নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n আমি একটা ঝড়ের নাম , \n

আলম দীপ্র

রক্তচোষা বাতাসের মাঝে স্বপ্ন চাষ !

আলম দীপ্র › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন নভেম্বর--২০১৪

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

প্রচ্ছদ : ব্লগার আবু শাকিল



নভেম্বর মাস শেষ হয়ে গেল । সারা মাসে সামহোয়্যারইনব্লগে অসংখ্য কবি তাদের অসংখ্য মুগ্ধকর কবিতা নিয়ে হাজির হয়েছেন । সেইসব কবিতা থেকে কিছু সামনের দিকের কবিতা নিয়ে আমার এই সংকলন করার প্রচেষ্টা । ভালোলাগা-মন্দলাগা আপেক্ষিক ব্যাপার । আমার নিজস্ব ধারণা এই সংকলনে কিছুটা হলেও প্রাধান্য পেয়েছে । আমার নির্দিষ্ট সীমাবদ্ধতায় হয়ত অনেক কবিতাই বাদ পড়ে গেছে । তার জন্য আমি দুঃখিত ।

আপনাদের এই নভেম্বর মাসের শীতশীত বৃষ্টিভেজা কাব্যিক সংকলনে স্বাগতম ।



কবিতা কি ?



কবিতা (গ্রিক: "ποίησις," poiesis, "নির্মাণ" অথবা "তৈরি করা"; ইংরেজি: Poetry) শিল্পের একটি শাখা যেখানে ভাষার নান্দনিক গুণাবলীর ব্যবহারের পাশাপাশি ধারণাগত এবং শব্দার্থিক বিষয়বস্তু ব্যবহার করা হয়। কবিতার রয়েছে দীর্ঘ ইতিহাস, এবং কবিতাকে সংজ্ঞায়িত করার প্রাথমিক প্রচেষ্টা, যেমন এরিস্টটলের পোয়েটিকস্, অলঙ্কারশাস্ত্র, নাটক, সংগীত এবং হাস্মরসাত্মক বক্তব্যের বিভিন্ন ব্যবহারসমূহের ওপর দৃষ্টিপাত করে। কবিতা সম্ভবত সাহিত্যের আদিমতম শাখা।




কবিতা সম্পর্কে উইকিপিডিয়া নামক বিশ্বকোষ এই ধারণা দেয় । কিন্তু আমার ধারণা কবিতা সবার মনে একান্তই নিজস্ব সংজ্ঞা নিয়ে গড়ে ওঠে । এসব আমার কিশোর মনের চিন্তা ছাড়া আর কিছুই নয় ।





সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে — সব নদী ফুরায় এ-জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।


