নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n আমি একটা ঝড়ের নাম , \n

আলম দীপ্র

রক্তচোষা বাতাসের মাঝে স্বপ্ন চাষ !

আলম দীপ্র › বিস্তারিত পোস্টঃ

ব্যাধ তুমি (কবিতা)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

তখন বিকেলগুলো ভেঙ্গে ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যায় ।
সবগুলো টুকরো তুমি নিয়ে নিও ।
কারণ আমিও তখন বিকেলের অসহায় একটা ভাঙ্গা টুকরো । তোমার চুলে কাঁটার মতো বিঁধে থাকতে চাই ।
কাঁটার চুম্বনে কি তোমার ঘোর আপত্তি ?
নাহয় এক টুকরো সুতো হব তোমার নীল সোয়েটারের ।
ঘাসফুল !
হ্যাঁ , একটা ঘাসফুল এনেছি তোমার জন্য । আগে একটা ঘাসফুল দিলেই কেমন প্রেমে আঁকড়ে ধরতে !
পরে রাশি রাশি গোলাপের পাতাও ছিল অসহায় । আবার সেই ঘাস যুগেই ফিরে গেছি ।
কত নষ্ট কাব্য পচে-গলে মাটিতে মিশে গেছে !
ধুলো বালিরাও নাক কুঁচকে ফেলে ।
একবার চলে গিয়েছিলাম সব ছেড়েছুড়ে , নক্ষত্রবীথির পরে ।
তোমার চুলের গন্ধে মুহূর্তেই ফিরে এলাম ,
হাতে একটা ঘাসফুল , বুকপকেটে কবিতা ।
পরে শুনলাম তোমার কোনো নীল সোয়েটার নেই , তুমি চুলে কাঁটা পড় না ।
ভিন্ন পন্থা তখন কড়া নারে । নতুন ভাঙ্গা কাঠের দরজায় । ঘুঘু হয়ে।
একটা গান ,
যেটাতে সুর নেই , কথা নেই , কলি নেই ।
একটা কবিতা ,
যেটাতে পঙতি নেই , বাক্য নেই , ছন্দ নেই ।
একটা গল্প ,
যেটাতে চরিত্র নেই , ঘটনা নেই , আনন্দ – বেদনা নেই ।
একটা পাখিময় পৃথিবী ,
যেটাতে ব্যাধ নেই !
এসব অসম্ভব !
আজ আমার মন ঘুঘু ফাঁদে পড়েছে ।
আর
ব্যাধ তুমি ।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: চমৎকার !!
১ম +।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমনদা ! আপনার মন্তব্য সবসময়েই বড় পাওয়া ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: স্নিগ্ধ কবিতা দীপ্র +

শুভকামনা অনেক :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: ভালো লাগলো

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

এমএম মিন্টু বলেছেন: স্নিগ্ধ কবিতা দীপ্র ভাই+ +

৪থ ভাললাগা

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
শুভেচ্ছা সতত ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মিষ্টি প্রেমের কবিতায় ভালোলাগা ! ++

সুন্দর হোক অনু-আগামী !

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই :)
শুভকামনায় ভালোলাগা ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

আবু শাকিল বলেছেন: দারুন লেখা হয়েছে।
চমৎকার।
++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ শাকিল ভাইয়া :)
ভালো থাকুন নিরন্তর !

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
আজ আমার মন ঘুঘু ফাঁদে পড়েছে ।
আর
ব্যাধ তুমি ।


দারুন!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই । আমার ব্লগে স্বাগতম :) । আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগছে ।
ভালো থাকবেন :)

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা ও বেশ সাবলীল ও বটে।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ :) । শুভেচ্ছা ।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২১

কারুিণক বলেছেন: একটা গান ,
যেটাতে সুর নেই , কথা নেই , কলি নেই ।
একটা কবিতা ,
যেটাতে পঙতি নেই , বাক্য নেই , ছন্দ নেই ।
একটা গল্প ,
যেটাতে চরিত্র নেই , ঘটনা নেই , আনন্দ – বেদনা নেই ।
একটা পাখিময় পৃথিবী ,
যেটাতে ব্যাধ নেই !
এসব অসম্ভব !
আজ আমার মন ঘুঘু ফাঁদে পড়েছে ।
আর
ব্যাধ তুমি ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২১

তুষার কাব্য বলেছেন: আজ আমার মন ঘুঘু ফাঁদে পড়েছে ।
আর
ব্যাধ তুমি ।

ভালো লাগলো

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই :)

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

নুরএমডিচৌধূরী বলেছেন: কত নষ্ট কাব্য পচে-গলে মাটিতে মিশে গেছে !
ধুলো বালিরাও নাক কুঁচকে ফেলে ।
একবার চলে গিয়েছিলাম সব ছেড়েছুড়ে , নক্ষত্রবীথির পরে ।
তোমার চুলের গন্ধে মুহূর্তেই ফিরে এলাম ,
হাতে একটা ঘাসফুল , বুকপকেটে কবিতা ।

==================
কবিতা
এমনি তো হুয়া উচিৎ
অসম্ভব ভাললাগা
জানিয়ে গেলাম
কবিতায়



++++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই :) । আমার ব্লগে স্বাগতম !
ভালো থাকা হোক !

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার কবিতা দীপ্র।++++++++++


০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

আমি স্বর্নলতা বলেছেন: মন ভরে গেল কবিতাটা পড়ে।

চমৎকার লিখেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

এমএম মিন্টু বলেছেন: ভাই ভাল আছেন যোগাযোগ ০১৯৬৫২১৯১২১

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

আলম দীপ্র বলেছেন: ভাইয়া আমার কিন্তু মোবাইল নাই ! :#> :#>

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

শুভ্র গাঙচিল বলেছেন: এক্সামের কারনে অনেক দিন পরে এলাম। ভাই এখনও আপনার কবিতার অন্ধ ভক্ত আছি আর ভবিষ্যতেও থাকব। অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

আলম দীপ্র বলেছেন: ভাইজান কি বলেন ! আমি তো সখে সখে কিছু কবিতা লিখি । এইভাবে বলে লজ্জা দিবেন না । তবে স্বভাবতই আপনার কথায় আনন্দ পেয়েছি । অসংখ্য ধন্যবাদ জানবেন ভাই ।
ভালো থাকুন । সুস্থ থাকুন ।

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

পেন আর্নার বলেছেন: কোনো কোনো লেখা পড়ে মনে হয়, এখানে এই শব্দটা হলে এরকম হতো, ওখানে ঐ শব্দটা হলে ওরকম হতো। মানে, অন্যকারো লেখার মাঝেও নিজের কথাকে গুলিয়ে নিতে থাকি।

ভালো লেগেছে, যেভাবেই আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেছেন।
শুভকামনা।

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ :) । আমি আসলে খুবই আনকোরা একজন ! বিশেষ করে কবিতায় ! লিখি আর কি কিছু মাঝে মাঝে !

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে কবিতা।
শুভকামনা।।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২৫

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই! আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগল ।
ভালো থাকুন!

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় + + + ।শুভ কামনা ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
ভালো থাকা হোক নিরন্তর ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.