নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

অতিষ্ট হয়েই লিখলাম

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯


জীবনের প্রতিটা দিনই একেকটা অভিজ্ঞতা অর্জন করছি। অনেক কঠিন মনে হয় মানুষের জীবনটা। সেটা মানুষের কাছে গিয়ে উপলব্দি করতে হয়। দূর থেকে কোন কিছুই বোঝা যায় না।

মানুষের সাথে না মিশলে মানুষ হওয়া যায় না। ফুলবাবু সেজে ঘরের মধ্যে লক্ষী সেজে বসে থেকলেই ভালো মানুষ হওয়া যায় না। মানুষের সুখ দুঃখের ভাগ নেওয়াতেই ভালো মানুষের পরিচয়। আমি কোন প্রবন্ধ রচনা করছি না। আমার অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র।

দুনিয়াতে টাকা ইনকাম করা কারো কাছে খেলাম মতো,আবার কারো কাছে রক্ত ঝড়া ঘামের বিনিময়ে অর্জিত হয় টাকা। টাকা রোজগার করাতেই মানুষের ব্যস্ততা। কারন টাকার প্রেমে সবাই পাগল। না হয়েও উপায় নাই। যে টাকা একটা পার্টিতে খরচ হয়, সেই পরিমান টাকা উপার্জন করতে একটা শ্রমিকের কয়েক মাস লাগে। এটাই ধনতন্ত্রের রীতি। যদি সবকিছু সমাজতান্তিকভাবে হতো!

মানুষের অসহায়ত্বের যেমন শেষ নেই,তেমনি শেষ নেই প্রাচুর্যের। সেই প্রাচুর্য একটা শ্রেনীই ভোগ করে, আরেকটা শ্রেনী সারাজীবন প্রতারিত হয়, স্বপ্নগড়া স্বপ্ন ভাঙ্গার খেলায় ব্যস্ত থাকে। তুলোয় গড়া স্বপ্নগুলো ঝড়ো বাতাসে নিমিষে উড়ে যায়। স্বপ্নতো স্বপ্নই। তাই হয়তো কারো জীবনে কোনদিনও সত্যি হয়ে ধরা দেয় না।

তবুও মানুষ বাঁচে, বাঁচতে হয়। হয়তো সেই বাঁচাটা নিজের জন্য নয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

ইলুমিনাতি ইতআনিমুলি বলেছেন: Nice

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

কলমের কালি শেষ বলেছেন: ভালো বলেছেন ।

১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৮

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: থ্যাংকস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.