নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মানুষ কেন ইন্ডিয়ান চ্যানেল দেখে !!!!

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৩

বাংলাদেশের মানুষ কেন ইন্ডিয়ান চ্যানেল দেখে সেই বিষয়টা আয়নার মতো ক্লিয়ার। শুধু শুধু আমরা সেসব দর্শকদের দোষারুপ করি। ইদানিং আমি নিজেও Sony ৮ এর বিশাল ফ্যান বনে গেছি। যতক্ষন টিভি দেখি সনি৮ ই দেখি - এটা কিছু দিন আগে দেয়া আমার বন্দুর কথা ।



তার কথা শুনে আর কিছু বিবেচনা করে দেখলাম আসলেই অনেকটাই সত্য ।



বাংলা চ্যানেলের প্রতি অরুচির কারনঃ-

প্রতেকটা চ্যানেলে ঘন্টায় ঘন্টায় খবর। যেনো খবরের প্রতিযোগিতা। আমাদের দেশে কয়েকটা নিউজেচ্যানেল থাকার পরও কেন এই খবরের প্রতিযোগীতা। তা আবার সব চ্যানেলে। বোকার রাজ্য। আর যখন এড দেয়, তখন বোঝার সাধ্য নেই কখন শেষ হবে। ফকিন্নির মতো এড দিতেই থাকে। আর চ্যানেল সিক্সটিন নামের যে মিউজিক চ্যানেল সেটাতে বিজ্ঞাপপনের ফাঁকে ফাঁকে গান দেয়। সব চ্যানেলের একই দশা। ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখিয়ে দেয় এত মিনিট পর ফিরছি। ঐ টাইমটাতে অন্য কাজ করা যায়। বোকারা দেখেও শিখেনা। ৫ মিনিট অনুষ্ঠান, ১০ মিনিট এড এই হলো ধারা। আর কি খবর যে দেয় সব চ্যানেল মিলে তারাই জানে।



কিছুদিন আগে আমাদের এলাকার একটা মেয়ে সুইসাইড করছে সুধু মাত্র মা হিন্দি সিরিয়াল দেখতে দেয় নি বলে ।



আমাদের সবাইকে মিলে একটা কিছু তো করতেই হবে । হাজার হাজার টাকা তারা আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে । আমাদের কি আলোচনা করা ছাড়া কিছুই করার নাই ??

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪২

রাজীব বলেছেন: আলোচনায় হবে না। আমাদের চ্যানেলগুলো ভালো করতে হবে।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৪

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: জী ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.