নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

আপনি কি “রোজা” রাখবেন না কি “সিয়াম” পালন করবেন?

২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৪

আল-হামদু-লিল্লাহ. রামাদান

মাসের আর অল্প কয়েকদিন বাকী.

বাংলাদেশের অধিকাংশ মানুষ

এই মাসে “রোজা” পালন

করে থাকে. আর যারা মুমিন

তারা এই মাসে “সিয়াম” পালন

করে থাকে.

রোজা শব্দের অর্থ হল উপবাস

থাকা. অধিকাংশ মানুষ

রোজা রাখে. হিন্দরাও

রোজা রাখে. কিন্তু অধিকাংশ

মানুষ “সিয়াম”

পালন করে না. তাই অধিকাংশ

রোজাদার সকাল

থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস

থাকে. কিন্তু এর

সাথে সাথে তারা মিথ্যা করা,

মিথ্যার কারবার ও

জাহেলিয়াতের

সাথে চলাফেরা করে. আল্লাহর

কাছে রোজাদারের কোন

মূল্যই নেই.

সিয়াম শব্দের অর্থ হল বিরত

থাকা. আল্লাহ তা’আলা বলেন:

“হে ঈমানদারগণ! তোমার উপর

সিয়ামকে ফরদ্ব

করা হয়েছে যেমন ফরদ্ব

করা হয়েছিল তোমাদের

পূর্ববর্তীদের উপর.

যাতে করে তোমরা তাক্বওয়া অর্জন

করতে পার. (সুরা বাক্বরহ:183)

তাক্বওয়া হচ্ছে হারাম কাজ

পরিত্যাগ

করা. ব্যাপক

অর্থে তাক্বওয়া হচ্ছে, আল্লাহর

নির্দেশিত বিষয়

বাস্তবায়ন করা, তাঁর নিষেধ

থেকে দূরে থাকা. আল্লাহর রসুল

(সা:) বলেন: যে ব্যক্তি (সিয়াম

অবস্থায়) মিথ্যা কথা, মিথ্যার

কারবার

ও জাহেলিয়াত পরিত্যাগ করল

না তার খানা-পিনা পরিহার

করার

মাঝে আল্লাহর কোন দরকার নেই.

(সহীহ বুখারী, কিতাবুস

স্বওম)

আল্লাহ তা’আলা আমাদেরকে স্বওম

পালন করার তৌফিক্ব দান

করুক. আমিন.

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:২২

হেডস্যার বলেছেন:
জ্ঞানপাপী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.