নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n আমি একটা ঝড়ের নাম , \n

আলম দীপ্র

রক্তচোষা বাতাসের মাঝে স্বপ্ন চাষ !

আলম দীপ্র › বিস্তারিত পোস্টঃ

ঘুমার্ত ভস্মনয়ন (কবিতা)

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

আজ ভরে দিতে পারি বালুর বস্তা ,
জঙধরা সাইকেলে করে । যে রাস্তায় আজও পরীদের আনাগোনা ।
সেই রাস্তার পাশের গ্রিল ধরে পৃথিবীর শেষ রাজকন্যার বুকে পাখি জন্মে ।
পালকের উষ্ণতার আগুন !
একটা গল্প আছে শোন কম্বলের ভেতরে ,
যত্ন করা কবিতা , আর ফিতেহীন জুতোজোড়ায় আছে আনন্দ পাখির দুটো পালক ।
আরও কর্কশ ভুল ভায়োলিনের সুরে ,
পাতা ভর্তি মেরুন ভেস । আঙ্গুলে লেগে থাকা মাংসের গন্ধ ।
দিনের শেষে সবাই সুখি হয় না । কেউবা সুখি হয়েও বুঝে না । মেরুন রঙের মৃত ফুলের মাঝে কাব্য খোঁজে !
বলতে আজ দ্বিধা নেই আর ,
আমি কোনোদিন মানুষ ছিলাম না ছিলাম একটা প্রাণ!
সারাদিন শুধু পানির গন্ধ শুঁকে কেটে যেত ।
পলেস্তরা খসে পড়া দেয়ালেও কিছুটা গন্ধ ছিল যা কেবল উড়ে বেড়াতো হালকা সবুজ কাঁচ ধরে ।
যেদিন যুদ্ধ নেমে এলো ,
আমার খুব ঘুম পেল ।
রুটি পানি আর একটা নরম বিছানা ।
আমি আমপাতায় নিজের পরিণতি লিখতে বসে গেলাম ।
"ভস্ম" !
আজ আমি ভরে দিতে পারি নাইলনের দড়ি বাঁধা ভস্মের বস্তা ,
নতুন চকচকে রক্তের স্রোতে ।
যে পথে একদিন পরীদের আনাগোনা ছিল ,
বেকে যাওয়া গ্রিলে ভেসে থাকত একটা প্রাণ ।
আজ শুধুই রুটি আছে , খাবার পানি নেই ।

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫০

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই !
অনেকদিন পর ! :( :) !

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬

মিঠু জাকীর বলেছেন: ভালো লাগলো !
"রুটি পানি আর একটা নরম বিছানা । " রুটি শব্দে কেমন একটা অনুবাদ অনুবাদ সুর আছে ।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

আলম দীপ্র বলেছেন: পড়বার জন্যে অনেক ধন্যবাদ !
রুটি ছাড়া আর উপযুক্ত শব্দ খুজে পাইনি !
ভাল থাকা হোক ! :)

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক দিন পর ব্লগে আসলা। কোথায় হারায়া গেছিলা?

কবিতা চমৎকার হয়েছে । ভালা লাগা জানিয়ে গেলাম।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

আলম দীপ্র বলেছেন: কি করব বলেন চাইলেও পারি না ! ছাত্র জীবনের মধুর সংকট ! না পড়লেও সময় নাই ! আগের উৎসাহও নাই ! দোয়া করবেন ভাই :) ! অনেক ধন্যবাদ পড়ার জন্য আর আমাকে মনে করার জন্য ! ভাল থাকুন নিরন্তর ! :)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লাগলো। লাইক ও প্রিয়তে নিয়ে নিলাম। ভাল থাকবেন। :) :) :)

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৬

আলম দীপ্র বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ !
প্রিওতে রাখায় কৃতজ্ঞতা :) !
ভাল থাকুন !

৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কেউবা সুখী হয়েও বোঝে না। মেরুন রঙের মৃত ফুলের মাঝে কাব্য খোঁজে!