-----------------------

জীবনানন্দ দাশ





*অসহায় রাত, অসহায় নারী…. --কাজী ফাতেমা



*যে ভ্রূণ আজ তুমি হত্যা করছো --ফকির ইলিয়াস



*যুদ্ধশিশু--ডি মুন



*পূর্ণতা--মনিরা সুলতানা



*আত্মার নিঃসঙ্গ স্বর অভিমানে স্বর্ণচাঁপার জল --লেখোয়াড়



*=============== রক্তজবা ==============--নাজমুল হাসান মজুমদার



*নিজস্ব শব্দবিলাস !--স্বপ্নবাজ অভি



*ঘুমের ভেতর বালিশগুলো পাখি হয়ে যায় --পাপতাড়ুয়া



*চন্দ্রচূড়া জানে --ফকির ইলিয়াস



* --পেন আর্নার



*স্বর্ণলতিকা --Zeon Amanza



*স্বপ্নসাধ --নিথর শ্রাবণ শিহাব



*ভিন্নতার মাঝে জাগে অভিন্নতা --আহসান জামান



*সন্ধান দিন --সাদাত হোসাইন



*পথের পাশে জীবন --রমিত



*আলোর নবকিরণে --লীনা জািম্বল



*============= মায়াবী জোছনালোক ============= --নাজমুল হাসান মজুমদার



*ভ্রান্তি বিলাস --এন ইসলাম রনি



*সিউডো সেকেন্ড অর্ডার--সেলিম আনোয়ার



*অপেক্ষার প্রহর..... --কাজী ফাতেমা



*প্রতীক্ষা পিধান অন্তরে মম..! --স্বপ্নচারী গ্রানমা



*চেয়ে দেখো সময়, চেয়ে দেখো মুহূর্ত । --কলমের কালি শেষ



*খাঁচায় বন্দী ইচ্ছে ঘুড়ি --দ্য ইলিউশনিস্ট



*মুছে; গড়ি আগামী --আহসান জামান



*ভাঙ্গন আর রাত্রির কবিতা --ফা হিম



*রূপকথা নয় চুপ কথা--দীপংকর চন্দ



*ফেলে আসা--ইনকগনিটো



*ভাবনার মাঝে অশ্লালিন --বাউল আলমগী সরকার



*মনে পড়ে ভুলে থাকায় ...--সাবরিনা সিরাজী তিতির



*... খয়েরী ডানার বিকেল ফিরে ফিরে আসে! --নীলসাধু



*ভুলে গেছিস?--রায়হানা তনয় দা ফাইটার



*সেসব ঘর অথবা অন্য কিছু--পাপতাড়ুয়া



*অনুরোধ--মুহম্মদ ইমাম উদ্দীন



*মৃত আয়ুরেখ....--নির্বাসিত শব্দযোদ্ধা



*কাব্যকথাঃ ♣ পর্নোম্যাগ কিংবা কবিতা ♣--অরুদ্ধ সকাল



*মুক্তগদ্যঃ রোমথা--গেওর্গে আব্বাস



*পথ ও সূচী--আফসানা যাহিন চৌধুরী



*রূপকথা--সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



*ভালবাসতে বাসতে মরে গেলে কি হয়?--মহান অতন্দ্র



*যে মেয়েটি কবিতা ভালোবাসতো--সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



*শব্দে কাব্য- ক, খ--সোনালী ডানার চিল



*পাথরের ফুল--সেলিম আনোয়ার



*ইচ্ছে- মানুষ, যন্ত্র-মানুষ ও পাখি-মানুষ!--ৎঁৎঁৎঁ



*ধবল দুধের জলে যেন তার নগ্ন প্রকাশ ।। শাফিক আফতাব //--অনুপম অনুষঙ্গ



*চিচিম ফাঁক--নেক্সাস



*অমোঘ মিছিল তাড়া করে--বাউল আলমগী সরকার



*কবিতা --এইচ রহমান বাধন



*অসময়ে লেখা কবিতার ডায়রী থেকে.................. --রহস্যময়ী কন্যা



*ইদানিং যে ৬ টি কবিতা --রনক জামান



*সহজ কবিতা অথবা ছড়া-পাঠ, আমি বলি শুধুই আবেগ! --সোনালী ডানার চিল



*নিমন্ত্রিত মৃত্যু --নাসরিন চৌধুরী



*মৃত্যুলিপি --আহমেদ আলাউদ্দিন



*~মৃত্যুঘ্রান~ --শিশু বিড়াল



*কিছু কবিতা --নিথর শ্রাবণ শিহাব



*অযাচিত বিজয় উল্লাশ --রোদেলা



*মাটিভর্তিমানুষ... --অন্ধবিন্দু



* ক্যাম্পাস --ইসতিয়াক অয়ন



*ইহা কোনো লিখিত অক্ষর নয় --ফকির ইলিয়াস



*যমুনার ছাঁয়া --অদৃশ্য



*আত্নহত্যার পর--আহমেদ আলাউদ্দিন



*“কেবল তোমার বিস্ময়ের প্রত্যাশায়”--সাজিদ উল হক আবির



*দূরপাল্লার ট্রেন--মৃদুল শ্রাবন



*অর্বাচীনের আমন্ত্রণ--অনিকেত নন্দিনী



*চিলতে চিলতে কবিতায়--আলম দীপ্র



*এই পথে // শাফিক আফতাব //--অনুপম অনুষঙ্গ



*অপ্রাপ্তি'র আকাশে ঈশ্বরের ছায়া খুঁজি!--নাসরিন চৌধুরী



*প্রাকৃতিক--আহসানের ব্লগিং



*সিউডো সেকেন্ড অর্ডার--সেলিম আনোয়ার



*ক্ষণজন্মা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি--সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



*ছোট-ছোট ভালবাসা--তাহসিনা ফেরদৌস শান্তা



*বালুকাবেলায় তলিয়ে গেছে প্রেমের হৃদয়............. শাফিক আফতাব ........--অনুপম অনুষঙ্গ



