নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

৭ নং বাস

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৪


সাত নম্বর বাসে উঠে ঘুমিয়ে পড়েছি যেভাবে ঘুমিয়ে পরেছে পৃথিবীর সব শক্তিশালী দেশগুলো। আমার না হয় হটাঠ ব্রেকে ঘুম ভাঙ্গে কিন্তু এদের ঘুম কখনো ভাংবে নাহ । ঘুম ভাংছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের । বিজ্ঞানীরা গবেষণাগারে সৌর কোষ তৈরি করেছেন, সূর্যের আলো থেকে সেটার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে। ক্ষমতা খুব ভয়াবহ জিনিস। এই ক্ষমতা চলে গেছে জঙ্গির কাছে । মৌলভীবাজার শহরে জঙ্গিদের বিস্ফোরণে মারা গেছে সাত টি মানুষ। ছিন্নভিন্ন সাত লাশের চারটিই শিশুর। মানুষের দাম নাই । যেমন দাম নাই মানবতার। মানবতার কথা উঠলেই মনে হয় রহিঙ্গাদের কথা। রহিঙ্গাদের বিশ্বাস ছিল ইসলামে। মুসলিম হলে কি রহিঙ্গারা মানুষ থাকে নাহ। জানোয়ার হয়ে যায় ? জানোয়ার হলে কি তাদের মেরে ফেলতে হয় ? তারিয়ে দিতে হয় ? রহিঙ্গাদের সব দিক থেকেই পরাজয়। পরাজয় দরকার শ্রীলংকার । একটা ম্যাচ জিতেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। এই জেতার রেশ যেন রোহিঙ্গাদের সবার মাঝে ছরিয়ে পরে। তাহলেই ছরিয়ে পরবে মানবতা। যেভাবে মানবতার ডাক দিয়েছে প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘে প্রস্তাব প্রধানমন্ত্রীর। মন টা ভরে গেছে । আশায় আছি এবার কিছু হবে। হতেই যে হবে কিছু।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

কালীদাস বলেছেন: লেখাটা বেশ হয়েছে। এত সিম্পল জিনিষে এত টপিক টেনে আনাটা ভাল লাগল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.