নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n আমি একটা ঝড়ের নাম , \n

আলম দীপ্র

রক্তচোষা বাতাসের মাঝে স্বপ্ন চাষ !

আলম দীপ্র › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ডিসেম্বর --২০১৪

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩





প্রচ্ছদঃ ব্লগার আবু শাকিল



সবার কাছে আগেই আমি ক্ষমাপ্রার্থী এই কারণে যে , সংকলন নিয়ে এইবার অনেক কিছু করবার ইচ্ছা ছিল । কিছু নিজস্ব ব্যাস্ততার কারণে তা সম্ভব হল না !







একদিন আমি ঠিক একটা কবিতা হয়ে যাব!



হাত ছুঁয়ে বলে বন্ধু

তুমি জেনেছিলে মানুষে মানুষে

মুখোমুখি এসে দাঁড়ায়

হাসি বিনিময় করে চলে যায়

উত্তরে দক্ষিণে

তুমি যেই এসে দাঁড়ালে-

কেউ চিনলো না কেউ দেখলে না

সবাই সবার অচেনা!

--তুমি জেনেছিলে

সুনীল গঙ্গোপাধ্যায়










*তুমি হও মানব ঈশ্বর--নেক্সাস

View this link



*ও পাগলা রোদ্দুররে...এক টুকরো মেঘ দেরে...--অদ্বিতীয়া সিমু

View this link



*অন্তরাত্মার হাহাকার--অনিকেত নন্দিনী

View this link



*কবিতা ও অন্যান্য প্রলাপ!--আশরাফুল ইসলাম দূর্জয়

View this link



*একাত্তরের জোসনাকথা--ফকির ইলিয়াস

View this link



*উপলব্ধ--স্বদেশ হাসনাইন

View this link



*কেউ কি জানে?--ৎঁৎঁৎঁ

View this link



*জলাভাবে মরা কবিদের শোকে...--স্বপ্নবাজ সৌরভ

View this link



*সোনালী রঙের মেম // শাফিক আফতাব //--অনুপম অনুষঙ্গ

View this link



*বনভূমি উজাড় হলে পড়ে থাকে মৃত্তিকার শরীর // শাফিক আফতাব //--অনুপম অনুষঙ্গ

View this link



*বিষাদ চিঠি (কবিতা)--ডি মুন

View this link



*তরুণের কাছে একজন বৃদ্ধার খোলা চিঠি(স্বাধীনতার এতোটি বছর পর কি পেলাম আমর--নুরএমডিচৌধূরী

View this link



*অর্কিড কথন--আফসানা যাহিন চৌধুরী

View this link



লিওনার্দো অতঃপর দীর্ঘ রাত্রি জেগে

জীবনের শেষ রং দিয়ে

তাঁর প্রিয়তমা তরুণী ভার্যা

মোনালিসাকে ক্যানভাসে আঁকলেন।



শিল্পের ঔরসে মোনালিসা গর্ভবতী হলে

স্বর্গ থেকে মখলুকাতে পুষ্পবৃষ্টি হলো।

সিন্ধুর বিজয়রথ পশিল নদীতে

শান্ত হলো ক্ষিপ্তোন্মত্ত সমুদ্রের জল।



মোনালিসা, য়ুরোপের প্রথম রমণী

পুরুষের কান্ড দেখে হাসে।

---মোনালিসা

নির্মলেন্দু গুণ












*দুবেলা দুমুঠো বিষাদ খেয়ে বেঁচে আছে যে শহর--মাসুম আহমদ ১৪

View this link



*ব্যাধ তুমি--আলম দীপ্র

View this link



*ডাক--;ইনকগনিটো

View this link



*==== মেঘবিধুর জোছনায় ====--নাজমুল হাসান মজুমদার

View this link



*মুক্তিযুদ্ধের কবিতাঃ ক্যাম্পে--অপূর্ণ রায়হান

View this link



*দুপুরের জঠরে আশ্রয় করে স্কুইড ঘুম&;পাপতাড়ুয়া

View this link



*তুমি চলে গেলে--;নেক্সাস

View this link



*বলেছিলে দাঁড়িয়ে থাকো--ডট কম ০০৯

View this link



*চন্দ্রাহত--প্রফেসর মরিয়ার্টি

View this link



*মেলে ধরো উষ্ণতা ...রোদেলা

View this link



*বিষাদের নীল তরী!--নাসরিন চৌধুরী

View this link



*হাত বাড়াতেই--আহসান জামান

View this link



*ঠিকানা সেই হিজলের বন--নাসরিন চৌধুরী

View this link



*তুমি এখন ঘাসফুলের স্পর্শে আমার হৃদয়ে শিশিরের সুবাস দিতে চাও // শাফিক আফতাব //--অনুপম অনুষঙ্গ