ভালো লাগলো কবিতাটি।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আমার কবিতাটি পড়বার জন্যে :)
ভাল থাকুন নিরন্তর :) !

৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বলতে আজ দ্বিধা নেই আর ,
আমি কোনোদিন মানুষ ছিলাম না ছিলাম একটা প্রাণ!
সারাদিন শুধু পানির গন্ধ শুঁকে কেটে যেত ।
পলেস্তরা খসে পড়া দেয়ালেও কিছুটা গন্ধ ছিল যা কেবল উড়ে বেড়াতো হালকা সবুজ কাঁচ ধরে ।
যেদিন যুদ্ধ নেমে এলো ,
আমার খুব ঘুম পেল ।
সুন্দর...

বহুদিন পর দেখা পাওয়া গেল। পড়ালেখা'র ব্যস্ততা বুঝেছি। এটাই ভালো পড়ালেখার মাঝে সময় পেলে আমাদের মাঝে আসলেই হবে। :)

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা রইল।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

আলম দীপ্র বলেছেন: পড়ালেখায় ব্যস্ত থাকলেও ভাল ছিল ! কিন্তু সময় কেমন জানি আমাকে ভেদ করে চলে যাচ্ছে :( !
কেমন আছেন ভাই ?
অনেক ধন্যবাদ ! :)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

মনিরা সুলতানা বলেছেন: খুব ভাল লাগলো :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকা হোক ! :)

৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা জুড়ে ভালো লাগা।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)
ভাল থাকুন । :)

৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

নেক্সাস বলেছেন: দারুণ

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ । :)
আছেন কেমন ভাই ? :)

১০| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: আলম দীপ্র ,




বেশ সুন্দর ।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৯

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় মন্তব্যকারী :)
ভাল থাকুন সবসময় !

১১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন একটা কবিতা , শুভকামনা + ।

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ :) !
আছেন কেমন ? :)

১২| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে । শুভেচ্ছা।

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)
ভাল থাকুন নিরন্তর :)

১৩| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: অনেক দিন পর ব্লগে অাসলে। কেমন অাছো?

কবিতা সুন্দর হয়েছে।

৫ম ভালো লাগা রেখে গেলাম।

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

আলম দীপ্র বলেছেন: ভালই আছি সুমনদা ! আপনি আছেন কেমন ??? :)
অনেক ধন্যবাদ :)

১৪| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২২

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)
ভাল থাকুন !

১৫| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

জুন বলেছেন: অনেক দিন পর লিখলেন মনে হয় আলম দীপ্র ।
কবিতায় অনেক ভালোলাগা
+

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

আলম দীপ্র বলেছেন: জি !
অনেক ধন্যবাদ পড়ার জন্য :)
কেমন যাচ্ছে দিনকাল ?

১৬| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ !

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! কি খবর আপনার! আছেন কেমন ? ??? :)

১৭| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

সাদিয়া দুর্দানা বলেছেন: চমৎকার লেগেছে...! ভালো থাকুন!

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫১

আলম দীপ্র বলেছেন: মেনি থ্যাংকস :)
ভাল থাকা হোক নিরন্তর !

১৮| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

কলমের কালি শেষ বলেছেন: হুম আলহামদুলিল্লাহ ভাল আছি । আপনি কেমন আছেন ?

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

আলম দীপ্র বলেছেন: আলহামদুলিল্লাহ !! আমিও ভালই আছি ভাই :)

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আলম দীপ্র বলেছেন: শুভ নববর্ষ সুমনদা !
দেরি করার জন্য আন্তরিক দুঃখিত ! :( :( :(

২০| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:২৫

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ :)
ভাল থাকুন নিরন্তর । :)

২১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লাগল দীপ্র। শুভেচ্ছা অবিরাম।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:২৭

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ !
ভাল থাকুন ।
শুভকামনা । :)

২২| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা :)

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:২৮

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি ।
স্বাগতম আমার ব্লগে :)
ভাল থাকা হোক ।

২৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫

রুদ্র জাহেদ বলেছেন: খুব সুন্দর কবিতা

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

আলম দীপ্র বলেছেন: থেঙ্কু! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.