নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

শুক্রবার বিকাল তাই

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

শুক্রবার বিকাল মানে আমার মন খারাপ। এ সময়ে কিছু ভাল লাগে নাহ। কোন এক দিকে ছুটে চলে যেতে ইচ্ছা করে। কোনদিকে যাব ভেবে না পেয়ে বাসায় বসে পরি। কোন দিন বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষ দেখে বিরক্ত হয়ে আবার বাসায় চলে আসি। মানুষ দেখতে আমার ভাল লাগে। কিন্তু সব সময় নাহ। সব সময় মানুষ দেখাবে যারা মানুষ নিয়ে ধাঁদা খেলে তারা। এদের থেকে দূরে থাকাই ভাল। চায়ের দোকানে বসে মাঝে মাঝে ধোঁয়া ওঠা চা ধরে ভাবি আর কত মানুষ দেখলে এক জোড়া এক রকম মানুষ খুঁজে পাব। এক রকম মানুষ আরেকটা হয় নাহ। তারপর ও মানুষ মিল খোঁজে। জোড় করে জোড়া বেঁধে থাকে। আসলে লুকিয়ে টিকে থাকা । তবে যারা নিবেদিত প্রান হয়ে থাকে সংসারে তাদের আমরা নাম দিয়েছি সাদা মনের মানুষ। সেই সাদা মনের কেউ থাকলে হয়ত এই শুক্রবারের বিকালে বের হওয়া যেত। রিক্সায় ঘোরা যেত। রিক্সায় ঘুরতে ঘুরতে রাজনীতি নিয়ে আলোচনা করা যেত। কিন্তু সেটা হবে নাহ কারন আমি সাদা নাহ। কিন্তু এদিকে তো আমার একা লাগা শুরু হচ্ছে। মনে হচ্ছে আজকের শুক্রবারটাও চায়ের দোকানে মানুষ দেখে আর মানুষের গল্প শুনে কাটাতে হবে। এটা ভাবা সহজ যে কেউ এসে জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। আলতো ভাবে জীবনের সব সমস্যা দূর করে দিচ্ছে। সহজ জন্য ভেবে যাচ্ছি। আর আবার ভাবতে এখন বের হচ্ছি । হেটে দেখি রাস্তা জীবনকে কত দূর নিয়ে যেতে পারে। তবে এটা সত্য " বাসায় ঢুকলেই মনে হয় পৃথিবীতে আমার কেউ আছে"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার সাথী দরকার, সময় হয়েছে

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: হাহা, সময় হলে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.