নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

এই যে

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১



এই যে ধানমন্ডি লেক।

এই যে আমি।

এই যে তুমি বই নিয়ে বসে আছো সরবরের অপজিটে।

এই যে আমি তাকিয়ে আছি টগবগ করে।

এই যে তোমার ঘন চুল এক পাশে ফেলে রেখেছ লতার মত।

এই যে চশমাটা খুলে পাশে রাখলা।

এই যে বুকের ভেতরে কুয়াশা ঢুকে হাহা কার করে দরফর করে উঠল।

এই যে আমর চোখে নেশা ধরিয়ে অস্থিরতায় ডুবিয়ে দিলে।

এই তো আমি ভালই ছিলাম।

এই তো আমি উঠতে পারতেছি নাহ।

আমার যে এখন খুব কথা বলতে ইচ্ছা করতেছে।

কিন্তু আমি তো পারলাম নাহ।

তাই তো আমি শীতকালেও নীল আকাশ খুঁজতে খুঁজতে বাসায় চলে আসলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

তারেক ফাহিম বলেছেন: এই যে চশমাটা খুলে পাশে রাখলা।

এই যে বুকের ভেতরে কুয়াশা ঢুকে হাহা কার করে দরফর করে উঠল।

এই যে আমর চোখে নেশা ধরিয়ে অস্থিরতায় ডুবিয়ে দিলে।

এই তো আমি ভালই ছিলাম।


অতিত আর ভবিষ্যৎ খুঁজে পাচ্ছি না কবি।
রাখলা, উঠলে, দিলে যদি বর্তমান হয় তাহলে ছিলামতো অতিত। বুঝতে পারিনি মনে হয় নাকি আমি নিজেই ভুল।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: আপনি ঠিক আছেন আমি ই ভুল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.