নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

শ্যামল প্রেম

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

আমায় তুমি শুনতে পাও?
গভীর রাতে নিয়োন আলোর শব্দে -
একলা পথে হেটে আশা পথিকের গল্পে -
নতুন ভোরে তোমার হাতের স্পর্শ এ -

এক ব্যাথা প্রেম নিয়ে বসে আছি -
রুপকথার কাব্য শোনাবো -
রাতের বাতাস গায়ে মেখে দেবো -
রাত পোহালে ঠোঁট কোমলে আঘাত দেবো -

তোমার অনিহাতে আমার বুক কাঁপে
একটা নতুন ব্যাথ্য কেমন আকাশের দিকে যেতে চায়-
ব্যাথাটা গলা বেঁয়ে উঠে এসে দম বন্ধ হয়-
বাঁচা মরার মাঝামাঝিতে আবার প্রেমে পরি অশ্লিল হয়ে উঠি।

আজ একটু পাশে বসে থাকো-
হাতটা টেনে কোলে বসে থাকো-
এলোমেলো জীবনটা একটু গুছিয়ে দাও-
কাঁধটায় মাথায় রেখে খানিকটা ঘুমিয়ে নাও-

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।

"শুভ নববর্ষ"

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।
...................আমার ব্লগে স্বাগতম।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২

শাহিন বিন রফিক বলেছেন:

ভাই না পড়ে মন্তব্য দিলাম, কারণ আজ আমি শুধু শুভেচ্ছা জানাতে লগইন করেছি।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.