নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

কষ্টে আছি আইজুদ্দিন

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৭



আমার বাসা থেকে আফিসে যাবার রুট হলো পলাশী থেকে এসএম হল হয়ে জগন্নাথ হল-শহীদ মিনার- দোয়েল চত্বর- কার্জন হল- হাইকোর্ট-প্রেস ক্লাব হয়ে মতিঝিলের অফিস পাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হওয়ায়এই রুটে কোন পাব্লিক পরিবহন নাই। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমার হাতে যে সময় থাকে তাতে রিক্সায় করে আমি এই রুট হয়ে অফিসে গেলে আমি টাইম মতো অফিসে পৌঁছাতে পারি।

অফিস টাইম শুরুর সময় এই রুট দিয়ে আমাদের মহামান্য (!) আমলাদের গাড়ি চলাচল করে তাই খামখেয়ালি করে নয়টার সময় দোয়েল চত্বর থেকে রিকশায় করে অফিস পাড়ার দিকে যেতে দেয়না। এই সময়ে এই রাস্তা ব্যবহার করতে হলে আমার অবশ্যই গাড়ি থাকতে হবে। আমি ডিউটিরত পুলিশকে জিজ্ঞেস করছি কেন যাওয়া যাবে না? বলে উপরের নির্দেশনা আছে?

বিকল্প হিসাবে রিকশাওয়ালারা তিন নেতার মাজারের পাশ দিয়ে হাইকোর্টের ভিতর দিয়ে অথবা কার্জন হলের ভিতরের রাস্তা দিয়ে নিয়ে আসতো। এখন এই দুটো পথও বন্ধ। বাধ্য হয়ে বার্ন-ইউনিটের সামনে দিয়ে বঙ্গবাজার হয়ে অফিসে যাওয়া লাগে। অফিসে টাইম মতো প্রায়ই পৌঁছাতে পারিনা। সপ্তায় তিনদিন দেরিতে অফিসে আসলে এইচআর থেকে ব্যাখ্যা তলব করে। এই রাস্তায় প্রচুর জ্যাম লেগে থাকে। এতে আমাদের একদিকে সময় নষ্ট হয় টাকাও বেশি লাগে।

এখনতো দেখতেছি দেশের রাস্তাও আমলারা ইচ্ছে মতন ব্যবহার করা শুরু করছে। দেশে ওনাদের চাকরিই চাকরি আর আমদের চাকরি কি কামলার চাকরি?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: এই সমাজে আজীবন আইজুদ্দিনরা বলীর পাঠা।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৯

মোগল সম্রাট বলেছেন: আমলাদের পাওয়ার এক্সারসাইজের অংশ হিসাবে এসব দেখতে হচ্ছে।

২| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৮

শাওন আহমাদ বলেছেন: নির্মম সত্য! দেশটা এখন আর সাধারণ মানুষের জন্য নয়!

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪১

মোগল সম্রাট বলেছেন: আমলারা এহন মন্ত্রী/এমপি/মেয়র কাউরে গোনে না শুধূ প্রধানমন্ত্রীরে ছাড়া। আর আমরাতো কোন বাল-ছাল !!!!

৩| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: সব ক্ষমতাবানদের দখলে। এবং চুপ করে মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৬

মোগল সম্রাট বলেছেন: উপায় অনেক আছে। সাধারন মানুষ উপায়গুলি এ্যাপলাই করে না। করলে খবর আছে।

৪| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৪

আখেনাটেন বলেছেন: এখনতো দেখতেছি দেশের রাস্তাও আমলারা ইচ্ছে মতন ব্যবহার করা শুরু করছে। দেশে ওনাদের চাকরিই চাকরি আর আমদের চাকরি কি কামলার চাকরি? --- সহজ কথা যায় না বলা সহজে....। ব্রিটিশরা যে ভূত ঢুকায়ে গেছে, সে কিংভূত তাড়ানোর বদলে উত্তরোত্তর ভূতের কারসাজি বেড়েই চলেছে। অবশ্য এর যথেষ্ঠ কারণও রয়েছে। গিভ অ্যান্ড টেক রুল। উপায় নাই আইজুদ্দিন।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১০

মোগল সম্রাট বলেছেন: ব্রিটিশরা আমলাতন্ত্রের যত আইন-কানুন, নিয়ম-নীতি তৈরি করে দিয়ে গেছে তার প্রায় সবই সাধারণ জনগণের স্বার্থের বিপক্ষে। তারা চেয়েছিল এমন এক এলিট শ্রেণী তৈরি করতে যারা দেখতে ভারতীয় কিন্তু মগজে ব্রিটিশ। দুঃখজনক হলো তার ধারবাহিকতা এখনো সগৌরবে চলছে.............!!!

৫| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৮

লিংকন১১৫ বলেছেন: আমার বাসা থেকে অফিস আস্তে এক ঘণ্টার বেশি সময় লাগে |-)
দু বার বাস ও দু বার রিক্সা বদল করতে হয়, জ্যাম না থাকলে ২০ মিনিটে পৌঁছে যাই !
আর যদি দুইটা ভিআইপি যায় সেদিন আর রক্ষে নাই,
সবি ভাই পোড়া কপাল, এ দেশে জন্মানো, সময়ের কোন মূল্য নেই |-)

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০২

মোগল সম্রাট বলেছেন: মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৮ সালে রিতিমতো রাজধানীতে ভিআইপিদের গাড়ি চলাচলে আলাদা লেন করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিলো ।

পাব্লিকের সঙ্গে লোকাল বাসে ঝুলে ঝুলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে কিছুদিন অফিস করলে হয়তো ভোগান্তিটা কিছুটা বুঝতে পারতো তারা।

৬| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: উনাদের জন্য আলাদা রাস্তা বানায়া নেয় না কেন?

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫১

মোগল সম্রাট বলেছেন: প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবার চেষ্টা করা অথচ এ জীবনে তা চোখে দেখলাম না । কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই ।

৭| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ১০:৩০

লিংকন১১৫ বলেছেন: লেখক বলেছেন: মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৮ সালে রিতিমতো রাজধানীতে ভিআইপিদের গাড়ি চলাচলে আলাদা লেন করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিলো ।

বলেন কি এটা তো জানতাম না ,
উনাদের জন্য আকাশ পথ দেয়া যেতে পারে, তাহলে খুব দ্রুত জনগনের সেভা দুঃখিত সেবা করতে পারবে ।

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৬

মোগল সম্রাট বলেছেন: হ্যা, চিঠি দিয়েছিলো এবং ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিলো। ঐ সময় এটা টক অব দ্যা কান্টি ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.