| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর কাইজার
যুক্ত করো হে সবার সঙ্গে
এক দুই তিন গুনতে গুনতে
হঠাৎ আবিষ্কার করলাম, আমি কেনো গুনছি?
ঘুমতো আমার আসবে নাকো আজ
কারো মনে কষ্ট দিয়ে বৃথাই আমার সুখী হওয়ার সাজ।
হঠাৎ তখন টিকটিক কোরে ঘড়ির কাটা নড়ে,
এতো দিনে আজই আমি শুনতে পাচ্ছি তবে,
আজকে তবে রাতটা আমার কেটেই যাবে দুঃখে
ফুলের গায়ে আঘাত করে, কে সুখী হয় কবে?
© আলমগীর কাইজার
০৬.০৯.২০১৮