View this link



*বিরহের সুর--কবি

View this link



*সুরঃ এ স্মাইল ফ্রম দ্য ওয়েস্ট--পেন আর্নার

View this link



*অস্তিত্ব--শাহরিয়ার খান শিহাব

View this link

*যাযাবরের অনুকাব্য--রহস্যপূর্ন ভবঘুরে

View this link





*ক্ষণিকের তরে মনের দর্পণে মুখোমুখি দাঁড়িয়ে--বোকা মানুষ বলতে চায়

View this link



*আমি ফিরে আসবো--সেলিম আনোয়ার

View this link



*=======সোনালি চিলের ডানায় ========--নাজমুল হাসান মজুমদার

View this link



*হে ঈশ্বর বিদায়--সন্ধি পালোয়ান

View this link



*যে মায়ায় আচ্ছন্ন পৃথিবীও--ভুল উচ্ছাস

View this link

*হৃদয়হাওয়া--ডি মুন

View this link



*মৃত্য-নেক্সাস

View this link



*বৃষ্টি ভালবাসি আর --সেলিম আনোয়ার

View this link

এক

দেয়ালে দেয়ালে মনের খেয়ালে

লিখি কথা।

আমি যে বেকার, পেয়েছি লেখার

স্বাধীনতা।



দুই

সকালে বিকালে মনের খেয়ালে

ইঁদারায়

দাঁড়িয়ে থাকলে অর্থটা তার

কি দাঁড়ায়?



তিন

কখন বাজল ছ’টা

প্রাসাদে প্রাসাদে ঝলসায় দেখি

শেষ সূর্যের ছটা -

স্তিমিত দিনের উদ্ধত ঘনঘটা।

--দেয়ালিকা

সুকান্ত ভট্টাচার্য










* একটি কপোট্রনিক ভালোবাসা ;--কিউপিড রিটার্নস

View this link



*নন্দিতা-তোমার কাছে ফিরতে চাই .. --;রোদেলা

View this link



*কবি--রেনেসাঁসী সক্রেটিস

View this link



*নিমগ্ন শ্রোতা--;কবি

View this link



*রাখাল বালক গাঁয়ের বধু--সেলিম আনোয়ার

View this link



*কিছু শেফালি উড়িয়ে উড়িয়ে হাওয়ায়--মাহী ফ্লোরা

View this link



*কর্ম করিনা, স্বার্থকে বর্ম বানিয়ে মর্ম হরণ করি // শাফিক আফতাব //-- অনুপম অনুষঙ্গ

View this link



*এইচ.বি.পজেটিভনেক্সাস

View this link



*একাকিত্ব আমার--সেলিম আনোয়ার

View this link



*মেঘ, একটু শুনবা?--ফখরুল আমান ফয়সাল

View this link



*আবার আমি একুশ হবো----- -- রুদ্রাক্ষী

View this link



*তিমিরের ঘোমটায় জলজ জোছনা-- কান্ডারি অথর্ব

View this link



*স্মৃতিশুন্য প্রবালসন্ধ্যায়--স্বপ্নবাজ অভি

View this link



*হেমন্তের মর্সিয়া--সাজিদ উল হক আবির

View this link



*খুঁজে ফিরি বিশ্বাস......--অদ্বিতীয়া সিমু

View this link

*খাঁচার ভেতর থেকে অন্ধকারের মুখ--পাপতাড়ুয়া

View this link



জলে ভাঙা ভাঙা মেঘ। ফিরে আসছে মাছমারা বালকের দল।

খালি গা, কোমরে গামছা, লম্বা ছিপ, ঝুড়ি

আবছা কোলাহল।



তোমার কি ইচ্ছে করে, এখন ওদের সঙ্গে যেতে?