*নিরক্ষর আর রাতের বর্ণমালার গল্প ...--শব্দঋষির বর্ণমালা



*আমি ইতিহাস, কালের সাক্ষী--সুফিয়া



*ব্যাটা গরীব, অনুদানজীবি স্কলার--অন্যমনস্ক শরৎ



*দেয়াল ধরে বেড়ে ওঠে অবসাদ--আফসানা যাহিন চৌধুরী









[আমি নিতান্তই নতুন একজন সংকলক । আমার সংকলনে অপরিপক্কতা আর ভুল অবশ্যই থাকবে । আর অনেক ভালো কবিতাই হয়ত আমার চোখের আড়ালে থেকে গেছে । আপনারা লিঙ্ক দিয়ে সাহায্য করলে কৃতজ্ঞ বোধ করতাম । ]





একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন অক্টোবর -২০১৪

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

জুন বলেছেন: সুন্দর কবিতার সমষ্টি । শীত সকালের প্রথম ভালোলাগা ও শুভকামনা সংকলক আলম দীপ্র এবং এখানে এর বাইরের সকল কবিদের :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) আপনাকে ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার কবিতা সংকলনের জন্য ধন্যবাদ দীপ্র ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

ডট কম ০০৯ বলেছেন: এক জায়গায় সব কবিতা পেয়ে ভাল হল।

প্রিয়তে নিলাম। সময় করে পড়ব সবার কবিতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
প্রিয়তে নেওয়ায় কৃতজ্ঞতা ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো হচ্ছে দীপ্র। সিরিজটি চালিয়ে যাওয়ায় আরও ভালো লাগছে।
+++++++++


প্রচ্ছদে কিন্তু তোমার নামের বানান ভুল এসেছে!

অনেক শুভকামনা রইল :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

আলম দীপ্র বলেছেন: জি বানানটা ভুল হয়েছে !!!
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভ্রাতা।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

সোহেল মাহমুদ বলেছেন:

চমৎকার সংকলন । +++্
যারা ব্লগে অনিয়মিত তাদের জন্য একটা ভাল উদ্যোগ।++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

সুমন কর বলেছেন: চমৎকার অায়োজন। শুরুটা ভাল লাগল। নিয়মিত পাচ্ছি তাই তোমাকে ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

আলম দীপ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) সুমনদা ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: থেমে যাওয়া সঙ্কলন এগিয়ে নিতে এগিয়ে আসায় আপনাকে আন্তরিক অভিনন্দন এবং সকল ব্লগারের পক্ষ থেকে সাধুবার ও কৃতজ্ঞতা রইল।

সঙ্কলন ভালো হয়েছে, চলতে থাকুক। প্রথমটা ব্যস্ততার জন্য একটু অগোছালো ছিল, এবার অনেক ভালো হয়েছে। সামনে আরও ভালো কিছুর প্রত্যাশায় রইলাম।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

আলম দীপ্র বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ বোমা ভাই সাথে থাকার জন্য :)

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



প্রথম কাব্যিক সংকলনের অভিনন্দন, আলম দীপ্র :)

ভালো হয়েছে!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ! কিন্তু এটা তো আমার প্রথম না দ্বিতীয় :)

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

মৃদুল শ্রাবন বলেছেন:


এই সংকলন ব্লগের প্রতি আন্তরিকতা ও কর্মতৎপরতা প্রমান।

আশা করি ব্লগের হাত ধরে আরো অনেকদূর এগিয়ে যাবে দীপ্র।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ মৃদুল শ্রাবণ ভাই । আপনারা পাশে থাকলে অনেকদূর এগিয়ে যেতে পারব :)

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২১

আবু শাকিল বলেছেন: আমি দুঃখিত আলম দীপ্র-
প্রচ্ছদে আপনার নাম টা ভূলবসত দীপ্র থেকে দিপ্র হয়ে গেছে।
ক্ষমা করবেন প্লিজ।

সময় নিয়ে কবিতাগ্রন্থ পড়তে হবে।

ভাল থাকবেন :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

আলম দীপ্র বলেছেন: আরে আরে বলেন কি ভাই !
আপনি ক্ষমা চেয়ে মন খারাপ করে দিলেন । কষ্ট করে প্রচ্ছদ টা করে দিয়েছেন । তার জন্য আপনাকে যথার্থ ধন্যবাদ দেওয়া হয়নি ।
সবকিছু মিলিয়ে অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার ।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




মানে কি, আমি কি তাহলে প্রথমটি মিস্ করলাম.... আহা, সরি.... :(
দিনের কম্পুতে বসার সুযোগ পাই না প্রতিদিন, ভাইয়া.... :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

আলম দীপ্র বলেছেন: অসুবিধা নেই তো কোনও :) :) :)
ভালো থাকুন ।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

নিঃসঙ্গ অভিযাত্রী বলেছেন: সময়ের অভাবে কবিতা তেমন পড়া হয় না ।
তবে সময় পেলে পড়ি ।

পড়ার জন্য প্রিয়তে নিলাম ।

প্রচ্ছদে ও ব্লগ নিকে
আপনার নামের বানান মিলছে না।

শেষদিকে

আমি নিতান্তই নতুন একজন সংকলন ।

আপনি কিভাবে সংকলন হলেন !!

