নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n আমি একটা ঝড়ের নাম , \n

আলম দীপ্র

রক্তচোষা বাতাসের মাঝে স্বপ্ন চাষ !

আলম দীপ্র › বিস্তারিত পোস্টঃ

আকাশ হতে পারে (কবিতা)

১৭ ই মে, ২০১৫ দুপুর ১:৫০



আকাশ দেখেছি আমি ,
আমার তুলতুলে নরম বিছানায় ।
উপহার হতে পারত একটা রক্তের মতো লাল গোলাপ অথবা
শিরশিরে হাসি । অথবা গভীরে অরণ্য সঙ্গীতে থাকত নির্ভেজাল কুকুরের ডাক ।
রমণীর পায়ের ছাপ পেরিয়ে শুধুই কাদা আর কাদা ।
বৃষ্টি নামেনি আজকে অথবা গতকাল কিংবা আগামীকাল ।
বৃষ্টি নামতে পারলেও পারত । ছাতা থাকত লাল কাপড়ের রক্ত থাকত সাদা ঠিক টিকটিকির মতো !
আজ বাতাসে আগুন ধরেছে শোন ,
আকাশ দেখেছি আমি ,
নরম আলতা পড়া রক্তলাল পায়ে লাল আভা স্মিত হয়ে পড়েছে ।
মাকড়শার জালে আটকে থাকা পতঙ্গের মতো ,
ইটখোলা দালানের অন্দরে সঙ্গীত শোন ।
আকাশ দেখেছি আমি ,
আসলে,
আকাশ দেখিনি আমি !

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:১০

ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার কবিতায় প্রথম ভাল লাগা।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) !

২| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগলো।


২য় প্লাস।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আলম দীপ্র বলেছেন: অসাধারন ধন্যবাদ ! :)

৩| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই !

৪| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:০৫

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন.......

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আলম দীপ্র বলেছেন: থ্যাংক ইউ :) !

৫| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৪১

সুফিয়া বলেছেন: কবিতাটি যেমন ভাল লেগেছে ছবিটাও তেমনি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ! :)

৬| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক দিন পর দীপ্র সাহেবের দেখা সাথে উচ্চমার্গের (আমার কাছে, আমি আবার এসব একটু কম বুঝি কিনা :( ) সুন্দর কবিতা। ভালো লাগলো, দুটোই। অনেকদিন দীপ্র'র গল্প পড়ি না, কবে পাবো নতুন কোন গল্প? অপেক্ষায় রইলাম।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আলম দীপ্র বলেছেন: অনেকদিন পর আসলাম ভাই! আছেন কেমন? আমার গল্প?! মাথায় একটা গল্প ঘুরছে কেন জানি ! লিখে ফেলার চেষ্টা করছি!
ধন্যবাদ ভাই পড়ার জন্য :) !

৭| ১৮ ই মে, ২০১৫ রাত ৩:৫৫

আমি মিন্টু বলেছেন: হুম বহুদিন পরে ভালই লাগলো ভাই । B-)

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আলম দীপ্র বলেছেন: বহুদিন পর ধন্যবাদ দিচ্ছি :( :) !

৮| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪৮

কলমের কালি শেষ বলেছেন: অনুভূতি ভাল লেগেছে।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আলম দীপ্র বলেছেন: থ্যাংক ইউ ভাইজান ! :)

৯| ১৮ ই মে, ২০১৫ সকাল ১১:৪২

বৃতি বলেছেন: ভালো লাগলো কবিতা :)

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :) !

১০| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:৩২

বিদগ্ধ বলেছেন: সুন্দর একটি কবিতা।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আলম দীপ্র বলেছেন: সুন্দর একটি ধন্যবাদ :) !

১১| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভাল লাগল।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

আলম দীপ্র বলেছেন: থ্যাংক ইউ ভাই ! :)

১২| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:০৯

তৌফিক চাকমা বলেছেন: নরম আলতা পড়া রক্তলাল পায়ে লাল আভা স্মিত ।
ভালো লাগা ! বিস্ময়ে কাউকে ভাবতে গিয়েও ভুলে যাওয়া ।
ধন্যবাদ ।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

আলম দীপ্র বলেছেন: বালিশে বালিশে ভাবনা ভাসুক! !!
আই , ধন্যবাদ , আমার ব্লগে স্বাগতম! :)

১৩| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:৪৪

জুন বলেছেন: অনেক ভালোলাগা আলম দীপ্র :)
+

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! :)

১৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৩৯

দৃষ্টিসীমানা বলেছেন: ছবি এবং কবিতা দুটোই চমৎকার । অনেক শুভ কামনা দীপ্র ।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আলম দীপ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ !

১৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫

উর্বি বলেছেন: ভালোলাগা!

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৫

আলম দীপ্র বলেছেন: থ্যাংক ইউ B-)

১৬| ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিনের পর দিন পরেছিলাম হাসপাতালের বেডে,আকাশ দেখিনি আমি
মাসের পর মাস পঁচেছিলাম অভিশপ্ত কোথাও,আকাশ দেখিনি আমি
আকাশ দেখার স্বাদ,বুক ভরে আকাশ দেখা আর না দেখার যন্ত্রনা সবি বুঝেছি এক্কেবারে হাড়ে হাড্ডিতে মজ্জায় মজ্জায়
আকাশ দেখতে না পারার অসহায়ত্ব যে কতটা অমানবিক কতটা যন্ত্রনাদায়ক শাস্তি না ভোগলে বুঝবেনা কেউ
এখন বুঝি যে আকাশ দেখতে পায় সে একজন সুখী মানুষ
পুরনো কিছু স্মৃতি রোমন্থন হলো
ভাললাগার কবিতা
ধন্যবাদ কবি

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

আলম দীপ্র বলেছেন: স্মৃতির পাতায় আকাশ ভরে থাকুক ।
আকাশের মাঝে আকাশ পড়ে থাকুক !

ধন্যবাদ ! আমার ব্লগে স্বাগতম !
দেরী হওয়ায় দুঃখিত ! :``>>

১৭| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

আবু শাকিল বলেছেন: তোমার কাছ থেকেই আমি কবিতা লেখা শিখব ।
+

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

আলম দীপ্র বলেছেন: ভাই ! আপনাদের ভালবাসা মিস করি ! :(
ভাল থাকবেন আকাশের সাথে !

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: দারুন কবিতা++

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ !

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগা জানবেন অনেক

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই! স্বাগতম আমার ব্লগে!

২০| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক দিন কোন খবর নেই , পরীক্ষ চলছে নাকি?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

আলম দীপ্র বলেছেন: আজ পরীক্ষা শেষ হল আপু :) !
আমার খবরে শুধুই কাদা ! :``>>

২১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

গেম চেঞ্জার বলেছেন: আকাশ দেখেছি আমি ,
আমার তুলতুলে নরম বিছানায় ।
উপহার হতে পারত একটা রক্তের মতো লাল গোলাপ অথবা
শিরশিরে হাসি । অথবা গভীরে অরণ্য সঙ্গীতে থাকত নির্ভেজাল কুকুরের ডাক ।
রমণীর পায়ের ছাপ পেরিয়ে শুধুই কাদা আর কাদা ।


কাব্যিক ভাললাগা। ++

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই ! স্বাগতম ! :)
ভাল থাকুন বিজয়ের মাসে আর সারাজীবন !

২২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২১

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর লিখেছেন

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্য !

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

নেক্সাস বলেছেন: কিরে ভাই আজকাল দেখিনা কেন?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই মনে করবার জন্য ! হাহা ! :D
ছাত্রজীবনের অসুখে অসুস্থ !

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: কি অবস্থা চলছে আপনার?

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

আলম দীপ্র বলেছেন: অনেকদিন পর পর ব্লগে আসা ! ভাবছি লিখব আজ রাতে , লিখব কিছু কথা ! ।
আপনার কি খবর প্রিয় প্রোফেসর ? B-)
চলছে কেমন সব ?!

২৫| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ভালোলাগা রইল কবি ভাই। সুন্দর ও রহস্যময় আপনার কবিতা। যদিও গদ্যিক ঢঙয়ে লেখা কবিতাগুলি আমি খুব একটা বুঝিনা ভালো। কবিতাটি পোস্ট করেছেন ১৭ইমে অথচ আমার কাছে যতটুকু মনে হলো ভাবধারাটা গতরাতের সাথে মিল রেখে লেখা। আকাশ লাল ছিল মানুষের রক্তে। নিরিহ মানুষের রক্তে।
ভালো থাকুন।

০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪

আলম দীপ্র বলেছেন: প্রতিবার বোধ হয় আকাশ নিরীহ মানুষের রক্তেই লাল হয় !
ভালো থাকুন ভালো রাখুন ।
ধন্যবাদ ।
স্বাগতম আমার ব্লগে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.