কয়েদি উত্তর দেয় না। সে শুধু বিকেলটুকু

এঁকে রাখছে ঘরের মেঝেতে।

--পশ্চিমে বাঁশবন

জয় গোস্বামীর









*মগজে অভিমানি কবিতার ভ্রুণ--নেক্সাস

View this link



*রক্তাক্ত পতন, আমার অথবা জাতির ইশ্বরের -- অদৃশ্য

View this link



*এবার সত্যি দারুন প্রেমবান হবো-- সেলিম আনোয়ার

View this link



*হলুদ বনের প্রজাপতিটি'র সাথে আমার দেখা হয়নি!-- নাসরিন চৌধুরী

View this link



*অপেক্ষা-- চন্দনপাল০২৩

View this link



*পালোয়ান ভূত!!-- বিএম বরকতউল্লাহ

View this link



*কয়েকটি পিচ্চি কবিতা. . . . . -- উদাস কিশোর

View this link



*'কামহীন সকাল'--সৃষ্টিশীল আলিম

View this link



*মিশ্র ৩১-- স্বদেশ হাসনাইন

View this link



*প্রান্তিক পক্ষশক্তি-- ফকির ইলিয়াস

View this link



*প্রতীক্ষা--সেলিম আনোয়ার

View this link

*গড়বড়ে রুক্ষ জীবন!--শঙ্খচিল_শঙ্খচিল

View this link



*নববর্ষ--;নেক্সাস

View this link



* কেউ কারো জন্য তো নয়! সবটুকু অভিনয়!!--সকাল রয়

View this link



*ক্ষতি--আফসানা যাহিন চৌধুরী

View this link



*কিছু অনুভূতি, কিছু কবিতা--আশরাফুল ইসলাম দূর্জয়

View this link











আমার এই দরিদ্র সংকলনের শুকনো হাতের বিদায় জানাচ্ছি ।





মন্তব্য ৬০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

খেলাঘর বলেছেন:

কবিতা ভালোবাসি।

আমার লেখা পোস্ট সামনের পাতায় প্রকাশিত হচ্ছে না; এখনো কমেন্ট করার ক্ষমতা আছে; তবে, কমেন্ট খুব একটা করবো না।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

আলম দীপ্র বলেছেন: কবিতার প্রতি ভালোবাসা আরও বেড়ে চলুক ।
অনেক ধন্যবাদ ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কর্ম আলম দীপ্র , সংকলনে শুভেচ্ছা ।।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
ভালো থাকুন :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: ১ম প্লাস।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমনদা :)

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: উপস্থাপনে স্নিগ্ধতার ভাব আছে ।মাঝের কবিতাগুলো দিয়েছে ভিন্ন সাধ !


কাব্যিক ভ্রমণ চলুক :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ অভি ভাই :)
চলুক কাব্যিক ভ্রমণ :) !!!!!!!!
ভালো থাকা হোক নিরন্তর ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

প্রবাসী পাঠক বলেছেন: কবিতার প্রতি বেশি আগ্রহ নেই। তাই অধিকাংশ কবিতাই অপঠিত। চমৎকার উদ্যোগে দ্বিতীয় ভালো লাগা রইল।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ।
আগ্রহ জন্মাক এই শুভকামনায় ।
ভালো থাকবেন ভাই । :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সংকলন আর উপস্থাপনাও বেশ ।ভাল লেগেছে সুপ্রিয় আলম দীপ্র।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি ।
সময়ের খুব সমস্যা হয়েছে এবার আমার :(
যাই হোক আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল ।
ভালো থাকবেন :)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: বেশ সুন্দর কাব্যিক আয়োজন । +++

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩০

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)
শুভেচ্ছা !

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: কিছু প্রিয় কবির লেখা মিস হয়ে জাচ্ছিল
অনেক ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩১

আলম দীপ্র বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট ভালো হয়েছে। ভালো লাগছে। শুভ কামনা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
চেষ্টা করছি ।
ভালো থাকবেন ভাই :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১২

নুর ইসলাম রফিক বলেছেন: jeno ek kabbo vandar.

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

আলম দীপ্র বলেছেন: জি !
অনেক ধন্যবাদ ।
ভালো থাকা হোক !

