কবিতার ক্লাসে সবচাইতে পেছনের বেঞ্চে ভীরু চোখে বসে থাকা এই ছেলেটিকে আপনার বিবেচনায় স্থান দেয়ার জন্য কি ধন্যবাদ জানাবো নাকি চায়নিজ স্টাইলে সুপ্রাভাত জানাবো বুজতে না পেরে হৃদয়ের গভীর ভালবাস রেখে গেলুম। ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪

আলম দীপ্র বলেছেন: নিজেকে এতো ছোট ভাবার কোনও কারণ নেই । লিখতে থাকুন আমরা পড়তে থাকি ।
ধন্যবাদ । ভালো থাকা হোক ।

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৮

খাটাস বলেছেন: আমি কবিতা বুঝি না বিধায় পড়ি না। তবু ও চমৎকার কাজ টা আবার শুরু করার জন্য অভিনন্দন জানবেন।

কাজ টা সুন্দর ভাবে চালিয়ে যাবেন আশা করি। এ ব্যাপারে অভি ভাই, দুর্জয় ভাই, আলাউদ্দিন ভাই, সোনাবীজ ভাই সহ অন্যান্য সম্মানিত কবিদের সাথে এবং গল্প সংকলন টীমের সাথে আলোচনা করে সহযোগিতা ও দিক নির্দেশনা পেতে পারেন।

অনেক অনেক অভিবাদন আপনার সুন্দর ও সাহসী প্রয়াসে।

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০

আলম দীপ্র বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।
আপনি যথার্থ একটা কথা বলেছেন । আমি নতুন মানুষ । তাদের সাথে আলোচনা করা খুব জরুরি ।

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

ইমরান নিলয় বলেছেন: সুন্দর।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ।

২৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬

আশিক মাসুম বলেছেন: সুন্দর উপস্থাপন

একটা আরমান আরমান গন্ধ আছে আপনার মধ্যে ভালো থাকবেন ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকা হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.