সংকলন কি আপনি একাই করেছেন ?
মোট কয়টা কবিতা হতে সংকলনের জন্য কবিতা নেয়া হয়েছে ?
কবিতা বাছাই প্রক্রিয়া কি ?




ভাল থাকবেন দীপ্র ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

আলম দীপ্র বলেছেন: বানানের কথা আগের কমেন্টগুলোতে বুঝতে পারবেন । আর সংকলক হবে । এটা একটা টাইপিং মিস্টেক এর জন্যে আমি দুঃখিত । :(
জি , সংকলন আমি একাই করেছি । যদিও কারো সাহায্য পেলে ভালো হত :( > :)
সারা মাসের সকল কবিতাকে বিবেচনা করা হয়েছে ।
বাছাইয়ের ক্ষেত্রে পাঠক প্রিয়তা ,
ব্লগারদের মন্তব্য , নিজস্ব অভিমত বিবেচনা করা হয়েছে। এটি খুব মান সম্পন্ন একটি সংকলন নয় । কেবলই মাস শেষে কবিতাগুলোকে একসাথে উপস্থাপন করার প্রক্রিয়া মাত্র ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ! ভালো থাকা হোক নিরন্তর ।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
উদ্যোগ ভালো লেগেছে !

সংকলনে ভুমিকার সাথে ক্রম,বিভাগ ইত্যাদি
থাকলে আরও সুন্দর হয় । এ বিষয়ে অভি ভাইয়ের
অভজ্ঞিতা কাজে লাগেতে পারেন যথারীতি !

ভালোলাগা আর শুভকামনা রইল ! ++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

আলম দীপ্র বলেছেন: জি অবশ্যই ধিরে ধিরে উন্নতির চেষ্টা করব ।
আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগছে । ভালো থাকবেন । অসংখ্য ধন্যবাদ ।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বাছাইকৃত কবিতার সংখা ৭৫ থেকে
কমিয়ে ৩০/৪০/৫০ এর মধ্যে থাকা
উচিৎ বলে আমি মনে করি !

অনেক ভালো থাকুন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

আলম দীপ্র বলেছেন: আমি এইবার যথাসম্ভব বেশি কবিতা দেওয়ার চেষ্টা করেছি । কারণ আমার একার বিবেচনা হয়ত যথেষ্ট নয় ।
ধন্যবাদ আবার । শুভেচ্ছা সতত ।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে কবিতার পাঠক এমনিতেই কম। আপনি তা সত্বেও উতসাহ নিয়ে কবিতা সংকলন করছেন দেখে ভাল লাগল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আলম দীপ্র বলেছেন: জিনিসটা থেমে ছিল , চেষ্টা করছি এগিয়ে নেবার :) দেখা যাক কি হয় । ধন্যবাদ আপনাকে ভাই :)

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সংকলনের জন্যে অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা আলম ভাই

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ কবি !
ভালো থাকা হোক !

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

সুফিয়া বলেছেন: দারুণ একটা সংকলন হয়েছে। আমার একটা কবিতাও আছে দেখছি।

অনেক অনেক ভালো থাকু আর এমন সুন্দর সুন্দর কাজ করুন। ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

আলম দীপ্র বলেছেন: দারুন একটা ধন্যবাদ আপনাকে ।
লিখে চলুন কবি ।
ভালো থাকবেন :)

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

অরুদ্ধ সকাল বলেছেন:
আহা! ভ্রাতৃদ্বয়
কি বলিয়া যে আপনাদিগকে ধন্যবাদ দিব সেই ভাষা মুখেআসিতেছে না

আমার এ যৎসামান্য লেখা যে এইখানে সকলের কাব্যের সহিত লিপিবদ্ধ হইয়াছে তাহাতে আমি যারপর নাই আনন্দিত
আপ্লুত!

শুভকামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

আলম দীপ্র বলেছেন: আপনার কথা শুনিয়া হৃদয় আমার জুরিয়া গেল ।
অশেষ ধন্যবাদ জানিবেন । লিখে চলিবেন আর ভালো থাকিবেন এই আশায় :)

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

এহসান সাবির বলেছেন: কবিতা সংকলনের সাথে সব সময় আছি.......

