নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n আমি একটা ঝড়ের নাম , \n

আলম দীপ্র

রক্তচোষা বাতাসের মাঝে স্বপ্ন চাষ !

আলম দীপ্র › বিস্তারিত পোস্টঃ

রেইনডিয়ার মসে

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৫



তোমার চেরির মত লাল রঙের জামা,
আর আমার ভেতর, ঢেউয়ের মত উড়ছে রাজহাঁস,
হাঁসের বাড়িঘর,
রাত আর দিন উদাস হয়ে রয়
যেভাবে ইশকুল বন্ধ, হলে বৃষ্টি,
আর প্রিয়তম মানুষ হরিণীর মত প্রায়,
কাছে এসে, হাঁপায়..!

একসময় ভেসে চল ফেনায় ফেনায় যাতে লোহায় লোহায় জং ধরে যেভাবে ঠিক তেমন সুরেই আমরা গান গাইতে থাকি বুড়ো সমুদ্রের পিঠে। জলজল আর শব্দে।

আর প্রিয়তম মানুষ প্রায়,
হরিণীর মত হাঁপায়!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: ভিন্ন রকম, ভালো লাগল। কেমন আছো?

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ দাদা!
ভালোই আছি। আপনি কেমন আছেন?

২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০১

সুমন কর বলেছেন: এইতো, চলে যাচ্ছে...........ভালো আছি, বলব না !!! হাহাহাহা

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:২৩

আলম দীপ্র বলেছেন: সবারই চলে যাচ্ছে দাদা, সবই চলে যাচ্ছে!

৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:২৪

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ অনেক! ভালো আছেন তো ?

৪| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৩

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ ভাই!

৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৮

সোহানী বলেছেন: দীপ্র অনেক দিন পর, কেমন আছো? পড়াশুনা কেমন চলছে?

কবিতায় ভালোলাগা।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৪

আলম দীপ্র বলেছেন: ধন্যবাদ!
ভালো আছি, চলছে কোনোরকম।
আপনি কেমন আছেন?????

৬| ১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: আরে এ যে দীপ্র ভাই অনেক দিন পর তা কেমন আছেন ?

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৪

আলম দীপ্র বলেছেন: ভালোই আছি! আপনি কেমন?

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.