নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

সবচাইতে উত্তম বিয়ে হচ্ছে সহজতম বিয়ে।

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৪

সবচাইতে উত্তম বিয়ে হচ্ছে যেখানে খরচ কম হয়। কারন যে অপচয় করে সে হচ্ছে গিয়ে সয়তানের বন্ধু তাই বিয়েতে যত কম খরচ হয়, আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সেই বিয়ে বেশি পছন্দের। আমরা কি আল্লাহর পছন্দের বান্দা হতে চাই, নাকি সমাজের দাস?



আমাদের আদর্শ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ“সবচাইতে নিকৃষ্ট খাদ্য হচ্ছে সেই ওয়ালিমাহ এর খাদ্য যেখানে কেবল ধনীরাই নিমন্ত্রনপায়, গরীবেরা নয়”। **[সহীহ বুখারী]



“ সবচাইতে উত্তম বিয়ে হচ্ছে সহজতম বিয়ে (মোহরানার দিক থেকে)”। [ইবন মাজাহ, আবু দাউদ]

অন্য সহিহ বর্ণনায় এসেছে-“যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশী”আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জাহান্নাম কে ঘিরে রাখা হয়েছে আকর্ষনীয় কাজকর্ম দিয়ে আর জান্নাত কে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে।

**[বুখারী ৭: ২৪৫৫]



ভাইয়েরা আসুন যারা সামনে বিবাহ করবেন ইনশাল্লাহ তারা আকর্ষণীয় ভাবে না করে নিরস ভাবে করি । বস্তুত এতেই রয়েছে প্রকৃত সুখ ।বিভিন্ন জরিপে দেখা গিয়েছে যে, তালাক যা সবচেয়ে নিচু মানের হালাল কাজ তা বর্তমান পৃথিবীতে হচ্ছে অর্থনৈতিক কারণে (Financial Distress) আর আমরা কিনা সবাই নিজেদের সামর্থ্যের বাইরে এসকল করে Financial Distress টি আমাদের জীবনে সমাজকে খুশি করার জন্যে নিয়ে আসছি যা মোটেও উচিত নয়। আর যাদের অনেক টাকা রয়েছে তাদেরও এসকল বেহুদা অপব্যয় এর কর্ম করা উচিত নয় যদি আপনি সৎকর্মশীল হয়ে থাকেন তাহলে অন্যকে এসকল কর্ম বর্জন করতে বলুন এবং নিজেও বর্জন করবেন ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা করুন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:০২

মোহাম্মদ তুহিন১৫ বলেছেন: বিয়ে না করলে তো আরও বেশি ভালো - খরছ আর তালাক এর কোন টেনশন ই থাকবে না

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪২

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: বিয়ে না করে আপনি সুখ পেতে পারেন কিনতু শান্তি পাবেন নাহ ।

ধন্যবাদ ।

২| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:০৭

গাধা গরু বলেছেন: বর্তমানে বিয়ে করা সো টাফ ।অনেক খরচের ব্যাপার। নবীজি বিয়েকে সহজ করতে চেয়েছিলেন, আমাদের সমাজ ঠিক উল্টো করে কঠিন বানিয়ে ফেলেছে।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৩

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: জী ভাই ।
সহজ সরল ইসলাম ।
আমরা আমাদের জটিল করে তুলেছি ।
ধন্যবাদ ।

৩| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪

আহসানের ব্লগ বলেছেন: বিয়ে মানে মহা কিছু ;)

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: আসলেই মহান ব্যাপার । ;)

৪| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সহমত।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখকের সাথে একমত।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.