এক গুচ্ছ ভালো লাগা।

শুভ কামনা সব সময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই সাথে থাকার জন্য । অসংখ্য ধন্যবাদ :)

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বাহ্...চমৎকার ব্যাপার :) সব কবিতাগুলো একসাথে, ভালই হল। কোন কোন কবিতা পড়া হয়নি, সেগুলো এখান থেকে পড়ে নেয়া যাবে ।
ধন্যবাদ আলম দীপ্র এমন সংকলনের জন্য। আমার কবিতা দু'টি কে ইনক্লুড করার জন্যেও ধন্যবাদ।
শুভেচ্ছা। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

আলম দীপ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ । লিখে চলুন । শুভেচ্ছা সতত ।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা সংকলনের পথচলা হোক সূদীর্ঘ !
ঘুম ভেঙ্গে ভেঙ্গে নয় ছন্দে ছন্দেই চলুক !
সংকলনে কবিতার সংখ্যা টা আমার কাছে ফ্যাক্ট মনে হয়না , ভালো কবিতা আসা দিয়ে কথা !
সিলেকশন ভালো লেগেছে , অনিয়মিত হিসেবে পোষ্ট কাজে লাগবে !!

শুভেচ্ছা দীপ্র !

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৭

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ অভি ভাই । আপনাদের সাহায্যে যেন এগিয়ে যেতে পারি । :) কিন্তু আপনি শেষ সেই কবে একটা কবিতা দিয়েছিলেন ! আর কবিতা কই :( । আপনার কাছে লেখা চাই ।
ভালো থাকবেন ।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধারাবাহিকতার জন্য মঙ্গল কামনা ৷ প্রচেষ্টার জন্য ধন্যবাদ রইল ৷

উপস্থাপনায় ভিন্নধারা ৷ সঙ্কলক গভীর ও মননশীল পাঠক হয় নিশ্চয় ৷

শুভকামনা রইল ৷

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই বরাবরের মতো সুন্দর মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছা ।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতা সংকলনের চমৎকার উপস্থাপন । এগিয়ে চলুক ।

গতমাসে কবিতায় আমার তেমন অংশগ্রহন ছিল না তারপরও দেখি আমার একটা কবিতা আছে !!

কষ্টসাধ্য এই কাজের জন্য অসংখ্য কৃতজ্ঞতা ।

ভালো থাকুন সবসময় ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২০

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ কবি ভাই । লিখে চলুন সুন্দর সুন্দর কবিতা ।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

সুলতানা সাদিয়া বলেছেন: কষ্টসাধ্য পোস্টের জন্য সাধুবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২১

আলম দীপ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু !
ভালো থাকুন নিরন্তর ।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম সংকলনের জন্য অভিনন্দন। ভালো হয়েছে সবকিছু। প্রচ্ছদকারীকেও অভিনন্দন।

এটা নিশ্চয়ই নভেমবর-২০১৪ হবে, তাই না? দেখাচ্ছে সেপ্টেম্বর ২০১৪।


শুভেচ্ছা।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২২

আলম দীপ্র বলেছেন: এটা আমার দ্বিতীয় সংকলন :) প্রথম না । আর জি , নভেম্বর হবে । এটা আমার চোখেও আগে পড়েনি ! এতো বড় ভুল ! কি যে করি এখন !
আপনাকে অনেক ধন্যবাদ :)

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩২

খেলাঘর বলেছেন:


সবগুলো পড়ে, একটা রিভিউ কবিতা লিখে দেন, আমি সেটা পড়ে নেবো।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

আলম দীপ্র বলেছেন: আপনার কি কবিতা পড়তে ভালো লাগে না .।.।.।.।।।?

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ শ্রমসাধ্য পোষ্টটির জন্য। আর প্রথম সংকলন হিসেবেও প্রশংসার দাবী রাখে। এগিয়ে যান সামনে :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪

আলম দীপ্র বলেছেন: বুঝলাম না অনেকেই প্রথম সংকলন বলছে । আগের সংকলনের লিঙ্ক ও তো দিয়ে দিয়েছি পোস্টে ।
যাই হোক ,
অসংখ্য ধন্যবাদ :)
ভালো থাকা হোক :) নিরন্তর :)

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: সংকলনে ধন্যবাদ +++++++++

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

আলম দীপ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ পরিবেশ বন্ধু :)
ভালো থাকা হোক নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.