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ!!!!
আপনাকেও শুভেচ্ছা ! :)

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: একটা সৃজনশীল কর্ম। আপনার কষ্টসাধ্য পোস্ট যথেষ্ট সুন্দর হয়েছে। বেশ গুছানো মনে হল। ভালো লাগলো আলম দীপ্র।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন আপনি এই শুভকামনায় । :)

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

ডি মুন বলেছেন:
ভালো লাগল

+++++

শুভকামনা রইলো দীপ্র

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ মুন ভাই ।
আপনার জন্য শুভকামনা ।
ভালো থাকা হোক ! :)

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার জন্য লালন করি অন্য রকম এক ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই ভালো লাগলো পোস্টটি।
প্রিয়তে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

আলম দীপ্র বলেছেন: কবিতার প্রতি ভালোবাসা বেড়ে চলুক নিরন্তর ।
অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন নিজের সাথে ! :)

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: কষ্ট করার জন্য ধন্যবাদ। তবে View this link এর মাধ্যমে পোষ্টে ভিন্নতা এনেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

আলম দীপ্র বলেছেন: দেখতে হয়ত একটু ভিন্ন লাগছে :) !
ধন্যবাদ অনেক আপনাকেও :)
ভালো থাকুন ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা দীপ্র। অভিনন্দন ++++++++++++


অনেক শুভকামনা রইল :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভ্রাতা :)
ভালো থাকুন নিরন্তর ।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

আবু শাকিল বলেছেন: শ্রম দিয়ে চমৎকার কাব্যিক ভ্রমণ চালিয়ে নিচ্ছেন।
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
আপনার পোষ্টের মাধ্যমে কবিতা গুলো একসাথে খোজে পাই।
পোষ্ট খুব সুন্দর হয়েছে।
পোষ্টে অনেক ভালবাসা রেখে গেলাম।
ভাল থাকবেন দীপ্র ভাইয়া।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার সাহায্য করার জন্য !
অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন :)
শুভেচ্ছা ।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

নেক্সাস বলেছেন: সংকলন পোষ্টের ব্যাপারে অনীহা থাকলেও সংকলনের উপস্থাপনায় মুগ্ধ আমি।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

আলম দীপ্র বলেছেন: খুব ভালো লাগল আপনার কথা শুনে ।
অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা আর শুভেচ্ছা !

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

নীলসাধু বলেছেন: চমৎকার। শ্রমসাধ্য পোষ্ট। ধন্যবাদ জানবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

আলম দীপ্র বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)
ভালো থাকুন ।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

নাহিদ হাকিম বলেছেন: সুন্দর সংকলনের জন্য শুভেচ্ছা......

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

আলম দীপ্র বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: +++

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই ।
ভালো থাকুন :)

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬

আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগল

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ !
শুভেচ্ছা সতত ।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আগের পোস্টের চেয়ে এ পোস্টটা অনেক ভাল হয়েছে।

সাজানো গোছানো একটা পোস্ট+++++

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

আলম দীপ্র বলেছেন: জি অনেক ধন্যবাদ !
তবে তাড়াহুড়া করেছি অনেক !
ভালো থাকবেন ।
শুভকামনা আর শুভেচ্ছা সতত ! :)

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

জুন বলেছেন: ব্যাতিক্রমী উপস্থাপনা চমৎকার সংকলন পোষ্ট আলম দীপ্র :)
শুভকামনা ।
প্রচ্ছদটাও চমৎকার ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে !
জি প্রচ্ছদটা দারুন হয়েছে !
ভালো থাকুন ।
শুভকামনা নিরন্তর !

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর কাজ । তবে কবিতা মাথায় ঢুকে না । :)

শুভেচ্ছা দীপ্র ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ পার্থদা ।
ভালো থাকুন !

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২

শায়মা বলেছেন: অনেকদিন পর একজন ব্লগ নেশাসক্ত মানুষ দেখলাম। অবশ্য বেশ কিছুদিন ধরেই দেখছি কিন্তু কথাটা বলিনি।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

আলম দীপ্র বলেছেন: :D :D B-) B-)
অবশেষে আপনার সাড়া পাইলাম আমি :#> :#> :#>

নিশা লাগিলর ----------------------------

আমারে কি করা উচিত নিশা কেমনে ছারাইমু ! :(( :((


অনেক ধন্যবাদ শায়মাপু আপনাকে ।
ভালো থাকুন ।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: আমার সাড়া পাবার কি দরকার এত বুঝলাম না। :(

আর আমাকে তুমি চেনো নাকি!!!!!!!!!

