নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

বাজারে ফল বিক্রি নয় বিষ বিক্রি হচ্ছে।।

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৭

বাজারে ফল বিক্রি নয় বিষ বিক্রি হচ্ছে।।

আজ এক চেনাজানা ফল বিক্রেতা কে জিজ্ঞেস করলাম ব্যবসা কেমন চলে ...

বলে ব্যবসা করার আর মন চায় না।।

এই গুলি ফলে এতটাই ফরমালিন মারা আছে যে ফলও তিতা হয়ে গেছে।।

প্রশাসনের তদারকি নাই দেখে সবাই নির্বিজ্ঞনে ফরমালিন যুক্ত ফল বিক্রি করতাসে।।



আশে পাশে দোকানে সব ফরমালিন যুক্ত ফল

ফরমালিন মুক্ত নয়।।



আগে একসময় ছিলো যখন বাজারে ফল বিক্রি

হতো ..

এখন আর ফল বিক্রি হয় না , ফলের মোড়কে বিষ বিক্রি হয়।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:২২

আহসানের ব্লগ বলেছেন: অনেক বছর ধরেই ফল থেকে দূরে আছি ঠিক এই কারণে ।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৩

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: আমিও ফল থেকে দূরে থাকার চেষ্টায় আছি ।
ধন্যবাদ ।

২| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:২৬

ঢাকাবাসী বলেছেন: এর জন্য ৯৯% দায়ী হল ঘুষখোর আমলা নেতা আর মন্ত্রীরা!

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৪

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: ঠিক বুলেছেন ।
ধন্যবাদ ।

৩| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬

আমি ব্লগার হইছি! বলেছেন: টাকা দিয়ে এই বিষ কিনে খাওয়ার চেয়ে মুড়ি খাওয়া ভালো।

আফটপিক: কোল্ডড্রিংকস খাওয়া চিরতরে বাদ দিয়ে দিলাম ।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৬

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: :) :)

আফটপিকটার চেষ্টা চালাইয়া যান ।
ধন্যবাদ ।

৪| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:২৬

জামিল হাসান বলেছেন: পোষ্ট টা দেখে লগইন করলাম শুধু ফল না সব কিছুতেই এখন বিষ
ভিডিওটা দেখার অনুরোধ রইল
View this link

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৬

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: ধন্যবাদ । দুই দিন হলো আমি ব্লগে লিখতেছি ।

ভিডিও টা দেখলাম । মুরগীর মধ্যে এইভাবে বিষ দিয়ে মুরগীকে বিষ বানাচ্ছে সেটা দেখে শক খাইলাম । সামনে কি হবে কে জানে ।

৫| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩০

bakta বলেছেন: ফল খেলেই ফল ভুগতে হবে
ফলেতে ফরমালিন,
অকালেতে ফল পাকাচ্ছে
অসাধু সবকালীন।

বাজার ছেয়ে আসছে ধেয়ে
রংবেরংয়ের সব ফল,
গন্ধ না পাই, রংয়ের বাহার
জিভে আনছে জল।

আমলা মন্ত্রী ষড়যন্ত্রী
ব্যবসা্য়ীদের লীলা,
বলতে পারো কদ্দিন আর
চলবে এমন খেলা ।

বাজার ছেয়ে মাছ মাংসে
মানুষ মারার কল,
ফলের ভিতর ফল মাখিয়ে
মারছে মানুষ দল।

ভাবছো তোমরা এমন করে
ভরবে লাভের গোলা ,
সে বিষেতেই বিষম না খায়
তোমার ঘরের পোলা ।

সেদিন কিন্তু পস্তাবে খুব
দুখ যাবে না কোথাও আর,
নিজের বিষে আনবে বিপদ
বাড়ীতে ডেকে অনির্বার ।



২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: ভাল লিখেছেন ।

আপনার এমন কবিতা আমাদের মানুষের সত্তাকে জাগিয়ে তুলুক এমনটা চাই ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.