তুমি তো কদিন আগেই জন্ম নিলে পিচ্চুভাইয়া।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

আলম দীপ্র বলেছেন: চিনি কিনা জানিনা । !!!!!!
সাড়া পেলে ভালো লাগে আর কি :(

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: যাইহোক

তোমাকে আমার একটা প্রিয় কবিতা দিলাম..

কবিতা হয়ে ঘুমিয়ে থাকো তুমি
আমার ডায়েরীর পাতায় পাতায়
নির্লিপ্ত আবদ্ধ চোখে স্থিতু প্রগাঢ় অমানিশা
শতাব্দীর জমাট অন্ধকার হতে বহমান অতীতের গান....

এক একটি পত্র পল্লবে
এক একটি ধুম্র ইতিহাস.....
কখনও জলে কখনও স্থলে কখনও বা মায়াজাল খেলা করে
আমার আঙ্গুলের ডগায় ডগায়, প্রতি তন্ত্রীর লৌহকনিকায়, নীলাভ শিরায় ....

পাতা উল্টাই, ছুঁয়ে ছুঁয়ে যাই
অবিশ্রুত ভালোবাসার পেলব অভিমানে
বিষাদীয় সঙ্গীতের সূর গুন গুন, কোমল গান্ধার, জেগে ওঠো তুমি
চোখ মেলো ঘুমপূরীর রাজপুত্র, সোনার জীয়ন কাঁঠি জাগে শিওরে তোমার.......

ললাটে ছোঁয়াই তপ্ত অধর,
পরম আদরে, শোনাই গল্পকথা জ্যান্তব রুপকার
বন্দী রাজকন্যা, দৈত্যি দানো, সাত সমুদ্র তেরো নদী
মন্ত্রমুগ্ধ মোহাবিষ্ঠতায় অবাক চেয়ে রও তুমি, পলকহীন মুগ্ধশ্রোতা!

হরতন চিড়েতন রুহিতন
তাসের খেলাঘরে প্রতিষ্ঠা পায় প্রাণ পৌত্তলিকা
শব্দজ্যোসনায় দৃষ্টিদান করি,বাঁধি মায়াহরিণীর প্রেমে
উতল ভালোবাসায় গাঁথি মালা অমরাবতী শ্রান্তিহীন অবিরাম....

অদল বদল রৌপ্য ঘুমকাঠি পুনশ্চ পূণর্বার
দীঘল শীতার্ত রাত্রী অলস দুপুর অথবা ঝুম বর্ষন সন্ধ্যা
কবিতা হয়ে ফের ঘুমিয়ে পড়ো তুমি আমার ডায়েরীর নক্সীপাতার ভাজে
বন্ধ মলাটে জাগে স্মৃতির মেলানকলিয়া অনিদ্র নীলকন্ঠী বালিকার মৌন মনিহার!!!

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

আলম দীপ্র বলেছেন: কবিতা পড়ে তো স্তব্ধ হয়ে গেলাম !
পিচ্চি মানুষ আমি , স্তব্ধ হইয়া গেলাম ! :-/ :-/ :-/ :-/
অসাধারণ কবিতাটা!

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




অনেক কবিতা পড়া হয় নি....
প্রধান কারণ, সময়....
দ্বিতীয় প্রধান কারণ, কম বুঝা



কিন্তু দারুণ কাজ হচ্ছে, দীপ্র, চালিয়ে যান.......... :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !
ভালো থাকা হোক! খুব ভালো থাকুন ।
শুভেচ্ছা সতত ।
:) :) :)

৩০| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫

রুদ্র জাহেদ বলেছেন: দারুন সংকলন।অনেক ধন্যবাদ @আলম দীপ্র, এরকম সুন্দর সংকলন উপহার দেওয়ার জন্যে

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

আলম দীপ্র বলেছেন: অসুন্দর হলেও তো ছিল ! :(
সময়ের চাকায় পিষ্ট হয়ে হতাশ আমি!
স্বাগতম আমার "কুঁড়ে"ব্লগঘরে !
ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.